কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করব? আমাদের আরও একটি নতুন আর্টিকেল দিয়ে চলে এসেছি আমরা লিসনারি টিম। আমরা আজকে আপনাদের জানাতে চাচ্ছি কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ এর মাধ্যমে “HSC Exam Results 2022” বের করবেন। খুব সহজেই এইচএসসি রেজাল্ট বের করতে পারবেন।
আমাদের অনেকের প্রশ্ন হয়ে থাকে কিভাবে এইচএসসি রেজাল্ট বের করব? মূলত তাদের জন্য আজকে এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।
আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ রেজাল্ট ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আগামী ১৩-ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে।
তাই আপনারা খুব সহজেই কিভাবে আপনার পরীক্ষার রেজাল্ট দেখবেন সে বিষয়ে আমরা আজকে আপনাদের শিখাতে যাচ্ছি।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করো।
অতঃপর তোমার ব্রাউজারের এড্রেসবারে গিয়ে টাইপ করো “www.educationboardresults.gov.bd” অথবা সরাসরি এখানেও কিলিক করে যেতে পারো।
এই লিংকে যাওয়ার পরে নিচের দেখানো স্ক্রীনশটএর মত হুবহু একটা ওয়েবসাইট তোমার সামনে চলে আসবে।
একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে লেখা রয়েছে “Intermediate and Secondary Education Board Bangladesh“এটি হচ্ছে এডুকেশন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২
আর একটু লক্ষ্য করলে নিচের দিকে একটা ফ্রম দেখতে পাবেন মূলত এই ফরমটি ফিলাপ করেই আপনাকে আপনার পরীক্ষার রেজাল্ট বের করতে হবে।
►► আরো দেখো: ওয়েব ডিজাইনারদের গুরুত্ব পূর্ন ৭টি ওয়েবসাইট
►► আরো দেখো: PSD থেকে HTML বাংলা PDF টিপস
Examination: সামনের দিকে ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো সেকশন দেখাবে সেখান থেকে তোমার পরীক্ষার যে সেকশন সেটি সিলেক্ট করো। HSC/Alim আর যারা ভোকেশনাল পরীক্ষা দিয়েছে তারা নিচের অপশন থাকে সিলেক্ট করো। এক্সাম্পল: HSC/Alim
Year: সামনের দিকে ক্লিক করলে তোমার সামনে সবগুলো সাল ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমার পরীক্ষার সাল সিলেক্ট করুন অর্থাৎ তুমি কোন সালে পরীক্ষা দিয়েছে সেটি সিলেক্ট করো। এক্সাম্পল: 2021
Bored: সামনে সিলেট ওয়ান ক্লিক করলে সেখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করতে বলবে। সবগুলো বিভাগ এখানে চলে আসবে এখান থেকে সিলেক্ট করে তোমার যে বোর্ড সেটি ক্লিক করো। এক্সাম্পল: Dhaka
Roll: সামনের দিকে যে ফাঁকা ফ্রম রয়েছে সেখানে তোমার রোল নম্বর টি বসিয়ে দাও। মনে রাখবে রোল নাম্বার টি যেন কোনভাবে ভুল না হয় বারবার চেক করে রোল নাম্বার টি কনফার্ম করে নাও। এক্সাম্পল: 224140
Registration No: লক্ষ্য করলে সামনের দিকে দেখবা একটা ফাঁকা ঘর রয়েছে সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার টি বসিয়ে দাও।
তোমাদের ১০ ডিজিটের রেলস্টেশন নাম্বারটি নির্ভুলভাবে এখানে বসাবে। কোনভাবেই যেন ভুল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এক্সাম্পল: 1717251254
Verification: হয়তো তুমি এটি দেখে ঘাবড়ে গেছে এটি কিভাবে সম্পূর্ণ করতে হবে?
তোমার সামনে হয়তো কিছু সংখ্যা দেখানো হচ্ছে সেটা হতে পারে 2+2= সামনে যে ফাঁকা ঘর রয়েছে তুমি সেখানে লিখে দিবে ‘4’।
অর্থাৎ তোমার সামনে যে সংখ্যা দেখাবে তার ভিত্তিতে তুমি সামনে উত্তর লিখে দিবে কোনভাবেই যেন ভেরিফিকেশন কোড ভুল না হয় খেয়াল রাখতে হবে।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২
Submit: উপরের সবগুলো ঘর সম্পূর্ণ পূরণ হয়ে গেলে নিচের দিকে যে সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এই তোমার রেজাল্ট চলে আসবে।
রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্বে এখান থেকে কেউ রেজাল্ট দেখতে পারবেনা তাই রেজাল্ট প্রকাশিত হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে।
তবে হ্যা কিছু কিছু সময় রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সার্ভার প্রচুর ডাউন হয়ে যায় তখন তোমাকে বারবার চেষ্টা করতে হবে।
বিভিন্ন সময়ে সার্ভার ডাউন থাকার ফলে তোমরা অনেকেই দীর্ঘ সময় চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারো না।
ওয়েবসাইটের মাধ্যমে তাই তোমাদের জন্য আরও একটি সহজ পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কিভাবে তোমরা তোমাদের হাতের যেকোনো ফোন থেকেই মেসেজের মাধ্যমে তোমাদের রেজাল্ট পেতে পারো।
এটি খুবই সহজ একটি পদ্ধতি। মোবাইলের এসএমএসের মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করো।
প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশন টি ওপেন করতে হবে অর্থাৎ যেখান থেকে অন্য কে মেসেজ পাঠানো যায় সেই অপশন টি ওপেন করতে হবে।
এরপরে যেখানে মেসেজ লিখতে হয় সেখানে ক্লিক করতে হবে অতঃপর তোমাকে লিখতে হবে HSC <space> BAR <space> Your HSC Roll <space> 2021 লিখে পাঠিয়ে দিন “16222”
উপরে সিস্টেমটি আপনি না বুঝলে আমি আপনাকে আবারও বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC অতঃপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড নামের প্রথম তিনটি সংখ্যা শিখুন।
যদি আপনার ভোট হয় সিলেট তাহলে লিখুন SYL এরপরে একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখুন,
এরপরে পরীক্ষার সাল লিখুন 2021 এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
►► See also: Bangladesh Police will take 4000 constables
►► See also: Recruitment Circular 2022 in Pran Group
নিচে প্রত্যেকটা বোর্ডের শর্ট নেইম লিখে দেয়া হয়েছে। এটা লক্ষ্য করে আপনার বোর্ড নামের প্রথম তিন অক্ষর মেসেজ অপশনে লিখুন।
কখনোই আপনার বোর্ডের সম্পূর্ণ নেইম মেসেজ অপশনে লিখবেন না তাহলে আপনাকে তারা রেজাল্ট দিতে পারবে না।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২
- Dhaka Education Board = DHA
- Chittagong Board = CHI
- Comilla Board = COM
- Technical Board = TEC
- Madrasah Board = MAD
- Jessore Board = JES
- Rajshahi Board = RAJ
- Sylhet Board = SYL
- Dinajpur Education Board = DIN
- Barisal Education Board = BAR
মেসেজ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনাকে তারা আবার একটা মেসেজ পাঠাবেন যেখানে আপনার রোল সহ বেশ কিছু লেখা উল্লেখিত থাকবে।
মেসেজ পাঠানোর জন্য আপনার ফোনে কিছু টাকা থাকতে হবে।
প্রত্যেকটা মেসেজ পাঠানোর জন্য আপনার ফোন থেকে ২.৫০ পয়সা কেটে নেয়া হবে।