SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা কমার্স বিভাগ পরীক্ষার্থীদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়ন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন দেখেছি। সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।

১ম অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : ব্যবসায় পরিচিতি
২য় অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
৩য় অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : আত্মকর্মসংস্থান

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

০১. সবচেয়ে প্রাচীন ও জনিপ্রিয় সংগঠন কোনটি?
ক. অংশীদারি
খ. সমবায়
● একমালিকানা
ঘ. যৌথমূলধনী

০২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক. মুনাফা কম হলে
খ. চুক্তি লিখিত না হলে
● পাস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
ঘ. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে

০৩. কী অনুযায়ী সাধারণ অংশীদারদের লাভ-ক্ষতির অংশ প্রদান করা হয়?
ক. বিনিয়োগ
● চুক্তি
গ. পরিশ্রম
ঘ. সুনাম

০৪. রনি ও খালিদ চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন. তাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. পাবলিক লিমিটেড
খ. প্রাইভেট লিমিটেড
● অংশীদারি
ঘ. সমবায় সমিতি

০৫. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?
ক. বেতন
খ. শিক্ষা
● প্রশিক্ষন
ঘ. মনোবল

০৬. আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি?
ক. চাকরির সীমাবদ্ধতা তুলে ধরা
● প্রশিক্ষণ ও ঋণ সম্ভাবনা
গ. আর্থিক প্রতিষ্ঠান স্থাপনের কারণ জানা
ঘ. আর্থিক আয়ের সম্ভাবনা

০৭. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
● পাঁচ

০৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
● জনকল্যাণ
খ. কর আদায়
গ. মুনাফা অর্জন
ঘ. বিদেশি সাহায্য আদায়

০৯. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়-
ⅰ. পশ্চিম ইউরোপে
ⅱ. উত্তর আমেরিকায়
ⅲ. পূর্ব ইউরোপে
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
ক. দায় অসীম
খ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
● দায় সমীম
ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১১. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিমসত্তার অধিকারী বলা হয়?
ক. সমবায়
খ. একমালিকানা
গ. যৌথমূলধনী
ঘ. অংশীদারি

১২. কোম্পানিকে সিল ব্যবহার করতে হয় কেন?
ক. শেয়ার বিক্রয় করে বলে
● কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে
গ. দায় সীমিত বলে
ঘ. চিরন্তন অস্তিত্বের কারণে

১৩. দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
ⅰ. অবশিষ্ট অংশীদার
ⅱ. সীমিত অংশীদার
ⅲ. দেউলিয়া অংশীদার
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪. কোম্পানি ব্যবসায়ে সদস্যদের দায় কীরুপ?
ক. নির্দিষ্ট
খ. অসীম
● সীমিত
ঘ. অপ্রতুল

১৫. কোনটি লিখিত দলিল?
ক. ব্যবস্থাপনা
খ. উদ্যোগ
● পরিকল্পনা
ঘ. সংগঠক

১৬. শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
ক. ১৬ বছরের উর্ধ্বে
খ. ১৭ বছরের উর্ধ্বে
● ১৮ বছরের উর্ধ্বে
ঘ. ১৯ বছরের উর্ধ্বে

১৭. ব্যবসায় আধুনিক যুগের নির্দেশনা কোনটি?
ক. দ্যব্য বিনিময়
● শিল্প বিপ্লব
গ. ধাতব মুদ্রার প্রভাব
ঘ. ব্যবসায় সংগঠন উদ্ভব

১৮. পৃথক সত্তা আছে-
ⅰ. সমবায় ব্যবসায়ের
ⅱ. যৌথমূলধনী ব্যবসায়ের
ⅲ. একমালিকানা ব্যবসায়ের
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৯. অংশীদারি ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম কোথায় উল্লেখ থাকে?
ক. আইনে
● চুক্তিপত্রে
গ. চুক্তিতে
ঘ. বিবরণপত্রে

২০. শিল্প বিপ্লব সংঘটিত হয় কোথায়?
ক. আফ্রিকায়
খ. এশিয়ায়
● ইউরোপে
ঘ. আমেরিকায়

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

২১. কোন ধরনের অংশীদারের দায় অসীম?
ক. নামমাত্র অংশীদার
● সাধারণ অংশীদার
গ. যুমন্ত অংশীদার
ঘ. সীমিত অংশীদার

২২. সমবায়ের প্রধান নীতি কোনটি?
ক. ঘৃণা
● সততা
গ. অধ্যাবসায়
ঘ. একতা

২৩. যৌথ মূলধনী কারবারের মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে?
ক. সমানভাবে
● শেয়ার অনুপাতে
গ. চুক্তি অনুযায়ী
ঘ. আইন অনুযায়ী

২৪. কোম্পানির অভ্যন্তরীণ নিয়মাবলি কোথায় লিপিবদ্ধ থাকে?
ক. স্মারকলিপিতে
● পরিমেল নিয়মাবলিতে
গ. বিবরণপত্রে
ঘ. নিবন্ধনপত্রে

২৫. জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
ক. ক্রেতার
খ. সমাজের
● রাষ্ট্রের
ঘ. ব্যবসায়ীর

২৬. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কীসের মাধ্যমে?
ক. রাষ্ট্রীয় ব্যবসায়
● সমবায় সমিতি
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. যৌথমূলধনী ব্যবসায়

২৭. সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি?
ক. স্বেচ্ছাচারিতা
খ. সম্পদবৃদ্ধি
গ. মুনাফা অর্জন
● আত্মনির্ভরশীলতা

২৮. একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ-
ⅰ. স্বল্প পুঁজি
ⅱ. ছোট আয়তন
ⅲ. সীমাবদ্ধ দায়
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

২৯. মি. রাজু স্থানীয় বাজারে একটি কনফেকশনারি দোকান স্থাপন করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
ক. পেটেন্ট
● লাইসেন্স
গ. কপিরাইট
ঘ. ট্রেডমার্ক

৩০. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. কর্মীগণ
● শেয়ার হোল্ডারগণ
গ. পরিচালকগণ
ঘ. জনগণ

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৩১. সমবায়ের প্রধান নীতি কোনটি?
ক. অধ্যবসায়
খ. সততা
● একতা
ঘ. পরিশ্রম

৩২. সমবায়ের প্রধান নীতি হচ্ছে-
ⅰ. গণতান্ত্রিক মূল্যবোধ
ⅱ. সমপেশা
ⅲ. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক.ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৩৩. শিল্প বিপ্লব সংঘটিত হয় কোথায়?
ক. এশিয়া
● ইউরোপ
গ. আমেরিকা
ঘ. আফ্রিকা

৩৪. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. অর্থনৈতিক উন্নয়ন
● মুনাফা অর্জন
গ. সামাজিক কল্যাণসাধন
ঘ. কর্মসংস্থান তৈরি

৩৫. মালিকানা ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?
ক. ৪ প্রকার
● ৫ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ৭ প্রকার

৩৬. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় কোনটি?
ক. বিলোপসাধনে
খ. আইনগত বাধ্যবাধকতা
● উদ্দেশ্য
ঘ. পরিচালনায়

৩৭. বিশ্বে বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন গড়ে উঠার কারণ-
ⅰ. বিভিন্ন বৈশিষ্ট্য
ⅱ. ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা
ⅲ. ব্যবসায়ীদের বিভিন্ন মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক.ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৩৮. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
ক. আত্মকর্মসংস্থান
● একমালিকানা ব্যবসায়
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. ক্ষুদ্র ব্যবসায়

৩৯. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক. যৌথমূলধনী
খ. সমবায়
● একমালিকানা
ঘ. অংশীদারি

৪০. পৃথিবীর আদি ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
ক. সমবায় ব্যবসায়
খ. রাষ্ট্রীয় ব্যবসায়
● একমালিকানা ব্যবসায়
ঘ. অংশীদারি ব্যবসায়

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৪১. সবচেয়ে প্রাচীণ ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক. সমবায়
● একমালিকানা
গ. অংশীদারি
ঘ. যৌথমূলধনী

৪২. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
ⅰ. ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়
ⅱ. নিকটে হাট-বাজার থাকতে হয়
ⅲ. আইনের ঝামেলা পোহাতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক.ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪৩. একমালিকানা ব্যবসায় গঠন করা-
● অত্যন্ত সহজ
খ. জটিল
গ. সহজ
ঘ. অত্যন্ত জটিল

৪৪. আমাদের দেশির অধিকাংশ ব্যবসায় সংগঠনগুলো কীরুপ?
ক. সমবায়
● একমালিকানা
গ. অংশীদারি
ঘ. রাষ্ট্রীয়

৪৫. একমালিকানা ব্যবসায় গঠন করা যায়-
ⅰ. গ্রামে-গঞ্জে
ⅱ. রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে
ⅲ. হাটে-বাজারে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৪৬. একমালিকানা কারবারকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয় কেন?
ক. প্রাচীনকালে শুরু হয়েছিল বিধায়
খ. একক মালিকানা বিধায়
● পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল বিধায়
ঘ. আধুনিক নয় বিধায়

৪৭. শহরে বা পৌরসভা এলাকায় ব্যবসায় করতে হলে উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
ক. অনুমতিপত্র
● ট্রেড লাইসেন্স
গ. নিবন্ধনপত্র
ঘ. প্রত্যয়নপত্র

৪৮. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরনের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল?
ক. অংশীদারি
খ. কোম্পানি সংগঠন
● একমালিকানা
ঘ. সমবায় সমিতি

৪৯. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
● একমালিকানা
খ. কোম্পানি
গ. রাষ্ট্রীয়
ঘ. অংশীদারি

৫০. একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি?
ক. স্বপ্ন
● সবজি দোকান
গ. আগুরা
ঘ. বহুশাখা বিপণি

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৫১. আমাদের দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠেছে. এর পিছনে কারণ হলো-
ⅰ. এটি জীবিকা অর্জনের সহজ উপায়
ⅱ. স্বল্পপুঁজিতে এ ব্যবসায় গড়ে তোলা যায়
ⅲ. দ্রুত বড়লোক হওয়ার সহজ উপায়
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৫২. একমালিকানা ব্যবসায়ের যেকোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয়, কারণ কী?
ক. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
● মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত
গ. মূলধনের পরিমাণ কম
ঘ. কারবারের গন্ডি খুব ক্ষুদ্র

৫৩. একমালিকানা ব্যবসায় গঠন করতে কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
ক. ট্রেড লাইসেন্স
● ব্যক্তিগত উদ্যোগ
গ. স্বল্প মূলধন
ঘ. দোকানঘর ভাড়া করা

৫৪. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
● আইনের ঝামেলা পোহাতে হয় না
খ. স্বল্পপুঁজি থাকতে হয়
গ. নিকটে হাটবাজার থাকতে হয়
ঘ. আইনের ঝামেলা পোহাতে হয়

৫৫. কোন ব্যবসায় সহজে এবং স্বল্প অর্থ নিয়ে শুরু করা যায়?
ক. অংশীদারি ব্যবসায়
● একমালিকানা ব্যবসায়
গ. যৌথমূলধনী ব্যবসায়
ঘ. সমবায় সমিতি

৫৬. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
ⅰ. মালিক একজন
ⅱ. স্বল্প মূলধন
ⅲ. আইনসৃষ্ট প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৫৭. একমালিকানা ব্যবসায় ছোট আয়তনের হয়, কারণ-
ক. স্বল্পসংখ্যক কর্মচারীর জন্য
● সীমিত পুঁজি ও পরিচালনা ক্ষমতার জন্য
গ. সীমিত জায়গার জন্য
ঘ. একক মালিক থাকেন বিধায়

৫৮. একমালিকানা ব্যবসায়ে ঝঁকি ও ক্ষতি বহন করে কে?
ক. বিমা কোং
● মালিক
গ. ব্যাংক
ঘ. সরকার

৫৯. সমাজে একমালিকানা ব্যবসায়ের মর্যাদা খুব কম কেন?
ক. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
● আইনগত সত্তার অভাব
গ. এর পরিচালনা কেন্দ্রীভূত
ঘ. একক মালিক বলে

৬০. আইনের চোখে ব্যবসায়কে প্রথক কোন সত্তা নেই?
ক. সমবায় ব্যবসায়
● একমালিকানা ব্যবসায়
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৬১. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের সুবিধা?
ক. যৌথমূলধনী
● একমালিকানা
গ. অংশীদারি
ঘ. সমবায়

৬২. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা-
● অসীম দায়
খ. সীমিহত মূলধন
গ. সীমিত আয়তন
ঘ. কৃত্রিম সত্তাহীনতা

৬৩. একমালিকানা ব্যবসায়ের অসুবিধা হলো-
ⅰ. সীমিত দায়
ⅱ. অধিক ব্যক্তিগত ঝুঁকি
ⅲ. স্থায়িত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৪. চায়ের দোকান সাধারণত কোন জাতীয় সংগঠন?
ক. সমবায় সমিতি
খ. অংশীদারি
● একমালিকানা
ঘ. যৌথমূলধনী

৬৫. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
ⅰ. মালিকই পুঁজি সরবরাহ এবং ঝুঁকি বহন করেন
ⅱ. মালিক বা স্বত্বাধিকারী একের অধিক
ⅲ. মালিক নিজেই ব্যবসাযের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৬৬. উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
ক. যৌথমূলধনী
● একমালিকানা
গ. অংশীদারি
ঘ. সমবায়

৬৭. কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী?
ক. সেলুন
খ. ছোট হোটেল
গ. লন্ড্রি
● সবগুলো

৬৮. মি. শাওনের হাতে পর্যাপ্ত অর্ধ নেই অথচ ব্যবসায় করতে আগ্রহী. মি. শাওনের ব্যবসায়ের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ক. যৌথমূলধনী ব্যবসায়
● একমালিকানা ব্যবসায়
গ. রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ. আমদানি-রপ্তানি ব্যবসায়

৬৯. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী?
ক. ক্ষুদ্রায়তনের সংগঠন
খ. স্বল্প পুঁজির ব্যবসায়
গ. কম ঝুঁকির ব্যবসায়
● সকল ক্ষেত্রে

৭০. যেসব পন্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জন্য উপযুক্ত কোনটি?
ক. যৌথমূলধনী কারবার
● একমালিকানা কারবার
গ. অংশীদারি কারবার
ঘ. রাষ্ট্রীয় করাবার

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৭১. পচনশীল জাতীয় পণ্যের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় অধিকতর উপযুক্ত?
ক. যৌথমূলধনী কারবার
● একমালিকানা কারবার
গ. অংশীদারি কারবার
ঘ. রাষ্ট্রীয় কারবার

৭২. শিক্ষিত যুবক মাসুম নিজ মহল্লায় স্বল্প আয়ের কম ঝুঁকিপূর্ণ পণ্যের একটি ব্যবসায় শুরু করতে চান. কোনটি তার জন্য উপযুক্ত হবে?
ক. চায়ের দোকান
খ. চুল কাটার সেলুন
● ঔষধের দোকান
ঘ. ফলের দোকান

৭৩. যেসব পণ্যের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের ওপর নির্ভরশীল সেগুলোর জন্য বেশি উপযুক্ত কোনটি?
ক. অংশীদারি কারবার
● একমালিকানা কারবার
গ. রাষ্ট্রীয় কারবার
ঘ. যৌথমূলধনী কারবার

৭৪. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে এরুপ ব্যবসায় উপযোগী-
● একমালিকানার ভিত্তিতে
খ. সমবায়ের ভিত্তিতে
গ. অংশীদারির ভিত্তিতে
ঘ. যৌথমালিকানার ভিত্তিতে

৭৫. প্রকাশনা ব্যবসায়ের জন্য কোন ব্যসায় সংগঠন উপযুক্ত?
ক. রাষ্ট্রীয় ব্যবসায়
● একমালিকানা ব্যবসায়
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. যৌথমূলধনী ব্যবসায়

৭৬. বৃহদায়তন ব্যবসার পাশাপাশি একমালিকানা সংগঠন টিকে থাকার কারণ-
ক. স্বল্প পুঁজি ও গোপনীয়তা রক্ষা
খ. সহজ গঠন ও কম ঝুঁকি
গ. নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
● সবগুলোই

৭৭. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে?
ক. মূলধনের ক্ষেত্রে
● দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
গ. দায়ের দিক থেকে
ঘ. কোনোটিই নয়

৭৮. বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় কোন ধরনের ব্যসায় সবচেয়ে বেশি উপযোগ?
ক. অংশীদারি কারবার
● একমালিকানা কারবার
গ. যৌথমূলধনী কারবার
ঘ. রাষ্ট্রীয় কারবার

৭৯. অংশীদারি ব্যবসায়ের কত ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক. ৩ ধারায়
● ৪ ধারায়
গ. ৫ ধারায়
ঘ. ৬ ধারায়

৮০. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. বিবরণীপত্র
● চুক্তি
গ. উদ্বৃত্তপত্র
ঘ. ঘোষণাপত্র

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৮১. অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কী করতে হয়?
ক. নিবন্ধন
● চুক্তি
গ. অর্থের যোগান
ঘ. মামলা

৮২. কারা মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় শুরু করতে পারে?
ক. নাবালক
● চুক্তি সম্পাদনে যোগ্য ব্যক্তি
গ. দেউলিয়া ব্যক্তি
ঘ. অসুস্থ মস্তিস্কসম্পন্ন ব্যক্তি

৮৩. ‘অংশীদারি’ সম্পর্কে সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়. এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে.
ক. ১৯১৩
খ. ১৯৯৪
● ১৯৩২
ঘ. ২০০৭

৮৪. ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ে প্রযোজ্য?
ক. সমবায় সমিতি
● অংশীদারি কারবার
গ. যৌথমূলধনী কোম্পানি
ঘ. রাষ্ট্রীয় কারবার

৮৫. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক. মুনাফা কম হলে
● পাস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
গ. চুক্তি লিখিত না হলে
ঘ. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে

৮৬. অংশীদারি ব্যবসায়ের দায় কীরুপ?
ক. সীমিত
● অসীম
গ. সসীম
ঘ. পরিমিত

৮৭. অংশীদারি ব্যবসায়ের সফলতা নির্ভর করে কিসের ওপর?
ক. নিবন্ধন
খ. দক্ষ পরিচালনা
● পারস্পরিক আস্থা ও বিশ্বাস
ঘ. পর্যাপ্ত মূলধন

৮৮. অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কোনটি?
● চুক্তি
খ. নিবন্ধন
গ. স্মারকলিপি
ঘ. ট্রেড লাইসেন্স

৮৯. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বন্টিত হয়?
ক. নিবন্ধন
● চুক্তি
গ. ট্রেড লাইসেন্স
ঘ. স্মারকলিপি

৯০. চুক্তি সম্পাদনের জন্য কমপক্ষে কয়জন ব্যক্তি দরকার?
ক. সাত জন
● দুই জন
গ. নয় জন
ঘ. দশ জন

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

৯১. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
● পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
গ. চুক্তি লিখিত না হলে
ঘ. মুনাফা কম হলে

৯২. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বর্ণিত হয়?
ক. ট্রেড লাইসেন্স
● চুক্তি
গ. স্মারকলিপি
ঘ. নিবন্ধন

৯৩. অংশদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
ক. প্রত্যয়নপত্র
খ. দলিলপত্র
● চুক্তিপত্র
ঘ. নিবন্ধনপত্র

৯৪. অংশীদারি ব্যবসায়ের চুক্তি কী?
ক. একটি শর্ত
● ব্যবসায়ের মূলভিত্তি
গ. একটি শর্ত
ঘ. একটি নিবন্ধন
ঘ. একটি প্রতিদান

৯৫. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বন্টিত হয়?
ক. নিবন্ধন
● চুক্তি
গ. স্মারকলিপি
ঘ. ট্রেড লাইসেন্স

৯৬. অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেও কোন সুবিধা লাভ করতে পারে না?
ক. সরকারি সুযোগ-সুবিধা
● আইনগত সত্তা
গ. মামলা-মোকদ্দমা
ঘ. বিলোপসাধন

৯৭. চুক্তিপত্র বলা হয় কোনটিকে?
ক. মৌখিক চুক্তিকে
● লিখিত চুক্তিকে
গ. অলিখিত চুক্তিকে
ঘ. অনিবন্ধিত চুক্তিকে

৯৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন কে?
ক. সরকার
● নিবন্ধক
গ. পৌরসভার মেয়র
ঘ. স্থানীয় চেয়ারম্যান

৯৯. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কিসের ওপর নির্ভরশীল?
ক. উদ্যোক্তার ওপর
● অংশীদারদের ওপর
গ. উদ্যোগের ওপর
ঘ. মালিকের ওপর

১০০. নিবন্ধিত হলেও কোন ব্যবসায়ে কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
● অংশীদারি ব্যবসায়
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১০১. দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
ক. শর্তযুক্ত অংশীদার
খ. দেউলিয়া অংশীদার
● অবশিষ্ট অংশীদাররা
ঘ. সরকার

১০২. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রে কয়টি বিষয়ের উল্লেখ করতে হয়?
ক. ৮টি
খ. ১২টি
● ১৭টি
ঘ. ১৮টি

১০৩. কোন ধরনের অংশীদারের দায় সসীম?
ক. ঘুমন্ত অংশীদার
● সীমিত অংশীদার
গ. সাধারণ অংশীদার
ঘ. নামমাত্র অংশীদার

১০৪. কোন ধরনের অংশীদারের দায় অসীম?
ক. নামমাত্র অংশীদার
● সাধারণ অংশীদার
গ. ঘুমন্ত অংশীদার
ঘ. সীমিত অংশীদার

১০৫. কোন অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ?
ক. আচরণে অনুমিত অংশীদার
খ. আচরণে অনুমিত অংশীদার
● সীমিত অংশীদার
ঘ. নামমাত্র অংশীদার

১০৬. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হবে?
● অংশীদারদের সম্মতির
খ. দক্ষতার
গ. সুনামের
ঘ. অভিজ্ঞতার

১০৭. শুধু সুনাম ব্যবহারের অনুমতি দানের অংশিদার কোন ধরনের অংশীদার?
ক. আচরণে অনুমিত
● নামমাত্র
গ. ঘুমন্ত
ঘ. সাধারণ

১০৮. ‘সকল অংশীদারের মাধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপসাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন’ এটি ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
ক. ৬৮ ধারায়
খ. ৩৮ ধারায়
● ৩৯ ধারায়
ঘ. ৭৮ ধারায়

১০৯. বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হয় আইনের কত ধারায়?
ক. ৪৩ ধারায়
● ৪১ ধারায়
গ. ৪২ ধারায়
ঘ. ৪০ ধারায়

১১০. যুক্তিসংগত কারণে কে অংশীদারি বব্যসায়ের বিলুপ্তির নির্দেশ দিতে পারে?
● আদালত
খ. সরকার
গ. অংশীদার
ঘ. কর্তৃপক্ষ

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১১১. আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে নিচের কোন পদ্ধতিতে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটবে?
ক. আদালতের নির্দেশে বিলোপসাধন
● বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন
গ. বাধ্যতুমূলক বিলোপসাধন
ঘ. বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন

১১২. একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা কাটিয়ে কোন ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক. সমবায়
খ. বিশেষায়িত ব্যবসায়
● যৌথমূলধনী ব্যবসায়
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়

১১৩. যৌথমূলধনী ব্যবসায় কিসের ভিত্তিতে সৃষ্টি হয়?
ক. বন্টনের
● আইনের
গ. অর্থের
ঘ. উৎপাদনের

১১৪. কখন শিল্পবিপ্লব ঘটে?
ক. অষ্টাদশ শতাব্দীর শুরুতে
খ. অষ্টাদশ শতাব্দীর শেষে
গ. ঊনবিংশ শতাব্দীর শুরুতে

● অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি
১১৫. কোম্পানি সংগঠন কোন ধরনের সংগঠন?
ক. ব্যক্তি পরিচালিত
● পৃথক অস্তিত্বসম্পন্ন
গ. একক ব্যবস্থাপনা
ঘ. অস্তিত্বহীন

১১৬. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন?
● শিল্পবিপ্লবের কারণে
খ. যুদ্ধের কারণে
গ. ডিনামাইট আবিস্কারের কারণে
ঘ. প্রযুক্তির কারণে

১১৭. সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
ক. ১৯৫৪ সালে
● ১৮৪৪ সালে
গ. ১৮৩৪ সালে
ঘ. ১৯৩৪ সালে

১১৮. যৌথমূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
● ৯টি
ঘ.১০টি

১১৯. পাবলিক লি. কোম্পানির সদস্যসংখ্যা কত?
ক. সর্বোচ্চ ৭ জন
খ. সর্বোচ্চ ৫০ জন
● শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
ঘ. গঠনতন্ত্র দ্বারা সীমাবদ্ধ

১২০. কৃত্রিম সত্তার অধিকারী ব্যবসায় সংগঠনকে বলা হয়?
ক. সমবায়
● যৌথমূলধনী
গ. অংশীদারি
ঘ. একমালিকানা

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১২১. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
ক. হিসাব
খ. অংশ
গ. বিভাগ
● শেয়ার

১২২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিমসত্তার অধিকারী বলা হয়?
● কোম্পানি
খ. অংশীদারি
গ. সমবায়
ঘ. রাষ্ট্রীয়

১২৩. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. কর্মিগণ
খ. পরিচালকগণ
● শেয়ারহোল্ডারগণ
ঘ. জনসাধারণ

১২৪. নিচের কোনটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন?
● কোম্পানি সংগঠন
খ. একমালিকানা
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. জোট সংগঠন

১২৫. যৌথমূলধনী কোম্পানি কী নামে পরিচালিত হয়?
ক. কোনো ব্যক্তির নামে
● কোম্পানির নিজ নামে
গ. অন্য নামে
ঘ. উপরের কোনোটিই নয়

১২৬. কোন ব্যবসায় নিজের নামে চুক্তিবদ্ধ হতে বা অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে?
● যৌথমূলধনী ব্যবসায়
খ. একমালিকানা ব্যবসায়
গ. কারবারি জোট
ঘ. অংশীদারি ব্যবসায়

১২৭. কোন প্রতিষ্ঠান গণতান্ত্রিক ব্যবস্থাপনার চিত্র প্রতিফলিত হয়?
ক. পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠানে
খ. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে
● যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠানে
ঘ. অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে

১২৮. কোন কোম্পানিরে সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারে?
● প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
গ. অসীম দায় কোম্পানি
ঘ. রাষ্ট্রীয় কোম্পানি

১২৯. কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ারমালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
ক. প্রাইভেট লি. কোম্পানি
● পাবলিক লি. কোম্পানি
গ. সমবায় সমিতি
ঘ. কোনোটিই নয়

১৩০. যৌথমূলধনী ব্যবসায় কয় ধরনের হতে পারে?
ক. তিন ধরনের
● দুই ধরনের
গ. বহু ধরনের
ঘ. কোনো প্রকারভেদ নেই

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১৩১. কোন কোম্পানি পরিচালনার জন্য কমপক্ষে ২ জন পরিচালক থাকতে হবে?
ক. পাবলিক লিমিটেড
● প্রাইভেট লিমিটেড
গ. একমালিকানা
ঘ. অংশীদারি

১৩২. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে কয়জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়?
ক. চারজন
খ. পাঁচজন
● সাতজন
ঘ. আটজন

১৩৩. মি. আশিক হাসানের নিকট এমন একটি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে যা তিনি ইচ্ছা করলেই বিক্রয় করতে পারেন. তার নিকট কোন ধরনের প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে?
● পাবলিক লি. কোম্পানি
খ. সমবায় সমিতি
গ. অংশীদারি
ঘ. প্রাইভেট লি. কোম্পানি

১৩৪. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী একই পরিবারের পাঁচ সদস্য মিলে একটি ব্যবসায়ের নিবন্ধন করান. তাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
● প্রাইভেট লি. কোম্পানি
গ. একমালিকানা
ঘ. পাবলিক লি. কোম্পানি

১৩৫. অধিক পুঁজির প্রতিষ্ঠান কোনটি?
ক. একমালিকানা ব্যবসায়
খ. সমবায় সংগঠন
● কোম্পানি সংগঠন
ঘ. অংশীদারি ব্যবসায়

১৩৬. উন্নত প্রযুক্তিসমৃদ্ধ শিল্পকারখানা গড়ে তুলতে কোন সংগঠন বেশি উপযুক্ত?
ক. সমবায় সমিতি
● যৌথমূলধনী
গ. একমালিকানা
ঘ. অংশীদারি

১৩৭. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট. মজুরি ও বেতনভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে?
ক. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান
● যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান
গ. অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
ঘ. সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান

১৩৮. কোম্পানিরি অভ্যন্তরীণ পরিচালনাসংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে?
ক. গঠনতন্ত্র
● পরিমেল নিয়মাবলিতে
গ. নিবন্ধনপত্রে
ঘ. স্মারকলিপিতে

১৩৯. কোনটিকে কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়?
ক. দলিলপত্র
খ. কপিরাইট
● নিবন্ধনপত্র
ঘ. অনুমতি পত্র

১৪০. কোনটিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়?
ক. পরিমেল নিয়মাবলি
● স্মারকলিপি
গ. অনুমতিপত্র
ঘ. বিবরণীপত্র

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১৪১. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটি পাওয়ার পর কার্যারম্ভ করতে পারে?
ক. স্মারকলিপি
● নিবন্ধনপত্র
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র

১৪২. যৌথমূলধনী কোম্পানির অসুবিধা কোনটি?
● অসীম দায়
খ. গোপনীয়তার অভাব
গ. জটিল গঠনপ্রণিালি
ঘ. স্থায়িত্বের অনিশ্চয়তা

১৪৩. নিবন্ধনপত্র কী?
ক. কোম্পানির শেয়ারমালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি
খ. শেয়ারমালিকানার প্রমাণপত্র
● কোম্পানি গঠনের অনুমতিপত্র
ঘ. শেয়ারমালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি

১৪৪. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
● কার্যারম্ভের অনুমতিপত্র
খ. স্মারকলিপি
গ. পরিমেল নিয়মাবলি
ঘ. মূলধন

১৪৫. কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীকে কী বলে?
ক. পরিচালক
খ. শেয়ারহোল্ডার
● প্রবর্তক
ঘ. ব্যবস্থাপক

১৪৬. সংঘস্মারক বা স্মারকলিপি বলতে বোঝায়-
ক. কোম্পানির কার্যারম্ভের ছাড়পত্র
● কোম্পানির গঠনতন্ত্র
গ. কোম্পানির বিবরণপত্র
ঘ. কোম্পানির পরিচালনা বিধি

১৪৭. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে সংগ্রহ করতে হয়-
● প্রত্যয়নপত্র
খ. অনুমতিপ্রত
গ. আবেদনপত্র
ঘ. ট্রেড লাইসেন্স

১৪৮. সমবায়ের অর্থ কী?
ক. সততা
● সম্মিলিত উদ্যোগ
গ. একতাই বল
ঘ. বিশ্বাস

১৪৯. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কোথায়?
ক. রাশিয়া
● জাপান
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. কোরিয়া

১৫০. বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম কী?
ক. থলিয়ারা সমবায় সমিতি
● রচডেল সমবায় সমিতি
গ. অষ্টগ্রাম সমবায় সমিতি
ঘ. পুথাই সমবায় সমিতি

SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ

১৫১. বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. কী নামে পরিচিত?
ক. ফার্মফ্রেস
খ. আড়ং দুধ
● মিল্কভিটা
ঘ. আড়ং ডেইরি

১৫২. সমবায় সমিতির জন্য কোনটি বাধ্যতামূলক?
ক. ট্রেড লাইসেন্স
● নিবন্ধনপত্র
গ. জেলা কমিশনারের সিলমোহর
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র

১৫৩. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়?
ক. বহুমুখী সমবায় সমিতি
● সসীমদায় সমবায় সমিত
গ. বিমা সমবায় সমিতি
ঘ. অসীমদায় সমবায় সমিতি

১৫৪. সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে?
ক. উদ্যোগ গ্রহণ পর্যায় থেকে
খ. কার্যারম্ভ পর্যায়
● নিবন্ধন পর্যায় থেকে
ঘ. উৎপাদন শুরুর পর্যায় থেকে

১৫৫. সমবায়ের আরেকটি নীতি কী?
ক. পারস্পরিক বিশ্বাস
● পারস্পরিক সহযোগিতা
গ. পারস্পরিক মূল্যবোধ
ঘ. পারস্পরিক আস্থা

১৫৬. ‘একতাই বল’ কোন সংঠনের মূলমন্ত্র?
● সমবায় সংগঠনের
খ. অংশীদারি সংগঠনের
গ. পাবলিক লিমিটেড কোম্পানির
ঘ. প্রাইভেট লিমিটেড কোম্পানির

১৫৭. সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
ক. বিশেষায়িত ব্যবসায়
● রাষ্ট্রীয় ব্যবসায়
গ. যৌথমূলধনী ব্যবসায়
ঘ. একমালিকানা ব্যবসায়

১৫৮. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত করা হয় কেন?
ক. কর প্রদানের জন্য
● জনকল্যাণের জন্য
গ. মুনাফা অর্জনের জন্য
ঘ. বিদেশি সাহায্যের জন্য

১৫৯. রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কোথায় জবাবদিহিতা করতে হয়?
● জাতীয় সংসদে
খ. মন্ত্রিপরিষদ বৈঠকে
গ. রাষ্ট্রপতির কাছে
ঘ. প্রধানমন্ত্রীর কাছে

১৬০. বাংলাদেশ রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
ক. সমবায় সংগঠন
● রাষ্ট্রীয় সংগঠন
গ. অংশীদারি সংগঠন
ঘ. একমালিকানা সংগঠন

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৪র্থ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment