এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ : জীবের পরিবহন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।
১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ
২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু
৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি
৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১. উদ্ভিদদেহেরকোষপ্রাচীরকোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?
ক. অভিস্রবণ
● ইমবাইবিশন
গ. শোষণ
ঘ. ব্যাপন
২.কোনটি ভৌত প্রক্রিয়া?
ক. ইমবাইবিশন
● ব্যাপন
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
৩. ব্যাপনকোন চাপের ফলেঘটে?
ক. বায়ুচাপ
● ব্যাপন চাপ
গ. মূলজ চাপ
ঘ. অভিস্রবণিক চাপ
৪. উদ্ভিদের মূল দ্বারাগৃহীত উপাদানগুলোকোন প্রক্রিয়ায় পার্শ্বীয়কোষে স্থানান্তরিত হয়?
ক. অভিস্রবণ
● ব্যাপন
গ. ইমবাইবিশন
ঘ. মাসফ্লো
৫. পাতার মেসোফিল টিস্যুতে সংঘটিত প্রক্রিয়াকোনটি?
● ব্যাপন
খ. ইমবাইবিশন
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
৬. শুকনোকিশমিশ পানিতে ভিজিয়ে রাখলেকোন প্রক্রিয়ার মাধ্যমে ফুলে ওঠে?
ক. ইমবাইবিশন
● অভিস্রবণ
গ. ব্যাপন
ঘ. প্রস্বেদন
৭. উদ্ভিদের মাটি থেকে পানিগ্রহণকরার প্রক্রিয়াকোনটি?
ক. ইমবাইবিশন
● অভিস্রবণ
গ. ব্যাপন
ঘ. প্রস্বেদন
৮.কোন প্রক্রিয়ায় দুটি ভিন্নঘনত্বের দ্রবণ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথককরা থাকে?
ক. ব্যাপন
● অভিস্রবণ
গ. প্রস্বেদন
ঘ. ইমবাইবিশন
৯. অভিস্রবণে বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়েকোন পদার্থ স্থানান্তরিত হয়?
ক. দ্রবণ
খ. দ্রাব
● দ্রাবক
ঘ. দ্রব
১০. উদ্ভিদকোন অঙ্গ দ্বারাকৈশিক পানি শোষণকরে?
ক. পাতা
খ. বায়বীয় মূল
● মূলরোম
ঘ. কান্ড
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১. পাতারকোষে ব্যাপন চাপঘাটতি হওয়ারকারণকোনটি?
ক. ব্যাপন
● প্রস্বেদন
গ. ইমবাইবিশন
ঘ. অভিস্রবণ
১২. মূলরোম থেকে পানি মূলেরকোন অঞ্চলে প্রবেশকরে?
● কর্টেক্স
খ. জাইলেম
গ. ফ্লোয়েম
ঘ. এন্ডোডার্মিস
১৩. উদ্ভিদকতটি উপায়েখনিজ লবণ শোষণকরে থাকে?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
১৪.কোন শোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না?
ক. সক্রিয় শোষণ
খ. পরোক্ষ শোষণ
● নিষ্ক্রিয় শোষণ
ঘ. প্রত্যক্ষ শোষণ
১৫.কোন প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির সাহায্যেকোষপর্দার মাধ্যমেখনিজ আয়নের চলাচল হয়?
● সক্রিয় শোষণ
খ. পরোক্ষ শোষণ
গ. নিষ্ক্রিয় শোষণ
ঘ. প্রত্যক্ষ শোষণ
১৬. যে প্রক্রিয়ায়খনিজ লবণ পরিবহনের জন্যকোষে উৎপন্ন বিপাকীয শক্তির প্রয়োজন হয় তাকেকী বলে?
ক. ব্যাপন
খ. ইমবাইবিশন
গ. নিষ্ক্রিয় শোষণ
● সক্রিয় শোষণ
১৭. পাতায় প্রস্তুতকৃতখাদ্যকোন টিস্যুর মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?
ক. ট্রাকিড
● ফ্লোয়েম
গ. ভেসেল
ঘ. প্যারেনকাইমা
১৮. মূলরোম দিয়ে শোষিত পানিকোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?
ক. প্রস্বেদন
খ. ব্যাপন
● অভিস্রবণ
ঘ. ইমবাইবিশন
১৯.কোষরসের পরিবহনকেকয় ভাগে ভাগকরা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০. শোষিত পানি এবংখনিজ পদার্থকোন প্রক্রিয়ায় মূলরোম থেকে পাশেরকোষে যায়?
● অভিস্রবণ
খ. ব্যাপন
গ. প্রস্বেদন
ঘ. ইমবাইবিশন
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
২১. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিচেরকোনটি মাটি হতেগ্রহণকরে?
ক. CO2
খ. N2
গ. O2
● H2O
২২. সঞ্চিতখাদ্যকাণ্ডে জমা রাখেকোনটি?
ক.ঘৃতকুমারী
খ. মিষ্টি আলু
গ.কুমড়া
● গোল আলু
২৩. পাতায়খাদ্য জমা রাখেকোনটি?
● ঘৃতকুমারী
খ.গোল আলু
গ. পুদিনা পাতা
ঘ. মিষ্টি আলু
২৪. পরিবহনকলাগুচ্ছে থাকে নিচেরকোনটি?
ক. জাইলেম ও প্যারেনকাইমা
● জাইলেম ও ফ্লোয়েম
গ. সিভনল ও অ্যারেনকাইমা
ঘ. ফ্লোয়েম ও স্ক্লেরেনকাইমা
২৫. সিভনলের রন্ধ্রগুলোকোন রাসায়নিক পদার্থেরকারণে ছোট বড় হয়?
ক. এনজাইম
খ.কোষরস
● ক্যালোজ
ঘ. ন্যাকটার
২৬. উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বেরকরে দেয়ার প্রক্রিয়াকেকী বলে?
ক. অভিস্রবণ
খ. শ্বসন
গ. সালোকসংশ্লেষণ
● বাষ্পমোচন
২৭. প্রস্বেদনকত প্রকার?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
২৮. পত্ররন্ধ্রেকতটি রক্ষীকোষ রয়েছে?
ক. এক
● দুই
গ. তিন
ঘ. চার
২৯. পাতার ওপর ও নিচেরকিউটিনের আবরণকেকী বলে?
ক. লেন্টিসেল
খ. প্রোটিন
● কিউটিকল
ঘ.ক্যালোজ
৩০. লেন্টিসেল উদ্ভিদেরকোথায় পাওয়া যায়?
ক. মূলে
● কাণ্ডের বাকলে
গ. পত্রে
ঘ. কোষে
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৩১. লেন্টিকুলার প্রস্বেদনকোন অংশে হয়?
ক. পাতায়
খ. মূলে
● কাণ্ডে
ঘ. ফুলে
৩২. প্রস্বেদনের প্রভাবকগুলোকেকতভাগে ভাগকরা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৩. পাতার তাপমাত্রা স্বাভাবিক রাখেকোনটি?
ক. ব্যাপন
খ. অভিস্রবন
গ. শ্বসন
● প্রস্বেদন
৩৪. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয়বাষ্প ধারণক্ষমতার আনুপাতিক হারকেকী বলে?
ক. আপেক্ষিক তাপ
খ. আপেক্ষিকগতি
● আপেক্ষিক আর্দ্রতা
ঘ. আবহাওয়া
৩৫.কোনগুলো প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক?
● বায়ু প্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা
খ. আলো, পত্রের সংখ্যা
গ. পাতার আয়তন, বায়ুপ্রবাহ
ঘ. বায়ুপ্রবাহ ও পাতার সংখ্যা
৩৬. প্রস্বেদনের সাথেকোনটির সম্পর্ক বিদ্যমান?
● সালোকসংশ্লেষণ
খ. ফুল ধরা
গ. শ্বসন
ঘ. ফল পাকা
৩৭. প্রস্বেদনের ফলে পাতারকোথায় ব্যাপন চাপঘাটতি সৃষ্টি হয়?
ক. এপিডার্মিসে
খ. এন্ডোডার্মিসে
গ.কিউটিকলে
● মেসোফিলে
৩৮. অপকারি দিক থাকা সত্ত্বেও নিম্নেরকোন প্রক্রিয়া বিবর্তিত হয়েছে?
ক. ব্যাপন
● প্রস্বেদন
গ. অভিস্রবণ
ঘ. ইমবাইবিশন
৩৯. প্রস্বেদনকে ‘প্রয়োজনীয়ক্ষতি’ নামে অভিহিত করেছেন কে?
● কার্টিস
খ. স্লেজেল
গ. বার্নস
ঘ. স্পেনসার
৪০. জীবনীশক্তির মূলকোনটি?
● রক্ত
খ. স্নায়ু
গ. হৃৎপিণ্ড
ঘ. বৃক্ক
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৪১. যে তন্ত্রের মাধ্যমে তরল যোজককলা দেহের বিভিন্ন অংশে চলাচলকরে তাকেকী বলে?
ক. পেশিতন্ত্র
খ. স্নায়ুতন্ত্র
গ. অস্থিতন্ত্র
● রক্ত সংবহনতন্ত্র
৪২.কোনটির মাধ্যমেকোষেখাদ্য ও অক্সিজেন পরিবাহিত হয়?
ক. মূত্র
● রক্ত
গ. হরমোন
ঘ. ঘাম
৪৩. মানবদেহের রক্ত সংবহনতন্ত্রকোন প্রকৃতির?
● বদ্ধ
খ. উন্মুক্ত
গ. অর্ধ-বদ্ধ
ঘ. অর্ধ-উন্মুক্ত
৪৪. রক্ত সংবহনতন্ত্রের অংশকোনটি?
ক. লসিকা নালি
খ. লসিকা ল্যাকটিয়েল নালি
● কৈশিক নালি
ঘ. রক্তে
৪৫. রক্তরসের পরিমাণ শতকরাকত ভাগ?
● ৫৫
খ. ৬৫
গ. ৭৫
ঘ. ৪৫
৪৬. রক্তের আমিষ উপাদানকোনটি?
● গ্লোবিউলিন
খ. র্যাফিনোজ
গ. অ্যালানিন
ঘ. সিস্টিন
৪৭. রক্তের বর্ণহীন তরল অংশকেকী বলে?
● রক্তরস
খ. শ্বেতকণিকা
গ. রক্তকণিকা
ঘ. লসিকা
৪৮. রক্তরসের প্রধান উপাদানকী?
ক. অক্সিডেন
খ. লৌহ
● পানি
ঘ. ক্যালসিয়াম
৪৯.কোনটি রক্তরসে অনুপস্থিত?
ক. ভিটামিন
খ. অ্যান্টিবডি
গ. হরমোন
● লিনোসাইট
৫০. অ্যান্টিবডি তৈরিকরেকোন শ্বেতকণিকা?
● লিম্ফোসাইট
খ. মনোসাইট
গ. বেসোফিল
ঘ. ইওসিনোফিল
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৫১.গ্রানুলোসাইট শ্বেতকণিকাকত প্রকার?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৫২. রক্ত জমাট বাঁধতে সাহায্যকরেকোনটি?
ক. লোহিত রক্তকণিকা
খ. শ্বেত রক্তকণিকা
● অণুচক্রিকা
ঘ. রক্তরস
৫৩. দেহে প্রহরীর মতোকাজকরে নিচেরকোনটি?
ক. লোহিত রক্তকণিকা
খ. অণুচক্রিকা
● শ্বেত রক্তকণিকা
ঘ. লসিকা
৫৪. দেহে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকরেকোনটি?
● শ্বেতকণিকা
খ. লোহিতকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. লসিকা
৫৫. প্রম্বোসাইটের অপর নামকী?
ক. লোহিত রক্তকণিকা
● অণুচক্রিকা
গ. লিউকোসাইট
ঘ. শ্বেত রক্তকণিকা
৫৬. অণুচক্রিকার আকারকেমন?
● গোলাকার
খ. ছোট
গ. বড়
ঘ. মাঝারি
৫৭. অণুচক্রিকারগড় আয়ুকত দিন?
ক. ১-৫
● ৫-১০
গ. ১-১৫
ঘ. ১-১২০
৫৮. অণুচক্রিকারকাজকোনটি?
ক. রোগ জীবাণু ধ্বংসকরা
● রক্ত জমাটবদ্ধকরা
গ. অক্সিজেন পরিবহনকরা
ঘ.কার্বন ডাইঅক্সাইড পরিবহনকরা
৫৯. অণুচক্রিকা নিচেরকোন রাসায়নিক দ্রব্যটি নিঃসরণ করে?
ক. প্রোথ্রম্বিন
খ. ফাইব্রিনোজেন
● থ্রোম্বোপ্লাস্টিন
ঘ. ফাইব্রিন
৬০. রক্তনালিক্ষতিগ্রস্ত হলে অণুচক্রিকাকর্তৃককোনটি নিঃসৃত হয়?
● থ্রম্বোপ্লাস্টিন
খ. হিস্টামিন
গ. হেপারিন
ঘ. হিমোগ্লোবিন
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৬১. নিচেরকোনটিতে অ্যান্টিজেন পাওয়া যায়?
● লোহিত রক্তকণিকায়
খ. অণুচক্রিকায়
গ. শ্বেত রক্তকণিকা
ঘ. রক্তরসে
৬২. লোহিত রক্তকণিকায়কয় ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৬৩. অ্যান্টিবডির অবস্থানকোথায়?
● রক্তরসে
খ. লোহিতকণিকায়
গ.ক্রোমোসোমে
ঘ. অণুচক্রিকায়
৬৪. রক্তরসেকয় ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৬৫.কার্ল ল্যান্ডস্টেইনারকত সালে রক্তের শ্রেণিবিন্যাস
করেন?
ক. ১৯০৩
খ. ১৯০২
গ. ১৯০৪
● ১৯০১
৬৬.কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিন্যাসকরেন?
ক. মাসকেল
● কার্ল ল্যান্ডস্টেইনার
গ. লুন্ডেগার্ড
ঘ. দ্য ভ্রিস
৬৭. Aগ্রুপের রক্তেকোন অ্যান্টিজেন পাওয়া যায়?
● A
খ. B
গ. a
ঘ. b
৬৮. Aগ্রুপের রক্তের রক্তরসেকোন অ্যান্টিবডি পাওয়া
যায়?
ক. A
খ. B
গ. a
● b
৬৯. Bগ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায়কোন অ্যান্টিজেন
থাকে?
ক. A
● B
গ. a
ঘ. b
৭০. Bগ্রুপের রক্তের রক্তরসেকোন অ্যান্টিবডি পাওয়া যায়?
ক. A
খ. B
● a
ঘ. b
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৭১. Oগ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায়কোন অ্যান্টিজেন পাওয়া যায়?
ক. A
খ. B
গ. a, b
● নেই
৭২. Oগ্রুপের রক্তের রক্তরসেকোন অ্যান্টিবডি পাওয়া যায়?
● a,b
খ. নেই
গ. a
ঘ. b
৭৩. Bগ্রুপের রক্ত পাওয়া নাগেলে এমতাবস্থায় কোন গ্রুপের রক্ত দেয়া যেতে পারে?
ক. AB
খ. A
গ. AB নেগেটিভ
● O
৭৪. হৃৎপিণ্ডের অবস্থানকোথায়?
ক. যকৃতের বাম পাশে
খ.কিডনির সাথে
● দুই ফুসফুসের মাঝে
ঘ. পাকস্থলির সাথে
৭৫. হৃৎপিণ্ডকোন পেশি দ্বারাগঠিত?
● ঐচ্ছিক পেশি
খ. অনৈচ্ছিক পেশি
গ. হৃদপেশি
ঘ. অ্যাবডাকটর পেশি
৭৬. হৃৎপিণ্ড আবৃতকারী পর্দাকেকী বলে?
ক. এপিকার্ডিয়াম
● পেরিকার্ডিয়াম
গ. এন্ডোকার্ডিয়াম
ঘ. মায়োকার্ডিয়াম
৭৭. হৃৎপিণ্ডের বহিঃস্তরকী দ্বারাগঠিত?
ক. আবরণীকলা
● যোজককলা
গ. পেশিকলা
ঘ. ঐচ্ছিক পেশি
৭৮. হূৎপিণ্ডেকতটি প্রকোষ্ঠ থাকে?
ক. ১
খ. ২
গ. ৩
● ৪
৭৯. অলিন্দ ও নিলয়েরক্ষেত্রেকোনটি সঠিক?
ক. অলিন্দ ও নিলয় উভয়ের প্রাচীর পাতলা
খ. অলিন্দ ও নিলয় উভয়ের প্রাচীর পুরু
গ. অলিন্দের প্রাচীর নিলয়ের চেয়ে পুরু
● নিলয়ের প্রাচীর অলিন্দের চেয়ে পুরু
৮০. একদিকে রক্তেরগতি নিয়ন্ত্রণকরেকোনটি?
● কপাটিকা
খ. সিস্টোল
গ. বাম অলিন্দ
ঘ. ডায়াস্টোল
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৮১. একটি মানব হৃৎপিণ্ডেকয় জোড়াকপাটিকা থাকে?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৮২. মহাধমনি ও ফুসফুসীয় ধমনির মুখেকোন আকারের
কপাটিকা থাকে?
ক. তারকাকার
খ. জালিকাকার
● অর্ধচন্দ্রাকার
ঘ. গোলাকার
৮৩. হৃৎপিণ্ডের প্রসারণকেকী বলে?
ক. সিস্টোল
● ডায়াস্টোল
গ. এক্সপানশান
ঘ. কনট্রাকশন
৮৪. ট্রাইকাসপিড ভালভখুলেগেলে CO2 সমৃদ্ধ রক্ত
কোথায় প্রবেশকরে?
● ডান নিলয়ে
খ. বাম অলিন্দে
গ. বাম নিলয়ে
ঘ. ডান অলিন্দে
৮৫. CO2 সমৃদ্ধ রক্তকোথায় পরিশোধিত হয়?
ক. হৃৎপিণ্ডে
খ. যকৃতে
● ফুসফুসে
ঘ. বৃক্কে
৮৬. বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথেকোন
ভালভ দ্বারা সুরক্ষিত থাকে?
ক. মনোকাসপিড ভালভ
● বাইকাসপিড ভালভ
গ. ট্রাইকাসপিড ভালভ
ঘ. টেট্রাকাসপিড ভালভ
৮৭. যেসব নালির ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় সেগুলোকে
কী বলে?
● রক্তবাহিকা
খ. লসিকানালি
গ. শ্বাসনালি
ঘ. রেচননালি
৮৮. মানবদেহেগঠন, আকৃতি ওকাজের ভিত্তিতে কয় ধরনের রক্তবাহিকা রয়েছে?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪
৮৯. হূৎপিণ্ড থেকে সারাদেহে O2 সমৃদ্ধ রক্ত বাহিত হয় কোনটির মাধ্যমে?
ক. শিরা
● ধমনি
গ. লসিকানালি
ঘ.কৈশিক জালিকা
৯০. হূৎপিণ্ড থেকে CO2 যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছায়কোনটি?
● ফুসফুসীয় ধমনি
খ. ফুসফুসীয় শিরা
গ. করোনারি ধমনি
ঘ. করোনারী শিরা
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
৯১. ধমনির প্রাচীরকয় স্তর বিশিষ্ট?
ক. এক
খ. দুই
● তিন
ঘ. চার
৯২. ধমনির ভেতরের স্তরকেকী বলা হয়?
ক. লুমেন
খ. টিউনিকা মিডিয়া
গ. টিউনিকা এক্সটার্না
● টিউনিকা ইন্টারনা
৯৩. টিউনিকা এক্সটার্নাকী দিয়ে তৈরি?
ক. তরল যোজক
● তত্ত্বময় যোজককলা
গ. আবরণীকলা
ঘ. ঐচ্ছিক পেশি
৯৪. টিউনিকা ইন্টারনাকী দিয়ে তৈরি?
● সরল আবরণীকলা
খ. তরল যোজককলা
গ. তন্তুময় যোজককলা
ঘ. অনৈচ্ছিক
৯৫.কোনটি ধমনির বৈশিষ্ট্য?
ক. রক্তচাপকম
খ. লুমেন বড়
গ.কপাটিকা অনুপস্থিত
● CO2 যুক্ত রক্ত বহন
৯৬. ধমনির প্রাচীরকেমন?
ক. পাতলা ও সূক্ষ্ম
খ. পাতলা ও স্থিতিস্থাপক
● পুরু ও স্থিতিস্থাপক
ঘ. পুরু ও অস্থিতিস্থাপক
৯৭.কোনটিতেকপাটিকা অনুপস্থিত?
ক. অ্যাওটা
খ.কৈশিক
গ. জালিকা
● ধমনি
৯৮. ধমনির স্ফীতি ও সংকোচনকেকী বলে?
ক. শিরাস্পন্দন
● নাড়িস্পন্দন
গ. হৃদস্পন্দন
ঘ. বাহিকাম্পন্দন
৯৯. যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকেকী বলে?
● শিরা
খ. ধমনি
গ.কৈশিক জালিকা
ঘ. লসিকানালি
১০০. সাধারণতকোনটির সাহায্যে CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে
বাহিত হয়?
ক. লসিকানালি
খ. ধমনি
গ. কৈশিক জালিকা
● শিরা
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১০১. পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ যে রক্তনালি দেখা যায় তাকেকী বলে?
ক. ধমনি
খ. শিরা
গ. লসিকা
● কৈশিক জালিকা
১০২.কোনটির প্রাচীর ভেদকরে রক্তে দ্রবীভূত সব বস্তু
প্রাণিকোষে প্রবেশকরে?
ক. ধমনি
খ. শিরা
● কৈশিক জালিকা
ঘ. লসিকানালি
১০৩.ক্ষুদ্রতম ধমনি এবংক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করেকোনটি?
ক. শিরা
● কৈশিক জালিকা
গ. লসিকানালি
ঘ. লুমেন ধমনি
১০৪. রক্তে দ্রবীভূত বস্তুকোন প্রক্রিয়ায়কোষে প্রবেশকরে?
ক. অভিস্রবণ
খ. ইমবাইবিশন
গ. প্রস্বেদন
● ব্যাপন
১০৫. রক্তপ্রবাহের সময় ধমনিগাত্রে সৃষ্ট চাপকেকী বলে?
● রক্তচাপ
খ. স্নায়ুচাপ
গ. ধমনিচাপ
ঘ. হৃদস্পন্দন
১০৬. ধমনিরগায়ে রক্তচাপের সর্বনিম্ন মাত্রাকেকী বলে?
ক. সিস্টোলিক চাপ
● ডায়াস্টোলিক চাপ
গ. নাড়িঘাত চাপ
ঘ. ধমনিচাপ
১০৭. রক্তের সিস্টোলিক চাপের আদর্শ মানকত মি. মি. এর
নিচে?
ক. ৬০
খ. ৮০
গ. ১০০
● ১২০
১০৮. রক্তের ডায়াস্টোলিক চাপের আদর্শ মানকত এর নিচে?
ক. ৬০
● ৮০
গ. ১০০
ঘ. ১২০
১০৯. হৃৎপিণ্ডে দুটি বিটের মাঝে রক্তনালিতে যে দুধরনের
চাপ সৃষ্টি হয় তার পার্থক্যকেকী বলে?
ক. রক্তচাপ
খ. স্পন্দন চাপ
● ধমনিঘাত চাপ
ঘ. সংকোচন চাপ
১১০. পালস রেট বেরকরা হয়কোন অঙ্গ থেকে?
● কব্জি
খ. হাটু
গ. মাথা
ঘ. পায়েরগোড়ালী
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১১১. সাধারণত সুস্থ অবস্থায় হৃদস্পন্দনের মান প্রতি মিনিটে
কত?
ক. ২০-৫০
খ. ৩০-৬০
গ. ৪০-৬০
● ৬০-১০০
১১২.কোনটিকে নীরবঘাতক বলা হয়?
ক. হার্ট অ্যাটাক
খ. অ্যাজমা
গ. বাতজ্বর
● উচ্চ রক্তচাপ
১১৩. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকেকী বলে?
ক. এনিমিয়া
খ. লিউকেমিয়া
● একলামশিয়া
ঘ. অস্টিওম্যালেশিয়া
১১৪. নিম্ন রক্তচাপে ডায়াস্টোলিক চাপের মানকোনটির নীচে নেমে যায়?
● ৮০
খ. ১০০
গ. ১২০
ঘ. ১৪০
১১৫. হৃদচক্রেকতটি ধাপ থাকে?
ক. দুইটি
খ. তিনটি
● চারটি
ঘ. পাঁচটি
১১৬.কত মিনিটের ব্যবধান রেখে রক্তচাপ নির্ণয়করা উচিত?
ক. ৫-১০
খ. ১০-১৫
● ১৫-২০
ঘ. ২৫-৩০
১১৭. জন্মের পরকোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
ক. যকৃতে
খ. প্লীহায়
● অস্থিমজ্জায়
ঘ. ফুসফুসে
১১৮. অক্সিজেন সরবরাহেরকাজকরেকোনটি?
ক. শ্বেত রক্তকণিকা
● লোহিত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. অস্থিমজ্জা
১১৯. লিউকেমিয়াকেকী বলা হয়?
ক. মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন
● রক্তেরক্যান্সার
গ. হার্ট অ্যাটাক
ঘ.করোনারি থ্রম্বোসিস
১২০. লিউকেমিয়ায়কোন অঙ্গটিক্যান্সারে আক্রান্ত হয়?
ক. ফুসফুস
খ. হৃৎপিণ্ড
● অস্থিমজ্জা
ঘ. মস্তিষ্ক
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১২১. লোহিত রক্তকণিকার অভাবেকিসেরঘাটতি দেখা দেয়?
ক. হাইড্রোজেনের
● অক্সিজেনের
গ.কার্বন ডাইঅক্সাইডের
ঘ. নাইট্রোজেনের
১২২. অণুচক্রিকার অভাবেকোন লক্ষণটি প্রকাশ পায়?
ক. বুকে ব্যথা
খ. উচ্চ রক্তচাপ
● ছোট লাল বর্ণের দাগ
ঘ. ফোসকা পরা
১২৩. লিউকেমিয়ার প্রকারভেদকতটি?
ক. ২০ এর অধিক
খ. ৩০ এর অধিক
গ. ৪০ এর অধিক
● ৫০ এর অধিক
১২৪. লসিকাগ্রন্থি ফুলে যায়কোন রোগেরকারণে?
ক.গলগণ্ড
খ. বাতজ্বর
● লিউকেমিয়া
ঘ. হার্ট অ্যাটাক
১২৫. লিউকেমিয়া হলেকোনটি অস্বাভাবিক মাত্রায় তৈরি হয়?
ক. লসিকা
● শ্বেত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. লোহিত রক্তকণিকা
১২৬. লিউকেমিয়ার চিকিৎসাকোনটি?
● অস্থিমজ্জা প্রতিস্থাপন
খ. রক্ত
গ. অ্যানজিওপ্লাস্টি
ঘ. ডায়ালাইসিস
১২৭.কোন হৃদরোগটি অধিক মারাত্মক?
ক. মায়োকার্ডিয়াল ইনফার্কশন
● করোনারি হৃদরোগ
গ.করোনারি থ্রম্বোসিস
ঘ. পালমোনারি হৃদরোগ
১২৮. শ্বাসনালির প্রদাহের জন্যকোন অণুজীবটি দায়ী?
ক. Cefalococcus
খ. Diplococcus
গ. Monococcus
● Streptococcus
১২৯. রক্তপ্রবাহেরকমে যায়কোন রোগেরকারণে?
ক. লিউকেমিয়া
● বাতজ্বর
গ. মায়োকার্ডিয়াল ইনফার্কশন
ঘ.করোনারি থ্রম্বোসিস
১৩০. বাতজ্বরের লক্ষণকোনটি?
ক. ওজনকমে যাওয়া
খ. রক্তশূন্যতা
● অস্থিসন্ধিতে ব্যথা
ঘ. নাক দিয়ে রক্ত পরা
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৩১. উদ্ভিদে পানির অভাব হলে –
ⅰ. প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যেতে পারে
ⅱ. বিপাকীয়ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে
ⅲ. প্রস্বেদনের হার বেড়ে যেতে পারে
● ⅰ ও ⅱ খ.ⅰ ও ⅲ গ.ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৩২. উদ্ভিদে পানি সরবরাহকরতে হয়—
ⅰ. প্রস্বেদনকমানোর জন্য
ⅱ. প্রোটোপ্লাজমকে বাঁচানোর জন্য
ⅲ. সালোকসংশ্লেষণ চালু রাখার জন্য
ক. ⅰ ও ⅱ খ.ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৩৩. উদ্ভিদে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণকরে-
ⅰ. প্রোটোপ্লাজম
ⅱ. নিউক্লিয়ার মেমব্রেন
ⅲ.কোষপ্রাচীর
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ.ⅱ ও ⅲ ঘ.ⅰ,ⅱ ও ⅲ
১৩৪. ব্যাপনঘটে—
ⅰ. পাতার মেসোফিল টিস্যুতে
ⅱ.ঘরেরকোনায় সুগন্ধি ঢেলে দিলে
ⅲ. অর্ধভেদ্য পর্দার এপাশ থেকে ওপাশে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৫. অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন—
ⅰ. দুটি একইঘনত্বের দ্রবণ
ⅱ. দুটি ভিন্ন দ্রবণ একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট
ⅲ. একটি বৈষম্যভেদ্য ঝিল্লি
ক. i ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৩৬. মাটি থেকে মূলরোমে পানি প্রবেশকরে-
ⅰ. অভিস্রবণ প্রক্রিয়ায়
ⅱ. ব্যাপন প্রক্রিয়ায়
ⅲ. ইমবাইবিশন প্রক্রিয়ায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৩৭. নিষ্ক্রিয় শোষণে উদ্ভিদ যে প্রক্রিয়ায় লবণ শোষণকরে-
ⅰ. ইমবাইবিশন
ⅱ. ব্যাপন
ⅲ. অভিস্রবণ
ক. ⅰ ও ⅱ ●ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৩৮. উদ্ভিদ তার প্রয়োজনীয়খনিজ উপাদান শোষণকরে-
ⅰ. সক্রিয় শোষণের মাধ্যমে
ⅱ. প্রত্যক্ষ শোষণের মাধ্যমে
ⅲ. নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে
●ⅰ ওⅱখ.ⅰ ওⅲগ.ⅱ ওⅲ ঘ.ⅰ,ⅱ ওⅲ
১৩৯.কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছায়—
ⅰ. প্রস্বেদন টানেরকারণে
ⅱ. ব্যাপন চাপেরকারণে
ⅲ. মূলজ চাপেরকারণে
ক.ⅰ ওⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ওⅲ ঘ.ⅰ, ⅱ ওⅲ
১৪০. মূলদ্বারাগৃহীত পানি ওখনিজ লবণ-
ⅰ. মূলের পরিবহন টিস্যুতে পৌঁছায়
ⅱ. ফ্লোয়েম দ্বারা পাতারকাছাকাছি পৌঁছায়
ⅲ. শেষ পর্যন্ত পাতার মেসোফিল টিস্যুতে পৌছায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৪১. উদ্ভিদের মৃত্যু অবধারিত হয়ে পড়ে—
ⅰ. ফ্লোয়েম ফাইবারক্ষতিগ্রস্ত হলে
ⅱ. ফ্লোয়েমের সিডনল বন্ধ হলে
ⅲ. জাইলেমের ভেসেল বন্ধ হলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৪২.কোষরসের পরিবর্তন হয়—
ⅰ. মাটি থেকে মূলের পরিবহনকলায়
ⅱ. মূলের পরিবহনকলা থেকে পাতায়
ⅲ. পাতা থেকেক্লোয়েমে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৪৩. সালোকসংশ্লেষণের উপাদান—
ⅰ. কার্বন ডাইঅক্সাইড
ⅱ. লবণ
ⅲ. পানি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৪৪.গাছ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বেরকরে-
ⅰ. পত্ররন্দ্রীয় প্রস্বেদন প্রক্রিয়ায়
ⅱ.কিউটিকুলার প্রস্বেদন প্রক্রিয়ায়
ⅲ. স্টোম্যাটাল প্রস্বেদন প্রক্রিয়ায়
● ⅰ ও ⅱ খ.ⅰ ও ⅲ গ .ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৪৫. প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো-
ⅰ. আপেক্ষিক আর্দ্রতা
ⅱ. পত্ররন্ধ্র
ⅲ. পত্রের সংখ্যা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ওⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ
১৪৬.কোলেস্টেরল হলো—
ⅰ. কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগ
ⅱ. উচ্চশ্রেণির উদ্ভিদকোষেরগুরুত্বপূর্ণ উপাদান
ⅲ. লিপোপ্রোটিন যৌগ সৃষ্টিকরে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ .ⅱ ও ⅲ ঘ. ⅰ,ⅱ ও ⅲ
১৪৭. ধমনিতে রক্ত চলাচলের জায়গাকমেগেলে-
ⅰ.করোনারি হৃদরোগের সম্ভাবনা দেখা দেয়
ⅱ. হৃৎপিণ্ডেরক্রিয়াকলাপে ব্যাঘাতঘটে
ⅲ. স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৪৮.কোলেস্টেরলের লিপোপ্রোটিনগুলো হলো—
ⅰ. ডাই-গ্লিসারাইড
ⅱ. LDL
ⅲ. HDL
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৪৯. রক্তেকোলেস্টেরলের পরিমাণ বেশি হলে-
ⅰ. অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের পেশি নষ্ট হয়
ⅱ. ধমনিতে রক্তপ্রবাহ বাঁধা পায়
ⅲ. ধমনি প্রসারিত হয়ে যায়
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১৫০.কোলেস্টেরল তৈরিকরে—
ⅰ. পিত্ত
ⅱ. ভিটামিন
ⅲ. শর্করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পরের অধ্যায়গুলো
৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময়
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন
১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল PDF গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।