Importance Of Learning English Paragraph বাংলা অর্থসহ (PDF)

Importance Of Learning English Paragraph :The language which is used all over the world for smooth communication is called an international language. English is an international language. For centuries English has been being used for international communication in many countries. Now, it has created its appeal all over the world and become a must for multilateral communication. So, English is call an International Language. In order to keep pace with the present world, we should have a good command over English. For maintaining communication with foreign countries and international organizations, we should learn English. Again, in order to have an access to the latest knowledge and research of the world we need to learn English.

Besides, for the sake of higher education, we should learn English. Apart from these, we should learn English because it can ensure our future career. However, learning English is an easy task. In case of learning English, one should learn the grammatical rules very carefully. Without learning grammar, it is not possible to have a good command over English. Our present English textbook which is based on the communicative purposes is very helpful for learning English. It introduces us with the communicative functions of English and helps us use it in practical situations. People having a good command over English are highly valu in the job market. Most of the job exams give priority on English section. However, if one has good knowledge on English, one can easily manage a good job.

Importance Of Learning English Paragraph বাংলা অর্থসহ

যে ভাষাটি সারা বিশ্বে অবাধ যোগাযোযোগের জন্য ব্যবহৃত হয়, তাকে বলা হয় আন্তর্জাতিক ভাষা । ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। শত শত বছর ধরে অনেক দেশে আন্তর্জাতিক যোগাযোগ হিসেবে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি সারাবিশ্বে এর আবেদন সৃষ্টি করেছে এবং বহু পাক্ষিক যোগাযোগের জন্য একটি অপরিহার্য ভাষায় পরিণত হয়েছে। এ কারণেই ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। বিদেশের সাথে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য আমাদের ইংরেজি শেখা দরকার। আবার, বিশ্বের সর্বাধুনিক জ্ঞান ও গবেষণায় প্রবেশাধিকারের জন্য আমাদের ইংরেজি শেখা দরকার।

তাছাড়া উচ্চ শিক্ষার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত। এগুলোর বাইরে, আমাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য ইংরেজি শিখতে হবে। যাই হোক, ইংরেজি শেখা একটি সহজ কাজ ইংরেজি শেখার জন্য ব্যাকরণের নিয়মকানুন যত্নের সাথে শিখতে হবে। ব্যাকরণ না জেনে ইংরেজিতে ভালো দখল থাকা সম্ভব নয়। আমাদের বর্তমান পাঠ্যবই যা যোগাযোগ তৈরির উদ্দেশ্যে রচিত, তা ইংরেজি শেখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এটি আমাদের দেশে ইংরেজিতে যোগাযোগ কার্যক্রমের সাথে পরিচিত করে এবং বাস্তব জীবনে এটি ব্যবহারে সহায়তা করে। ইংরেজিতে দখল থাকা লোকদেরকেই চাকরির বাজারে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অধিকাংশ চাকরির পরীক্ষায় ইংরেজির ওপর গুরুত্ব দেওয়া হয়। কারও যদি ইংরেজিতে ভালো দখল থাকে, তবে সে সহজেই একটি ভালো চাকরি যোগাড় করতে পারবে।

PDF Download

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment