৯ম ১০ম শ্রেণি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ উত্তরসহ

৯ম ১০ম শ্রেণি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ উত্তরসহ :

১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) প্রতিপাদিক ✓ (খ) বিদেশি শব্দ
(গ) দেশি শব্দ (ঘ) সাধিত শব্দ

২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
(ক) চলিত রীতি (খ) কথ্য রীতি
(গ) সাধু রীতি ✓ (ঘ) আঞ্চলিক রীতি

৩. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্যারিচাঁদ মিত্র (ঘ) প্রমথ চৌধুরী ✓

৪. মানুষের কণ্ঠঃনিসৃত বাক্Ñসংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ
(গ) বাক্য (ঘ) ভাষা ✓

৫. কোনটি মিশ্র শব্দ?
(ক) হাটÑবাজার/হেড-মৌলভী ✓ (খ) চা-চিনি
(গ) নামাজ-রোজা (ঘ) কেতাব-কলম

৬. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
(ক) তৎসম ✓ (খ) তদ্ভব
(গ) দেশি (ঘ) বিদেশি

৭. কোনটি পারিভাষিক শব্দ?
(ক) ইনসান (খ) টোপর
(গ) বিশ্ববিদ্যালয় ✓ (ঘ) ডাক্তারখানা

৮. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) বিশেষভাবে জ্ঞাপন (খ) বিশেষভাবে বিশ্লেষণ ✓
(গ) বিশেষভাবে বিয়োজন (ঘ) বিশেষভাবে সংযোজন

৯. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
(ক) ড. উইলিয়াম কেরি (খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ড. মি. এন. বি. হ্যালহেড ✓

১০. ভাষার মূল উপাদান কী?
(ক) ধ্বনি ✓ (খ) বাক্য
(গ) শব্দ (ঘ) বর্ণ

৯ম ১০ম শ্রেণি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ উত্তরসহ

১১. ভাষার জগতে বাংলা স্থান কোথায়?
(ক) ষষ্ঠ (খ) চতুর্থ ✓
(গ) অষ্টম (ঘ) নবম

১২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
(ক) বিশেষ্য ও বিশেষণে (খ) ক্রিয়া ও সর্বনামে ✓
(গ) বিশেষ্য ও ক্রিয়ার (ঘ) বিশেষণ ও ক্রিয়ার

১৩. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
(ক) গুরুগম্ভীর ✓ (খ) গুরুচন্ডালী
(গ) অবোধ্য (ঘ) দুর্বোধ্য

১৪. প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়-
(ক) তিনটি (খ) চারটি ✓
(গ) পাঁচটি (ঘ) ছয়টি

১৫. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি ✓ (ঘ) ৫টি

১৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ভাষাতত্ত্বে (খ) ধ্বীনতত্ত্বে ✓
(গ) রূপতত্ত্বে (ঘ) বাক্যতত্ত্বে

১৭. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত?
(ক) ধ্বনিতত্ত্বে ✓ (খ) শব্দতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) রূপতত্ত্বে

১৮. ব্যাংকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয়-
(ক) বাক্য, বাক্য প্রকরণ, বাগধারা ইত্যাদি
(খ) বর্ণ, সন্ধি, ণত্ব, ষত্ব বিধান ইত্যাদি
(গ) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদ পরিবর্তন ✓
(ঘ) উপরের কোনটিই নয়

১৯. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) রূপতত্ত্বে ✓ (খ) ধ্বনিতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) সাহিত্যতত্ত্বে

২০. ‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি?
(ক) হরতাল ✓ (খ) লুঙ্গি
(গ) রিক্সা (ঘ) চাকু

৯ম ১০ম শ্রেণি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় MCQ উত্তরসহ

২১. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম
(গ) প্রমথ চৌধুরী ✓ (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২২. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিস্ট্য প্রযোজ্য?
(ক) গুরুগম্ভীর (খ) কৃত্রিম
(গ) পরিবর্তনশীল (ঘ) তৎসম শব্দবহুল

২৩. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
(ক) তিনটি (খ) চারটি
(গ) পাঁচটি ✓ (ঘ) ছয়টি

২৪. ‘রিক্সা’ – কোন ভাষার শব্দ?
(ক) গুজরাটি (খ) পাঞ্জাবি
(গ) তুর্কি (ঘ) জাপানি ✓

২৫. কোনটি মিশ্র শব্দ
(ক) নামাজ-রোযা (খ) চা-চিনি
(গ) হেড-মৌলভী ✓ (ঘ) কেতাব-কলম

২৬. ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়?
(ক) বাক্যতত্ত্ব (খ) ধ্বনিতত্ত্ব
(গ) শব্দতত্ত্ব ✓ (ঘ) ভাষাতত্ত্ব

২৭. বাক্যতত্ত্বের অপর নাম কী?
(ক) ভাষা (খ) প্রাতিপাদিক
(গ) পদকম ✓ (ঘ) সাধিত শব্দ

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment