International Mother Language Day Paragraph বাংলা অর্থসহ (PDF)

International Mother Language Day Paragraph : 21st February is a red letter day in the history of Bangladesh. On this day, our valiant sons laid down their lives for the mother tongue. The Pakistani rulers tried to establish Urdu as the state language. Our sons protested this and some of them were brutally killed on 21st February, 1952. At last Bangla was established and 21st February has become our language day. We feel proud of this day. Our glory reaches a climax when UNESCO announces this day as the International Mother Language Day on 1999.

Now this day is celebrated world wide by international communities. Every year this day is celebrated with due respect and solemnity. Bangladesh remembers her brave sons on this day. We offer flowers to the Shaheed Minar. We stand still in front of the Minar for the peace of the departed souls. Colorful processions are brought out to mark this day. Different socio-cultural organizations arrange different functions. We become very enthusiastic when this day comes. Our credit goes far and wide as every country gives dignity to our sacrifice.

Digital Bangladesh Composition বাংলা অর্থসহ (PDF)
Tree Plantation Composition বাংলা অর্থসহ (PDF)

International Mother Language Day Paragraph বাংলা অর্থসহ

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিনে আমাদের সাহসী সন্তানেরা মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। পাকিস্তানি শাসকেরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিল। আমাদের সন্তানেরা এতে প্রতিবাদ করেছিল এবং তাদের কয়েকজনকে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি নিষ্ঠুরভাবে নিহত করা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস হয়েছে। আমরা এই দিবসটির জন্য গর্বিত। যখন জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাস্কৃতিক সংস্থা ১৯৯৯ সালে এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেয়, তখন আমাদের গৌরব চরম সীমায় পৌঁছে।

এখন আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক এই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। প্রতিবছর এই দিবসটি যথাযথ শ্রদ্ধা ও গাম্ভীর্যের সাথে উদযাপিত হয়। বাংলাদেশ এই দিবসে তার সাহসী সন্তানদের স্মরণ করে। আমরা শহিদ মিনারে ফুল অর্পণ করি। আমরা শহিদের বিদেহী আত্মার শান্তির জন্য মিনারের সামনে স্থির দাঁড়িয়ে থাকি। দিবসটি স্মরণীয় করতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। যখন এই দিবসটি আসে তখন আমরা অত্যন্ত আগ্রহান্বিত হই। আমাদের কর্তৃত্ব যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে, তেমনি প্রতিটি দেশ আমাদের আত্মত্যাগের মর্যাদা দেয়।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment