Lessonery Guest blogging

লিসনারি’র Guest blogging বিভাগে আপনাকে স্বাগতম। এখন থেকে আপনার লেখাও প্রকাশ হবে লিসনারি’তে। আপনার মৌলিক লেখা, যা ইতােমধ্যে কোথাও প্রকাশিত হয়নি তা আজই আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আপনার লেখা আপনার নামেই লিসনারিতে প্রকাশ করবাে। পাশাপাশি আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, তাহলে লিসনারিতে শক্তিশালী লিংক বিল্ডিং এর মাধ্যমে আপনাকে আমরা ব্যাকলিংক তৈরির সুযােগ করে দেব।

Guest blogging এর বিষয়বস্তু

  • শিক্ষা
  • প্রােডাক্ট/সার্ভিস রিভিউ
  • অ্যাফিলিয়েট
  • ডিজিটাল মার্কেটিং
  • ফ্রিল্যান্সিং
  • প্রযুক্তি
  • আর্টিকেল
  • সাফল্যের গল্প
  • অনলাইন ইনকাম
  • অটো বায়ােগ্রাফি
  • ধর্মীয় লেখা
  • টিপস এ্যান্ড ট্রিক্স
  • স্বাস্থ্য

লিসনারি’তে Guest blogging এর জন্য যা করতে হবে

  • বাংলায় শুদ্ধ বানান এবং বাক্যগঠন সম্পর্কে ভালাে ধারণা থাকতে হবে।
  • লেখা খাটি অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ ইতােমধ্যে অন্য কোথাও প্রকাশিত হয়েছে বা কপিরাইট রয়েছে, এমন লেখা প্রকাশ করা হবে না।
  • সম্পুর্ন লেখাটি এসইও ফ্রেন্ডলি হতে হবে। পাশাপাশি সার্চ ভ্যালু রয়েছে এমন কিওয়ার্ড নিয়ে লিখতে হবে। আপনার লেখাটি তথ্যবহুল হতে হবে। কোন সাের্স থেকে লেখার কোন অংশ বা তথ্য সংগ্রহ করলে তার নাম ও লিংক যুক্ত করতে হবে।
  • আপনার লেখাটি যথাসম্ভব বড় (অন্ততপক্ষে ১২০০ শব্দের) করতে হবে। ছােট কনটেন্ট লেখার জন্য আমরা লেখকদের অনুৎসাহিত করে থাকি।
  • আপনার লেখাটি যদি ওপরের নীতিমালার সাথে মিলে যায়, তাহলে আমাদের লেখা পাঠান। আমরা অবশ্যই তা লিসোনারিতে প্রকাশ করবাে। আমাদের লেখা পাঠান [email protected] এই ইমেইল  এ্যাড্রেসটিতে।

বিশেষ দ্রষ্টব্য: প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শর্তটি অবশ্যই পুরণীয়।

কেন লিসোনারি’তে গেস্ট ব্লগিং করবেন?

প্রতিমাসে লিসোনারিতে ১ লক্ষের বেশি ভিজিটর। গেস্ট ব্লগিং করার মাধ্যমে আপনি আপনার প্রােডাক্ট, সার্ভিস কিংবা ওয়েবসাইটের লিংক লিসোনারি’তে প্রচার করতে পারেন। এর ফলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। আপনি যে ধরনের ভিজিটর আপনার ওয়েবসাইটে চান, সে ধরনের আর্টিকেল লিখে নির্দিষ্ট ক্যাটাগরির রিডার বা কাস্টমার টার্গেট করতে পারবেন। এছাড়াও নিজের ওয়েবসাইটের জন্য শক্তিশালী ব্যাকলিংক বিল্ড করতে পারবেন। ফলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট আরাে বেশি এগিয়ে যাবে। আপনি যদি ব্লগিং এ একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে লিসোনারি’র ব্লগ লেখার মাধ্যমে নিজের লেখার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন।

তাহলে আর দেরী কেন? [email protected] এ আপনার লেখাগুলাে আমাদের পাঠিয়ে দিন। আমাদের কন্টাক্ট পেইজ দেখুন। সবকিছু ঠিক থাকলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে আপনার লেখাটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবাে।

//onatsoas.net/4/6176583