নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন থেকে যাচাইকৃত ১০ টি প্রশ্ন নিচের দিকে তুলে ধরা হয়েছে। পুষ্টি এবং পরিপাক অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কমন পড়ার চান্স রয়েছে, তাই এই প্রশ্নগুলো তুমি নোট করে অথবা সংগ্রহ করে রাখতে পারো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে, নিয়মিত তোমাদের ক্লাসের সব ধরনের সঠিক এবং কমন প্রশ্নগুলো আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। জীববিজ্ঞান বইয়ের সকল MCQ অধ্যায়গুলো ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে MCQ গুলো সংগ্রহ করতে পারো।
লক্ষ্য করলে দেখবে যে নিচে দশটি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর PDF ফাইল এর মধ্যে সংরক্ষিত রয়েছে। PDF ফাইল ডাউনলোড করে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে সবগুলো প্রশ্নের উত্তর।
জীববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০১. রাজিনের বয়স ১৬ বছর, উচ্চতা ১৭০ সে.মি. এবং ওজন ৪৫ কেজি।
ক. মৌলবিপাক শক্তি কাকে বলে?
খ. স্থূলতা হ্রাসে রাফেজের ভূমিকা বুঝিয়ে লেখো।
গ. রাজিনের BMI নির্ণয় করো।
ঘ. রাজিনের শারীরিক অবস্থাকে সুস্বাস্থ্য বলা যায় কী? যুক্তিসহ বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০২.
ক. ক্লোরোসিস কী?
খ. অগ্ন্যাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়?
গ. চিত্রের ‘A’ অঙ্গটি কোন তন্ত্রের অন্তর্গত? উক্ত তন্ত্রের সম্পূর্ণ চিত্র অঙ্কন করে চিহ্নিত করো।
ঘ. চিত্রের ‘A’ অঙ্গটি খাদ্য পরিপাকে কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৩. সাকিব স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার খোলা খাবার খায়। বাড়ি ফিরে তার ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়, যার কারণে সে দুর্বল হয়ে পড়ে। এমতাবস্থায় সে ডাক্তারের পরামর্শ নিল । ডাক্তারের পরামর্শে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে।
ক. অজীর্ণতা কী?
খ. পেরিস্টালসিস প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো
গ. সাকিবের রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা করো।
ঘ. সাকিবকে রোগটি প্রতিকার করতে ডাক্তার কী পরামর্শ দিবেন— বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৪. ১. সমস্যা: গাছের পাতা হলুদ হয়ে যাওয়া; পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যাওয়া। ২. সমাধান: উদ্ভিদে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ।
ক. ম্যাক্রো উপাদান কী?
খ. কাইম কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ১নং সমস্যার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ২নং সমাধানটি মূল্যায়ন করো।
প্রশ্ন- ০৫. মাছ, মাংস, কলিজা ইত্যাদি প্রোটিনের উৎস। অস্ত্র এবং পাকস্থলিতে প্রোটিনের পরিপাক ঘটে। পাকস্থলি ও অস্ত্র পরিপাকতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। পরিপাকতন্ত্রের প্রতি যত্নশীল না হলে অজীর্ণতা, আমাশয় প্রভৃতি শারীরিক অসুবিধা দেখা দিতে পারে।
ক. আলসার কী?
খ. ল্যাকটিয়াল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের শেষের লাইনে উল্লিখিত রোগের ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত খাদ্যের পরিপাক প্রক্রিয়া ও গুরুত্ব বিশ্লেষণ করো।
জীববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০৬.
ক. আত্তীকরণ কী?
খ. আঁশ জাতীয় খাদ্য দেহের জন্য প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের P চিহ্নিত অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম হলে P এবং Q ক্ষতিগ্রস্ত হতে পারে— উক্তিটি বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৭. সুমনার বয়স ২২ বছর। উচ্চতা ১৫৭ সে.মি. ও ওজন ৭০ কেজি।
ক. অভাবজনিত লক্ষণ কাকে বলে?
খ. বাস্তবমুখী মেনু পরিকল্পনার প্রয়োজন কেন?
গ. সুমনার দৈনিক ক্যালরির চাহিদা নির্ণয় করো।
ঘ. সুমনার BMI নির্ণয় করে তার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার উপায় বিশ্লেষণ করো।
প্রশ্ন- ০৮. পলাশের বয়স আট বছর। অনুসারে তার শাররিক ও মানসিক বিকাশ ঘটেনি। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহে তাকে দেখে বললেন যদিও খাদ্যবস্তু পাকস্থলিতে এসে জীব হয়ে পরিপাক হয় কিন্তু রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার গ্রহণের পলাশের এমনটি হচ্ছে। সকলেই এ ব্যাপারে সচেতন না হ ভবিষ্যত প্রজন্ম হুমকির সম্মুখীন হবে।
ক. BMR কী?
খ. সম্পূরক আমিষ বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত অঙ্গটিতে এনজাইমের ক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তার সাহেবের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
জীববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ০৯. একজন সুস্থ মানুষ রুটি বা ভাতের সাথে নিচের তরকারি গ্রহণ করেন-
সকালের নাস্তা |
দুপুরের খাবার | রাতের খাবার |
সবজি, দিম | মাছ বা মাংস,ডাল |
সবজি |
ক. রাফেজ কী?
খ. রক্তশূন্যতা কেন হয়?
গ. দুপুরের খাদ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
ঘ. রাতের খাবারটি আমাদের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
প্রশ্ন- ১০. ফারার মা ফারাকে খাবার ভাল করে দাঁত দিয়ে চিবিয়ে। খেতে বললেন এবং খাওয়ার সময় অতিরিক্ত পানি খেতে নিষেধ করে বললেন অতিরিক্ত এই পানি আমাদের পাকস্থলিতে খাদ্য হজমে ব্যাঘাত ঘটায়।
ক. পুষ্টি কাকে বলে?
খ. কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? ব্যাখ্যা করো।
গ. ফারার মা প্রথমে যে অঙ্গটির কথা উল্লেখ করেছেন তার গঠন ব্যাখ্যা করো।
ঘ. পরিপাকে উদ্দীপকে উল্লিখিত দুটো অঙ্গের কার্যকারিতাই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো।
প্রিয় শিক্ষার্থীরা জীববিজ্ঞান বইয়ের সবগুলো অধ্যায়ের প্রশ্ন আমরা তুলে ধরব। প্রত্যেক অধ্যায় থেকে ১০ টি করে প্রশ্ন এবং উত্তর আমরা তুলে ধরব, তোমরা এখান থেকে সংগ্রহ করে নিবে। আজকে আমরা জীববিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। উপরের লক্ষ্য করলে তোমরা ১০টি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখতে পারো।