SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ : জীবের পরিবেশ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ : জীবের পরিবেশ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।

আগের অধ্যায়গুলো পড়ুন এখানে

১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ
২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু
৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি
৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন
৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময়
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১.সবুজ উদ্ভিদ বায়ু থেকে কোন গ্যাস গ্রহণ করে?
ক. নাইট্রোজেন
● কার্বন ডাইঅক্সাইড
গ. লৌহ
ঘ. পটাশিয়াম

২.সবুজ ও অসবুজ উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে কোথা থেকে?
● মাটি
খ. বায়ু
গ. আবর্জনা
ঘ. মৃত প্রাণী

৩.প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তির আদান-প্রদানকে কী বলে?
ক. খাদ্যজাল
● মিথস্ক্রিয়া
গ. খাদ্যশৃঙ্খল
ঘ. শক্তি প্রবাহ

৪.বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কত ধরনের?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

৫.বাস্তুতন্ত্রের জড় উপাদানকে কত ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৬.উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি?
ক. জড় বস্তু
খ. তাপমাত্রা
● জৈব বস্ত
ঘ. অজৈব বস্তু

৭.মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কী বলে?
ক. সার
● হিউমাস
গ. গ্লুকোজ
ঘ. ভৌত বস্তু

৮.বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কোনগুলো?
ক. সূর্যালোক
● জীবকুল
গ. তাপমাত্রা
ঘ. খনিজ লবণ

৯.বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক?
ক. মাটি
খ. ব্যাকটেরিয়া
● সবুজ উদ্ভিদ
ঘ. সূর্যালোক

১০.সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কোনটি ত্যাগ করে?
ক. কার্বন ডাইঅক্সাইড
● অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১১.সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে?
ক. স্নেহ
খ. আমিষ
● শর্করা
ঘ. খনিজ লবণ

১২.সবুজ উদ্ভিদগুলোকে কী বলা যায়?
● স্বভোজী
খ. পরভোজী
গ. তৃণভোজী
ঘ. মৃতভোজী

১৩.জীবজগতের শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেনের বড় অংশ কোন প্রক্রিয়া থেকে আসে?
ক. শ্বসন
● সালোকসংশ্লেষণ
গ. ব্যাপন
ঘ. প্রস্বেদন

১৪.পুরো প্রাণিজগত শর্করাজাতীয় খাদ্যের জন্য কোন প্রক্রিয়ার উপর নির্ভরশীল?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. ফটোফসফোরাইলেশন
● সালোকসংশ্লেষণ

১৫.যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্যগ্রহণ করে তাদেরকে কী বলা হয়?
ক. মাংসাশী
খ. স্বভোজী
গ. পরজীবী
● তৃণভোজী

১৬.তৃণভোজী প্রাণীরা কোন শ্রেণির খাদক?
● প্রথম শ্রেণির খাদক
খ. দ্বিতীয় শ্রেণির খাদক
গ. তৃতীয় শ্রেণির খাদক
ঘ. সর্বোচ্চ শ্রেণির খাদক

১৭.কোনটি প্রথম শ্রেণির খাদক?
ক. ব্যাঙ
খ. সাপ
● ঘাসফড়িং
ঘ. গুঁইসাপ

১৮.প্রথম স্তরের খাদক কী খেয়ে বেঁচে থাকে?
ক. বড় মাংসাশী প্রাণী
খ. মাংসাশী প্রাণী
● উদ্ভিদের বিভিন্ন অংশ
ঘ. তৃণ ও ক্ষুদ্র মাংসাশী প্রাণী

১৯.কোনটি তৃতীয় স্তরের খাদক?
ক. ব্যাঙ
খ. শিয়াল
● সাপ
ঘ. মুরগি

২০.কোনটি জীবিত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস খেতে বেশি পছন্দ করে?
● শিয়াল
খ. বাঘ
গ. কুমির
ঘ. চিল

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

২১.নিচের কোনটি বিয়োজক?
ক. মস
খ. শৈবাল
গ. ফার্ন
● ব্যাকটেরিয়া

২২.নিচের কোনটি পুকুরের সজীব উপাদান?
ক. পানি
খ. জৈব পদার্থ
গ. সূর্যালোক
● উৎপাদক

২৩.পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কী বলে?
● প্লাংকটন
খ. বিয়োজক
গ. পরিবর্তক
ঘ. ট্রান্সফরমার

২৪.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে কোনটি?
ক. বিয়োজক
খ. তৃণভোজী
গ. জুপ্ল্যাংকটন
● ফাইটোপ্ল্যাংকটন

২৫.ফাইটোপ্ল্যাংকটনকে কী বলে?
● উৎপাদক
খ. বিয়োজক
গ. পরিবর্তক
ঘ. খাদক

২৬.কোন স্তরের খাদক উৎপাদককে খেয়ে বেঁচে থাকে?
● প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

২৭.পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কী বলে?
● জুপ্ল্যাংকটন
খ. প্ল্যাংকটন
গ. ফাইটোপ্ল্যাংকটন
ঘ. বিয়োজক

২৮.কোনটি প্রথম স্তরের খাদক?
ক. ব্যাঙ
● মশার শূককীট
গ. ছোট মাছ
ঘ. জলজ শৈবাল

২৯.কোন স্তরের খাদক প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে?
● দ্বিতীয় স্তরের খাদক
খ. বিয়োজক
গ. তৃতীয় স্তরের খাদক
ঘ. ধাঙর

৩০.জলজ পতঙ্গ কোন স্তরের খাদক?
ক. বিয়োজক
খ. উৎপাদক
গ. প্রথম স্তরের খাদক
● দ্বিতীয় স্তরের খাদক

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৩১.পুকুরে তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক. ব্যাঙ
খ. ছোট মাছ
● শোল
ঘ. জলজ পতঙ্গ

৩২.পুকুরের বাস্তুসংস্থানে ভেটকি মাছ কী?
ক. বিয়োজক
খ. দ্বিতীয় স্তরের খাদক
গ. প্রথম স্তরের খাদক
● তৃতীয় স্তরের খাদক

৩৩. মৃত প্রাণীদের পচনে সহায়তা করে কোনটি?
ক. ধাঙর
খ. মাংসাশী
● বিয়োজক
ঘ. তৃণভোজী

৩৪. বিয়োজক দ্বারা বিয়োজিত উপাদান পুনরায় ব্যবহার করে
নিচের কোনটি?
● উৎপাদক
খ. তৃণভোজী
গ. ধাঙড়
ঘ. জুপ্ল্যাংকটন

৩৫. পুকুরে বিয়োজকের কাজ করে কোনটি?
ক. জুপ্ল্যাংকটন
খ. ফাইটোপ্ল্যাংকটন
● ব্যাকটেরিয়া
ঘ. ছোট মাছ

৩৬. পুকুরের বাস্তুসংস্থানে কোন জীবটি উৎপাদকে ব্যবহার
উপযোগী জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি করে?
● ছত্রাক
খ. শৈবাল
গ. প্ল্যাংকটন
ঘ. জুয়োপ্ল্যাংকটন

৩৭. খাদ্যের জন্য তৃণভোজী ও মাংসাশীরা কার উপর
নির্ভরশীল?
ক. বিয়োজক
খ. ধাঙর
● উৎপাদক
ঘ. ছত্রাক

৩৮. খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কী বলে?
ক. খাদ্যজাল
● খাদ্যশিকল
গ. শক্তির পিরামিড
ঘ. শক্তির প্রবাহ

৩৯. নিচের কোনটি সর্বোচ্চ খাদক?
ক. শামুক
খ. ব্যাঙ
গ. সাপ
● গুইসাপ

৪০.খাদ্যশিকল কত প্রকার?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৪১.কোন খাদ্য শিকলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকে?
● শিকারজীবী খাদ্যশিকলে
খ. মৃতজীবী খাদ্যশিকলে
গ. পরজীবী খাদ্যশিকলে
ঘ. মিথোজীবী খাদ্যশিকলে

৪২.নিচের কোনটি শিকারজীবী খাদ্যশৃঙ্খল?
ক. ঘাস → গরু → মানুষ
খ. মানুষ→ মশা → কেঁচো
গ. কমৃতদেহ → ছত্রাক → কেঁচো
● ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ সাপ → গুইসাপ

৪৩.সম্পূর্ণ খাদ্যশিকল কোনটি?
● শিকারজীবী খাদ্যশিকল
খ. মিথোজীবী খাদ্যশিকল
গ. মৃতজীবী খাদ্যশিকল
ঘ. পরজীবী খাদ্যশিকল

৪৪.কোন খাদ্যশিকলে নিজেদের চেয়ে বড় আকারের পোষকদেহ থেকে খাদ্য গৃহীত হয়?
ক. শিকারজীবী খাদ্যশিকলে
খ. মৃতজীবী খাদ্যশিকলে
● পরজীবী খাদ্যশিকলে
ঘ. মিথোজীবী খাদ্যশিকলে

৪৫.নিচের কোনটি পরজীবী খাদ্যশিকল?
ক. ঘাস → হরিণ→বাঘ
খ. ঘাসফড়িং→ ব্যাঙ→সাপ
গ. মৃতদেহ→ ছত্রাক→কেঁচো
● মানুষ → মশা→ ডেঙ্গু→ ভাইরাস

৪৬.জীবের মৃতদেহ থেকে শুরু হয় কোন খাদ্যশিকল?
ক. পরজীবী খাদ্যশিকল
● মৃতজীবী খাদ্যশিকল
গ. শিকারজীবী খাদ্যশিকল
ঘ. পরভোজী খাদ্যশিকল

৪৭.পরজীবি ও মৃতজীবী ধরন কোনটি?
ক. সম্পূর্ণ
খ. সম্পূরক
● অসম্পূর্ণ
ঘ. পরিপূরক

৪৮. কয়েকটি খাদ্যশিকল একত্রিত হয়ে গঠন করে নিচের
কোনটি?
ক. পুষ্টিজাল
খ. পুষ্টি প্রবাহ
গ. শক্তি প্রবাহ
● খাদ্যজাল

৪৯.সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুতে গ্রহণ করে কোনটি?
ক. জৈব বস্তু
● অজৈব বস্তু
গ. জীব উপাদান
ঘ. হিউমাস

৫০.পুষ্টিদ্রব্যের চক্রাকার প্রবাহকে কী বলা হয়?
● পুষ্টিপ্রবাহ
খ. খাদ্যশিকল
গ. খাদ্যজান
ঘ. পুষ্টিজাল

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৫১.বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী?
ক. মাটি
● সূর্য
গ. পানি
ঘ. উৎপাদক

৫২.উদ্ভিদ সৌর শক্তিকে কোন শক্তি হিসেবে শর্করায় মজুদ করে?
ক. যান্ত্রিক
খ. আণবিক
● রাসায়নিক
ঘ. তাপ

৫৩. খাদ্যশৃঙ্খলে খাদ্যস্তরের সংখ্যা কমালে কোনটি ঘটে?
ক. শক্তির অপচয় ঘটে
খ. শক্তি অপরিবর্তিত থাকে
● শক্তির অপচয় কমে
ঘ. অধিক শক্তি উৎপন্ন হয়

৫৪.খাদ্যশিকলের প্রতিটি স্তরকে কী বলে?
ক. শক্তি প্রবাহ
● ট্রফিক লেভেল
গ. বায়োমাসের পিরামিড
ঘ. শক্তি পিরামিড

৫৫. বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে
কোনটি?
● উৎপাদক
খ. মাংসাশী
গ. তৃণভোজী
ঘ. বিয়োজক

৫৬. শক্তি পিরামিডে চুড়ান্ত খাদকের অবস্থান কোথায়?
ক. সবার নিচে
খ. মাঝামাঝি
● সবার উপরে
ঘ. ভূমিতে

৫৭. এক ট্রফিক লেভেল হতে অন্য ট্রফিক লেভেলে কত
শতাংশ শক্তি কমে যায়?
ক. ১০
খ. ২০
গ. ৩০
● ৯০

৫৮. বাস্তুতন্ত্রের কোন উপাদানে শক্তির পরিমাণ বেশি থাকে?
● উৎপাদক
খ. তৃণভোজী খাদক
গ. মাংসাশী খাদক
ঘ. বিয়োজক

৫৯. খাদ্যশিকলে কোন ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ
সবচেয়ে বেশি?
ক. দ্বিতীয় ট্রফিক লেভেল
খ. তৃতীয় ট্রফিক লেভেল
● সর্বনিম্ন ট্রফিক লেভেল
ঘ. সর্বোচ্চ ট্রফিক লেভেল

৬০.কোন ট্রফিক লেভেলে এসে শক্তির পরিমাণ সবচেয়ে কমে যায়?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. একক
● তৃতীয়

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৬১.খাদ্যশিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে কী বলে?
ক. শক্তি প্রবাহ
খ. ট্রফিক লেভেল
● শক্তি পিরামিড
ঘ. পুষ্টি প্রবাহ

৬২.নিচের কোনটি দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি?
ক. মাংসাশী
খ. উৎপাদক
● তৃণভোজী
ঘ. বিয়োজক

৬৩. সর্বোচ্চ ট্রফিক লেভেলের উদাহরণ কোনটি?
ক. উৎপাদক
খ. তৃণভোজী খাদক
গ. নিম্নস্তরের মাংসাশী খাদক
● উচ্চস্তরের মাংসাশী খাদক

৬৪.সবুজ উদ্ভিদের উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে নিচের কোনটিতে পৌঁছে?
ক. মাংসাশী
খ. বিয়োজক
● তৃণভোজী
ঘ. পুষ্টিভাণ্ডার

৬৫. দ্বিতীয় স্তরের খাদকদের দেহ গড়ে ওঠে কোনটির
রাসায়নিক শক্তির প্রভাবে?
ক. উৎপাদক
খ. পরিবর্তক
● প্রথম স্তরের খাদক
ঘ. বিয়োজক

৬৬. কোন খাদ্যশিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়?
ক. শাকসবজি → মানুষ
খ. সবুজ উদ্ভিদ → খরগোশ → বাঘ
গ. সবুজ উদ্ভিদ → হরিণ → মানুষ → বাঘ
● সবুজ উদ্ভিদ → পতঙ্গ ব্যাঙ → সাপ → ময়ূর

৬৭. এখন পর্যন্ত প্রায় কত লক্ষ প্রাণী প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
ক. প্রায় ৪
খ. প্রায় ৫
গ. প্রায় ১৩
● প্রায় ১৪

৬৮. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাকে কী বলে?
● জীববৈচিত্র্য
খ. জীবপ্রাচুর্য
গ. জীব সম্প্রদায়
ঘ. জীব পরিবার

৬৯. জীববৈচিত্র্যকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ

৭০.পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যা বলতে কোনটি বোঝায়?
● প্রজাতিগত বৈচিত্র্য
খ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
গ. বংশগতীয় বৈচিত্র্য
ঘ. বাসস্থানিক বৈচিত্র্য

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৭১.জিনের গঠন ও বিন্যাসের কারণে সৃষ্ট বৈচিত্র্য কোনটি?
● বংশগতীয় বৈচিত্র্য
খ. প্রজাতিগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ. অবস্থানগত বৈচিত্র্য

৭২.পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবে কোন ধরনের বৈচিত্র্য দেখা যায়?
ক. প্রজাতিগত বৈচিত্র্য
● বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
গ. বংশগতীয় বৈচিত্র্য
ঘ. অবস্থানগত বৈচিত্র্য

৭৩. চেসাপিক উপকূল কোথায় অবস্থিত?
ক. জার্মানিতে
খ. কানাডায়
গ. যুক্তরাজ্যে
● যুক্তরাষ্ট্রে

৭৪.সমুদ্র উপকূলের পানি পরিশুদ্ধ করতে পারে কে?
ক. শামুক
● ঝিনুক
গ. প্রবাল
ঘ. কাঁকড়া

৭৫. বর্তমানে যুক্তরাষ্ট্রে বিলুপ্ত ঝিনুকের পরিমাণ কত?
ক. ৫৬ ভাগ
খ. ৭৮ ভাগ
গ. ৯০ ভাগ
● ৯৯ ভাগ

৭৬. ব্যাঙের একদিনের গৃহীত খাদ্যের পরিমাণ?
ক. তার ওজনের বেশি
খ. তার ওজনের কম
● তার ওজনের সমান
ঘ. তার ওজনের অর্ধেক

৭৭. পাখিদের প্রধান খাদ্য কী?
● কীটপতঙ্গ
খ. গম
গ. পেয়ারা
ঘ. ধান

৭৮. একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর হজম করতে
পারে?
ক. ১
● ৩
গ. ৫
ঘ. ৭

৭৯. সপুষ্পক উদ্ভিদ পর-পরাগায়নের জন্য কোনটির উপর নির্ভরশীল?
ক. পাখির উপর
খ. বায়ুর উপর
● কীটপতঙ্গের উপর
ঘ. পানির উপর

৮০. সপুষ্পক উদ্ভিদ বীজ বিতরণের জন্য কোনটির উপর নির্ভরশীল?
ক. বায়ুর উপর
● পশু-পাখির উপর
গ. পানির উপর
ঘ. কীটপতঙ্গের উপর

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৮১.সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
ক. H₂
খ. CO₂
গ. N2
● O2

৮২. গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
ক. কমেনসেলিজম
খ. মিউচুয়ালিজম
গ. কম্পিটিশন
● সিমবায়োসিস

৮৩. সিমবায়োসিস দ্বারা সহঅবস্থানকারী জীবদের মধ্যে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে কী বলে?
ক. বাস্তুক্রিয়া
● মিথস্ক্রিয়া
গ. সম্যক ক্রিয়া
ঘ. প্রতিসাম্য ক্রিয়া

৮৪. গাছপালা ও প্রাণীদের মধ্য জৈবিক সম্পর্কযুক্ত জীবগুলোকে কী বলে?
ক. প্যারাসাইট
খ. প্রিডেটর
গ. কম্পেটিটর
● সিমবায়োন্টস্

৮৫. নিচের কোন সহযোগীদ্বয় লাইকেন গঠন করে?
● শৈবাল ও ছত্রাক
খ. ভাইরাস ও ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ও ভাইরাস
ঘ. ব্যাকটেরিয়া ও ছত্রাক

৮৬. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদকে কোনটি সরবরাহ করে?
ক. অক্সিজেন
খ. শর্করা
● নাইট্রোজেন
ঘ. ক্যালসিয়াম

৮৭. নডিউল বাতাস থেকে কোনটি সরাসরি গ্রহণ করে?
● নাইট্রোজেন
খ. সালফার
গ. পটাশিয়াম
ঘ. ফসফরা

৮৮. ধনাত্মক আন্তঃক্রিয়া কয় ভাগে বিভক্ত?
ক. এক
● দুই
গ. তিন
ঘ. চার

৮৯. হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে?
ক. পান
খ. ছত্রাক
গ. শৈবাল
● স্বর্ণলতা

৯০.কাকের বাসায় ডিম পাড়ে কোন পাখি?
ক. কাকাতুয়া
খ. চিল
● কোকিল
ঘ. চড়ুই

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

৯১.একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বিকাশ বাধাপ্রাপ্ত হলে ঐ সম্পর্ককে কী বলে?
ক. মিউচুয়ালিজম
খ. কমেনসেলিজম
গ. কম্পিটিশন
● অ্যান্টিবায়োসিস

৯২. জীববৈচিত্র্যের অতীব জরুরি আধার কোনটি?
● পাহাড়
খ. পশুপাখি
গ. কীটপতঙ্গ
ঘ. বায়ুমণ্ডল

৯৩. বনাঞ্চল ধ্বংস হলে কোনটি ঘটে?
ক. বৃষ্টিপাতের হার বাড়ে
খ. সমুদ্রের উচ্চতা কমে
● বৃষ্টিপাতের হার কমে
ঘ. সমুদ্রের উচ্চতা বাড়ে

৯৪.কোনটি প্রিনহাউস গ্যাস?
ক. H₂
খ. CH3
● CO
ঘ. NO2

৯৫. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে?
● তাপমাত্রা বৃদ্ধি পায়
খ. তাপমাত্রা হ্রাস পায়
গ. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কমে
ঘ. গাছের পাতা ঝরে যায়

৯৬. গ্রিনহাউসের প্রভাবে সুমদ্রের কোন পরিবর্তন ঘটে?
ক. পানির উচ্চতা কমে
● পানি উচ্চতা বাড়ে
গ. পানির উচ্চতা অপরিবর্তিত থাকে
ঘ. পানির রং বদলায়

৯৭. প্রতিদিনে যে পরিমাণ গাছ কাটা হয় তার কত অংশ লাগানোর ব্যবস্থা রাখতে হবে?
ক. অর্ধেক
● দ্বিগুণ
গ. সমান
ঘ. চারগুণ

৯৮. পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ক. রাস্তাঘাটের উন্নয়ন
● বৃক্ষায়ন
গ. শিল্পায়ন
ঘ. বৃক্ষ নিধন

৯৯. জ্বালানি শক্তি হিসেবে কাঠের পরিবর্তে কোনটি ব্যবহার করতে হবে?
● সৌরশক্তি
খ. কয়লা
গ. তেল
ঘ. গ্যাস

১০০. কোনটি মাটির অধিকতর উপকারি উপাদান?
● জৈব সার
খ. পটাসিয়াম
গ. কীটনাশক
ঘ. রাসায়নিক সার

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১০১. কোন গ্যাসটি পরিবেশের জন্য অধিকতর অপকারি?
● মিথেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন

১০২. প্রথম শ্রেণির খাদক কোনটি?
ক. বাঘ
খ. সাপ
গ. শিয়াল
● হরিণ

১০৩. ছাগল কোন শ্রেণির খাদক?
ক. সর্বোচ্চ
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
● প্রথম

১০৪. উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি?
ক. অণুজীব
খ. পরভোজী
● স্বভোজী

ঘ. মৃতভোজী
১০৫. ব্যাঙ কোন স্তরের খাদক?
ক. প্রথম
● দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. সর্বোচ্চ

১০৬. প্রকৃতির ধাঙড় বলে কোন গুচ্ছের প্রাণীদের?
ক. ব্যাঙ, শিয়াল, বাঘ
খ. সাপ, ময়ূর, বাঘ
● শকুন, শিয়াল, হায়েনা
ঘ. শামুক, চিংড়ি, বক

১০৭. কোনটি তৃতীয় শ্রেণির খাদক?
ক. হরিণ
খ. ব্যাঙ
গ. গরু
● শকুন

১০৮. পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদক
খ. ১ম
● ২য়
ঘ. ৩য়

১০৯. দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক. রুই
● চিংড়ি
গ. বোয়াল
ঘ. কাতল

১১০. কোনটি প্রথম স্তরের খাদক?
ক. ছোট মাছ
খ. জুপ্ল্যাংকটন
গ. ফাইটোপ্ল্যাংকটন
● ব্যাঙ

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১১১. পরজীবী ও মৃতজীবী খাদ্যশিকল সব সময়ই অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে?
● উৎপাদক
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. জুপ্ল্যাংকটন

১১২. খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কতভাগ শক্তি কমে আসে?
ক. ৫০-৬০
খ. ৬০-৭০
গ. ৭০-৮০
● ৮০-৯০

১১৩. মিউচুয়ালিজমে সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. একজন উপকৃত হয়
● উভয়েই উপকৃত হয়
গ. উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
ঘ. একজন উপকৃত ও অন্যজন অপকৃত হয়

১৩১. বাস্তুতন্ত্র-
ⅰ. জীব, জড় ও ভৌত পরিবেশ নিয়ে গঠিত
ⅱ. এর উপাদান ৩টি
ⅲ. এর উপাদান ৪টি
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩২. সবুজ ও অসবুজ উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে—
ⅰ. মাটি থেকে
ⅱ. পানি থেকে
ⅲ. বায়ু থেকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. অজৈব বস্তুর উদাহরণ—
ⅰ. ইউরিয়া
ⅱ.পটাশিয়াম
ⅲ. অক্সিজেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল—
ⅰ. অক্সিজেন
ⅱ. জৈব এসিড
ⅲ. কার্বন ডাইঅক্সাইড
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. প্রথম শ্রেণির খাদক হলো—
ⅰ. মুরগি
ⅱ. হরিণ
ⅲ. শিয়াল
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬.জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে
পছন্দ করে—
ⅰ. শকুন
ⅱ. বাঘ
ⅲ. হায়েনা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭. মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে―
ⅰ. ব্যাকটেরিয়া
ⅱ. ছত্রাক
ⅲ. শৈবাল
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১৩৮. পুকুরে খাদ্য উৎপাদন করে—
ⅰ. ছত্রাক
ⅱ. জলজ উদ্ভিদ
ⅲ. সবুজ জলজ শৈবাল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. পুকুরে প্রথম স্তরের খাদকদেরকে ভক্ষণ করে-
ⅰ. ছোট মাছ
ⅱ. মশার শূককীট
ⅲ. ব্যাঙ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪০. পুকুরের বাস্তুসংস্থানে সর্বোচ্চ স্তরের খাদক-
ⅰ. বক
ⅱ. মলা মাছ
ⅲ. ভেটকি মাছ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪১. বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত —
ⅰ. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
ⅱ. পরজীবী খাদ্যশৃঙ্খল
ⅲ. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১৪২. শিকারজীবী খাদ্যশিকলে —
ⅰ. প্রথম স্তর শুরু হয় জীবের মৃতদেহ থেকে
ⅱ. প্রথম স্তরের খাদক আকারে ছোট থাকে
ⅲ. উপরের স্তরের খাদক নিচের স্তরের খাদক শিকার
করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১৪৩. মৃতজীবী খাদ্যশৃঙ্খল—
ⅰ. শুরু হয় ক্ষুদ্রতর পরজীবী থেকে
ⅱ. শুরু হয় মৃতদেহে
ⅲ. অসম্পূর্ণ থাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৪. সর্বদা অসম্পূর্ণ থাকে—
ⅰ. পরজীবী খাদ্যশৃঙ্খল
ⅱ. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
ⅲ. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৫. অনেকগুলো খাদ্যশিকল একত্র হয়ে জালের মত গঠন
তৈরি করে—
ⅰ. জলজ বাস্তুসংস্থানে
ⅱ. স্থলজ বাস্তুসংস্থানে
ⅲ. মরুজ বাস্তুসংস্থানে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৬. সবুজ উদ্ভিদের উৎপাদিত খাদ্যের কিছু অংশ‍-
ⅰ. মাংসাশীরা ভক্ষণ করে
ⅱ. উদ্ভিদ নিজের দেহে জমা করে
ⅲ. উদ্ভিদ নিজের প্রয়োজনে ব্যবহার করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৭. উদ্ভিদে জমা হওয়া শক্তি—
ⅰ. খাদ্যশিকলের মাধ্যমে বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছায়
ⅱ. প্রথম স্তরের খাদক থেকে সরাসরি পরিবেশে পৌঁছায়
ⅲ. বিয়োজকের মাধ্যমে জড় পদার্থ আকারে পরিবেশে
ফিরে যায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৮. জুপ্লাংকটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে –
ⅰ. ছোট মাছ
ⅱ. বড় মাছ
ⅲ. ফাইটোপ্ল্যাংকটন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ

১৪৯. সূর্য থেকে সংগৃহীত শক্তি—
ⅰ. প্রথম ট্রফিক লেভেলে গৃহীত হয়
ⅱ. দ্বিতীয় ট্রফিক লেভেলে কমে যায়
ⅲ. তৃতীয় ট্রফিক লেভেলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৫০. খাদ্যশিকলে শক্তির প্রবাহ্-
ⅰ. সবসময় একমুখী
ⅱ. কখনও কখনও বিপরীতমুখী হয়
ⅲ. এক পর্যায়ে শূন্য হয়ে যায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পরের অধ্যায়
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ১৩ অধ্যায় MCQ শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল PDF গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment