Mobile Phone Paragraph বাংলা অর্থসহ (PDF)

Mobile Phone Paragraph : Mobile phone is one of the wonderful gifts of science. It is a higher edition of wireless. It is portable and handy. A man can use it standing at any place. It has brought a great change in communication section. It has made the world closer. We can communicate with anyone at any distance. It works instantly. it works with the help of towers. It is cheap and easy to access. Any sort of people can easily handle it. The blessings of mobile phones are immense.

But it is said that the excessive use of mobile phones can create harm to us. The use of it by children can hinder their normal growth. Terrorists continue their evil deeds with the help of mobile phones. Moreover, mobile phones encourage us to spend money. In our country there is pervasive use of mobile phones. But here call charge per minute is very high. Everyone wishes that government will take steps to lessen the call cost of mobile phones per minute. If everyone of our country can take the help of mobile phone, we will be able to adjust ourselves with the current world.

Mobile Phone Paragraph Topic sentences:

  • Mobile phone is a wonderful gift of modern science.
  • It has brought about a great revolution in communication section.
  • It has linked time and space-It has made our life easy and comfortable.

Mobile Phone Paragraph বাংলা অর্থসহ

মোবাইল ফোন বিজ্ঞানের একটি অন্যতম আশ্চর্যজনক অবদান। এটি বেতারের একটি উচ্চতর সংস্করণ। এটি বহনযোগ্য ও সুবিধাজনক। একজন ব্যক্তি যেকোন স্থানে দাঁড়িয়ে এটি ব্যবহার করতে পরে। এটি যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। এটি বিশ্বকে কাছাকাছি এনেছে। আমরা যে কারো সাথে যেকোন দূরত্বে যোগাযোগ করতে পারি। এটি অতিসত্ত্বর কাজ করে। এটি টাওয়ারের সাহায্যে কাজ করে। এটি সত্তা ও ব্যবহার সহজ। যেকোন ধরনের লোক সহজেই এটি চালাতে পারবে। মোবাইল ফোনের আশীর্বাদ বিশাল।

কিন্তু বলা হয় যে মোবাইল অতিরিক্ত ব্যবহার আমাদের ক্ষতি করতে পারে। শিশুদের দ্বারা এটির ব্যবহার তাদের সাধারণ বৃদ্ধির বাধা সৃষ্টি করতে পারে। মোবাইল ফোনের সাহায্যে সন্ত্রাসীরা তাদের খারাপ কাজ অবিরাম চালিয়ে যাচ্ছে। অধিকন্তু, মোবাইল ফোন আমাদেরকে টাকা খরচে উৎসাহিত করছে। আমাদের দেশে মোবাইল ফোনের ব্যাপ্তিশীল ব্যবহার আছে। কিন্তু এখানে প্রতি মিনিট কল হার খুব বেশি। প্রত্যেকে আশা প্রকাশ করে যে সরকার প্রতি মিনিটের কল হার কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করবে। যদি আমাদের দেশের সবাই মোবাইল ফোনের সাহায্য নিতে পারি, তাহলে আমরা নিজেরা বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে পারবো।

PDF Download

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment

//eptougry.net/4/6176583