Load shedding Paragraph বাংলা অর্থসহ

Dear friends, we must write a Paragraph on many subjects in the exam. Today we have brought for you Load shedding Paragraph

There are some big problems in developing Bangladesh. Load-shedding is one of those. It has become a very regular affair in Bangladesh. Load-shedding means disconnection of electricity supply for a certain period. Load-shedding occurs when the production of electricity remains less than the demand. Misuse of electricity illegal connection of electricity are also responsible behind load-shedding. Load-shedding has very harmful effects on our life and national development. In this age of science, we use so many electricity machines in production sectors and our daily life.

Due to load-shedding, all these machines can’t run. As a result, our daily life and national development are hampered very seriously. Student are the worst suffer of load-shedding. In fact, load-shedding is a great curse in our modern life. Therefore, it must be removed. Increasement of electricity production, stopping of misuse and disconnection of illegal connection may be effective in this respect. And for these, both the government and public have to be conscious and sincere.

Load shedding Paragraph (বাংলা অর্থসহ)

বড় বড় কিছু সমস্যা আছে উন্নয়নশীল বাংলাদেশে। লোডশেডিং সেগুলোর মধ্যে একটি। এটি পরিণত হয়েছে অতি নৈমিত্তিক ব্যাপারে বাংলাদেশে। লোডশেডিং বুঝায় বিদ্যুৎ সরবরাহের বিচ্ছিন্নতা কিছু সময়ের জন্য। লোডশেডিং ঘটে যখন বিদ্যুতের উৎপাদন কম থাকে চাহিদার চেয়ে। বিদ্যুতের অপব্যবহার, বিদ্যুতের অবৈধ সংযোগেও দায়ী লোডশেডিং-এর জন্য। লোডশেডিং-এর আছে খুব ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে এবং জাতীয় উন্নয়নে। এ বিজ্ঞানের যুগে আমরা ব্যবহার করি অসংখ্য বৈদ্যুতিক যন্ত্র উৎপাদন ক্ষেত্রে এবং আমাদের প্রাত্যহিক জীবনে।

লোডশেডিং-এর কারণে এসব যন্ত্র চলতে পারে না। এর ফলে আমাদের প্রাত্যহিক জীবন এবং জাতীয় উন্নয়ন ব্যাহত হয় খুব মারাত্মকভাবে। ছাত্রছাত্রীরা সবচেয়ে ভুক্তভোগী লোডশেডিং-এর। প্রকৃতপক্ষে, লোডশেডিং একটি বিরাট অভিশাপ আমাদের আধুনিক জীবনে। অতএব, এটি অপসারণ করা আবশ্যক। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি অপব্যবহার বন্ধ এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যকর হতে পারে এ ক্ষেত্রে। আর এসবের জন্য, সরকার ও জনগণ উভয়কে হতে হবে সচেতন ও আন্তরিক।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

4 thoughts on “Load shedding Paragraph বাংলা অর্থসহ”

Leave a Comment