Dear friends, we must write a composition on many subjects in the exam. Today we have brought for you “Science in Everyday Life Composition “.
Introduction: Modern age is the age of science. We sleep on the lap of science. From our waking to sleep, we perceive the presence of science. It is offering newer and newer forms of embellishments for human life.
The modern advancement largely depends on the blessings of science. What is science? Science is the knowledge about the strucure and behaviour of the natural and physical world, based on facts that you can prove.
Blessings of science: Science is a branch of knowledge. Science has brought immense blessings to us. It helps man to make his life comfortable and easy. Once man was very helpless. But scientific knowledge and technology has enabled man to come out of his helplessness. In agriculture, communication, medical science and almost every field, man has got numerous developments with the knowledge of science.
The first wonder-electricity: The invention of electricity has created a revolutionary change in the history of human civilization. Electricity helps to run machine, factories or other heavy wagons. Electric fans, lights and heaters have made our life more enjoyable. In fact, all the scientific technologies rest on electricity.
Telephone and mobile: Telephone and mobiles help to remove distance. They help man to communicate with others instantly. These also enable us to send messages or news across a vast distance with in a second.
Science in Everyday Life Composition
Radio: Radio is another invention of modern science. It is a machine by which we can hear the sound from any part of the world. It helps to hear, listen and get amusement and pleasure.
Television: Television is a wonderful gift of modern science. It enables us to hear sounds and see the pictures. It is highly related to our everyday life. Our present time can not be passed without watching television.
In medical field: In medical field, science has done unbelievable improvements. Blood transfusion and transplantation of other organs have become possible with the help of science. The invention of X-ray, ECG, Ultrasonography, penicillin etc. has brought immense escort in medical science. Again, the invention of food and medicines has lengthened man’s duration of life on earth.
In agriculture: Our agriculture has highly progressed with the help of science. It enables to invent scientific method of cultivation which helps to produce bumper crops. The invention of tractor, insecticides, fertilizers and other instruments has revolutionized our agriculture. Our life has progressed immensely as our agriculture improves with the help of science.
Science in Everyday Life Composition
In education and industry: Science has developed our education and industrial sector. The invention of printing, typing, binding, pens etc. has accelerated our education system. Science has invented complicated and heavy machinery. Our production has become multiplied. The invention of refrigerators, air coolers help to make our daily life comfortable.
Nuclear energy: Science has brought innumerable advancements in nuclear energy. This progress has enabled us to use energy to embellish our daily life. The automatic energy is being utilised for peaceful and constructive purposes.
Conclusion: The wonders of science can not be described in words. It is like the Aladdin’s magic lamp. The contribution of science on our daily life is limitless. In fact, we can affirm that our daily life is embellished with the blessings of science.
Science in Everyday Life Composition বাংলা অর্থসহ
ভূমিকা: আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমরা বিজ্ঞানের কোলে ঘুমাই। ঘুম থেকে জাগার পর থেকে, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। এটি মানুষের জীবনের জন্য নতুন নতুন আকারের সুশোভিতকরণ উপহার দিচ্ছে। আধুনিক উন্নতি বিধান ব্যাপকভাবে বিজ্ঞানের আশীর্বাদের উপর নির্ভরশীল।
বিজ্ঞান কী: বিজ্ঞান হলো প্রাকৃতিক ও বাহ্য পৃথিবীর কাঠামো ও আচরণ সম্বন্ধে তথ্যভিত্তিক জ্ঞান যা তোমরা প্রমাণ করতে পার। বিজ্ঞানের আশীর্বাদ: বিজ্ঞান জ্ঞানের একটি শাখা। বিজ্ঞান আমাদের জন্য অপরিমেয় আশীর্বাদ এনেছে। এটি মানুষকে তার জীবন আরামদায়ক ও সহজ করতে সাহায্য করে।
এক সময় মানুষ খুব অসহায় ছিল। কিন্তু বৈজ্ঞানিকে জ্ঞান ও প্রযুক্তি মানুষকে তার অসহায়ত্ব থেকে বের হয়ে আসতে সমর্থ করেছে। বিজ্ঞানের জ্ঞানের সাহায্যে মানুষ কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে অসংখ্য উন্নয়ন লাভ করেছে।
প্রথম বিস্ময় বিদ্যুৎ: বিদ্যুতের আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ যন্ত্র, কারখানা অথবা অন্যান্য ভারী মালটানা গাড়ি চালাতে সাহায্য করে। বৈদুতিক পাখা, বিজলীবাতি, বৈদুতিক চুল্লি আমাদের জীবনকে অধিকতর উপভোগ্য করেছে। বস্তুত, সকল বৈজ্ঞানিক প্রযুক্তি বিদ্যুতের উপর নির্ভরশীল।
Science in Everyday Life Composition
টেলিফোন ও মোবাইল: টেলিফোন ও মোবাইল দূরত্ব দূর করতে সাহায্য করে। তারা অপরের সাথে যোগাযোগ করতে মানুষকে তাৎক্ষণিকভাবে সাহায্য করে। এগুলো বিশাল দূরত্ব অতিক্রম করে সেকেন্ডের মধ্যে আমাদেরকে তথ্য বা সংবাদ পাঠাতেও সমর্থ । রেডিও: রেডিও আধুনিক বিজ্ঞানের অন্য আরেকটি আবিষ্কার। এটা একটা যন্ত্র যার সাহায্যে আমরা বিশ্বের যে কোন অংশ থেকে শব্দ শুনতে পাই। এটি অবহিত হতে, শুনতে, বিনোদন ও আনন্দ পেতে সাহায্য করে।
টেলিভিশন: টেলিভিশন আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর অবদান। এটি আমাদেরকে শব্দ শুনতে ও ছবি দেখতে সমর্থ করেছে। এটি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অত্যধিক সম্পর্কিত। আমাদের বর্তমান সময় টেলিভিশন না দেখে কাটাতে পারি না ।
চিকিৎসা ক্ষেত্রে: চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান অবিশ্বাস্য উন্নতি করেছে। বিজ্ঞানের সাহায্যে রক্ত সঞ্চালন ও অন্য অঙ্গ সংযোজন সম্ভব হয়েছে। এক্স-রে, ই.সি.জি. আল্ট্রাসনোগ্রাফী, পেনিসিলিন ইত্যাদির আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপুল প্রতিরক্ষা এনেছে। আবার, খাদ্য ও ওষুধ এই বিশ্বে আমাদের আয়ুকে দীর্ঘায়িত করেছে।
Science in Everyday Life Composition
কৃষিতে: বিজ্ঞানের সহায়তায় আমাদের কৃষি ব্যাপক অগ্রগতি সাধন করেছে। এটি বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদ আবিষ্কার করতে সম্ভব হয়েছে যা অঢেল ফসল উৎপাদনে সাহায্য করে। ট্রাকটর, কীটনাশক, সার ও অন্যান্য যন্ত্রপাতির আবিষ্কার আমাদের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানের সাহায্যে উন্নতি করায় আমাদের জীবন ব্যাপক অগ্রগতি লাভ করেছে।
শিক্ষায় ও শিল্পে: আমাদের শিক্ষা ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান উন্নতি ঘটিয়েছে। মুদ্রন, টাইপ, বাঁধাই, কলম ইত্যাদির আবিষ্কার আমাদের শিক্ষ। পদ্ধতিতে গতি এনেছে। বিজ্ঞান জটিল ও ভারি যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আমাদের উৎপাদন বর্ধিত হয়েছে। রিফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের আবিষ্কার আমাদের দৈনিন্দিন জীবনকে নির্ঝঞ্ঝাট করতে সাহায্য করেছে।
পারমাণবিক শক্তি: পারমাণবিক শক্তিতে বিজ্ঞান অসংখ্য অগ্রগতি এনেছে। এই অগ্রগতি শক্তি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনকে সুশোভিত করতে সমর্থ করেছে। এই স্বয়ংক্রিয় শক্তি শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
উপসংহার: বিজ্ঞানের বিস্ময় এক কথায় বর্ণনা করা যায় না। এটি আলাদিনের যাদু চেরাগের মতো। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। বস্তুত, আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিজ্ঞানের আশীর্বাদ আমাদের দৈনন্দিন জীবন সুশোভিত হয়।
আরো পড়ুন..
- Newspaper Composition বাংলা অর্থসহ (PDF)
- Science in Everyday Life Composition বাংলা অর্থসহ (PDF)
- Digital Bangladesh Composition বাংলা অর্থসহ (PDF)
- Tree Plantation Composition বাংলা অর্থসহ (PDF)
- Student Life Composition বাংলা অর্থসহ (PDF)
- Composition Duties Of A Student (বাংলা অর্থসহ)
- Composition: My Aim In Life (বাংলা অর্থসহ)
- Composition: A Village Fair(বাংলা অর্থসহ)
- Composition: My favourite Hobby (বাংলা অর্থসহ)
- Composition: A Journey By Boat I Made (বাংলা অর্থসহ)
- Female Education Composition বাংলা অর্থসহ (PDF)
- The Environment Pollution Composition বাংলা অর্থসহ
- My Favourite Hobby Composition বাংলা অর্থসহ
- Value of Time Composition বাংলা অর্থসহ