Water Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)

Water Pollution Paragraph – 250 Words

Water is a very important part of our life. water is essential for the survival of all living things on earth. water is used for all our daily activities. Contaminated and dirty water is very unsafe for our health. Water is polluted in various ways. Mills pollute the water by dumping their toxic materials and wastes into the water. Unsafe drains and latrines built along the river contaminate the water. The chemical fertilizers and pesticides that the farmer uses on his land to get more crop yields pollute the water. Vessels pollute the water by dumping chemicals and excreta of people on board the vessels.

Polluted water is unfit for fish, as a result of which our ponds, reservoirs, rivers are becoming fishless day by day. All these pollutions have many harmful effects. Contaminated water causes many water borne diseases like cholera, dysentery, diarrhea etc. So, we need to stop water pollution very fast. We can prevent water pollution through modern waste management. A farmer can prevent water pollution by using organic fertilizers instead of chemical fertilizers on his land. Above all everyone’s awareness can save us from water pollution.  Let us all come forward to prevent water pollution.

Water Pollution Paragraph – 250 Words বাংলা অর্থসহ

পানি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর সকল জীবকে বেঁচে থাকার জন্য পানির অবদান অপরিহার্য। আমাদের দৈনন্দিন সকল কাজের জন্য পানির ব্যবহার হয়ে থাকে। তবে দূষিত ও নোংরা পানি আমাদের স্বস্থ্যের জন্য অনিরাপদ। নানাভাবে পানি দূষিত হয়ে থাকে। কল কারখানা তাদের বিষাক্ত উপাদান ও বর্জ পদার্থ পানিতে নিক্ষেপ করে পানিকে দূষিত করে। নদীর পারে গড়েতোলা অনিরাপদ নর্দমা ও পায়খানা পানিতে দূষিত করে। কৃষক  তার ফসলের ভালো ফলনের জন্য যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে তা পানিতে ভেসে গিয়ে পানিকে দূষিত হয়। জলযান গুলো রাসায়নিক দ্রব্য ও জলযানে আরোহনকারী মানুষের মলমূত্র পানিতে ফেলে পানিকে দূষিত করে।

মারক্তক দূষিত পানি মাছের বেঁচে থাকার জন্য অনুপযোগী হয়ে পড়ে, যার ফলে আমাদের পুকুর, জলাশয়, নদীগুলো দিন দিন মছ শূণ্য হয়ে পড়ছে। এ সকল দূষণের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। দূষিত পানি অনেক পানিবাহিত রোগ যেমন, কলেরা, আমাশয়, ডায়েরিয়া ইত্যাদি সৃষ্টি করে। সুতরাং, আমাদেরকে অবশ্যই পানি দূষণ বন্ধ করতে হবে। আমরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পানি দূষণ রোধ করতে পারি। কৃষক তার জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে পানি দূষণকে রোধ করতে পারে। সর্বপরি আমাদের সকলের সচেতনতাই পারে পানিকে দূষণের হাত থেকে রক্ষা করতে। আসুন আমরা সকলে পানি দূষণ রোধ কল্পে এগিয়ে আসি।

Water Pollution Paragraph – 200 Words

Environment pollution refers to the introduction of harmful pollutants into the environment. Water is one of the major elements of environment. Water is called life as the lives of both animal and plant are impossible without water. But water is being polluted day by day for many reasons. The main reason of water pollution is the irresponsibility of human beings. People throw wastes into water and pollute it. Ships throw oil, human-wastes and other wastes into river and sea-water, which causes water pollution.

Farmers use chemical fertilizers and insecticides in their fields that mix up with rainwater and flow down into rivers and canals and cause water pollution. Besides, some people use insanitary latrines by rivers, canals or drains, which greatly pollute water. By drinking polluted water, people become ill. Fishes die in polluted water, and even farming becomes impossible in severely polluted water. It is a threat to our natural environment. People can stop water pollution by being conscious of its consequences. Farmers should use natural or green fertilizer in their fields. People should use sanitary latrines. Ship owners should be careful to build the bottom layer of their ships properly to stop oil sipping. Thus, we can save water from being polluted.

Water Pollution Paragraph – 200 Words বাংলা অর্থসহ

পরিবেশে ক্ষতিকারক দূষণকারী পদার্থের উপস্থিতিই হচ্ছে পরিবেশ দূষণ। পানি হলো পরিবেশের প্রধান উপাদানগুলোর একটি। পানিকে জীবন বলা হয় কেননা পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী উভয়েরই জীবন অসম্ভব। কিন্তু বহু কারণে দিন দিন এ পানি দূষিত হচ্ছে। পানি দূষণের প্রধান কারণ মানুষের দায়িত্বহীনতা। লোকজন পানিতে আবর্জনা ফেলে এবং পানি দূষিত করে। জাহাজ থেকে তেল, মানুষের বর্জ্য এবং অন্যান্য আবর্জনা নদীতে এবং সমুদ্রের পানিতে নির্গত হয় যা পানি দূষিত করে।

কৃষকরা তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে যা বৃষ্টির পানিতে মিশে নদী কিংবা খালে বয়ে যায় এবং পানিকে দূষিত করে। তাছাড়া, কিছু লোক নদী, খাল, নালা ইত্যাদির পাশে অস্বাস্থ্যকর শৌচাগার নির্মাণ করে যা মারাত্মকভাবে পানি দূষিত করে। দূষিত পানি পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দূষিত পানিতে মাছ মারা যায়, এমনকী মারাত্মকভাবে দূষিত পানিতে চাষাবাদও অসম্ভব হয়ে পড়ে। এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর হুমকিস্বরূপ। পানি দূষণের পরিণতি সম্পর্কে সচেতন হয়ে মানুষ পানি দূষণ বন্ধ করতে পারে। কৃষকদের জমিতে প্রাকৃতিক অথবা সবুজ সার ব্যবহার করা উচিত। লোকজনের স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা উচিত। জাহাজ মালিকদের তাদের জাহাজের নিচের স্তর তৈরিতে সতর্ক হওয়া উচিত যাতে ভেল চুয়ে পড়া বন্ধ হয়। এভাবে আমরা পানিকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি।

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানুন

  • Contaminated-দূষিত
  • Fertilizers-সার
  • Pesticides-কীটনাশক
  • Diseases-রোগ
  • Vessels-জাহাজ
  • Toxic materials-বিষাক্ত পদার্থ
অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে প্রতিনিয়ত এ ধরনের প্যারাগ্রাফ গুলো আমরা প্রকাশিত করে থাকি, আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment