Gender Discrimination Paragraph বাংলা অর্থসহ

Gender Discrimination Paragraph : Gender discrimination means the difference between men and women. This is an evil aspect of our society. This is very harmful. This deprives the ladies of their basic rights. Gender discrimination is prevailing in Bangladesh. In our society, gender discrimination begins at birth. Our girls are treat inhumanly. They are not give the chances of education. they have to work in the house. They are not give proper food and nutrition. they are give the idea that good food is meant for boys. Girls are married off before they grow maturity. They are not give proper treatment. They suffer from an anemia, malnutrition etc. which make them vulnerable to various diseases. This discrimination develops a sense of self-effacement, self-denial and inferiority. Thus gender discrimination has serious consequences. Everyone should come forward to remove this attitude of depriving the girls. They should be give proper opportunities to live.

Topic sentences:

  • Gender discrimination has serious consequences This degrades the female folk.
  • This deprives them of their basic rights.
  • Gender discrimination must be stopp from the society.

Gender Discrimination Paragraph বাংলা অর্থসহ

আলোচ্য বাক্যসমূহ:

  • লিঙ্গ বৈষম্যের মারাত্মক ফলাফল রয়েছে এটা নারীদের মর্যাদা হানি করে।
  • এটা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে।
  • লিঙ্গ বৈষম্য সমাজ থেকে অবশ্যই বন্ধ করতে হবে।

লিঙ্গ বৈষম্য বলতে বুঝায় পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য। এটা আমাদের সমাজের একটি খারাপ দিক। এটা খুব ক্ষতিকর। এটা মহিলাদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে দেয়। লিঙ্গ বৈষম্য বাংলাদেশে জয়ী হচ্ছে। আমাদের সমাজে, জন্ম থেকে লিঙ্গ বৈষম্য শুরু হয়। আমাদের মেয়েদেরকে অমানবিকভাবে বিবেচনা করা হয়। তাদেরকে শিক্ষার সুযোগ দেয়া হয় না। তাদেরকে বাড়িতে কাজ করতে হয়। তাদেরকে যথাযথ খাদ্য এবং পুষ্টি দেয়া হয় না। তাদেরকে ধারণা দেয়া হয় যে ভালো খাদ্য বালকদের জন্য। মেয়েরা পরিপক্বতা লাভ করার আগে তাদের বিয়ে দেয়া হয়। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হয় না। তারা রক্তাল্পতা, অপুষ্টিতে ভোগে যা তাদেরকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এ বৈষম্য আত্মবিলোপী, আত্মত্যাগী এবং নিকৃষ্টতা প্রকাশ করে। এভাবে লিঙ্গ বৈষম্যে মারাত্মক ফলাফল রয়েছে। প্রত্যেককে বঞ্চিতের দৃষ্টিভঙ্গি দূর করে এগিয়ে আসা উচিত। তাদেরকে বেঁচে থাকার জন্য যথাযথ সুযোগ সুবিধা দেয়া উচিত।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment

//eptougry.net/4/6176583