Liberation War of Bangladesh Paragraph (বাংলা অর্থসহ)

Liberation War of Bangladesh Paragraph : The Liberation War of Bangladesh took place in 1971. Our country experienced foreign rule before independence. The occupied Pakistani rulers exploited this country. The deprivation, exploitation etc. grew so high that our citizens showed non-cooperation to the occupied forces in 1970 election. the Pakistani Military junta set its forces on our innocent people at night on 26 March 1971. The innocent people were massacred that night. But our brave people stood against the hyenas. They gathered forces and fought against the Pakistani army. The temporary govt. took oath in Mujibnagar. Under its auspices, people of all ages participated in the war.

Ataul Gani Osmani was the commander of our mukti bahini. The whole country was divided into eleven sectors. We had rusty weapons but we were motivated by patriotic feelings. Our women also joined the war. During this war, the barbaric Pakistani forces and their allies looted, destroyed, raped and killed our people. But our sons were not to be cowed down. They continued war. At last our friendly Indian soldiers joined with us. The allied forces attacked the Pakistani soldiers in every side. At last the Pakistani forces surrendered on 16, December, 1971. Before that they killed our intellectuals. After nine months, bloody war, Bangladesh became a free state in the world map.

Liberation War of Bangladesh Paragraph Topic sentences :

  • Liberation War of Bangladesh took place in 1971.
  • It was a bloody war.
  • 30 lac Bangladeshi citizens were massacred.
  • It lasted nine months.
  • It ended on 16 December, 1971.
  • Bangladesh became independent.

Liberation War of Bangladesh Paragraph (বাংলাদেশের মুক্তিযুদ্ধ) :

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পূর্বে আমাদের দেশ বিদেশি শাসন সম্পর্কে অভিজ্ঞতা ছিল। দখলদার পাকিস্তানি শাসকেরা এই দেশকে শোষণ করেছিল। বঞ্চনা, শোষণ ইত্যাদি এত উঁচুতে পৌছল যে আমাদের নাগরিকগণ, ১৯৭০ সালের নির্বাচনে দখলদার বাহিনীর প্রতি অসহযোগিতা প্রদর্শন করেছিল। পাকিস্তানি মিলিটারি জাভা ১৯৭১ সালের ২৬ মার্চ রাত্রে আমাদের নিরীহ জনগণের উপর এর সৈন্য লেলিয়ে দিয়েছিল। ঐ রাত্রে অনেক নিরীহ লোককে বেপরোয়াভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের সাহসী জনগণ হায়েনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা সৈন্য সংগ্রহ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মুজিবনগরে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল। এর অনুকূলে, সমবয়সী লোকেরা যুদ্ধে যোগদান করেছিল।

আতাউল গণি ওসমানী আমাদের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। সমগ্র দেশকে এগারোটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। আমাদের জংধরা অস্ত্রশস্ত্র ছিল কিন্তু আমরা দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমাদের নারীরাও যুদ্ধে যোগদান করেছিল। এই যুদ্ধের সময়, বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা আমাদের লোকদের লুট, ধ্বংস, ধর্ষণ, হত্যা করে। কিন্তু আমাদের সন্তানেরা ভয় পায়নি। তারা যুদ্ধ চালিয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের বন্ধুসুলভ ভারতীয় সেনাবাহিনী আমাদের সাথে যোগদান করে। মিত্র বাহিনী সবদিক থেকে পাকিস্তানি সেনাদের আক্রমণ করে। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে । তার পূর্বে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে। নয় মাস রক্তাক্ত যুদ্ধের পর, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নতুন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment

//eptougry.net/4/6176583