Punctuality Paragraph (বাংলা অর্থসহ)

Punctuality Paragraph : Punctuality means the habit of doing work in time. It is a noble and prolific habit. Punctuality helps to finish everything perfectly. It begets good results. It brings peace and prosperity. Punctuality discourages a man to put off any work for tomorrow. It costs nothing but offers much. Only will-force is essential to practise it. A punctual man gets ample time to work. A punctual student can complete his courses well in time. A doctor, an engineer, a high-officer or farmers must be punctual in their professional life to get due success. An unpunctual man fails everywhere. He becomes an enemy to him. Life of great men shows the importance of punctuality. We have to ingrain this from our early age. If it is formed, it will continue for last. We have to shake off hesitation and laziness. For a better future, we must become punctual.

Punctuality Paragraph Topic sentences :

  • Punctuality is a great virtue.
  • It encourages one to finish work in time
  • It brings peace and prosperity.
  • This habit should be practised early in life.

Punctuality Paragraph (সময়নিষ্ঠতা) :

সময়নিষ্ঠতা বলতে সময়মত কাজ করার অভ্যাসকে বুঝায়। এটি একটি মহৎ ফলপ্রসূ অভ্যাস। সবকিছু ঠিকভাবে শেষ করতে এটি সহায়তা করে। এটি সুফল বয়ে আনে। এটি শান্তি ও সমৃদ্ধি আনয়ন করে। এটি কোন কাজকে আগামী কালের জন্য ফেলে রাখাকে নিরুৎসাহিত করে। এটি মূল্যহীন কিন্তু অনেককিছু প্রদান করে। এটি অনুশীলনের জন্য শুধু ইচ্ছাশক্তি আবশ্যক। সময়নিষ্ঠ ব্যক্তি কাজ করার জন্য পর্যাপ্ত সময় পায়। একজন সময়নিষ্ঠ ছাত্র তার শিক্ষা কার্যক্রম সময়মতো ভালোভাবে শেষ করতে পারে। একজন চিকিৎসক, একজন প্রকৌশলী, একজন উচ্চপদস্থ কর্মকর্তা অথবা কৃষক তাদের পেশাগত জীবনে সাফল্য লাভ করতে অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে। একজন অসময় নিষ্ঠ ব্যক্তি সর্বত্রই ব্যর্থ হয়। সে তার শত্রু হয়। মহৎ ব্যক্তিদের জীবন সময়নিষ্ঠার গুরুত্ব প্রদর্শন করে। ছোটবেলা থেকেই আমাদের এটি বদ্ধমূল অভ্যাসে পরিণত করতে হবে। যদি এটি গঠিত হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত এটি চলতে থাকবে। আমাদের ইতস্তত ও অলসতা পরিহার করতে হবে। ভালো ভবিষ্যতের জন্য, আমাদের অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে।

আরো Paragraph পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

2 thoughts on “Punctuality Paragraph (বাংলা অর্থসহ)”

Leave a Comment