চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর

লিসোনারির ফেইজবুক পেইজে অনেকেই চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করে থাকেন।

কিছু ক্ষেত্রে আমরা উত্তর দিতে একটু দেরি করে ফেলি তাই আজকে আপনাদের জন্য থাকছে চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর। তাহলে আসুন জেনে নেওয়া যাক চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর।

  • চেক এর party কি কি? Cheque এর ৩ টি party যেমন: ১: Drawer বা A/C holder ২: Drawee বা Bank ৩: Payee বা Beneficiary.
  • Negotiable Instrument কি? Negotiable Instrument Means promissory note, bill of exchange & cheque.
  • কোন অবস্থায় Banker অবশ্যই Cheque ফেরত দিতে পারবে? যদি Cheque টি post dated, stale dated হয়, insufficient fund হয়, Signature Differ হয় এবং cheque টি stop payment হয়।
  • সব ঠিক থাকার পরও আর কোন অবস্থায় Cheque পরিশােধ করবে না? যদি Court এর নিষেধাজ্ঞা থাকে।
  • NI Act অনুযায়ী Negotiable instrument কি ? NI Act অনুযায়ী Negotiable Instrument হলাে Promissory Note, Bill of Exchange এবং Cheque.
  • Negotiable Instrument গুলি সম্পর্কে NI Act এর কোন section এ কোনটার সম্পর্কে বলা হয়েছে? NI Act এর Section – 4 এ Promissory Note, Section – 5 এ Bill of exchange, section – 6 এ Cheque নিয়ে আলােচনা করা হয়েছে।
  • তবে কোন Instrument ব্যাংকে কোন কাজে লাগে? আর Cheque ব্যাংকের General Banking এ, Promissory Note ব্যাংকের Investment এ এবং Bill of Exchange, Foreign Exchange এর কাজে ব্যবহৃত হয়।
  • Collecting Bank বলতে কি বুঝায়? যখন কোন ব্যাংক তার নিজের পক্ষে বা তারগ্রাহকের পক্ষে কোন Cheque অথবা বিলের অর্থ আদায় করে তাকে Collecting Bank বলে।
  • যদি কোন Collecting ব্যাংক কোন প্রতিষ্ঠানকে দেওয়া চেক ব্যক্তির হিসাবে জমা করে তাহলে কি কোন সমস্যা হবে? হ্যা , সমস্যা আছে। এটা করা যাবে না।
  • প্রতিষ্ঠান তাে ঐ ব্যক্তির নিজের তা হলে সমস্যা কিসের ? সমস্যা হলাে, এটা NI Act এর লংঘন তাই পরবর্তীতে কোন সমস্যা দেখা দিলে ব্যাংকার আইনগত নিরাপত্তা পাবে না।
  • Clearing এ এমন কি Item আছে যেটা Contingent Liability? OBC বা Outward Bill for Collection

চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর

  • চেক payment দিতে কি কি দেখতে হয়? ১. চেকের তারিখ ২. চেকের স্বাক্ষর। ৩. টাকার পরিমান কথায় ও অংকে ৪.ব্যালেন্স পরীক্ষা করা। ৫. চেকের Payee ইত্যাদি।
  • চেকের তারিখ থাকলেই কি কি Payment দিবেন? না স্যার, যদি চেকটি Post Dated ও Stale Dated হয় তাহলে payment দেওয়া যাবে না।
  • চেক Post Dated ও Stale Dated কখন হয়? Post মানে পরে, যে চেকের Date ব্যাংকে উপস্থাপনের এর পরের Date হয় তাকে Post Dated চেক বলে। আর Stale মানে বাসি, যে চেকটি চেকে উল্লেখিত তারিখের ৬ মাস পরে ব্যাংক উপস্থাপন করা হয় তাকে বলে Stale চেক।
  • Government কর্তৃক ইস্যু করা Cheque হলেও কি Stale হতে ৬ মাস লাগবে? না, Government কর্তৃক ইস্যুকৃত Cheque হলে সেটা ৩ মাস পর Stale হিসাবে গন্য হবে।
  • যদি কোন ব্যাংকার Post Dated চেক payment দিয়ে দেয় তাহলে তার কি কোন সমস্যা হবে? হবে কারণ NI Act ১৮৮১ এর ৮৫ ধারায় ব্যাংকারের যে আইনগত নিরাপত্তার কথা বলা হয়েছে তা সে পাবে না।
  • NI Act অনুযায়ী Cheque এর সংজ্ঞা কি? Cheque is a bill of exchange drown on a specified banker and not express to be payable otherwise than on demand.
  • Collecting Bank কি? যখন কোনো ব্যাংক তার নিজের পক্ষে অথবা গ্রাহকের পক্ষে কোনো cheque, bill of Exchange বা অন্য কোন হস্তান্তরযােগ্য দলিল আদায় করে আনেন তাকে Collecting Bank বলে।
  • Collecting Banker এর দায়ীত্ব কি? Collecting Banker এর দায়ীত্ব হলাে: ১. যথাযথ প্রাপকের হিসাবে অর্থ আদায় করা। ২. চেকে যথাযথ অনুমােদন আছে কিনা তা দেখতে হবে। ৩। চেকে কোন কাটাকাটি থাকলে দেখতে হবে তাপ্রস্তুত কারক স্বাক্ষর করেছে কিনা তা দেখা। ৪। যথাসময়ে প্রদান কারী ব্যাংকে পাঠানাে ৫. চেক Dishonoured হলে তা কারণসহ গ্রাহককে জানাতে হবে ।

চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর


আরো পড়ুন: মিথ্যা মামলা হলে যা করবেন
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: বাংলা-২য় পত্র ২য় অধ্যায়ের MCQ উত্তরসহ


  • Remittance কি? মাধ্যমগুলি কি কি? Remittance হল Fund এক স্থান থেকে অন্য স্থানে বা একদেশ থেকে অন্য দেশে Banking Chanel এ পাঠানাে, স্থানান্তর করা। TT, DD, PO, MT ইত্যাদি।
  • PO এবং DD এর সংগা দিতে পারবেন? যখন একটা শাখা কোন গ্রাহককে নির্দিষ্ট পরিমান অর্থ পরিশােধের প্রতিশ্রুতি দেয় তাকে PO বলে, আর যখন কোন ব্যাংক অন্য ব্যাংকের উপর অথবা এক শাখা অন্য শাখার উপর নির্দিষ্ট পরিমান অর্থ পরিশােধের আদেশ দেয় তাকে DD বলে । DD একটি Negotiable Instrument.
  • NI Act অনুসারে negotiable Instrument কি? Negotiable Instruments means a promissory note, Bill of exchange, cheque payable either to order or to bearer.
  • Quasi negotiable instrument কি? এই instruments গুলি endorsement করে হস্তান্তর করা যায় তবে এ ক্ষেত্রে হস্তান্তরকারী ধারককে তার চেয়ে ভাল মালিকানা দিতে পারে না
  • BACH কি? Bangladesh Automated Clearing House.
  • BACH এর কয়টি অংশ? সে গুলি কি কি? BACH এর দুটি অংশ। BACPS এবং BEFTN.
  • BACPS দ্বারা কি বােঝাই? Bangladesh Automated Cheque Processing System.
  • BACPS আসলে কিভাবে হয়? Cheque স্ক্যান করে শুধু image টা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। এটাতে দুটি অংশ থাকে, একটি হলাে High Value এবং অন্যটি Regular Value.
  • High Value কি? High Value তে সর্বনিম্ন ৫০০,০০০ টাকার চেকগুলি ধরানাে যায় এ value সাধারনত ২:৩০ এর আগে Settlement হয়ে যায় তাই লেন দেন শেষ হওয়ার আগেই গ্রাহকের Account এ credit করা হয়। গ্রাহক ইচ্ছা করলে লেনদেন সময় শেষ হওয়ার আগেই Account থেকে তুলতে পারে।
  • BACH এর মাধ্যমে Money Laundering এর কোন সুযােগ আছে কি? হ্যাঁ।
  • BACH এর মাধ্যমে Money Laundering এর কোন সুযােগ আছে না কি? BACH এর মাধ্যমে Layering করে Money laundering হতে পারে।

চেক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর


আরো পড়ুন: Composition: Student Life / Duties Of A Student(বাংলা অর্থসহ)
আরো পড়ুন: এনআইডি কার্ড ছাড়া যেভাবে সিম তুলবেন


  • Layering আবার কি? Layering হলাে Money Laundering এর একটি স্তর যার মাধ্যমে অবৈধ অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে জমা করা হয়, পর্যায়ক্রমে জঠিল লেনদেন এর মাধ্যমে অর্থের মূল উৎস গােপন করা হয়।
  • Money Laundering এর স্তর কয়টি? কি কি? তিনটি। 1: Placement 2: Layering 3: Integration
  • Endorsement কি? যদি হস্তান্তরের উদ্দেশ্য কোন হস্তান্তরযােগ্য দলিলের পিছনে ইহার ধারক অথবা প্রতিনিধি কর্তৃক স্বাক্ষর করা হয় তবে তাকে endorsement বলে।
  • Cheque processing এর ক্ষেত্রে আপনি কি সিল মেরে Endorsement করে থাকেন? ১. Payees a/c credited ২. Received payment & payees a/c credited , ৩. Received Payment ৪. Our branch endorsement confirmed.

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Leave a Comment