লিনাক্স অপারেটিং সিস্টেম কি? লিনাক্স সম্পর্কে যত ভুল ধারণা

লিনাক্স! এই শব্দটার সাথে আমরা হয়তো সবাই পরিচিত। লিনাক্স অপারেটিং সিস্টেম কিনা? আবার অনেকেই রয়েছে লিনাক্স সম্পর্কে ভুল ধারণা নিজের মাথায় নিয়ে ঘুরপাক খাচ্ছে। আজকের এই আর্টিকেলে আমরা পপুলার পাঁচটি ভুল ধারণা আপনার ভেঙে দেয়ার চেষ্টা করব।

এখন পর্যন্ত লিনাক্সে ৬০০ এর বেশি এক্টিভ ভার্সন রয়েছে। অনেক বেশি ভার্শন যেগুলো আপনি চাইলে এখন ডাউনলোড করে ফ্রিতে ইজির ব্যাবহার করতে পারবেন। উইন্ডোজের যে কোন ভার্সন রয়েছে (Windows XP, Windows 7, Windows 8, Windows 10 & Windows 11) , লিনাক্সের এরকম ৬০০ এর বেশি এক্টিভ ভার্সন রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন কিন্তু লিনাক্স কার্নেলের উপর বেইজ করে তৈরি করা। লিনাক্স কার্নেলের একটু মডিফাইড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড কার্নেল।

►► আরো দেখো: ৫ টি ইউটিউবে সফল হওয়ার টিপস
►► আরো দেখো: পপুলার কয়েকটি অল্টারনেটিভ পেইড সফটওয়্যার এর ব্যবহার

লিনাক্স অপারেটিং সিস্টেম কিনা?

[ads1]

আমরা অধিকাংশ মানুষ মনে করে থাকি লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, বিষয়টা আসলে ভুল।

আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিক ও। কনফিউশন টা এখানেই। টেকনিক্যাল সাইড থেকে চিন্তা করলে লিনাক্স হচ্ছে একটি কার্নেল।

মনে রাখবেন লিনাক্স কোন অপারেটিং সিস্টেম না এটি হচ্ছে একটি কার্নেল। কারণ ১৯৯১ সালে লাইনাস (Linus) যখন লিনাক্স (Linux) তৈরি করে তখন সেটা ছিল একটি কার্নেল।

কার্নেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের কোর পার্ট। একটা অপারেটিং সিস্টেম হার্ডওয়ার এবং সফটওয়্যারের মধ্যে যে কারেকশন করে এই দুইটার মাঝখানে বিজ বলতে পারেন একটি কার্নেল।

লাইনাস যখন লিনাক্স কার্নেল তৈরি করে তার অনেক দিন আগে থেকেই গ্লু ফান্ডেশন নামের আরেকটি অর্গানিজেশন একটি ওপেনসোর্স অথবা কমপ্লিটলি একটি অপারেটিং সিস্টেম তৈরি করার চেষ্টা করছিল,

কারন সে সময় ইউনিক্স ছিল একটি খুবই জনপ্রিয় অপারেটিং সিস্টেম।

তারা চাচ্ছিল ইউনিক্সের মতো করেই একটি ফ্রি অপারেটিং সিস্টেম তৈরি করতে। কিন্তু তাদের কাছে এ স্ত্রং কোন কারনে ও ছিল না।

তারা লিনাক্স কার্নেল থাকে তাদের যে অপারেটিং সিস্টেম আছে সেটার সাথে ইন্টিগ্রেটেড করে।

তখন একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি হয় যেটার নাম দেয়া হয় “GNU/Linux” সুতরাং লিনাক্সকে আমরা যদি একটি অপারেটিং সিস্টেম বলি তাহলে এর সত্তিকারের নাম হবে GNU/Linux

কিন্তু কমনলি শব্দের কিংবা প্রচুর ব্যবহারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই সফটওয়্যারটাকে লিনাক্স অপারেটিং সি স্টেম বলে থাকে।

আপনারা যদি গুগলে লিনাক্স লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ডান পাশে যে নলেজ চ্যানেল রয়েছে সেখানে “Linux Operating System” লেখা আছে।

এজন্য অধিকাংশ মানুষ লিনাক্সকে অপারেটিং সিস্টেম নামেই চিনে থাকে।

অপারেটিং সিস্টেম কিনা?

আমরা যদি এখন বলি যে লিনাক্স অপারেটিং সিস্টেম তাহলে আমাদের কমপ্লিটলি কখনো ভুল হবেনা।

যখন আমরা বলে থাকি লিনাক্স-অপারেটিং সিস্টেম তখন আমরা বুঝতে পারি এটি হচ্ছে লিনাক্স কার্নেল বেজ গ্লু অপারেটিং সিস্টেম।

এখানে আরো একটি কথা রয়েছে, সব লিনাক্স কিন্তু গ্লু বেজ না।

লিনাক্সের যে ডিসট্রিবিউশন গুলো আছে সবগুলোই কিন্তু গ্লু বেজ না, যার ফলে এখন GNU/Linux সব গুলোকে বলা যায়না।

যার ফলে অনেকেই এখন GNU/Linux ব্যবহার না করে ডিরেক্টলি লিনাক্স ব্যবহার করে থাকে।

এখানে টেকনিক্যাল দিক থেকে ভাবতে গেলে লিনাক্স কোন অপারেটিং সিস্টেম না।

কিন্তু পপুলার ব্যবহার আর কম্মনলি উচ্চারণের ক্ষেত্রে বলতে গেলে তাহলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম।

[ads1]

লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে আমাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কিনা?

অনেকেই মনে করে থাকে লিনাক্স খুব কমপ্লিটলি একটি অপারেটিং সিস্টেম, জেনারেল পাবলিক এটি ব্যবহার করতে পারবে না।

এটি ব্যবহার করতে হলে টার্মিনেট কিংবা কোডিং এর ব্যবহার জানতে হবে, কমান্ড প্রম্পট ব্যবহার জানতে হবে।

বিষয়টি আসলে কমপ্লিটলি ভুল। কারণ লিনাক্সে এখন এরকম অনেক ডিসট্রিবিউশন আছে যেগুলো অলমোস্ট উইন্ডোজ এর মত।

উইন্ডোজ এর মতো অনেক কিছুই লিনাক্স এর মধ্যে রয়েছে।

এক্সাম্পল: “Ubuntu, Mint, POP OS” এগুলো সব উইন্ডোজ এর মত যে কোন জেনারেল পাবলিক ব্যবহার করতে পারবে।

বেশিরভাগ সময় লিনাক্স খুব এক্সপার্ট ব্যক্তিগণ ব্যবহার করে থাকেন যার জন্য মানুষ মনে করেন যে এগুলো এক্সপার্ট ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না।

বেশিরভাগ ক্ষেত্রে সার্ভার এর জন্য লিনাক্স ব্যবহৃত হয়ে থাকে, মেইনফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার এগুলোতে লিনাক্স ব্যবহৃত হয়ে থাকে।

যারা হ্যাকার রয়েছেন প্রোগ্রামার রয়েছেন তারা লিনাক্স ব্যবহার করে থাকেন। যারা কম্পিউটারে খুব এক্সপার্ট টাইপের লোক যারা আছেন তারা এটি ব্যবহার করে থাকেন।

তার মানে এই নয় যে যে কোন পাবলিক কিংবা সাধারণ পাবলিক এটি ব্যবহার করতে পারবে না।

আপনি যদি একদম বেসিক ইউজার হন অথবা লিনাক্স সম্পর্কে কোনো ধারণা ও থাকে তাহলে আপনি লিনাক্স এর বেশ কিছু অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।

এবং এখানে উইন্ডোজ এর মতই একটা এক্সপেরিয়েন্স পাবেন আপনারা।

আবারো বলি লিনাক্স কোন হার্ড অপারেটিং সিস্টেম না এটা খুবই সহজ শুধুমাত্র আপনি একবার ইনস্টল করে দেখেন তাহলে বুঝতে পারবেন।

►► আরো দেখো: ৫ টি ইউটিউবে সফল হওয়ার টিপস
►► আরো দেখো: পপুলার কয়েকটি অল্টারনেটিভ পেইড সফটওয়্যার এর ব্যবহার

লিনাক্সে কোন ভাইরাস আছে?

[ads2]

লিনাক্স সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি যে লিরিক্স এর মধ্যে কোন ভাইরাস নেই।

ভাইরাস শুধুমাত্র উইন্ডোজে থাকে এমন একটি ভুল ধারণা আমাদের মধ্যে বেশিরভাগ সময় পরিচালিত হচ্ছে।

আমরা যদি সেই পূর্বের কথা কিংবা ২০০০ সালের কথা বলি তখন লিরিক্স এর মধ্যে কোন ভাইরাস ছিল না।

ওই সময়টাতে লিনাক্স এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, অথবা সবাই লিনাক্স ব্যবহার করত না।

কিন্তু এখন লিনাক্স এত পরিমাণে ছড়িয়ে গিয়েছে বিভিন্ন অরগানাইজেশন আছে যারা শুধুমাত্র লিনাক্স ব্যবহার করে যেহেতু লিনাক্স কমপ্লিটলি ফ্রী একটা অপারেটিং সিস্টেম।

সার্ভার বড় বড় কম্পিউটার সুপার কম্পিউটার প্রাইভেট কম্পিউটারে গুলোতে লিনাক্স ব্যবহার হয়ে থাকে।

হ্যাকারদের দৃষ্টি এখন লিনাক্স এর দিকে চলে এসেছে। হ্যাকাররাও লিনাক্সের জন্য ভাইরাস তৈরি করে থাকে।

বর্তমানে চলমান অনেকেই এর জন্য ভাইরাস তৈরি করে থাকেন। সুতরাং লিনাক্স এর জনপ্রিয়তা যত বেশি বাড়ছে তত এর ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

তবে হ্যাঁ অন্যান্য অপারেটিং সিস্টেম এর চেয়ে লিনাক্স কিন্তু অনেক অনেক বেশি সিকিউর।

কারণ এটি একটি ওপেনসোর্স প্ল্যাটফর্ম, এখানে কমিউনিটির সবাই কন্ট্রিবিউট করতে পারে।

লিনাক্সের অনেক ভাইরাস রয়েছে যার কারণে লিনাক্সেও ব্যবহৃত এন্টিভাইরাস সফটওয়্যার তৈরি হয়েছে।

লিনাক্সে পর্যাপ্ত সফটওয়্যার রয়েছে কি?

আমরা অনেকেই মনে করে থাকি লিনাক্সের পর্যাপ্ত সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন নেই।

এটি কিন্তু কমপ্লিটলি ভুল ধারণা। আমরা উইন্ডোজ কিংবা ম্যাকবুকে যেই যেই সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি তার প্রায় সবগুলোই সফটওয়্যার এখন লিনাক্স ভার্শন এ পাওয়া যায়।

আর যে সফটওয়্যারগুলো লিনাক্স ভার্শন নেই সেগুলোর অল্টারনেটিভ সফটওয়্যার এখন লিনাক্সের জন্য আছে এবং সেগুলো আমরা কম্মনলি যে সফটওয়্যার গুলো ব্যবহার করি অলমোস্ট সেগুলোর মতই কাজ করে।

মজার বিষয় হচ্ছে উইন্ডোজ কিভাবে ম্যাকবুকের মত অধিকাংশ সফটওয়্যার কিনে ব্যবহার করতে হয় না লিনাক্স এর সবগুলো সফটওয়্যার ব্যবহার করা যায়।

এবং ফ্রী ব্যবহারের সুযোগ রয়েছে। এ কারণে উইন্ডোজ কিংবা ম্যাকবুকের চেয়ে লিনাক্স ব্যবহারের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয়।

►► আরো দেখো: ৫ টি ইউটিউবে সফল হওয়ার টিপস
►► আরো দেখো: পপুলার কয়েকটি অল্টারনেটিভ পেইড সফটওয়্যার এর ব্যবহার

[ads1]

লিনাক্সে গেমিং করা যায়?

আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি রয়েছে যে লিনাক্স অপারেটিং-সিস্টেম এর মধ্যে গেমিং করা যায় না। এটা কমপ্লিটলি ভুল একটা ধারণা।

বর্তমানে লিনাক্স অপারেটিং-সিস্টেম এর মধ্যেও গেমিং করা যায় ইজিলি।

কিছুদিন আগেও লিনাক্সে হাই যে গেম গুলো ছিল সেগুলো অতটা ব্যবহারযোগ্য ছিল না।

কিন্তু এখন হার্ডওয়ার কোম্পানিগুলো আস্তে আস্তে লিনাক্সের সাপোর্ট বাড়াচ্ছে লিনাক্সের জন্য ড্রাইভার তৈরি করছে এসপেশালি গ্রাফিক্স কার্ডের কোম্পানি বর্তমানে খুব ভালো লিনাক্স সাপোর্ট দিচ্ছে।

ইতিমধ্যে অনেক গেম ডেভলপার লিনাক্স নিয়ে কাজ শুরু করেছেন।

ডিরেক্টলি লিনাক্সের জন্য গেম তৈরি না করলেও কিছু গেম রয়েছে যেগুলো মডিফাই করে লিনাক্সের জন্য তৈরি করা হচ্ছে।

সুতরাং লিনাক্সের গেমিং সাপোর্ট কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে।

[ads1]

Leave a Comment