Nothing Phone 1 Price In Bangladesh 2023

নাথিং ফোন যা আগে আপনি কখনো শুনেন নি, কিন্তু নাথিং রিসেন্টলি নতুন একটি ফোন রিলিজ করেছে যার মডেল হচ্ছে Nothing Phone 1 আজকে আমরা এই ফোনটা সম্পর্কেই ছোট্ট করে একটা রিভিউ দেয়ার চেষ্টা করব। অবাক হওয়ার বিষয় হচ্ছে নাথিং ফোন ইন্টার্নেশনালি লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশেও লঞ্চ হয়ে গেল।

একদম নতুন একটি ব্র্যান্ড এবং এই ব্রান্ডের প্রথম স্মার্টফোন Nothing Phone 1 এটাই ইন্টারন্যাশনাল লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশেও লঞ্চ হয়ে গেছে যা আমাদের জন্য সত্যিই অসাধারণ একটি বিষয়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের নাথিং ফোন ওয়ান নিয়ে এসেছে “Contrivance”আর তাদের কাছ থেকেই আপনি অফিশিয়াল ওয়ারেন্টি সহ ফোনটি ক্রয় করতে পারবেন।

আপনার হয়তো এটাও জানবেন যে, পপুলার ব্র্যান্ড ওয়ান প্লাস এর কো ফাউন্ডার “কার্ল পাই – Carl Pei” ওয়ান প্লাস থেকে বেরিয়ে এসে নতুন একটি কোম্পানি তৈরি করে যার নাম “Nothing -নাথিং” এবং এই নাথিং কোম্পানির প্রথম প্রোডাক্ট ছিল “Nothing ear 1”

►► স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়
►► মোবাইল পানিতে পড়লে করণীয় কি?

হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন ফোনের ব্যাকপার্ট দেখতে অনেকটা অদ্ভুত পুরো ইউনিক অর্থাৎ মনে হচ্ছে ফোনের মধ্যে সব কিছুই দেখা যাচ্ছে কিন্তু বিষয়টি এমন না। নিচে একটা লেয়ার দেখবেন- নিচের ব্যাটারিটা হালকা একটু দেখা যায়, এবং ওয়ারলেস চার্জিং কয়েলটাও একটু দেখা যায়। সেই সাথে খেয়াল করলে ব্যাক পার্টের লাইটিং এর একটা ভালো উচ্ছ্বাস দেখতে পাবেন। সব মিলিয়ে Nothing Phone 1 এর ডিজাইন টা সম্পূর্ণ ইউনিক।

তাদের ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক হওয়াতে সব ফোনের থেকে তাদেরকে আলাদা করে দেখা হয়েছে। বর্তমান সময়ে আমরা বোরিং টাইপের এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে অসহ্য হয়ে গেছি। প্রত্যেকটা ব্রান্ড থেকে নতুন অনেক মডেল বের হলেও সেখানে নতুন দেখার মত কিছুই থাকে না। সেই জায়গা থেকে নাথিং একেবারে নতুন কিছু উপহার দিল আমাদের।

Nothing Phone 1 Specifications

  • Brand: Nothing
  • Battery capacity: 4500 (mAh)
  • Resolution: 1080×2400 pixels
  • RAM: 8GB, 12GB
  • Internal storage: 128GB, 256GB
  • Rear camera: 50-megapixel + 16-megapixel
  • Front camera: 16-megapixel
  • Operating system: Android 12
  • Processor make: Qualcomm Snapdragon 778G Plus

1- Nothing Phone 1 Unboxing

Nothing Phone 1

এত চিপ স্মার্টফোনের বক্স আপনি কখনো দেখেননি। সত্যি বক্সের মধ্যেও তারা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছে। খুবই রিফ্রেশিং একটা লুক। বক্সটি খুললে আপনারা একপাশে স্মার্টফোনটি পেয়ে যাবেন এবং অন্যপাশে ছোট্ট স্টাইলিশ ইউনিক বক্স পেয়ে যাবেন যার মধ্যে “Type C to C” সাথে ইউজার ম্যানুয়াল এবং ইউনিক আরেকটি সিম কার্ড ব্যবহারের জন্য পিন।

মনে রাখবেন এটার সাথে এক্সট্রা কোন চার্জার থাকবে না শুধুমাত্র কেবল থাকবে। চার্জার আপনাকে বাইরে থেকে ক্রয় করতে হবে। সেই সাথে এটার মধ্যে কোন ইয়ারফোন থাকবে না যা আমরা আগে থেকেই শুনে আসছি বেশিরভাগ ফোনের সাথে ইয়ারফোন চার্জার দেয়া হবে না এমনটাই।

2- Nothing Phone 1 Design

Nothing Phone 1

যেমনটা আমরা পূর্বে শুনে এসেছিলাম ঠিক তেমনটাই আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি। সত্যি অসাধারণ একটি স্মার্টফোন যা লেখে বোঝানো সম্ভব নয়। অনেকটা “Iphone 13 max pro” এর সাথে মিল পাবেন। বডি ফ্রেম মেটাল বিট দিয়ে তৈরি হুবহু আইফোনের মতই দেখতে। ফন্ট সাইটে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। সেই সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম এটার মধ্যে ফিক্সড করা হয়েছে।

যারা ইউনিক ডিজাইন এর একটি ফোন খুজতেছিলেন এতদিন তাদের জন্য Nothing Phone 1 এর কোন বিকল্প নেই এটি ব্যবহার করতে পারেন অনায়াসেই। যেহেতু এটা ইন্টারন্যাশনাল লঞ্চ হয়েছে সাইফের সাথে বাংলাদেশের লঞ্চ হয়েছে সুতরাং এটার ব্যবহার বাংলাদেশেও আশা করি বৃদ্ধি পাবে।

রেয়ার প্যানেলে যে ডিজাইন রয়েছে সেটা পরীক্ষা করার জন্য আমরা অল্প একটু পানি ঢেলেও দেখেছি যাতে সমস্যা হয় না কিন্তু আপনারা এটা ভুলেও করবেন না এতে করে সমস্যা হতেই পারে। রেয়ার প্যানেলে বেশ কয়েকটি লাইটিং সিস্টেম রয়েছে যা আপনার মিউজিকের সাথে বিট দিতে আপনাকে সহায়তা করবে এছাড়াও যখন চার্জিং পোর্ট এডজাস্ট করবেন তখন বিট দিবে। ক্যামেরা মডিউলসহ বিভিন্ন জায়গায় লাইটিং সিস্টেম রয়েছে যা অন্ধকারের মধ্যে দেখতে খুবই প্রিমিয়াম ফিল হয়।

3- Ports and Button

Nothing Phone 1

পোর্টস এবং বাটনের মধ্যে সবকিছুই থাকছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক নেই। যা Nothing Phone 1এ থাকা অত্যন্ত জরুরী ছিল কেননা বর্তমানে হেডফোনের প্রচলনটা অনেক বেশি। ওয়েট ডিস্ট্রিবিউশন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার- এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো এমনকি হাতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তাছাড়া আপনি এটা এক হাতেই ব্যবহার করতে পারবেন।

বডির একপাশে ভলিউম বাটন ব্যবহার করা হয়েছে এবং অন্য পাশে পাওয়ার বাটন ব্যবহার করা হয়েছে যা অনেকটা আইফোন এর মত প্রিমিয়াম ডিজাইনে তৈরি করা। আর নিচের দিকে চার্জিং পোর্ট রয়েছে। মনে রাখবেন এটাতে কিন্তু ওয়ারলেস চার্জিং এর সিস্টেম রয়েছে যা সত্যিই আপনাকে মনমুগ্ধকর করতে সহায়তা করবে।

4- Nothing Phone Display

Nothing Phone 1

এই স্মার্টফোনের অন্যতম একটা প্রিমিয়াম লুক হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লের সাইজ হচ্ছে “৬.৫৫ ইঞ্চি” ১০৩.৬ ছিএম™। ডিসপ্লে রেজুলেশন- ১০৮০×২৪০০ পিক্সেল, ২০.৯ রিটিও। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন- কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে যা খুবই উন্নত মানের এবং আপনাকে ভালো প্রটেকশন দিতে সহায়তা করবে। স্মার্ট ফোন নিয়ে আমরা রোদের মধ্যেও ভিডিও শুট করেছি তখন দেখেছি হ্যাঁ এটা খুবই ভালো প্রিমিয়ার একটা শান্তি দিতে পেরেছে আমাদের। অর্থাৎ আপনি সানলাইতে/সূর্যের আলোতেও ব্যবহার করতে পারবেন।

ডিসপ্লের শার্পনেস ব্রাইটনেস সবকিছু পারফেক্ট ছিল, এছাড়াও টাচিং স্পিড সহ যাবতীয় সবকিছুই আমাদের ভালো লেগেছে। এছাড়াও এই ডিসপ্লের একটা স্পেশালিটি হচ্ছে ডিসপ্লের চিন ভ্যাজেল প্রিমিয়াম কোয়ালিটির ছিল। আর এই ডিসপ্লে প্রোপারটিসের জন্য এই ফোনটির ফন্ট এবং ব্যাক দুটোই প্রিমিয়াম মনে হয়।

5- Performance

Nothing Phone 1

পারফরম্যান্স নিয়ে বলতে গেলে এই ফোনে OS হিসেবে ব্যবহৃত হয়েছে “Android 12, Nothing OS” এবং চিপসেট হিসাবে Qualcomm SM7325-AE Snapdragon 778G+ 5G ব্যবহার করা হয়েছে। সেই সাথে এটার সিপিইউ/CPU হিসেবে রয়েছে Octa-core (1×2.5 GHz Cortex-A78 & 3×2.4 GHz Cortex-A78 & 4×1.8 GHz Cortex-A55) এবং সেই সাথে জিপিইউ/GPU হিসেবে Adreno 642L ব্যবহার করা হয়েছে।

6- Ram & Rom

Nothing Phone 1

এটাতে এক্সট্রা কোন মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ নেই। বাংলাদেশের লঞ্চ হয়েছে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরিজ এবং ৮ জিবি RAM যুক্ত ফোনটি। তবে এই ফোনটির আরো কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। 8GB-256GB & 12GB-256GB যা আমাদের বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি। UFC 3.1

7- Nothing Phone 1 Camera

Nothing Phone 1

ক্যামেরা ছিল খুবই দুর্দান্ত যা আপনাকে প্রিমিয়াম লুক দিতে অনেক বেশি সহায়তা করবে। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ওয়াইড এবং ডুয়েল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল আলট্রা। সেই সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K রেজুলেশন 30 FPS এ। এবং ব্যাক পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং পিছনের লাইট গুলো যা ভিডিও করার সময়ও আপনাকে প্রিমিয়াম একটা ভিডিও কোয়ালিটি দিতে সহায়তা করবে।

►► মোবাইল ফোন গরম হয় কেন?
►► হারানো মোবাইল খুঁজে পাওয়ার উপায় ২০২২

সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16MP। এবং সেলফি ক্যামেরায় ভিডিও করতে পারবেন 1080MP @30 FPS এ। তবে সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের বেশি প্রয়োজন হয় না বলে আমরা মনে করে থাকি কারণ বেশিরভাগ সময় সেলফি তোলা হয় না তোলা হয় বিভিন্ন ন্যাচারাল ছবিগুলো যা এই ক্যামেরায় দুর্দান্ত পারফর্ম করেছে। Nothing Phone 1 নতুন ব্র্যান্ড হওয়া সত্বেও ক্যামেরা লুকিং টা খুবই ভালো করেছে তবে তারা চাইলে আরেকটু প্রিমিয়াম নিয়ে আসতে পারতো।

8- Battery & Charge

Nothing Phone 1

এটাতে একটি ফিক্সড ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আপনি চাইলেই খুলে হাতে নাড়াতে পারবেন না। এটাতে Li-Po 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা নট রিমুবল। চার্জিং সিস্টেম খুবই দ্রুত যা 33W ফাস্ট চার্জিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। 100% চার্জ হতে এভারেজ ৭০ মিনিটের মত সময় লাগবে। এছাড়া ওয়ারলেস চার্জার ১৫ ওয়াট চার্জিং সাপোর্টেড। রিভার্স ওয়ারলেস চার্জিং ৫ ওয়ার্ড। পাওয়ার ডেলিভারি ৩.০ এবং কুইক চার্জ ৪.০

9- কিছু কথা

Nothing একদমই নতুন একটা ব্রান্ড তবে এই ব্রান্ডের মালিক তিনি পূর্বে ওয়ানপ্লাস এর সাথে সংযুক্ত ছিলেন তবে Nothing Phone 1 কোয়ালিটি হিসেবে ফোনটি নেয়ার সাজেস্ট থাকবে। তবে যাদের ভাজের কম তারা চাইলেই ফোনটা নিতে পারবেন না। বাংলাদেশে এ ফোনটির 8GB RAM-256GB ROM এর প্রাইস নির্ধারণ করা হয়েছে ৫০,০০০/- যা চাইলে সবাই ব্যবহার করতে পারবেন না হয়তো তবে এই দামে ফোনটির কোয়ালিটি খুবই ভাল ছিল।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

 

আর্টিকেল রিলেটেড ট্যাগ

  • নাথিং ফোন price in Bangladesh
  • nothing phone (1 flipkart)
  • nothing phone (1 which country)
  • nothing phone (1 specification)
  • nothing phone (1 release date)
  • Nothing phone 2
  • Nothing phone 1 india price
  • Nothing Phone 1 price(1 launch date)
  • nothing phone (1 launch date in india)
  • nothing phone (1 gsmarena)
  • নাথিং ফোন price in Bangladesh
  • Nothing Phone 1 price in Bangladesh
  • নাথিং ফোন দাম
  • Nothing phone 1 review
  • Nothing phone 1 91mobiles
  • নাথিং ফোন,নাথিং ফোন 1
  • নাথিং ফোন ১
  • নাথিং ফোনের দাম কত
  • নাথিং ফোনের দাম কতো
  • নাথিং মোবাইল ফোন
  • নাথিং ফোন ওয়ান
  • নাথিং ফোন বাংলা
  • নতুন ফোন নাথিং
  • নাথিং ফোন ১ এর দাম
  • নাথিং ফোনের দাম
  • নাথিং ফোন প্রাইস ইন বাংলাদেশ
  • নাথিং মোবাইল
  • কবে আসবে নাথিং ফোন
  • নাথিং ফোন ১ কত টাকা
  • নাথিং
  • আইফোন কে টেক্কা দিতে চলে এলো নাথিং ফোন
  • নাথিং ফোন কেন এত আলোচিত?
  • নাথিং ফোন 1 কি পারবে আইফোন কে টেক্কা দিতে
  • নাথিং ফোন ১ প্রাইজ ইন বাংলাদেশ
  • কি থাকছে নাথিং ফোনে
  • নাথিং phone
  • নাথিং mobile

Leave a Comment