SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ : জীবকোষ ও টিস্যু

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ : জীবন পাঠ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।

আগের অধ্যায়গুলো পড়ুন এখানে

১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ

১. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
● জীবকোষ
খ. টিস্যু
গ. অঙ্গ
ঘ. তন্ত্র

২. কোন পদ্ধতিতে জনন মাতৃ কোষের বিভাজন হয়?
ক. মাইটোসিস
● মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. ফিশন

৩. কত সালে লোয়ি ও সিকেভিজ কোষকে সংঙ্গায়িত করেছেন?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
● ১৯৬৯
ঘ. ১৯৭০

৪. জাইলেম টিস্যুতে কত ধরনের কোষ থাকে?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. ছয়

৫. নিউক্লিয়াস সুগঠিত নয় নিচের কোনটির?
ক. দেহকোষ
খ. প্রকৃত কোষ
● আদিকোষ
ঘ. জননকোষ

৬. নিউক্লিয়াস গঠনের ভিক্তিতে কোষ কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬

৭. আদিকোষে ক্রোমোসোমে কী থাকে?
● DNA
খ. RNA
গ. নিউক্লিওবস্তু
ঘ. নিউক্লিয়াস

৮. প্রকৃত কোষে DNA, প্রোটিন, হিস্টোন কোথায় থাকে?
● মাইটোকন্ড্রিয়ায়
খ. প্লাস্টিডে
গ. নিউক্লিয়াসে
ঘ. ক্রোমোসোমে

৯. অধিকাংশ জীবকোষ কী ধরনের হয়?
ক. আদিকোষী
খ. নিউক্লিয়ার পর্দাবেষ্টিত
● প্রকৃতকোষী
ঘ. প্লাস্টিডবিহীন

১০. বহুকোষী জীবের দেহ গঠনে অংশ নেয় কোনটি?
● দেহকোষ
খ. জননকোষ
গ. অমরা
ঘ. জীন

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১১. নিচের কোন জীবটির নিউক্লিয়াস সুগঠিত?
ক. কলেরার ব্যাকটেরিয়া
খ. নীলাভ সবুজ শৈবাল
গ. সায়ানোব্যাকটেরিয়া
● ছত্রাক

১২. জীবের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় কোনটি?
ক. জিন
● দেহকোষ
গ. জননকোষ
ঘ. জাইগোট

১৩. জনন মাতৃকোষের বিভাজন ঘটে কোন পদ্ধতিতে?
ক. মাইটোসিস
● মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. দ্বিবিভাজন

১৪. দেহকোষে ক্রোমোসোম সংখ্যা জননকোষের কত গুণ?
ক. অর্ধেক
খ. সমান
● দ্বিগুণ
ঘ. চার গুণ

১৫. মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে যে প্রথম কোষ গঠন করে তার নাম কী?
ক. আদিকোষ
খ. জননকোষ
● জাইগোট
ঘ. জনন মাতৃকোষ

১৬. জাইগোট বার বার বিভাজিত হয়ে কী গঠন করে?
● জীবদেহ
খ. জননকোষ
গ. অমরা
ঘ. জিন

১৭. নিচের কোনটিতে কোষ প্রাচীর অনুপস্থীত?
● প্রাণিকোষ
খ. উদ্ভিদকোষ
গ. ব্যাকটেরিয়া
ঘ. ছত্রাক

১৮. ছত্রাকের কোষপ্রাচীর কোন উপাদান দ্বারা গঠিত?
ক. প্রোটিন
খ. কার্বোহাইডেট
● কাইটিন
ঘ. লিপিড

১৯. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
ক. প্রাটিন ও লিগনিন
খ. কাইটিন ও সুবেরিন
গ. চর্বি ও গ্লাইকোজন
● প্রাটিন ও লিপিড

২০. কোষকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
● কোষপ্রাচীর
খ. প্রোটোপ্লাজম
গ. কোষঝিল্লি
ঘ. সাইটোপ্লাজম

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

২১. কোষের প্রাচীর সৃষ্টির সময় যে ছিদ্র তৈরি হয় তাকে কী বলে?
ক. ডিলাই
খ. গহ্বর
গ. রন্ধ্র
● কূপ

২২. কোষপ্রাচীর কী সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে?
ক. কোষরন্দ্র
খ. মাইক্রোভিলাই
গ. প্লাজমালেমা
● প্লাজমোডেজমাটা

২৩. কোষের ভেতরের থকথকে, অর্ধস্বচ্ছ জেলির ন্যায় বস্তুকে কী বলে?
ক. সাইটোপ্লাজম
● প্রোটোপ্লাজম
গ. নিউক্লিওপ্লাজম
ঘ. এন্ডোপ্লাজম

২৪. উদ্ভিদের গৌণ কোষপ্রাচীর কোথা হতে নিঃসৃত হয়?
ক. কোষঝিল্লি
খ. রাইবোজোম
● প্রোটোপ্লাজম
ঘ. গলজি বডি

২৫. কোষঝিল্লির ভাঁজাকে কী বলে?
● মাইক্রোভিলাই
খ. রাইবোজোম
গ. মাইক্রোটিউবিউল
ঘ. ভিলাস

২৬. মাইক্রোভিলাই কী দ্বারা গঠিত?
ক. লিপিড ও ফসফেট
খ. প্রোটিন ও সালফার
গ. লিপিড ও কার্বন
● লিপিড ও প্রোটিন

২৭. প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কী?
ক. নিউক্লিওপ্লাজম
খ. ক্রোমোসোম
● সাইটোপ্লাজম
ঘ. এন্ডোপ্লাজম

২৮. কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন?
● রিচার্ড অন্টম্যান
খ. বেনডা
গ. রবার্ট ব্রাউন
ঘ. রবার্ট হুক

২৯. মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কোন বিজ্ঞানী?
● বেনডা
খ. হেকেল
গ. ওয়াটসন
ঘ. অল্টম্যান

৩০. কোষের পাওয়ার হাউস কোনটি?
ক. প্লাস্টিড
● মাইটোকন্ড্রিয়া
গ. ক্রোমোসোম
ঘ. লাইসোজোম

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৩১. অক্সিজোম কোন অঙ্গাণুতে পাওয়া যায়?
ক. সেন্ট্রিওল
● মাইটোকন্ড্রিয়া
গ. প্লাস্টিড
ঘ. গলজি বডি

৩২. কোন বিজ্ঞানী প্লাস্টিড আবিষ্কার করেন?
ক. রিচার্ড
● হেকেল
গ. রবার্ট ব্রাউন
ঘ. রবার্ট হুক

৩৩. উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে নিচের কোনটি?
ক. মাইটোকন্ড্রিয়া
● প্লাস্টিড
গ. গলজি বস্তু
ঘ. রাইবোজোম

৩৪. ক্লোরোপ্লাস্টের বর্ণ কীরূপ?
ক. বর্ণহীন
● সবুজ
গ. লাল
ঘ. হলুদ

৩৫. টিস্যুর গঠনগত ও কার্যকরী একক কোনটি?
● কোষ
খ. অফা
গ. তন্ত্র
ঘ. কলা

৩৬. হিস্টোলজির আলোচ্য বিষয় কোনটি?
ক. কোষ
● টিস্যু
গ. অঙ্গ
ঘ. তন্ত্র

৩৭. প্রাণিটিস্যু কয় প্রকার হয়?
ক. দুই
খ. তিন
● চার
ঘ. পাঁচ

৩৮. প্রাণীদেহে অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোন টিস্যু?
ক. যোজক টিস্যু
খ. পেশি টিস্যু
● আবরণী টিস্যু
ঘ. স্নায়ু টিস্যু

৩৯. স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কী?
ক. ক্ষরণ
খ. রক্ষণ
গ. শোষণ
● ছাঁকন

৪০. ট্রানজিশনাল আবরণী বলা হয় কোন আবরণী টিস্যুকে?
● স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
খ. কলামনার আবরণী টিস্যু
গ. কিউবয়ডাল আবরণী টিস্যু
ঘ. স্কোয়ামাস আবরণী টিস্যু

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৪১. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?
ক. কোস্কোয়ামাস আবরণী টিস্যু
খ. কলামনার আবরণী টিস্যু
● কিউবয়ডাল আবরণী টিস্যু
ঘ. স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৪২. মানুষের নাক ও কানের পিনা কী দিয়ে গঠিত?
ক. অস্থি
● কোমলাস্থি
গ. তন্তুময় যোজক কলা
ঘ. অনৈচ্ছিক পেশি

৪৩. রক্তরসের রং কী রকম?
ক. সবুজাভ
● হলুদাভ
গ. লাল
ঘ. বর্ণহীন

৪৪. রক্তে রক্তরসের পরিমাণ কত?
ক. ৪০%
খ. ৪৫%
গ. ৫০%
● ৫৫%

৪৫. ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?
ক. ঐচ্ছিক পেশি কোষে
খ. অনৈচ্ছিক পেশি কোষে
● হৃদপেশি কোষে
ঘ. স্নায়ুকোষে

৪৬. প্রাণিদেহে ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার?
ক. এক
খ. দুই
● তিন
ঘ. চার

৪৭. রক্তকণিকা কয় ধরনের?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৪৮. রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
ক. ৫-৬%
খ. ৬-৭%
গ. ৭-৮%
● ৮-৯%

৪৯. রক্তের তরল অংশে কত ভাগ পানি থাকে?
ক. ৮৪-৮৬%
খ. ৮৬-৮৮%
গ. ৮৮-৯০%
● ৯১-৯২%

৫০. মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, ফুসফুস এবং হৃৎপিন্ডকে রক্ষা করে কোন যোজক কলা?
ক. ফাইব্রাস
খ. নন-ফাইব্রাস
● স্কেলিটাল
ঘ. তরল

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৫১. ভূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয় কোন টিস্যু?
ক. আবরণী টিস্যু
খ. যোজক টিস্যু
● পেশি টিস্যু
ঘ. স্নায়ু টিস্যু

৫২. কঙ্কালপেশি বলা হয় কোন পেশিকে?
● ডোরাকাটা পেশি
খ. মসৃণ পেশি
গ. কার্ডিয়াক পেশি
ঘ. অনৈচ্ছিক পেশি

৫৩. অনৈচ্ছিক পেশিগুলোর আকৃতি কীরূপ?
● মাকু আকৃতির
খ. গোলাকৃতির
গ. লম্বাকৃতির
ঘ. ডিম্বাকৃতির

৫৪. কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়?
ক. লোহিত কণিকা
● শ্বেত কণিকা
গ. অণুচক্রিকা
ঘ. রক্তরস

৫৫. রক্ত জমাট বাঁধায় অংশ নেয় কোনটি?
ক. লোহিত কণিকা
খ. শ্বেত কণিকা
● অণুচক্রিকা
ঘ. রক্তরস

৫৬. কোনটি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট?
ক. অনৈচ্ছিক পেশি
● ঐচ্ছিক পেশি
গ. হৃদপেশি
ঘ. যোজক কলা

৫৭. মেরুদন্ডী প্রাণিদের রক্তনালি, পৌষ্টিকনালিতে কোনটি থাকে?
● অনৈচ্ছিক পেশি
খ. ঐচ্ছিক পেশি
গ. হৃদপেশি
ঘ. যোজক কলা

৫৮. অসংখ্য নিউরন দ্বারা কোন টিস্যু গঠিত?
ক. আবরণী টিস্যু
খ. যোজক টিস্যু
গ. পেশি টিস্যু
● স্নায়ু টিস্যু

৫৯. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
● ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

৬০. নিচের কোনটি অনুপস্থিত বলে নিউরন বিভাজিত হয় না?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. গলজি বস্তু
গ. রাইবোজোম
● সক্রিয় সেন্ট্রিওল

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৬১. একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

৬২. কোষদেহের চারদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কী বলে?
ক. অ্যাক্সন
● ডেনড্রন
গ. অ্যাক্সন প্রান্ত
ঘ. স্নায়ু তন্ত্র

৬৩. যে উদ্ভিদে স্ক্লেরাইড টিস্যু পাওয়া যায়?
ক. মস
খ. ফার্ন
গ. একবীজপত্রী
● দ্বিবীজপত্রী

৬৪. জটিল টিস্যুকে কী বলা হয়?
ক. দৃঢ়তা দানকারী টিস্যু
খ. সঞ্চয়ী টিস্যু
● পরিবহন টিস্যু
ঘ. উৎপাদনকারী টিস্যু

৬৫. ফ্লোয়েম টিস্যুর কাজ কী?
ক. পাতায় খাদ্য সঞ্চয়
খ. মূল দিয়ে পানি শোষণ
● পাতার খাদ্য অন্যান্য অঙ্গে পরিবহন
ঘ. মূল থেকে কাঁচামাল পাতায় পরিবহ

৬৬. কোনটির পরিণত কোষে নিউক্লিয়াস অনুপস্থিত?
● সিভকোষ
খ. সঙ্গীকোষ
গ. ভেসেল
ঘ. ফ্লোয়েম প্যারেনকাইমা

৬৭. জাইলেম ও ফ্লোয়েম একত্রে কী গঠন করে?
ক. ফাইবার
খ. পেরিসাইকল
গ. বান্ডল সিথ
● ভাস্কুলার বান্ডল

৬৮. পাটের সোনালী আঁশ নিচের কোনটির উদাহরণ?
ক. সার্ফেস ফাইবার
● বাস্ট ফাইবার
গ. উড ফাইবার
ঘ. জাইলেম ফাইবার

৬৯. ফার্নের ফ্লোয়েমে কোনটি অনুপস্থিত?
ক. সিডকোষ ফ্লোয়েম
খ. প্যারেনকাইমা
● সঙ্গীকোষ
ঘ. ফ্লোয়েম তত্ত্ব

৭০. জাইলেম কোষ কোনটি?
● ট্রাকিড
খ. স্ক্লেরাইড
গ. সিডকোষ
ঘ. সঙ্গীকোষ

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৭১. স্ক্লেরেনকাইমা কোষগুলো কত ধরনের?
ক. ১ ধরনের
● ২ ধরনের
গ. ৩ ধরনের
ঘ. ৪ ধরনের

৭২. কোনটি পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে?
ক. সরল টিস্যু
● জাইলেম
গ. ভাজক টিস্যু
ঘ. ফ্লোয়েম

৭৩. প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়?
ক. পেরিসাইকল
● প্রোক্যাম্বিয়াম
গ. বান্ডল সিথ
ঘ. স্ক্লেরেনকাইমা

৭৪. কোন কোষের পার্শ্বীয় জোড়া কূপ এর মাধ্যমে পানি চলাচল করে?
● ট্রাকিড
খ. জাইলেম ফাইবার
গ. ভেসেল
ঘ. জাইলেম

৭৫. দেহের অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে কোন টিস্যু?
ক. ফাইব্রাস যোজক টিস্যু
খ. তরল যোজক টিস্যু
● স্কেলিটাল যোজক টিস্যু
ঘ. পেশি টিস্যু

৭৬. নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো-
ⅰ. নিউক্লিওলাস উপস্থিত
ⅱ. বংশগতির বৈশিষ্ট্য নিহিত
ⅲ. আবরণী লিপিড ও প্রোটিনের তৈরি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৭. নিউক্লিওবস্তুকে ঘিরে রাখা অঙ্গাণুতে-
ⅰ. ছিদ্র থাকে
ⅱ. বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রিত হয়
ⅲ. জিন অবস্থান করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৮. স্থায়ী টিস্যু-
ⅰ. বিভাজনে সক্ষম
ⅱ. বিভাজনে অক্ষম
ⅲ. সাধারণত ৩ ধরনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৯. ফ্লোয়েম গুচ্ছে কোনটি অনুপস্থিত?
ক. সিভনল
খ. সঙ্গীকোষ
গ. ফ্লোয়েম প্যারেনকাইমা
● কোষপ্রাচীর

৮০. গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে কোনগুলো দেখা যায়?
ক. ফাইবার
খ. স্ক্লেরাইড
● ভেসেল
ঘ. ট্রাকিড

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৮১. জাইলেম টিস্যু কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৮২. কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?
ক. ট্রাকিড
খ. স্ক্লেরাইড
● ভেসেল
ঘ. ফাইবার

৮৩. ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?
● লিগনিন
খ. কাইটিন
গ. সুবেরিন
ঘ. পেকটিন

৮৪. সবুজ রঙের প্লাস্টিডকে কী বলে?
● ক্লোরোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
গ. লিউকোপ্লাস্ট
ঘ. টনোপ্লাস্ট

৮৫. কোন রঞ্জক পদার্থের জন্য ফুল হলুদ হয়?
● জ্যান্থফিল
খ. ক্যারোটিন
গ. ফাইকোএরিথ্রিন
ঘ. ফাইকোসায়াসিন

৮৬. ক্যারোটিনের উপস্থিতির জন্য কোন বর্ণের সৃষ্টি হয়?
ক. হলুদ
● কমলা
গ. লাল
ঘ. সবুজ

৮৭. উদ্ভিদের মূল ও স্তূপে কোন ধরনের প্লাস্টিড দেখা যায়?
ক. ক্লোরোপ্লাস্ট
খ. ক্রোমোপ্লাস্ট
● লিউকোপ্লাস্ট
ঘ. টনোপ্লাস্ট

৮৮. রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডের প্রধান কাজ কী?
● খাদ্য সঞ্চয়
খ. খাদ্য উৎপাদন
গ. খাদ্য পরিবহন
ঘ. পরাগায়নে সহায়তা

৮৯. গলজি বস্তু গঠিত হয় কোনটি দ্বারা?
● সিস্টার্নি ও ভেসিকল
খ. RNA ও DNA
গ. লিপিড ও প্রোটিন
ঘ. নন-হিস্টোন ও প্রোটিন

৯০. কোন অঙ্গাণুটি কোষে উৎপাদিত পদার্থসমূহের প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত হয়?
ক. রাইবোজোম
খ. ক্লোরোপ্লাস্ট
● এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ. লাইসোজোম

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

৯১. দেহে অক্সিজেনের অভাব হলে কোন পর্দা ক্ষতিগ্রস্ত হয়?
ক. নিউক্লিয়াস
খ. প্লাজমা মেমব্রেন
● লাইসোজোম
ঘ. টনোপ্লাস্ট

৯২. প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী অঙ্গাণু কোনটি?
ক. লাইসোজোম
খ. সেন্ট্রোজোম
গ. ক্রোমোসোম
● রাইবোজোম

৯৩. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?
ক. সেন্ট্রোজোমে
খ. লাইসোজোমে
● রাইবোজোমে
ঘ. ক্রোমোসোমে

৯৪. কোষের পর্দাবিহীন অঙ্গাণু কোনটি?
ক. ক্লোরোপ্লাস্ট
● রাইবোজোম
গ. গলজি বস্তু
ঘ. মাইটোকন্ড্রিয়া

৯৫. কোনটির অনুপস্থিতিতে অ্যাস্টার রশ্মি গঠিত হতে পারে না?
ক. লাইসোজোম
● সেন্ট্রোজোম
গ. ক্রোমোসোম
ঘ. জাইলেম

৯৬. নিচের কোন অঙ্গাণুটি উদ্ভিদকোষে অনুপস্থিত?
● সেন্ট্রোজোম
খ. কোষপ্রাচীর
গ. কোষগহ্বর
ঘ. গলজি বস্তু

৯৭. প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণুকে কী বলে?
ক. সেন্ট্রোমিয়ার
খ. গলজি বস্তু
● সেন্ট্রিওল
ঘ. লাইসোজোম

৯৮. পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
● সিভকোষে
খ. সঙ্গীকোষে
গ. ট্রাকিডে
ঘ. ভেসেলে

৯৯. বংশগতি কোন অঙ্গাণুতে বিদ্যমান?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. লাইসোজোম
● নিউক্লিয়াস
ঘ. সেন্ট্রোজোম

১০০. নিউক্লিয়ার ঝিল্লি কয় স্তর বিশিষ্ট?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১০১. নিউক্লিয়ার ঝিল্লি কী দিয়ে গঠিত?
ক. প্রোটিন ও লিগনিন
খ. কাইটিন ও সুবেরিন
● প্রোটিন ও লিপিড
ঘ. লিপিড ও কাইটিন

১০২. ক্রোমাটিন কী দিয়ে গঠিত?
ক. প্রোটিন ও লিগনিন
খ. DNA ও লিপিড
গ. RNA ও প্রোটিন
● DNA ও প্রোটিন

১০৩. নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান?
ক. ক্রোমোপ্লাস্ট
খ. কোষপ্রাচীর
গ. ক্লোরোপ্লাস্ট
● সেন্ট্রোসোম

১০৪. অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে?
ক. সেন্ট্রোজোম
খ. রাইবোজোম
● কোষকঙ্কাল
ঘ. ক্লোরোপ্লাস্ট

১০৫. কোষের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে কোনটি?
● নিউক্লিয়াস
খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্লাস্টিড
ঘ. রাইবোসোম

১০৬. জলজ উদ্ভিদে বায়ুকুঠুরীযুক্ত কোন টিস্যু থাকে?
ক. স্ক্লেরেনকাইমা
● অ্যারেনকাইমা
গ. কোলেনকাইমা
ঘ. ট্রাকিড

১০৭. পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি?
ক. ট্রাকিড
খ. সিভকোষ
● ভেসেল
ঘ. সঙ্গীকোষ

১০৮. কোনটির প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে?
ক. ট্রাকিড
খ. ভেসেল
গ. সঙ্গীকোষ
● সীভনল

১০৯. নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ?
ক. ভেসেল
খ. কোলেনকাইমা
গ. ট্রাকিড
● সিভকোষ

১১০. বাস্ট ফাইবার এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. সিভনল গঠন করে
খ. সিভপ্লেট গঠন করে
গ. প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে
● গৌণবৃদ্ধির সময় উৎপন্ন হয়

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১১১. দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে কী বলে?
ক. শ্বসন
খ. ব্যাপন
গ. প্রস্বেদন
● রেচন

১১২. নিচের কোন অঙ্গের সমন্বয়ে প্রজননতন্ত্র গঠিত?
ক. ইলিয়াম ও রেকটাম
খ. গলবিল ও ভ্রূণ
গ. ভ্রূণ ও ইউরেটার
● ভ্রূণ ও শিশু ধারক অঙ্গ

১১৩. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?
ক. এনজাইম
● হরমোন
গ. রক্তরস
ঘ. লসিকা

১১৪. হরমোন এক স্থান থেকে আরেক স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?
● রক্ত
খ. স্নায়ু
গ. মেরুদন্ড
ঘ. হাড়

১১৫. নিচের কোন গ্রন্থির সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত হয়?
● থাইরয়েড ও সুপ্রারেনাল
খ. লালাগ্রন্থি ও যকৃত
গ. ল্যারিংস ও ব্রঙ্কাস
ঘ. ইউরেটার ও ইউরেথ্রা

১১৬. সঞ্চিত খাদ্য শ্বসনের মাধ্যমে কোন রাসায়নিক প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয়?
ক. প্রশমন
খ. বিজারণ
● জারণ
ঘ. প্রতিস্থাপন

১১৭. নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে?
ক. ধান
● কুমড়া
গ. গম
ঘ. ভুট্টা

১১৮. কোনটিতে ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়?
● পাট
খ. আখ
গ. ভুট্টা
ঘ. সরিষা

১১৯. স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়?
● বৃদ্ধের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে
খ. বৃত্তের সংগ্রাহক নালিকায়
গ. অস্ত্র প্রাচীরে
ঘ. হাইড্রার এন্ডোডার্মে

১২০. আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকার?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১২১. কোন ধরনের টিস্যু থেকে জননকোষ উৎপন্ন হয়?
● আবরণী টিস্যু
খ. পেশি টিস্যু
গ. যোজক টিস্যু
ঘ. স্নায়ু টিস্যু

১২২. কাজ সম্পাদনকারী এক বা একাধীক টিস্যুকে কী বলে?
ক. কোষ
● অঙ্গ
গ. তন্ত্র
ঘ. দেহ

১২৩. জীববিজ্ঞানের কোন শাখায় দেহের অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়?
● মরফোলজি
খ. সাইটোলজি
গ. হিস্টোলজি
ঘ. ফিজিওলজি

১২৪. Internal m●rph●l●gy এর আলোচ্য বিষয় কোনটি?
● মলাশয়
খ. কান
গ. নাক
ঘ. চক্ষু

১২৫. পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

১২৬. নিচের কোনটি শ্ব-সনতন্ত্রের অংশ?
ক. গলবিল
খ. বৃক্ক
● ফুসফুস
ঘ. যকৃত

১২৭. কীসের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
● অক্সিজেন
ঘ. নাইট্রোজেন

১২৮. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন ধরনের পেশির কাজ নিয়ন্ত্রণ করে?
ক. ঐচ্ছিক
● অনৈচ্ছিক
গ. ডোরাকাটা পেশি
ঘ. পেশি টিস্যু

১২৯. আলোক অণুবিক্ষণ যন্ত্র কত প্রকার?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪

১৩০. আলোক অণুবিক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় কোনটি?
ক. ইলেকট্রন
খ. মেসন
● আলো
ঘ. প্রোটিন

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১৩১. আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?
● রাইবোজোম
খ. মাইটোকড্রিয়া
গ. লাইসোজোম
ঘ. ক্লোরোপ্লাস্ট

১৩২. নিচের কোনটিতে ক্রিস্টি বিদ্যমান?
ক. কোষঝিল্লি
● মাইটোকড্রিয়া
গ. প্লাস্টিড
ঘ. লাইসোজোম

১৩৩. ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত?
ক. লিগনিন
● কাইটিন
গ. পেকটিন
ঘ. সুবেরিন

১৩৪. কাইটিন কোষপ্রাচীর বিদ্যমান-
ⅰ. ব্যাকটেরিয়ায়
ⅱ. ইষ্টে
ⅲ. পেনিসিলিয়ামে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. প্রকৃত কোষের ক্রোমোসোমের থাকে-
ⅰ. RNA
ⅱ. DNA
ⅲ. হিস্টোন প্রোটিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬. দেহ কোষ-
ⅰ. জীবের দেহ গঠনে অংশ নেয়
ⅱ. মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়
ⅲ. মাইটোসিস পদ্ধতিতে বিভাজীত হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত হয়-
ⅰ. প্রোটিন দিয়ে
ⅱ. লিপিড দিয়ে
ⅲ. কাইটিন দিয়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. কোষপ্রাচীর উদ্ভিদকোষে-
ⅰ. আকার বজায় থাকে
ⅱ. কোষ ঢ়হতা প্রধন করে
ⅲ. কোষে পানি ও খনিজ লবন চলাচল করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. প্রোটোপ্লাজম-
ⅰ. থকথকে জেলির মতো
ⅱ. কোষের বাইরে অবস্থিত স্বচ্ছ বস্তু
ⅲ. এর একটি অংশ হলো কোষঝিল্লি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪০. কোষের কোষঝিল্লি-
ⅰ. একটি স্থিতিস্থাপক
ⅱ. পানি ও খনিজ লবন চলাচল নিয়ন্ত্রণ করে
ⅲ. প্রাণিকোষে অনুপস্থিত
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১৪১. ক্রিস্টি হলো-
ⅰ. মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তর
ⅱ. কোষঝিল্লির ভাঁজ
ⅲ. অক্সিজোমের ধারক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪২. উদ্ভিদদেহকে বর্ণময় করে-
ⅰ. ক্লোরোপ্লাস্ট
ⅱ. ক্রোমোপ্লাস্ট
ⅲ. লিউকোপ্লাস্ট
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা হলো-
ⅰ. ক্যারোটিন
ⅱ. জ্যান্থফিল
ⅲ. ফাইকোসায়ানিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৪. অসবুজ রঙিন প্লাস্টিডের কারণে-
ⅰ. ফুল রঙিন হয়
ⅱ. পাতা রঙিন হয়
ⅲ. পতঙ্গ আকৃষ্ট হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৫. লিউকোপ্লাস্ট-
ⅰ. খাদ্য প্রস্তুত করে
ⅱ. খাদ্য সয় করে
ⅲ. মূলে অবস্থান করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৬. রঞ্জক বর্ণকণিকাহীন প্লাস্টিড পাওয়া যায়-
ⅰ. মূলে
ⅱ. ভ্রণ ও জননকোষে
ⅲ. ফুলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৭. কোষ গহ্বর-
ⅰ. প্রধানত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য
ⅱ. প্রাণিকোষে অনুপস্থিত
ⅲ. কোষরস ধারণ করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ

১৪৮. কোষকঙ্কালে নির্মিত বিভিন্ন প্রকার তত্ত্ব-
ⅰ. মাইক্রোটিউবিউল
ⅱ. মাইক্রোফিলামেন্ট
ⅲ. ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৯. প্যারেনকাইমা টিস্যু-
ⅰ. পেকটিন দিয়ে তৈরি
ⅱ. কোষপ্রাচীর পাতলা
ⅲ. প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৫০. সেন্ট্রোজোম প্রধানত-
ⅰ. উদ্ভিদকোষে পাওয়া যায়
ⅱ. প্রাণিকোষে পাওয়া যায়
ⅲ. স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৫১. ব্যবসায়ের অন্তর্ভুক্ত কাজ কোনটি?
ক. মুনাফা অর্জনের জন্য পরিচালিত কাজ
খ. সামাজিক উন্নয়নে পরিচালিত কাজ
গ. নিজস্ব পুকুরে মাছের চাষ করা
● বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ

পরের অধ্যায়গুলো
৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি
৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন
৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময়
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন
১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের পিডিএফ বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment