Mujib Borsho Paragraph বাংলা অর্থসহ (PDF)

Dear friends, we must write a Paragraph on many subjects in the exam. Today we have brought for you “ Mujib Borsho Paragraph “

On the occasion of the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The Government of the People’s Republic of Bangladesh declared the year 2020-2021 as Mujib Year. Mujib year is being celebrated from 17th March 2020. The celebration ended on 31 March 2022. Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman was born on March 17, 1920 in Tungipara, Gopalganj. He received primary and secondary education in Gopalganj. Later he got admission in Calcutta Islamic College and obtained his degree.

In 1947, the Indian subcontinent was divided into two parts. One is India and the other is Pakistan.  There our current Bangladesh is notice to as East Pakistan. Then our people of East Pakistan were being oppressed by the rulers of West Pakistan. Father of the nation Bangabandhu protested against it. On March 7, 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman gave a historic speech to millions of people. encouraging the people of East Pakistan to fight for their liberation. This was the turning point in the people’s interest for ultimate freedom from the West Pakistani oppressors. After nine months of bloody fighting against the Pakistani military, Bangladesh achieved victory.

Mujib Borsho Paragraph

On August 15, 1975, Father of the Nation Bangabandhu was kill with his family. Which was a dark chapter in the history of Bangladesh. The Government of the People’s Republic of Bangladesh declared the 100th birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman as Mujib year. 100 renowned artists of Bangladesh performed the theme song of “Mujib Barsha” along with Bangabandhu’s youngest daughter Sheikh Rehana. He then recited the poem ‘Baba’ written by his elder sister Sheikh Hasina, The Honorable Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh. Along with us, UNESCO has also celebrated Mujib Borsho worldwide.

►► Water Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Drug Addiction Paragraph বাংলা অর্থসহ (PDF)

Mujib Borsho Paragraph বাংলা অর্থসহ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। ১৭ মার্চ ২০২০ থেকে মুজিববর্ষ পালিত হচ্ছে। উদযাপন শেষ হয় ৩১ মার্চ ২০২২ তারিখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি গোপালগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন। পরে তিনি কলকাতা ইসলামিক কলেজে ভর্তি হন এবং ডিগ্রি লাভ করেন।

১৯৪৭ সালে, ভারতীয় উপমহাদেশ দুটি ভাগে বিভক্ত হয়। একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। সেখানে আমাদের বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে চিহ্নিত করা হয়। তখন আমাদের পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা নির্যাতিত হচ্ছিল। জাতির জনক বঙ্গবন্ধু এর প্রতিবাদ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ লাখো মানুষের উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তানের জনগণকে তাদের মুক্তির জন্য লড়াই করতে উৎসাহিত করা। এটি ছিল পশ্চিম পাকিস্তানি অত্যাচারীদের থেকে চূড়ান্ত মুক্তির জন্য জনগণের আগ্রহের টার্নিং পয়েন্ট। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর বাংলাদেশ বিজয় অর্জন করে।

Mujib Borsho Paragraph

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সঙ্গে ‘মুজিব বর্ষ’-এর থিম সং পরিবেশন করেন বাংলাদেশের ১০০ জন স্বনামধন্য শিল্পী। এরপর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘বাবা’ কবিতাটি আবৃত্তি করেন। আমাদের পাশাপাশি ইউনেস্কোও বিশ্বব্যাপী মুজিববর্ষ উদযাপন করেছে।

PDF Download

►► Natural Calamities Paragraph বাংলা অর্থসহ (PDF)
►► Our National Flag Paragraph বাংলা অর্থসহ (PDF)

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরো প্যারাগ্রাফ পেতে আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

2 thoughts on “Mujib Borsho Paragraph বাংলা অর্থসহ (PDF)”

Leave a Comment