SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ : বিপনন

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা কমার্স বিভাগ পরীক্ষার্থীদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ : বিপনন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন দেখেছি। সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।

নবম অধ্যায়ের সিলেবাস :

  • বিপণনের ধারণা
  • বিপণনের
  • বন্টনপ্রণালির ধারণা, বন্টনপ্রণালি ও বিভিন্ন পণ্যের বিবণন বর্ণনা কতে পারবে
  • বিজ্ঞাপনের ধারণা
  • বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম
  • বিজ্ঞাপনের গুরুত্ব
  • বিক্রয়িকতার ধারণা এবং আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী

এই অধ্যায়টি অনুশীলন করে আমারা যা যা করতে পারব :

  • বিপণনের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিপণনের কার্যাবলি ব্যাখা করতে পারব।
  • বন্টনপ্রণালির ধারণা, বন্টনপ্রণালি ও বিভিন্ন পণ্যের বিপণন সম্পর্কে বর্ণনা করতে পারব।
  • বিজ্ঞাপনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ব্যাখ্যা করতে পারব।
  • বিজ্ঞাপনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • বিক্রয়িকতার ধারণা এবং আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী বর্ণনা করতে পারব।

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

০১. বিপণনের অন্যতম কাজ কী?
ক. বিক্রয়
● ক্রয়
গ. গুদানজাতকরণ
ঘ. পরিবহন

০২. কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়?
ক. সার, বীজ, কীটনাশক
খ. ধান, চাল, আলু
● ধান, ফলমূল, সবজি
ঘ. ধান, পাট, সরিষা

০৩. বিপণনের অন্যতম কাজ কোনটি?
ক. পরিবহন
● ক্রয়
গ. বিক্রয়
ঘ. মোড়কিকরণ

০৪. বিজ্ঞাপন দেওয়া হয় কেন?
ক. উদ্যোক্তা তৈরি করার জন্য
খ. পণ্যের মূল্য বৃদ্ধির জন্য
● ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য
ঘ. পণ্যের বাজার জানার জন্য

০৫. “ধৈর্যশীলতা” একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক. ব্যক্তিগত
খ. নৈতিক
● মানসিক
ঘ. শারীরিক

০৬. এক স্থানের উৎপাদিত পণ্যদ্রব্যাদি কিসের ফলে অন্য স্থানের লোকেরা ভোগ করতে পারে?
● স্থানান্তরের
খ. মজুদকরণের
গ. তথ্য সংগ্রহের
ঘ. প্রচারের

০৭. পণ্যের চাহিদা ও যোগানর মধ্যে ভারসাম্যের ফলে কী সৃষ্টি হয়?
● দামের স্থিতিশীলতা
খ. সেবার স্থিতিশীলতা
গ. পণ্যের স্থিতিশীলতা
ঘ. উৎপাদনে স্থিতিশীলতা

০৮. মার্জিত ব্যবহার আদর্শ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক. ব্যবসায়িক
খ. শারীরিক
● নৈতিক
ঘ. মানসিক

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

০৯. বিপণনের প্রধান কাজ কয়টি?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৭টি
● ৯টি

১০. ক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?
ক. কালগত
● মালিকানাগত
গ. স্থানগত
ঘ. জ্ঞানগত

১১. বিপণন গবেষণার মূল বিষয়-
ক. বিজ্ঞাপন
● ভোক্তার সন্তুষ্টি
গ. দ্রব্য উৎপাদন
ঘ. অর্থসংস্থান

১২. বিক্রয় কাজ সহজ হয় কোনটির মাধ্যমে?
ক. বিজ্ঞাপন
খ. পরিবহন
● পর্যায়িতকরণ
ঘ. প্রমিতকরণ

১৩. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. মূল্যগত
● কালগত
গ. স্বত্বগত
ঘ. স্থানগত

১৪. পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
ক. শিল্পের মাধ্যমে
খ. ক্রয়ের মাধ্যমে
● বিক্রয়ের মাধ্যমে
ঘ. উৎপাদনের মাধ্যমে

১৫. উৎপাদক ও ভোক্তার সেতুবন্ধ রচনা করে?
ক. উৎপাদক
● বিপণন
গ. বিজ্ঞাপন
ঘ. গুদামজাতকরণ

১৬. বিপণন যে ধরণের উপযোগ সৃষ্টি করে তা হলো-
ⅰ. মালিকানাগত
ⅱ. স্থানগত
ⅲ. সময়গত
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

১৭. পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কী বলে?
ক. লেনদেন
খ. স্বত্ব হস্তান্তর
● বিপণন
ঘ. স্বত্ব অধিকার

১৮. বিপণনের অপর নাম কী?
ক. বিক্রয়
খ. ক্রয় বিক্রয়
গ. উৎপাদন
● বাজারজাতকরণ

১৯. আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি কোনটি?
ক. ধৈর্যশীলতা
খ. আত্মবিশ্বাস
● জেন্ডার সচেতনতা
ঘ. আন্তরিকতা

২০. বিজ্ঞাপনের প্রধান মাধ্যম কোনটি?
ক. রেডিও
খ. টেলিভিশন
● সংবাদপত্র
ঘ. চলচ্চিত্র

২১. কোনটি সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন?
ক. চলচ্চিত্র
খ. সংবাদপত্র
গ. নিয়ন আলো
● TV

২২. কাদের জন্য পণ্যদ্রব্য উৎপাদন করা হয়?
ক. খুচরা বিক্রেতার জন্য
খ. পাইকারি বিক্রেতার জন্য
গ. মালিকের ব্যবহারের জন্য
● ভোক্তাদের জন্য

২৩. কীভাবে উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে পৌঁছানো হয়?
ক. অর্থায়নের মাধ্যমে
● বিপণনের মাধ্যমে
গ. উৎপাদনের মাধ্যমে
ঘ. জনপ্রতিনিধিদের মাধ্যমে

২৪. বিপণনের আওতায় পড়ে-
ⅰ. প্রমিতকরণ
ⅱ. পর্যায়িতকরণ
ⅲ. অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

২৫. কার্যকর বিপণন সহায়তা করে-
ক. কর বৃদ্ধিতে
খ. মুনাফা হ্রাসে
● উৎপাদন বৃদ্ধিতে
ঘ. সিন্ডিকেট বৃদ্ধিতে

২৬. ভোক্তাগণ কিসের মাধ্যমে মানসম্মত পণ্য পেয়ে থাকে?
ক. পরবহন
খ. পর্যায়িতকরণ
গ. প্রমিতকরণ
● বিপণন

২৭. পণ্য উৎপাদনের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. বিক্রয় করা
খ. সংরক্ষণ করা
● ভোগ করা
ঘ. সঞ্চয় করা

২৮. বিপণনের উন্নয়নের ফলে কোনটি সৃষ্টি হয়?
ক. বাণিজ্য
খ. আমদানি
গ. ব্যবসায়
● কর্মসংস্থান

২৯. বিপণনের অন্যতম কাজ কী?
ক. বিক্রয়
খ. পর্যায়িতকরণ
● ক্রয়
ঘ. প্রমিতকরণ

৩০. কে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে?
ক. দালাল
খ. ফড়িয়া
গ. সরবরাহকারী
● মধ্যস্থ ব্যবসায়ী

৩১. উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন রচনা করে কী?
ক. উৎপাদন
● বিপণন
গ. বিজ্ঞাপন
ঘ. গুদামজাতকরণ

৩২. গুদামজাতকরণ কী ধরনের বাধা দূর করে?
● সময়গত
খ. ঝুঁকিগত
গ. স্থানগত
ঘ. তথ্যগত

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৩৩. পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়?
● ক্রয়ের মাধ্যমে
খ. বিক্রয়ের মাধ্যমে
গ. বিজ্ঞাপনের মাধ্যমে
ঘ. রপ্তানির মাধ্যমে

৩৪. বিপণন সহায়তা করে-
ⅰ. ভোগ বৃদ্ধিতে
ⅱ. স্থানগত উপযোগ সৃষ্টিতে
ⅲ. রুপগ উপযোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৩৫. বিপণনের ফলে ক্রেতা পণ্যের কী লাভ করে?
ক. পেটেন্ট
খ. ঝুঁকি
● স্বত্ব
ঘ. লাইসেন্স

৩৬. পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
ক. বিজ্ঞাপনের মাধ্যমে
খ. ক্রয়ের মাধ্যমে
● বিক্রয়ের মাধ্যমে
ঘ. উৎপাদনের মাধ্যমে

৩৭. বিপণন প্রক্রিয়ার পরিবহন কোন উপযোগ তৈরি করে?
ক. সময়গত
খ. জ্ঞান সংক্রান্ত
● স্থানগত
ঘ. স্বত্বগত

৩৮. বিদেশি পণ্যসামগ্রী আমরা কিসের মাধ্যমে ব্যবহার করতে পারছি?
ক. প্রমিতকরণ
● পরিবহন
গ. সু-সম্পর্ক
ঘ. মোড়কিকরণ

৩৯. চীনের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী আমরা কিসের ফলে ব্যবহার করতে পারছি?
ক. রপ্তানিকরণের
● পরিবহনের
গ. বিজ্ঞাপনের
ঘ. পর্যায়িতকরণ

৪০. কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়?
ক. ক্রয়-বিক্রয়ের ফলে
খ. পরিবহনের ফলে
● গুদামজাতকরণের ফলে
ঘ. বিমাকরণের ফলে

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৪১. শীতকালে উৎপাদিত গোল আলু সারা বছরব্যাপী সরবরাহের জন্যে কোন কাজটি করতে হবে?
ক. প্রক্রিয়াজাতকরণ
খ. প্রমিতকীকরণ
● গুদামজাতকরণ
ঘ. পর্যায়িতকরণ

৪২. কিসের ওপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়?
ক. মোড়কীকরণ
খ. পর্যায়িতকরণ
● প্রমিতকরণ
ঘ. বাজার যাচাই

৪৩. মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
ক. প্রমিতকরণ
খ. মোড়কীকরণ
● পর্যায়িতকরণ
ঘ. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ

৪৪. পণ্য পর্যায়িতকরণ করা হয় কেন?
● বিক্রয়ের সুবিধার জন্য
খ. উৎপাদনের সুবিধার জন্য
গ. গুদামজাতকরণের জন্য
ঘ. বিজ্ঞাপনের সুবিধার জন্য

৪৫. ক্রেতাদের নিকট পণ্যের গ্রহণযোগ্যতা কিসের ওপর নির্ভর করে?
ক. গুদামজাতকরণ
● মোড়কিকরণ
গ. প্রমিতকরণ
ঘ. পর্যায়িতকরণ

●● উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শাওন রাজশাহী থেকে আলু সংগ্রহ করে সংরক্ষণ করেন। উক্ত আলু আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন।

৪৬. উদ্দীপকে জনাব শাওন পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. ঝুঁকিগত
● সময়গত
গ. রুপগত
ঘ. স্থানগত

৪৭. জনাব শাওন কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীর নিকট আলু বিক্রয় করেন?
ক. মোড়কিকরণ
● পর্যায়িতকরণ
গ. গুদামজাতকরণ
ঘ. প্রমিতকরণ

৪৮. নিচের কোনটির অভাবে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
ক. প্রমিতকরণ
● ভোক্তা বিশ্লেষণ
গ. নগদ প্রবাহ বিবরণী
ঘ. মোড়কীকরণ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৪৯. যে পণ্যের ক্ষেত্রে মোড়কীকরণ আবশ্যক-
● শিল্পজাত
খ. কৃত্রিম
গ. প্রাকৃতিক
ঘ. ধান

৫০. ব্যবহারকারীর নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্য কি করা হয়?
● মোড়কিকরণ
খ. পর্যায়িতকরণ
গ. গুদামজাতকরণ
ঘ. প্রমিতকরণ

৫১. কোন পণ্যের ক্ষেত্রে মোড়কীকরণ আবশ্যক?
ক. ধান
খ. কৃত্রিম
● শিল্পজাত
ঘ. প্রাকৃতিক

৫২. কৃষিজাত পণ্যের জন্য করা অত্যাবশক-
ক. প্রমিতকরণ
খ. বিজ্ঞাপন
গ. পর্যায়িতকরণ
● মোড়কীকরণ

৫৩. বিপণনের গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. পরিবহন
খ. তথ্য সংগ্রহ
● ভোক্তা বিশ্লেষণ
ঘ. গুদামজাতকরণ

৫৪. পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য দরকার কোনটি?
ক. ভোক্তা বিশ্লেষণ
● মোড়কীকরণ
গ. তথ্য সংগ্রহ
ঘ. পর্যায়িতকরণ

৫৫. ভোক্তা বিশ্লেষণ কোনটির অন্তর্ভুক্ত হবে?
● বিপণন
খ. বিজ্ঞাপন
গ. উৎপাদন
ঘ. বিক্রয়

৫৬. বিপণনের সর্বশেষ ধাপ কোনটি?
ক. প্রমিতকরণ
খ. তথ্যসংগ্রহ
● ভোক্তা বিশ্লেষণ
ঘ. মোড়কীকরণ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৫৭. সঠিকভাবে ভোক্তা বিশ্লেষণ হলে-
ⅰ. পণ্যের চাহিদা বাড়ে
ⅱ. ব্যভসায়িক ঝুঁকি কমে
ⅲ. ব্যবসায় প্রসার লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৫৮. কৃষিজাত পণ্যের জন্য করা আবশ্যক-
● পর্যায়িতকরণ
খ. বিজ্ঞাপন
গ. প্রমিতকরণ
ঘ. মোড়কিকরণ

৫৯. কে উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে?
ক. ঋণদানকারী
খ. সরকার
● মধ্যস্থ ব্যবসায়িগণ
ঘ. খুচরা ব্যবসায়ী

৬০. উৎপাদক থেকে পণ্য ক্রয় করেন কে?
ক. দালাল
খ. সরকার
● পাইকার
ঘ. খুচরা ব্যবসায়ী

৬১. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে?
ক. দেনাদার
খ. ক্রেতা
গ. বিক্রেতা
● ভোক্তা

৬২. পণ্য বন্টনপ্রণালির শুরুতে থাকে কে?
● উৎপাদক
খ. ভোক্তা
গ. খুচরা ব্যবসায়ী
ঘ. পাইকার

৬৩. মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে সাহায্য নিতে হয়-
ⅰ. পাইকারের
ⅱ. খুচরা ব্যবসায়ীর
ⅲ. দালালের
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৬৪. পাইকার কাদের মধ্যবর্তী অবস্থানে থাকে?
ক. এজেন্ট ও ভোক্তা
খ. খুচরা ব্যবসায়ী ও ভোক্তা
● উৎপাদক ও খুচরা ব্যবসায়ী
ঘ. উৎপাদক ও ভোক্তা

৬৫.বন্টনপ্রণালির ধরন কিসের ওপর নির্ভর করে?
ক. বাজারের আয়তনের ওপর
খ. উৎপাদনের মাত্রার ওপর
● পণ্যের বৈশিষ্ট্যের ওপর
ঘ. জনগণের চাহিদার ওপর

৬৬. কে স্থানীয় হাট-বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয় করে?
● উৎপাদনকারী
খ. পাইকার
গ. দালাল
ঘ. কমিশন প্রতিনিধি

৬৭. বন্টনপ্রণালি হলো-
ক. যে পথ ধরে পণ্য উৎপাদকের দিকে গমন করে
খ. যে পথ ধরে পণ্য পাইকারের দিকে গমন করে
গ. যে পথ ধরে পণ্য ক্রেতার দিকে গমন করে
● যে পথ ধরে পণ্য ভোক্তার দিকে গমন করে

৬৮. উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি বন্টন হতে পারে নিচের কোন পণ্যের ক্ষেত্রে?
ক. বস্ত্র
খ. অলংকার
গ. শিল্প পণ্য
● পচনশীল পণ্য

৬৯. বন্টনপ্রণালির সর্বশেষ সংযোগকার কে?
ক. প্রতিনিধি
● খুচরা ব্যবসায়ী
গ. দালাল
ঘ. পাইকার

৭০. কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের জন্যে দোকানের চাকচিক্য গুরুত্বপূর্ণ?
ক. আড়তদার
খ. পাইকার
গ. কমিশন এজেন্ট
● খুচরা ব্যবসায়ী

৭১. ভোক্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করে কে?
ক. পাইকার
খ. এজেন্ট
● খুচরা ব্যবসায়ী
ঘ. উৎপাদক

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৭২. বন্টনপ্রণালিতে পাইকারের পরে কে অবস্থান করে?
ক. পাইকার
খ. এজেন্ট
● খুচরা ব্যবসায়ী
ঘ. উৎপাদক

৭৩. পাইকারগণ কোথায় উপস্থিত হয়ে পণ্যসামগ্রী ক্রয় করেন ?
ক. গ্রামের হাট-বাজারে
খ. শহরের বড় বড় দোকানগুলোতে
গ. উৎপাদনের সংরক্ষণাগারে
● যেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়

৭৪. পাইকার কার বিক্রয় প্রতিনিধি?
ক. ভোক্তার
খ. ডিলারের
● উৎপাদকের
ঘ. খুচরা বিক্রেতার

●● উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
তোমার নিজস্ব জমিতে তুমিক কৃষিপণ্য উৎপদান করে স্থানীয় বাজারে আকার, সাইজ ও মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখ। তোমার বিক্রিও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দাও।

৭৫. তোমার ব্যবসায়ের পণ্য বন্টনপ্রণালী হলো-
● উৎপাদক-ভোক্তা
খ. উৎপাদক-পাইকার-ভোক্তা
গ. উৎপাদক-পাইকার-খুচরা ব্যবসায়ী-ভোক্তা
ঘ. উৎপাদক-খুচরা ব্যবসায়ী-ভোক্তা

৭৬. তোমার সঠিক বন্টনপ্রণালী ব্যবহারের ফলে-
ⅰ. ক্রেতা ভালো মানের পণ্য পাবে
ⅱ. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে
ⅲ. বিপণনকার্য সহজ হবে
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৭. নিচের কোন পণ্যের বন্টনপ্রণালি সাধারণত ছোট হবে?
ক. চাল-আটা
খ. শাড়ি
● ভারি যন্ত্রপাতি
ঘ. প্যাকেটজাত চানাচুর

৭৮. সরাসরি অর্থ প্রদত্ত ও খরচনির্ভর বিপণন প্রসার কৌশল কোনটি?
ক. প্রচার
খ. ব্যক্তি বিক্রয়
গ. বিক্রয় প্রসার
● বিজ্ঞাপন

৭৯. পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য উপায় বা কৌশলকে কী বলে?
ক. বিক্রয় প্রসার
খ. প্রচার
● বিজ্ঞাপন
ঘ. বিক্রয়িকতা

৮০. বিজ্ঞাপন কেন দেওয়া হয়?
ক. জনসেবার জন্যে
খ. সরকারকে সহযোগিতার জন্যে
● ব্যবসায়িক প্রচারের জন্যে
ঘ. ভোক্তাকে সহযোগিতার জন্যে

৮১. পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়?
● পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে
খ. উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে
গ. পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে
ঘ. পণ্যের বাজার সম্পর্কে জানার জন্য

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৮২. পণ্যের তথ্যগত প্রতিবন্ধকতা দূল করা একটি-
ক. দক্ষতা
● বিজ্ঞাপন
গ. উদ্ভাবনী ক্ষমতা
ঘ. সামাজিক দায়বদ্ধতা

৮৩. নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যমে বহির্ভূত?
ক. টেলিভিশন
খ. রেডিও
● আকর্ষণীয় মোড়ক
ঘ. সাইনবোর্ড

৮৪. বিজ্ঞাপনের প্রধান মাধ্যম কোনটি?
ক. টেলিভিশন
● সংবাদপত্র
গ. রেডিও
ঘ. প্রচারপত্র

৮৫. বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনের নাম কী?
ক. গ্যাস বেলুন
খ. নিয়ন আলো
● আকাশ বিজ্ঞাপন
ঘ. উপরের সবগুলো

৮৬. সাময়িক আবেদনকর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যম হতে পারে কোনটি?
ক. সাময়িকী
● সংবাদপত্র
গ. বিজ্ঞাপনী ফলক
ঘ. সিনেমা স্লাইড

৮৭. বিজ্ঞাপনের কোন মাধ্যমে ব্যবহার করে খুব সহজেই পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য ও মূল্য সম্পর্কে জনগণকে অবহিত করানো হয়-
ক. টেলিভিশন
খ. প্রাচীরপত্র
● প্রচারপত্র
ঘ. বিজ্ঞাপনী ফলক

৮৮. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
ক. টেলিভিশন
খ. প্রাচীরপত্র
● প্রচারপত্র
ঘ. বিজ্ঞাপনী ফলক

৮৯. রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
ক. প্রদর্শনী
খ. প্রচারপত্র
● বিজ্ঞাপনী ফলক
ঘ. প্রাচীরপত্র

৯০. সার্বজনীন চাহিদা রয়েছে এমন বিপণন পণ্যের বিজ্ঞাপনের সবচেয়ে উপযুক্ত মাধ্যম কী হতে পারে?
ক. হ্যান্ডবিল
খ. সাইনবোর্ড
● টেলিভিশন
ঘ. সংবাদপত্র

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

৯১. সাধারণত কাচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা কোন ধরনের বিজ্ঞাপন?
ক. মেলা
● পণ্যসজ্জা
গ. বিজ্ঞাপনীফলক
ঘ. প্রদর্শনী

৯২. শহরের কর্মস্থল ও জনবহুর এলাকায় কোনটির মাধ্যমে বিভিন্ন পণ্যদ্রব্যের আলোকে সজ্জা করা হয়?
ক. টেলিভিশন
খ. রেডিও
গ. প্রচারপত্র
● নিয়ন আলো

৯৩. ওষুধ কোম্পানির জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমটি অধিক যুক্তিযুক্ত?
ক. সাইনবোর্ড
● নমুনা বিতরণ
গ. প্রচারপত্র
ঘ. নিয়ন আলো

৯৪. নিরাময় ফার্মা কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যকহার করবে?
ক. পরিবহন
● নমুনা
গ. প্রচারপত্র
ঘ. বিজ্ঞাপনি ফলক

৯৫. চলচ্চিত্র, সবান, সিগারেট, কোমল পানীয়ের জন্য কোন ধরনের বিজ্ঞাপন অধিকতর উপযোগী?
ক. গ্যাস বেলুন
খ. সাইনবোর্ড
● পরিবহন বিজ্ঞাপন
ঘ. বিজ্ঞাপনী ফলক

৯৬. স্থায়ী আবেদনধর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যম হতে পারে কোনটি?
ক. সংবাদপত্র
খ. রেডিও
● সাইনবোর্ড
ঘ. টেলিভিশন

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

●● নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮নং প্রশ্নের উত্তর দাও :
টিভিতে লাইফবয় সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাগণ এর গুণাগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারে। তাছাড়া গুরুত্বপূর্ণ সড়কের মোড়েও লাইফবয় সাবানের বিজ্ঞাপনী বিলবোর্ডের মাধ্যমে এ সম্পর্কে জানা যায়।

৯৭. লাইফবয় সাবানের শ্রবণ-দর্শনযোগ্য বিজ্ঞাপন মাধ্যম কোনটি?
● টেলিভিশন
খ. লিফলেট
গ. রেডিও
ঘ. প্রদর্শনী

৯৮. লাইফবয় সাবানের জন্য অধিকতর প্রযোজ্য বিজ্ঞাপন মাধ্যম হলো-
ⅰ. টেলিভিশন
ⅱ. বিলবোর্ড
ⅲ. আকাশ বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯৯. নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কার অবদান বেশি?
ক. প্রচার
● বিজ্ঞাপন
গ. পাইকার
ঘ. খুচরা ব্যবসায়ী

১০০. তথ্য ও প্রচারসংক্রান্ত বাধা দূর করে কোনটি?
ক. পণ্য বিনিময়ে
খ. বিমা
● বিজ্ঞাপন
ঘ. ব্যাংকিং

১০১. কোনটির মাধ্যমে ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়?
ক. বিক্রয়
খ. উৎপাদন
গ. কর্মীসংস্থান
● বিজ্ঞাপন

১০২. বাজারে পণ্যের চাহিদা সৃষ্টি ও বিক্রয় বৃদ্ধি করা হয়-
● বিজ্ঞাপনের সাহয্যে
খ. বাজার গবেষণা ও পণ্য উন্নয়নের সাহায্যে
গ. প্রচারের সাহয্যে
ঘ. উপরের সবকয়টি

১০৩. বিপণনের সকল পর্যায়ে প্রয়োজন হয়-
ক. পরিবহন
● বিজ্ঞাপন
গ. পণ্য সংরক্ষণ
ঘ. উৎপাদন

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

১০৪. বিজ্ঞাপন বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে?
ক. অর্থসংক্রান্ত বাধা
খ. সময়গত বাধা
গ. ঝুঁকিসংক্রান্ত বাধা
● তথ্য ও প্রচারসংক্রান্ত বাধা

১০৫. ক্রেতা অকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে কী বলে?
ক. বিক্রয় প্রসার
খ. ব্যক্তিক বিক্রয়
● বিক্রয়িকতা
ঘ. সাংগঠনিক যোগ্যতা

১০৬. কোনটির দ্বারা স্থায়ী গ্রাহক সৃষ্টি হয়?
● বিক্রয়িকতা
খ. সততা
গ. প্রদর্শনী
ঘ. বিজ্ঞাপন

১০৭. ব্যবসায়ের সুনাম বৃদ্ধি নিশ্চিত করে-
ক. কম মুনাফা
খ. অধিক ঝুঁকি
● ব্যবসায় প্রসার
ঘ. ব্যবসায় সংকোচন

১০৮. ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা কার দ্বারা প্রভাবিত হইতে পারে?
ক. ক্রেতাদের
খ. বিক্রেতাদের
● বিক্রয়কর্মীর
ঘ. ব্যবসায়ীর

১০৯. সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলির অন্তর্ভুক্ত?
ক. মানসিক
খ. নৈতিক
● শারীরিক
ঘ. অন্যান্য

১১০. বিক্রয়কর্মীর সুস্বাস্থ্য গ্রাহকদেরকে কী করে?
ক. প্রলুব্ধ
খ. বিচলিত
● আকৃষ্ট
ঘ. মুগ্ধ

১১১. একজন বিক্রয়কর্মীকে অবশ্যই হতে হবে-
● আত্মবিশ্বাসী
খ. উদ্যমী
গ. সত্যবাদী
ঘ. অধ্যবসায়ী

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

১১২. পেশার প্রতি শ্রদ্ধাবোধ ব্যবসায়ের – বৃদ্ধি করে?
ক. গুরুত্ব
খ. মুনাফা
● সুনাম
ঘ. আগ্রহ

১১৩. ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন আদর্শ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
● নৈতিক
খ. মানসিক
গ. অন্যান্য
ঘ. শারীরিক

১১৪. মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
ক. শারীরিক
খ. মানসিক
● নৈতিক
ঘ. অন্যান্য

১১৫. নিচের কোনটি বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির অন্তর্ভুক্ত?
ক. আগ্রহ
খ. আত্মবিশ্বাস
গ. ধৈর্যশীলতা
● সততা

১১৬. আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি কোনটি?
● জেন্ডার সচেতনতা
খ. আন্তরিকতা
গ. ধৈর্যশীলতা
ঘ. আত্মবিশ্বাস

১১৭. “হিসাবে পারদর্শী”বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি?
ক. মানসিক
খ. নৈতিক
● অন্যান্য
ঘ. শারীরিক

১১৮. একজন বিক্রয়কর্মীর অন্যান্য গুণাবলির অন্তর্ভুক্ত হলো-
ⅰ. শিক্ষা ও অভিজ্ঞতা
ⅱ. বিপণন সম্পর্কে জ্ঞান
ⅲ. হিসাবে পাদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ

●● নিচের উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২০নং প্রশ্নের উত্তর দাও :
আইরিন উকুনের যন্ত্রণায় অস্থির। হঠাৎ টিভিতে দেখতে পেল ‘বিনাস উকুন নাশক শ্যাম্পুর’ গুণাগুণ, ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয়তা প্রভৃতি প্রচার করছে। অতপর আইরিন উক্ত শ্যাম্পুর খোঁজে স্থানীয় দোকানে গেল।

১১৯. বিনাস উকুননাশক শ্যাম্পুর শ্রবণ ও দর্শনযোগ্য বিজ্ঞাপন মাধ্যম কোনটি?
ক. রেডিও
● টেলিভিশন
গ. পণ্য প্রদর্শনী
ঘ. নমুনা

১২০. বিনাশ উকুননাশক শ্যাম্পু কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের নিকট তুলে ধরে-
ⅰ. পণ্যের মান
ⅱ. পণ্যের ব্যবহারবিধি
ⅲ. পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য
নিচের কোনটি সঠিক?
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC ব্যবসায় উদ্যোগ ৯ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment