SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ : ব্যবসায়ের আইনগত দিক

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা কমার্স বিভাগ পরীক্ষার্থীদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ : ব্যবসায়ের আইনগত দিক শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন দেখেছি। সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।

১ম অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : ব্যবসায় পরিচিতি
২য় অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
৩য় অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : আত্মকর্মসংস্থান
৪র্থ অধ্যায় SSC ব্যবসায় উদ্যোগ MCQ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

০১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
ক. মুনাফা অর্জন
● চুক্তি
গ. উৎপাদন
ঘ. বাজারজাতকরণ

০২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
ক. প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
খ. পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
ঘ. ঝুঁকি এড়ানোর জন্য

০৩. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
ক. শিক্ষা
খ. মহিলা বিষয়ক
গ. যুব ও ক্রীড়া
● শিল্প

০৪. ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
ⅰ. সরকার
ⅱ. ফ্যানসাইজার
ⅲ. ফ্যানসাইজিং
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

০৫. কোনটি পণ্য প্রতীকের বহির্ভূত?
ক. ব্রান্ড
● মোড়ক
গ. ডিভাইস
ঘ. শিরোনাম

০৬. রাজু কম্পিউটার সহজে হিসাব-নিকাশের একটি সফটওয়্যার তৈরি করল। রাজু কম্পিউটার কোনটির মাধ্যমে তার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?
● কপিরাইট
খ. পেটেন্ট
গ. ট্রেডমার্ক
ঘ. সার্ভিস মার্ক

০৭. বিশ্ব মেধা দিবস পালিত হয় প্রতিবছর কোন তারিখে?
ক. ২২ এপ্রিল
খ. ২৪ এপ্রিল
● ২৬ এপ্রিল
ঘ. ২৮ এপ্রিল

০৮. রেজিস্টার্ড ট্রেডমার্ক ব্যবহারে একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন কে?
● রেজিস্টার্ড মালিক
খ. পরিচালক
গ. ব্যবস্থাপক
ঘ. জনগণ

০৯. স্বাতন্ত্র্যতা কোনটির মূল বিষয়?
ক. নিবন্ধন
● পণ্যপ্রতীক
গ. পেটেন্ট
ঘ. কপিরাইট

১০.পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
● বিএসটিআই
খ. বিসিক
গ. বেসিক
ঘ. বিটিটিআর

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

১১. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক. কঠোর তদারকি
খ. প্রচুর মুনাফা
● মানসম্মত পণ্য বিক্রয়
ঘ. অধিক বিনিয়োগ

১২. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. পণ্যের স্বীকৃতি মান
● অর্থ উপার্জন
গ. পুঁজি সরবরাহ
ঘ. ব্রান্ডের পণ্য

১৩. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
ক. প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
খ. পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
ঘ. ঝুঁকি এড়ানোর জন্য

১৪. নৌ বিমা চুক্তির দলিলকে কী বলা হয়?
ক. অঙ্গীকারনামা
● নৌ বিমাপত্র
গ. বিশেষ বিমাপত্র
ঘ. ভাসমান বিমাপত্র

১৫. বর্তমানে কম্পিউটারের কোনটি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়?
ক. ফ্লপিডিস্ক
● সফটওয়্যার
গ. হার্ডওয়্যার
ঘ. হার্ডওয়্যার

১৬. মার্ক বা প্রতীকের মূল বিষয় কী?
● পণ্যের স্বতন্ত্রতা
খ. পণ্যের বিজ্ঞাপন
গ. পণ্যের মোড়ক
ঘ. পণ্যের পর্যায়িতকরণ

১৭. পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়?
ক. নিবন্ধক ও সরকার
● পণ্যের উদ্ভাবক ও সরকার
গ. নিবন্ধক ও আবিস্কারক
ঘ. নিবন্ধক ও উদ্ভাবক

১৮. ফ্রানসাইজিং ব্যবসায়ের সুবিধা-
ⅰ. প্রয়োজনীয় বিনিয়োগ
ⅱ. প্রশিক্ষণ
ⅲ. বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৯. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বিশিষ্ট্য কী?
● চুক্তি
খ. মুনাফা অর্জন
গ. কপিরাইট
ঘ. বাজারজাতকরণ

২০. ফ্রান্সাইজিং এর মাধ্যমে ব্যবসায় শুরু করার সুবিধাসমূহ হলো-
ⅰ. বেশি পরিমাণ বিনিয়োগ
ⅱ. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
ⅲ. বাজারজাতকরণ সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

২১. বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের জন্য প্রয়াজন কোনটি?
ক. বিমা
● আইনগত বিধিবিধান
গ. সুষ্ঠু শিল্পনীতি
ঘ. ফ্রানসাইজিং চুক্তি

২২. নৌ বিমার অন্তর্ভুক্ত বিষয় হলো-
ⅰ. সম্পত্তি বিনাশের ঝুঁকি
ⅱ. দস্যুতা
ⅲ. সুনামি
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

২৩. সকল ব্যবসায় কোনো দেশের প্রচলিক – দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়।
● আইন
খ. সংস্কৃতি
গ. রাজনীতি
ঘ. অর্থনীতি

২৪. শিল্প বিপ্লবের ফলে পরিবর্তন ঘটে-
ⅰ. ব্যবসায় সংগঠনের প্রকৃতিতে
ⅱ. উৎপাদন ব্যবস্থায়
ⅲ. পণ্যের বন্টন প্রণালিতে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

২৫. পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. বিআিআই
● বিএসটিআই
গ. বিসিক
ঘ. বিটিটিআর

২৬. সকল সৃজনশীল উদ্ভাবনের মূলে রয়েছে কোনটি?
ক. জাতীয় সম্পদ
খ. চলতি সম্পদ
● মেধা সম্পদ
ঘ. স্থায়ী সম্পদ

২৭. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?
ক. অর্থ
খ. খাদ্য
● শিল্প
ঘ. প্রতিরক্ষা

২৮. নিচের কোনটি ব্যবসায়ের আইনগত দিক নয়?
● সুনাম
খ. ট্রেডমার্কস
গ. লাইসেন্স
ঘ. ফ্রানসাইজ

২৯. নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ?
ক. বিজ্ঞাপন
● সুনাম
গ. ক্রয়
ঘ. চাহিদা

৩০. কপিরাইন হলো ব্যবসায় উদ্যোক্তাদের-
ক. দায়
● সম্পদ
গ. ব্যয়
ঘ. আয়

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৩১. বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজন কোনটি?
ক. বিমা
খ. সুষ্ঠু শিল্পনীতি
● আইনগত বিধিবিধান
ঘ. ফ্রানসাইজ চুক্তি

৩২. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে?
ক. যন্ত্রপাতি
● পেটেন্ট
গ. আসবাবপত্র
ঘ. অফিস সরঞ্জাম

৩৩. বুদ্ধিবৃত্তিক সম্পদকে গণ্য করা হয়-
ⅰ. ব্যক্তিগত সম্পত্তিস্বরুপ
ⅱ. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসলস্বরূপ
ⅲ. ব্যবসায়ের অতি মূল্যবান সম্পদস্বরূপ
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৩৪. পৌর এলাকায় ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক. পৌর কমিশনারের নিকট থেকে
● সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
গ. জেলা প্রশাসকের নিকট থেকে
ঘ. থানা নির্বাহী অফিসারের নিকট থেকে

৩৫. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
● জেলা প্রশাসকের নিকট থেকে
খ. পৌর কমিশনারের নিকট থেকে
গ. সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
ঘ. থানা নির্বাহী অফিসারের নিকট থেকে

৩৬. মি. আতিকুল ইসলাম পৌর এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে একটি মুদি দোকান স্থাপন করতে চায়। এজন্যে কার নিকট থেকে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে?
ক. সংশ্লিষ্ট পৌর চেয়ারম্যান
● সংশ্লিষ্ট জেলা প্রশাসক
গ. সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান
ঘ. সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি

৩৭. একমালিকানা ব্যবাসায়ের নিবন্ধন ও লাইসেন্স সংগ্রহ করতে হয়-
ⅰ. নিবন্ধকের নিকট থেকে
ⅱ. পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
ⅲ. জেলা প্রশাসকের নিকট থেকে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৩৮. বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন-
● বাধ্যতামূলক নয়
খ. স্বেচ্ছামূলক
গ. বাধ্যতামূলক
ঘ. ইচ্ছামূলক

৩৯. অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন?
ক. নিবন্ধন
● ট্রেডলাইসেন্স
গ. চুক্তিপত্র
ঘ. অনুমতিপত্র

৪০. অংশীদারি কারবার নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কয়টি নিয়ম থাকে?
ক. চারটি
খ. পাঁচটি
● ছয়টি
ঘ. সাতটি

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৪১. মেধাভিত্তিক সম্পদ হলো-
ⅰ. ট্রেডমার্ক
ⅱ. কপিরাইট
ⅲ. পেটেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪২. নিবন্ধনের প্রমাণস্বরূপ, নিবন্ধক প্রদান করেন-
ক. চাহিদা পত্র
● অনুমতি পত্র
গ. সদস্য পত্র
ঘ. সরবরাহ পত্র

৪৩. বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন-
● বাধ্যতামূলক
খ. নিষ্প্রয়োজন
গ. ঐচ্ছিক
ঘ. বাধ্যতামূলক নয়

৪৪. কোন ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক?
ক. একমালিকানা কারবার
● যৌথমূলধনী কারবার
গ. পাইকারি কারবার
ঘ. অংশীদারি কারবার

৪৫. কোম্পানি নিবন্ধনের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের ফরম কার নিকট জমা দিতে হয়?
ক. সরকার
খ. পরিদর্শক
● নিবন্ধক
ঘ. পরিচালক

৪৬. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়-
ⅰ. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি
ⅱ. স্মারকলিপির এক কপি
ⅲ. পরিমেল নিয়মাবলির এর কপি
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪৭. যৌথমূলধনী কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান?
● রেজিস্টার অব জয়েন স্টক
খ. রাজ্স্ব বোর্ড
গ. সিটি মেয়র
ঘ. অর্থ মন্ত্রণালয়

৪৮. যে ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক-
ⅰ. অংশীদারি
ⅱ. লিমিটেড কোম্পানি
ⅲ. পাবলিক লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪৯. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
● নিবন্ধনপত্রকে
খ. স্মারকলিপিকে
গ. পরিমেল নিয়মাবলিকে
ঘ. সংঘস্মারককে

৫০. একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন?
ক. নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর
● নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে
গ. নিবন্ধনপত্র পাওয়ার আগে
ঘ. নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৫১. কোন কোম্পানির জন্য ব্যবসায় আরম্ভ করার পূর্বে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা প্রয়োজন?
ক. সমবায় ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
● পাবলিক লিমিটেড কোম্পানি
ঘ. একমালিকানা ব্যবসায়

৫২. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
ক. পরিমেল নিয়মাবলি
● কার্যারম্ভের অনুমতিপত্র
গ. স্মারকলিপি
ঘ. মূলধন

৫৩. সাধারণ পরিমিত যৌথমূলধনী কোম্পানি কোনটি?
ক. প্রাইভেট লি. কোম্পানি
● পাবলিক লি. কোম্পানি
গ. ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
ঘ. কোনোটিই নয়

৫৪. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতিসংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. প্রাইভেট লি. কোম্পানি
● পাবলিক লি. কোম্পানি
গ. ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
ঘ. কোনোটিই নয়

৫৫. নিবন্ধক কোনো প্রতিষ্ঠানকে নিবন্ধন দানের পূর্বে কী যাচাই করেন?
ⅰ. নিবন্ধন প্রাপ্তির যোগ্যতা
ⅱ. দলিলপত্রাদির যথার্থতা
ⅲ. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথার্থতা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৫৬. পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনের জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দেওয়া প্রয়োজন-
ⅰ. স্মারকলিপির এক কপি
ⅱ. বিবরণপত্রের এক কপি
ⅲ. পরিচালক হিসেবে কাজ করার সম্মতিসূচক পত্র
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৫৭. বর্তমানে কোন পদ্ধতিতে ব্যবসায় স্থাপন ও পরিচালনা জনপ্রিয় হয়ে উঠেছে?
● ফ্রানসাইজিং
খ. একমালিকানা
গ. ইউনিট
ঘ. সমবায়

৫৮. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ?
ক. স্কয়ার
খ. আশা
● ব্যান্ড বকস কোম্পানি
ঘ. আজাদ প্রোডাক্টস

৫৯. নিচের কোনটি ফ্রানসাইজিং- এর উদাহরণ নয়?
ক. পিজ্জাহাট
● স্কয়ার
গ. ব্যান্ড বকস কোম্পানি
ঘ. কে এফ সি

৬০. ফ্রানসাইজিং ব্যবসায়ের কয়টি পক্ষ থাকে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৬১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো-
● চুক্তি
খ. বাজারজাতকরণ
গ. উৎপাদন
ঘ. মুনাফা অর্জন

৬২. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো-
ⅰ. ফ্রানসাইজর ও ফ্রানসাইজারের মধ্যে চুক্তিপত্র
ⅱ. ব্র্যান্ডেড পণ্য বা সেবা
ⅲ. ফ্রানসাইজার কর্তৃক মনিটরিং
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬৩. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বিশিষ্ট্য কী?
ক. বাজারজাতকরণ
● ব্রান্ডেড পণ্য বা সেবা
গ. মুনাফা অর্জন
ঘ. উৎপাদন

৬৪. বাটা সু কো. কোন ধরনের কোম্পানি?
● বহুজাতিক
খ. প্রাইভেট
গ. দেশীয়
ঘ. ক্ষুদ্র

৬৫. ফ্রানসাইজ ব্যবসায়ে সাফল্য পরিমাপের মাপকাঠি কী?
ক. ব্যাপক জনসংযোগ
● আয়
গ. প্রচুর বিক্রয়
ঘ. ব্যাপক বিনিয়োগ

৬৬. ফ্রানসাইজার কখন থেকে আয় করতে পারবেন?
ক. ব্যবসায় শুরু করার পর
● ফি প্রাপ্তির দিন থেকে
গ. প্রথম দিন থেকে
ঘ. মুনাফা অর্জনের পর

৬৭. ফ্রানসাইজিং- এর মাধ্যমে ব্যবসায় করার সুবিধা হলো-
ⅰ. যেকোনো সময় অর্থায়নের ব্যবস্থা
ⅱ. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
ⅲ. ব্রান্ডের পণ্য বাজারজাতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬৮. জনাব শাওনের এক্সেল কোম্পানি জাপানের স্বনামধন্য কোম্পানি ইয়ংওয়ানের পণ্য বাংলাদেশে তৈরি করে নিজ দেশেই বিক্রয় করে থাকে। জনাব শাওনের এক্সেল কোম্পানিকে কী বলা হয়?
● ফ্রানসাইজিং
খ. লাইসেন্সিং
গ. ট্রেডমার্ক
ঘ. ফ্রানসাইজর

৬৯. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অসুবিধা নয়?
ক. অধিক বিনিয়োগ
● অধিক হারে কর প্রদান
গ. চুক্তি বাতিলের সম্ভাবনা
ঘ. কড়া মনিটরিং

৭০. ফ্রানসাইজিং- এর অসুবিধা হলো-
ⅰ. কড়া মনিটরিং
ⅱ. বেশি পরিমাণ বিনিয়োগ
ⅲ. ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৭১. কী কী কারণে ফ্রানসাইজিং ব্যবসায় চুক্তির ধারাগুলো ভিন্ন হয়?
ⅰ. পুঁজির পরিমাণ
ⅱ. প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা
ⅲ. ফ্রানসাইজ এলাকা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭২. ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
ⅰ. ফ্রানসাইজিং
ⅱ. ফ্রানসাইজি
ⅲ. ফ্রানসাইজর
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৩. কোনটি দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ?
ক. মনন
খ. মেধা
গ. চিন্তা
● ক ও খ

৭৪. মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে কোনটির মাধ্যমে?
● মেধাসম্পদ
খ. অর্থ
গ. প্রযুক্তি
ঘ. প্রশিক্ষণ

৭৫. কোনটি উদ্যোক্তার বু্দ্ধিবৃত্তিক সম্পদ নয়?
ক. পেটেন্ট
● আসবাবপত্র
গ. কপিরাইট
ঘ. ট্রেডমার্ক

৭৬. মেধাসম্পদের অন্তর্ভুক্ত হলো-
ⅰ. সুনাম
ⅱ. পেটেন্ট
ⅲ. কপিরাইট
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৭. দীর্ঘদিন গবেষণা চালিয়ে কোন সম্পদ উদ্ভাবন করা যায়?
● মেধা
খ. অর্থ
গ. প্রাসাদ
ঘ. ব্যবসায়-বাণিজ্য

৭৮. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. দৃশ্যমান সম্পদ
● মেধাসম্পদ
গ. চলতি সম্পদ
ঘ. স্থানীয় সম্পদ

৭৯. নিচের কোনটি মেধাসম্পদ নয়?
ক. কপিরাইট
● যন্ত্রপাতি
গ. পেটেন্ট
ঘ. ট্রেডমার্ক

৮০. ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী মেধাসম্পদের অন্তর্ভুক্ত হলো-
ⅰ. আবিস্কার
ⅱ. সাহিত্য ও শিল্পকর্ম
ⅲ. প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৮১. কবে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়?
ক. ৩১ ডিসেম্বর
খ. ১ জানুয়ারি
● ২৬ এপ্রিল
ঘ. ২৭ আগস্ট

৮২. পেটেন্ট হলো-
ক. চলতি সম্পদ
● মেধাসম্পদ
গ. স্থাবর সম্পদ
ঘ. ক ও গ

৮৩. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. স্থানীয় সম্পদ
● মেধাসম্পদ
গ. চলতি সম্পদ
ঘ. দৃশ্যমান সম্পদ

৮৪. কিসের মাধ্যমে আবিস্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়?
ক. লাইসেন্স
● পেটেন্ট
গ. ট্রেডমার্ক
ঘ. কোনোটিই নয়

৮৫. পেটেন্টের মাধ্যমে মালিকানা প্রদানের ক্ষেত্রে কাদের মধ্যে চুক্তি হয়?
● উদ্ভাবক ও সরকার
খ. উদ্ভাবক ও নিবন্ধন
গ. আবিস্কারক ও নিবন্ধক
ঘ. সরকার ও নিবন্ধক

৮৬. ব্যবসার ক্ষেত্রে কোন পণ্যকে অন্য পণ্য থেকে স্বাতন্ত্র্যতা দান করার লক্ষ্যে যে প্রতীক ব্যবহৃত হয় তাকে কী বলে?
● ট্রেডমার্ক
খ. সুনাম
গ. পেটেন্ট
ঘ. নিবন্ধন

৮৭. সেবার ক্ষেত্রে ব্যবহৃত স্বতন্ত্র প্রতীককে কী বলে?
ক. পণ্য প্রতীক
● সার্ভিস মার্ক
গ. নিবন্ধন
ঘ. ট্রেডমার্ক

৮৮. নিচের কোনটি প্রতীকের অন্তর্ভুক্ত নয়?
ক. শিরোনাম
● মোড়ক
গ. ডিজাইস
ঘ. লেবেল

৮৯. প্রতীকের ক্ষেত্রে কোনটি অসংগতিপূর্ণ?
ক. ডিজাইন
● মোড়ক
গ. ব্রান্ড
ঘ. শিরোনাম

৯০. কোনো পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করে কোনটি?
● ট্রেডমার্ক
খ. পেটেন্ট
গ. সার্ভিস মার্ক
ঘ. কপিরাইট

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

৯১. রিপা টিভিতে একটি চিহ্নযুক্ত ছবি দেখে বুঝতে পেরেছে যে এটি গ্রামীণফোনের বিজ্ঞাপন। এই ছবিটিকে কী বলে?
ক. কপিরাইট
● ট্রেডমার্ক
গ. পেটেন্ট
ঘ. ফ্রানসাইজিং

৯২. কার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতীক ব্যবহার করতে পারবে না?
ক. জেলা প্রশাসক
খ. পৌর কর্তৃপক্ষ
● রেজিস্টার্ড মালিকের
ঘ. সভাপতির

৯৩. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
ক. প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
গ. পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
ঘ. ঝুঁকি এড়ানোর জন্য

৯৪. কে রেজিস্টার্ড ট্রেডমার্কটি ব্যবহারের একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন?
ক. সরকার
খ. পরিচালক
● মালিক
ঘ. দেশের জনগণ

৯৫. কী দ্বারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সুরক্ষিত হয়?
● আইনের দ্বারা
খ. ব্যবসায়ীদের দ্বারা
গ. ক্ষতিপূরণ দ্বারা
ঘ. সরকারের দ্বারা

৯৬. বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন কত চালু আছে?
ক. ২০০৭
● ২০০৯
গ. ২০১০
ঘ. ২০১১

৯৭. একটি হাসপাতালের প্রতীককে কী বলে?
ক. লেবেল
খ. ট্রেডমার্ক
গ. শিরোনাম
● সার্ভিস মার্ক

৯৮. ট্রেডমার্ক বাতিল হবে-
ⅰ. আইনি জটিলতার
ⅱ. মেয়াদ বর্ধিতের অনুমতি না দিলে
ⅲ. চুক্তিভঙ্গের জটিলতার
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৯. কপিরাইট হলো ব্যবসায় উদ্যোক্তাদের-
● সম্পদ
খ. আয়
গ. দায়
ঘ. ব্যয়

১০০. বর্তমানে কম্পিউটারের কোনটি কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়?
ক. ফ্লপিডিস্ক
খ. হার্ডওয়্যার
● সফটওয়্যার
ঘ. হার্ডডিস্ক

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

১০১. কোনটি লেখক ও প্রকাশকের মধ্যে বাই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সমসয়ের চুক্তি হলে তাকে কী বলে?
ক. ট্রেডমার্ক চুক্তি
● কপিরাইট চুক্তি
গ. পেটেন্ট চুক্তি
ঘ. ফ্রানসাইজিং চুক্তি

১০২. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে?
● কপিরাইট
খ. আসবাবপত্র
গ. যন্ত্রপাতি
ঘ. অফিস সরঞ্জাম

১০৩. নিচের কোনটি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায় না?
● ডিম
খ. খেলার নাম
গ. ব্রান্ডের নাম
ঘ. তারকাদের নাম

১০৪. কপিরাইট অধিকার রক্ষা না হলে ক্ষতিগ্রস্ত হয়-
ক. সরকার
খ. গ্রাহক
● লেখক
ঘ. ব্যবহারকারী

১০৫. কপিরাইট কাদের মধ্যকার চুক্তি?
ক. সরকার ও আবিস্কারক
● লেখক ও প্রকাশক
গ. সরকার ও লেখক
ঘ. উদ্ধাবক ও লেখক

১০৬. কপিরাইট অধিকার রক্ষা না হলে কে ক্ষতিগ্রস্ত হয়?
ক. সরকার
খ. গ্রাহক
● লেখক
ঘ. ব্যবহারকারী

১০৭. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কিসের প্রয়োজন?
ক. পণ্য নিবন্ধন
খ. পণ্যের মান নিবন্ধন
গ. উৎপাদন প্রতিষ্ঠানের নাম নিবন্ধন
● পণ্যের প্রতকি নিবন্ধন

১০৮. পণ্যের মান নিয়ন্ত্রণকারী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
● বিএসটিআই
খ. বিটাক
গ. বিসিক
ঘ. টিসিবি

১০৯. কী কারণে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে?
ক. নির্ধারিত সংখ্যার চেয়ে কম পণ্য উৎপাদন করা
● নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করা
গ. নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি পণ্য উৎপাদন করা
ঘ. প্রতিযোগীদের চেয়েও কমমূল্যে পণ্য বিক্রয় করা

১১০. যে চুক্তির মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি স্থানান্তর করা হয় তাকে বলে?
● বিমা
খ. ব্যবসায়
গ. চাকরি
ঘ. ঝুঁকি স্থানান্তর

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

১১১. বিমা একপ্রকার কী?
ক. দলিল
খ. ঝুঁকি
● ব্যবসায়
ঘ. বিধান

১১২. ব্যবসায়িক ঝুঁকি পরিহার বা কমানোর উত্তম উপায় কোনটি?
● বিমাকরণ
খ. পেটেন্ট করা
গ. প্রতীকীকরণ
ঘ. ট্রেডলাইসেন্স

১১৩. যে ব্যক্তি বিমাচুক্তি সম্পাদন করে তাকে কী বলে?
ক. বিমা ব্যবসায়ী
● বিমাগ্রহীতা
গ. বিমাকরী
ঘ. বিমার দালাল

১১৪. বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়ের ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে কী বলা হয়?
ক. বিমাচুক্তি
● বিমাকারী
গ. বিমাগ্রহীতা
ঘ. বিমার এজেন্ট

১১৫. চুক্তি অনুযায়ী বিমাগ্রহীতা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিমাকারীকে প্রদান করে তাকে কী বলা হয়?
ক. চাঁদা
খ. দত্তাংশ
● প্রিমিয়াম
ঘ. সেবা ফী

১১৬. বিমাকারী প্রতিষ্ঠান কিসের বিনিময়ে ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে?
● প্রাপ্ত প্রিমিয়ামের বিনিময়ে
খ. ঋণ গ্রহণের বিনিময়ে
গ. অগ্রিম গ্রহণের বিনিময়ে
ঘ. কমিশনের বিনিময়ে

১১৭. বাণিজ্যের ঝুঁকিগত বাধা নিরসনের উপায় কী?
ক. গুদামজাত করে রাখা
● বিমা করে রাখা
গ. উৎপাদিত পণ্য যথাশীঘ্র হস্তগত করা
ঘ. প্রয়োজন মুহূর্তে উৎপাদন করা

১১৮. নিচের কোনটি বিমার ব্যবসায়িক গুরুত্ব হিসেবে বিবেচিত হয়?
ক. কর্মসংস্থান বৃদ্ধি করা
খ. সঞ্চয় বাড়াতে সাহায্য করা
● শিল্পের নিরাপত্তা প্রদান
ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধি

১১৯. বিমার সামাজিক গুরুত্ব কোনটি?
● জাতীয় সম্পদ রক্ষা
খ. বৈদেশিক বাণিজ্যের প্রসার
গ. ব্যক্তিগত সম্পদ রক্ষা
ঘ. বিনিয়োগ ও শিল্পায়ন

১২০. কখন অন্যের জীবনের ওপর বিমা করা যায়?
● বিমাযোগ্য স্বার্থ থাকলে
খ. মুনাফার সম্ভাবনা থাকলে
গ. চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
ঘ. প্রিমিয়াম পাবার সম্ভাবনা থাকলে

SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ

১২১. সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার?
ক. তিন প্রকার
● চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার

১২২. কোন বিমার বিয়বস্তু হচ্ছে মানুয়ের জীবন?
ক. বিশ্বস্ততা বিমা
● জীবন বিমা
গ. দাঙ্গা বিমা
ঘ. অগ্নি বিমা

১২৩. নৌ বিমাচুক্তির দলিলকে কী বলা হয়?
ক. বিশেষ বিমাপত্র
● নৌ বিমাপত্র
গ. অঙ্গীকারনামা
ঘ. ভাসমান বিমাপত্র

১২৪. সর্বপ্রথম কোন বিমার প্রচলন ঘটে?
● নৌ-বিমার
খ. জীবন বিমা
গ. দুর্ঘটনা বিমা
ঘ. অগ্নি বিমা

১২৫. ব্যক্তির জীবন বা সম্পত্তি বিন্যাসের ঝুঁকি কোন ধরনের বিমার আওতাভুক্ত?
● দুর্ঘটনা বিমা
খ. বিশ্বস্ততা বিমা
গ. জীবন বিমা
ঘ. দাঙ্গা বিমা

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment