SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা কমার্স বিভাগ পরীক্ষার্থীদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন দেখেছি। সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

০১. ব্যবস্থাপনা হলো-
ক. বাজারের চাহিদা যাচাইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ
● কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
গ. ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
ঘ. উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া

০২. জনাব ইব্রাহিম ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব ইব্রাহিমের নেতৃত্বের ধরন কোনটি?
● স্বৈরতান্ত্রিক
খ. আমলাতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. মুক্ত

০৩. কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়?
ক. স্বৈরতান্ত্রিক
খ. আমলাতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
● মুক্ত

০৪. মি. সাইফুল প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন। এটি কীরুপ নেতৃত্ব?
ক. মুক্ত
খ. আমলাতান্ত্রিক
● গণতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক

০৫. ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি?
ক. সমবায় ব্যাংক
খ. কৃষি ব্যাংক
● বাণিজ্যিক ব্যাংক
ঘ. কেন্দ্রীয় ব্যাংক

০৬. কর্মীসংস্থানের অন্তর্গত-
ⅰ. দায়িত্ব ও ক্ষমতা বন্টন
ⅱ. কর্মী সংগ্রহ
ⅲ. দায়িত্ব ও ক্ষমতা বন্টন
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

০৭. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
ক. রবার্ট জনসন
● হেনরি ফেওয়েল
গ. আই এম পান্ডে
ঘ. স্যামুয়েল মোর্স

০৮. ব্যবস্থাপনার ১ম কাজ কোনটি?
ক. নির্দেশনাদান
খ. কর্মীসংস্থান
● পরিকল্পনা
ঘ. সংগঠিতকরণ

০৯. বদমেজাজি ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত?
● কর্মীসংস্থান
খ. সংগঠিতকরণ
গ. নির্দেশনাদান
ঘ. নিয়ন্ত্রণ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

১০. জনাব সুজন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে কর্মীরা নিয়মমাফিক দায়িত্ব পালন করেন এবং নেতার আদেশকে বড় করে দেখে তা পালনে বাধ্য থাকে। উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে?
● আমলাতান্ত্রিক
খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. মুক্ত

১১. ব্যবস্থাপনার প্রাথমিক প্রক্রিয়া কী?
ক. সংগঠন
খ. নেতৃত্ব
● পরিকল্পনা
ঘ. নির্দেশনা

১২. নেতৃত্ব কয় ধরনের?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
● ৪ ধরনের
ঘ. ৫ ধরনের

১৩. কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য?
● গণতান্ত্রিক
খ. স্বৈরতান্ত্রিক
গ. মুক্ত নেতৃত্ব
ঘ. আমলাতান্ত্রিক

১৪. কতকগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
ক. নেতৃত্ব দান
খ. নির্দেশনা
গ. পরিকল্পনা
● ব্যবস্থাপনা

১৫. পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে পরিচালিত কাজের ভুলের সংশোধনী আনা হয়-
ক. ব্যবস্থাপনায়
● নিয়ন্ত্রণ
গ. সংগঠন
ঘ. পরিকল্পনায়

১৬. ব্যবস্থাপনার কোন কাজটিকে নেতৃত্বের সাথে তুলনা করা যায়?
ক. সমন্বয় সাধন
খ. নিয়ন্ত্রণ
● নির্দেশনা দান
ঘ. কর্মীসংস্থান

১৭. কীসের কারণে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়?
● প্রেষণা দান
খ. পরিকল্পনা প্রণয়ন
গ. সংগঠিতকরণ
ঘ. নির্দেশনা দান

১৮. কর্মীসংস্থানের অন্তর্গত বিষয় হলো-
ⅰ. দায়িত্ব বন্টন
ⅱ. কর্মী নিয়োগ
ⅲ. ছাঁটাই
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৯. শুকতারা কোম্পানির ব্যবস্থাপক মি. রফিক কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য কর্ম প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তব্য ভাগ করে দিলে ব্যবস্থাপনার কোন কাজ সম্পাদিত হয়েছে?
ক. কর্মীসংস্থান
● সংগঠিতকরণ
গ. সমন্বয়সাধন
ঘ. প্রেষণাদান

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

২০. কোন ধরনের নেতৃত্ব কর্মীর ভেতর নেতিবাচক প্রভাব ফেলে?
ক. মুক্ত
খ. আমলাতান্ত্রিক
● স্বৈরতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক

২১. কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?
● সংগঠিতকরণ
খ. কর্মসংস্থান
গ. নির্দেশনা
ঘ. পরিকল্পনা

২২. স্বৈরতান্ত্রিক নেতৃত্বে-
ⅰ. নিয়মমাফিক দায়িত্ব পালন করেন
ⅱ. নেতা আদেশ করেন
ⅲ. নেতা জবাবদিহিতা করেন না
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

২৩. মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে নিচের কোনটির সহসম্পর্ক রয়েছে?
ক. নিয়ন্ত্রণের
খ. মানবসম্পদের
গ. পরিকল্পনার
● ব্যবস্থাপনার উৎপত্তির

২৪. শুরুতে ব্যবস্থাপনা ছিল-
● পরিবারভিত্তিক
খ. গ্রামভিত্তিক
গ. রাষ্ট্রভিত্তিক
ঘ. দলভিত্তিক

২৫. ব্যবস্থাপনা হলো-
ক. বিশেষ প্রক্রিয়া
খ. সাধারণ প্রক্রিয়া
● দলগত প্রক্রিয়া
ঘ. স্বাভাবিক প্রক্রিয়া

২৬. ব্যবসায় ব্যবস্থাপনার দুটি মূল উদ্দেশ্য-
ⅰ. মুনাফা অর্জন
ⅱ. পণ্যের চাহিদা বদ্ধি
ⅲ. অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

২৭.ব্যবস্থাপনা বলতে কোনটিকে বোঝায়?
ক. অন্যের নির্দেশ অনুযায়ী কাজ করা
● অন্যকে নিয়ে কাজ করিয়ে নেওয়া
গ. উচ্চপদে অধিষ্ঠিত হওয়া
ঘ. কর্মীদেরকে ভীতি প্রদর্শন

২৮. কোনটি প্রতিষ্ঠানের সুনাম বদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. দামি গাড়ি
খ. নগদ অর্থ
● সুষ্ঠু ব্যবস্থাপণা
ঘ. কম বেতনে কর্মী নিয়োগ

২৯. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
ক. গতানুগতিক
খ. সনাতন
● ধারাবাহিক
ঘ. কোনোটিই নয়

৩০. ব্যবস্থাপনা হলো-
ⅰ. একটি দলগত প্রক্রিয়া
ⅱ. কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
ⅲ. একটি চলমান প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

●● উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :
মি. তাহের তার প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করেন ও কর্মী নিয়োগ এবং অধস্তনদের দায়িত্ব বন্টন করে দেন।

৩১. মি. তাহেরের সম্পাদিত কাজকে কী বলা হয়?
● ব্যবস্থাপনা
খ. পরিকল্পনা
গ. নিয়ন্ত্রণ
ঘ. নির্দেশনা

৩২. মি. তাহেরের কার্যের ফলে-
ⅰ. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়
ⅱ. প্রতিষ্ঠানের সকল সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
ⅲ. প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজতর হয়
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৩৩. ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
ক. লক্ষ্য অর্জন করা
খ. লক্ষ্য পূর্বানুমান করা
● পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিক কার্যাবলি
ঘ. সম্পাদিক কার্যাবলি রক্ষণাবেক্ষণ করা

৩৪. ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
● ৭টি
ঘ. ৮টি

৩৫. ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা হলো-
ক. কর্মীসংস্থান
খ. প্রেষণা
● পরিকল্পনা
ঘ. সংগঠিতকরণ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৩৬. ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটি?
● পরিকল্পনা
খ. প্রেষণা
গ. সংগঠন
ঘ. নিয়ন্ত্রণ

৩৭. সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন স্তর?
ক. প্রথম
● দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

৩৮. ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটি?
● পরিকল্পনা
খ. সমন্বয়
গ. কর্মীসংস্থান
ঘ. প্রেষণা

৩৯. ব্যবসায় প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানগুলোর একত্রীকরণকে কী বলে?
ক. নির্দেশনা দান
খ. কর্মীসংস্থান
● সংগঠিতকরণ
ঘ. পরিকল্পনা

৪০. সংগঠনের মাধ্যমে বন্টিত হয়-
ⅰ. দায়িত্ব
ⅱ. ক্ষমতা
ⅲ. মূলধন
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৪১. কর্মীমসংস্থান বলতে কী বোঝায়?
ক. কর্মী নির্বাচন করা
খ. কর্মী নিয়োগ করা
গ. কর্মী সংগ্রহ করা
● সবগুলো

৪২. জনাব শাওন নিজস্ব অর্থে ভূমি ক্রয় করে ফলের বাগান করার জন্য শ্রমিক নিয়োগ করলেন। জনাব শাওন এর কাজটি কী?
ক. নিয়ন্ত্রণ
● কর্মীসংস্থান
গ. পরিকল্পনা
ঘ. প্রেষণা

৪৩. কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
ক. অধিক ছুটি
খ. শিক্ষা
● প্রশিক্ষণ
ঘ. অধিক বেতন

৪৪. ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
ক. কর্মী নির্বাচন
খ. কর্মীসংস্থান
● কর্মী বাহিনী
ঘ. সংগঠিতকরণ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৪৫.কর্মীসংস্থানের অন্তর্ভুক্ত হলো-
ⅰ. উপযুক্ত কর্মী নির্বাচন
ⅱ. কর্মী নিয়োগদান
ⅲ. কর্মী ছাঁটাই
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৪৬. কর্মীপ্রশিক্ষণের প্রয়োজন হলো-
ⅰ. প্রতিষ্ঠান সম্পর্কে পরিচিতি
ⅱ. দক্ষতা বৃদ্ধি
ⅲ. উৎপাদন ও পারিশ্রমিক বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৪৭. নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়?
● নেতৃত্ব
খ. সমন্বয়
গ. প্রেষণা
ঘ. সংগঠন

৪৮. পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ-নির্দেশ প্রদানেই হলো-
ক. তত্ত্বাবধান
খ. নেতৃত্বদান
● নির্দেশনাদান
ঘ. সমন্বয়সাধন

৪৯. প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে কী বলা হয়?
● প্রেষণাদান
খ. নির্দেশনা
গ. নিয়ন্ত্রণ
ঘ. সমন্বয়সাধন

৫০. মি. রিয়াজ একটা প্রতিষ্টানের সহকারী মানবসম্পদের ব্যবস্থাপক। কর্মীদের কাজে উৎসাহ বৃদ্ধির উপায় নিয়ে কাজ করেছেন। তার কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত?
ক. সংগঠন
● প্রেষণা
গ. পরিকল্পনা
ঘ. নির্দেশনা

৫১. নিচের কোনটির দ্বারা কর্মীরা মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হয়?
ক. নিয়ন্ত্রণ
● প্রেষণা
গ. পরিকল্পনা
ঘ. নির্দেশনা

৫২. কর্মীরা দায়িত্ব পালনে আগ্রহী হয় কিসের জন্য?
ক. পরিকল্পনার
খ. নির্দেশনার
গ. নিয়ন্ত্রণের
● প্রেষণার

৫৩. সমন্বয়সাধনের ফলাফল হলো-
ক. বিশৃঙ্খলা
খ. একক প্রচেষ্টা
● দলগত প্রচেষ্টা
ঘ. অসাম্য

৫৪. প্রেষণার ফলে-
ⅰ. কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়
ⅱ. কর্মীরা মানসম্মত কাজ সম্পাদনের সক্ষম হয়
ⅲ. চাকরির নিরাপত্তা অনুভব করে বিধায় কাজে অমনোযোগী হয়
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৫৫. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলেমিশে একটি দলে পরিণত হয়?
ক. নিয়ন্ত্রণ
খ. নির্দেশনা
গ. প্রেষনাদান
● সমন্বয়সাধন

৫৬. প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজকতর হয় কিসের মাধ্যমে?
● নিয়ন্ত্রণ
খ. নির্দেশনা
গ. সমন্বয়
ঘ. প্রেষণা

৫৭. ব্যবস্থাপনার সর্বশেষ কাজ-
ক. প্রেষণা
খ. পরিকল্পনা
● নিয়ন্ত্রন
ঘ. নির্দেশনা

৫৮. কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত?
ক. তত্ত্বাবধান
খ. কর্মীসংস্থান
● নিয়ন্ত্রণ
ঘ. সমন্বয়

৫৯. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
● পরিকল্পনা
খ. নির্দেশনা
গ. সংগঠন
ঘ. কর্মীসংস্থান

●● উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও :
রিফাত একটি প্রতিষ্ঠানের এম.ডি। তিনি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে প্রতি মাসে উৎপাদন পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট নেন। এছাড়া প্রতিটি বিভাগে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

৬০. উদ্দীপকের রিফাতের সামগ্রিক কাজ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক. তত্ত্বাবধান
খ. পরদর্শন
গ. পর্যবেক্ষণ
● নিয়ন্ত্রণ

৬১. জনাব রিফাতের এ ধরনের কাজ যে ভূমিকা রাখবে তা হলো-
ⅰ. উৎপাদনের মান আগের চেয়ে বৃদ্ধি পাবে
ⅱ. যারা কাজ করে তারা উৎসাহিত হবে
ⅲ. যারা কাজ ফাঁকি তারা উৎসাহিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৬২. কোনো কাজ শুরু করার পূর্বে আগাম সিদ্ধান্ত হলো-
ক. নেতৃত্ব
● পরিকল্পনা
গ. পর্যালোচনা
ঘ. ব্যবস্থাপনা

৬৩. ব্যবস্থাপনার প্রধান কাজ কী?
ক. প্রেষণা
খ. নিয়ন্ত্রণ
● পরিকল্পনা
ঘ. সংগঠন

৬৪. ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. নিয়ন্ত্রণে
খ. সংগঠন
● পরিকল্পনা
ঘ. নির্দেশনা

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৬৫. নিচের কোনটির যথার্থতার ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে?
ক. নেতৃত্ব
● পরিকল্পনা
গ. নির্দেশনা
ঘ. কর্মীসংস্থান

৬৬. ব্যবস্থাপনার প্রাথমিক প্রক্রিয়া কোনটি?
● পরিকল্পনা
খ. নির্দেশনা
গ. নিয়ন্ত্রণ
ঘ. সংগঠন

৬৭. কোনটি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ?
ক. প্রেষণা
খ. নির্দেশনা
গ. তত্ত্বাবধান
● পরিকল্পনা

৬৮. ব্যবস্থাপনার প্রধান কাজ কী?
ক. নিয়ন্ত্রণ
● পরিকল্পনা
গ. সংগঠন
ঘ. প্রেষণা

৬৯. ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়?
ক. নির্দেশনায়
খ. সংগঠন
● পরিকল্পনায়
ঘ. নিয়ন্ত্রণে

৭০. নিচের কোনটির যথার্থতার ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে?
ক. নেতৃত্ব
খ. নির্দেশনা
গ. কর্মীসংস্থান
● পরিকল্পনা

৭১. ব্যবস্থাপনার প্রাথমিক প্রক্রিয়া কোনটি?
ক. নির্দেশনা
খ. নিয়ন্ত্রণ
● পরিকল্পনা
ঘ. সংগঠন

৭২. কোনটি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ?
ক. তত্ত্বাবধান
খ. প্রেষণা
● পরিকল্পনা
ঘ. নির্দেশনা

৭৩. পরিকল্পনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
ⅰ. কী করতে হবে
ⅱ. কখন করতে হবে
ⅲ. কীভাবে করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৪. ব্যবসায়ের উদ্দেশ্য অর্জনকে সহজ করতে কোনটি প্রয়োজন?
ক. অধিক বিজ্ঞাপন
খ. লিখিত পারিকল্পনা
● সুষ্ঠ ব্যবসায় পরিকল্পনা
ঘ. অধিক উৎপাদন

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৭৫. জনাব শাওন সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করে তৃপ্তি বেকারি স্থাপনের সিদ্ধান্ত নিলেন। জনাব শাওনের সিদ্ধান্তকে কী বলা হয়?
ক. নিয়ন্ত্রণ
● পরিকল্পনা
গ. নির্দেশনা
ঘ. তত্ত্বাবধান

৭৬. নিচের কোনটির ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়?
ক. প্রেষণা
● সংগঠিতকরণ
গ. নিয়ন্ত্রণ
ঘ. নেতৃত্ব দান

৭৭. কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলিকে কী বলে?
ক. নিয়ন্ত্রণ
খ. নির্দেশনা দান
● সংগঠিতকরণ
ঘ. সমন্বয়সাধন

৭৮. নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কিসের গতি বৃদ্ধি পায়?
ক. পূর্বানুমানের
● কাজের
গ. পরিকল্পনার
ঘ. নির্দেশনার

৭৯. কোনটি কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক ও যোগাযোগ নির্দেশ করে?
ক. পরিকল্পনা
খ. নিয়ন্ত্রণ
গ. নির্দেশনা
● সংগঠন

৮০. নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার ফলে কিসের গতি বৃদ্ধি পায়?
ক. নেতৃত্বের
খ. পরিকল্পনার
● কাজের
ঘ. চণ্যের চাহিদার

৮১. সংগঠনের উপাদান কোনটি?
● কার্য বিভাগ
খ. নিয়ন্ত্রণ
গ. পূর্বানুমান
ঘ. মাননির্ধারণ

৮২. কোনটি ব্যবসায়ের কাঠামো নির্ধারণ করে?
ক. পরিকল্পনা
খ. নিয়ন্ত্রণ
● সংগঠন
ঘ. নির্দেশনা

●● উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪নং প্রশ্নের উত্তর দাও :
মিসেম তানিয়া একটা বুটিক হাউজ গড়ে তুলেছেন। যেখানে ২০ জন নারী শ্রমিক কাজ করে। কিন্তু কাজ নিয়ে প্রায়শই শ্রমিকদের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়। তাই তিনি সবার কাজ নির্দিষ্ট করে দায়িত্ব-কর্তব্য বুঝিয়ে দিলেন।

৮৩. মিসেস তানিয়ার করা কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত?
ক. নিয়ন্ত্রণ
● সংগঠন
গ. নির্দেশনা
ঘ. পরিকল্পনা

৮৪. তার কাজের কারণে ঝগড়া-ঝাঁটি বন্ধ হবে বলে মনে করার কারণ-
ⅰ. প্রত্যেকেই তার কাজ সুস্পষ্টভাবে বুঝতে ও করতে পারবে
ⅱ. প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত হবে
ⅲ. অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা কমবে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৮৫. উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণকে কী বলে?
● নেতৃত্ব
খ. নির্দেশনা
গ. প্রেষণা
ঘ. সংগঠিতকরণ

৮৬. কোনটির মাধ্যমে নেতৃত্ব দেয়া হয়?
ক. সংগঠিতকরণ
খ. নিয়ন্ত্রণ
গ. পরিকল্পনা
● নির্দেশনা

৮৭. নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ক. পরিকল্পনা বাস্তবায়নের
● নেতৃত্বদানের
গ. সমন্বয়সাধনের
ঘ. কার্যবিভাজনের

৮৮. কোন ধরনের নেতৃত্ব নেতা-কর্মীদের নিকট জবাবদিহি করেন?
● গণতান্ত্রিক
খ. স্বৈরতান্ত্রিক
গ. মুক্ত
ঘ. আমলাতান্ত্রিক

৮৯. যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তাকে কী বলে?
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
● গণতান্ত্রিক নেতৃত্ব
গ. পিতৃসুলভ নেতৃত্ব
ঘ. মুক্ত নেতৃত্ব

৯০. কর্মীদের মতামত নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয় তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?
ক. স্বৈরতান্ত্রিক
খ. মুক্ত
● গণতান্ত্রিক
ঘ. আমলাতান্ত্রিক

৯১. কর্মীদের নির্দেশনা দানের পূর্বেই জনাব রাজু কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেছেন। এটি কীরুপ নেতৃত্ব?
ক. লাগামহীন
● গণতান্ত্রিক
গ. নেতিবাচক
ঘ. স্বৈরতান্ত্রিক

৯২. কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন যে নেতৃত্ব-
● গণতান্ত্রিক
খ. মুক্ত
গ. আমলাতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক

৯৩. গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হলো-
ⅰ. অধস্তনদের সাথে আলোচনা
ⅱ. কর্মীদের সাথে পরামর্শ ও প্রশ্ন করার সুযোগ
ⅲ. জবাবদিহিতা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. শিহাব তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের ওপর আস্থা রাখেন না। শিহাবের নেতৃত্বের ধরন কোনটি?
ক. গণতান্ত্রিক
খ. মুক্ত
● স্বৈরতান্ত্রিক
ঘ. আমলাতান্ত্রিক

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

৯৫. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কিসের ওপর অধিক গুরুত্বারোপ করে?
ক. দায়িত্বের ওপর
খ. তত্ত্বাবধানের ওপর
গ. উপমহাদেশের ওপর
● নিয়ন্ত্রণের ওপর

৯৬. কোন ধরনের নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন, জবাব করেন না।
ক. মুক্ত
● স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. আমলাতান্ত্রিক

৯৭. কোন নেতৃত্বে নেতাকর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকে?
ক. আমলাতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
● মুক্ত

৯৮. কোন ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে থাকে আন্তঃব্যক্তির সম্পর্ক ও দলীয় কাজের ওপর?
ক. আমলাতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
● মুক্ত

৯৯. কর্মীদের ওপর সুনির্দিষ্ট আদেশ থাকে না যে নেতৃত্বে-
ক. আমলাতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
● মুক্ত

১০০. সর্বদা নিয়মামাফিক দায়িত্ব পালন কোন ধরনের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট?
● আমলাতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. মুক্ত

১০১. আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি?
ক. কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন
খ. কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারেন না
গ. সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগে
● নেতার চেয়ে নেতার আদেশ বেশি গুরুত্বপূর্ণ

১০২. যিনি নেতৃত্ব দেন তাকে কী বলা হয়?
ক. সহকর্মী
খ. ব্যবস্থাপক
● নেতা
ঘ. পরিচালক

১০৩. নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক. কারিগরি জ্ঞান
খ. ঝুঁকিমুক্ত ব্যবসায় করার ক্ষমতা
● অধীনস্থদের প্ররোচিত করার ক্ষমতা
ঘ. মূলধনের উৎস নির্বাচন করার ক্ষমতা

১০৪. নেতা অন্যের বিশ্বাস অর্জন করে কোন গুণের জন্য?
ক. বক্তৃতা
● সততা
গ. শিক্ষা
ঘ. স্বাস্থ্য

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

১০৫. নিচের কোন গুনটি না থাকলে নেতা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়?
ক. সততা
খ. সাহস
● সহনশীলতা
ঘ. প্রখর ব্যক্তিত্ব

১০৬. নেতার সাংগঠনিক ক্ষমতা কোনটি?
● ব্যক্তিগত ক্ষমতা
খ. বিশেষায়িত ক্ষমতা
গ. ক্ষমতা প্রদর্শন
ঘ. অর্জিত ক্ষমতা

১০৭. কার দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে?
ক. সমাজের লোক
● নেতার
গ. পরিবারের কর্তা
ঘ. কোনোটিই নয়

১০৮. রহিম একজন জেন্ডার সচেতন মানুষ। তাকে অভিহিত করা যাবে কি হিসেবে?
ক. রাজনীতিবিদ
খ. মালিক
● আদর্শ নেতা
ঘ. আদর্শ কর্মী

১০৯. ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে কী বলে?
ক. হুন্ডি
খ. অর্থসংস্থান
● অর্থায়ন
ঘ. বিনিয়োগ

১১০. যেকোন প্রতিষ্ঠানের জন্য কী প্রয়োজন?
ক. জমিজমা
খ. নেতার
গ. দালানকোঠা
● অর্থ

১১১. বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. অগ্রণী
● সোনালী
গ. জনতা
ঘ. রুপালী

১১২. অর্থায়নের প্রথম উৎস কী হতে পারে?
ক. বিমা
খ. কেন্দ্রীয় ব্যাংক
● নিজস্ব তহবিল
ঘ. আত্মীয়স্বজন

SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ

১১৩. ব্যবসায়ের অর্থ সংগ্রহের জন্য প্রধান উৎস কোনটি?
ক. সমবায় ব্যাংক
খ. বেসরকারি ব্যাংক
● বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক

১১৪. সমবায় ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে?
ক. দীর্ঘমেয়াদি
● স্বল্পমেয়াদি
গ. মধ্যমেয়াদি
ঘ. কোনোটিই নয়

১১৫. সাধারণত সমবায় ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
ক. মধ্যমেয়াদি
● স্বল্পমেয়াদি
গ. দীর্ঘমেয়াদি
ঘ. কোনোটিই নয়

১১৬. বেসিক ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
● দীর্ঘমেয়াদি ঋণ
খ. স্বল্পমেয়াদি ঋণ
গ. মধ্যমেয়াদি ঋণ
ঘ. অতি স্বল্পমেয়াদি ঋণ

১১৭. ব্যবসায়ের অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস-
ⅰ. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
ⅱ. ব্যাংক অব স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লি.
ⅲ. বেসরকারি উন্নয়ন সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment