এ আর রহমান এর জীবনী – জন্ম এ. এস. দিলীপ কুমার, ৬ জানুয়ারি, ১৯৬৭), পেশাদারভাবে এ আর রহমান হিসাবে পরিচিত, হচ্ছেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক।
তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তার জন্মস্থান ভারতের মাদ্রাজ।
তার পিতার নাম আর কে শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার।
এ আর রহমান এর জীবনী পারিবারিক জীবন
[ads1]
এ আর রহমানের স্ত্রীর নাম সায়রা বানু; তাদের তিন সন্তান নাম খাদিজাহ, রহিমা ও আমান।
►► আরো দেখো: আয়মান সাদিক কে? শিক্ষা, পরিবার এবং সামগ্রিক পরিচয়
►► আরো দেখো: সৈয়দ শামসুল হক এর জীবনী
যে গান বদলে দিয়েছে ভারতীয় সংগীত
[ads1]
এ আর রহমান নিজের ভিশন ও প্যাশন দিয়ে ভারতীয় সংগীতশিল্পকে আমূল পাল্টে দিয়েছেন এবং নিজেকে ভারতীয় সংগীতের মুখপাত্রে পরিণত করেছেন।
বিশ্বের অন্যতম একজন মিউজিশিয়ান হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এ আর রহমানের জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে- মা তুঝে সালাম, লুকা চুপি (রং দে বসন্তি),
জয় হো (স্লামডগ মিলিওনিয়ার), কুন ফায়া কুন (রকস্টার), তাল সে তাল মিলা (তাল), হাম্মা হাম্মা (বম্বে),
[ads1]
ইয়ে জো দেশ হ্যায় তেরা (স্বদেশ), দিল সে রে (দিল সে), রঙ্গিলা রে (রঙ্গিলা)ও পালানহারে (লগন)।
যে গানগুলো মূলত ভারতীয় সংগীতের পুরো চেহরা বদলে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
[ads1]
এ আর রহমান এর জীবনী সম্পর্কে আরও তথ্য:
জানা গেছে, তখন আবদুল কাদের জিলানী নামের এক মুসলিম পীরের দোয়ায় নাকি তার বোন ঐশ্বরিকভাবে সুস্থ হয়ে যান।
এরপরই রহমানের গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এস দীলিপ কুমার-এর নাম পরিবর্তিত হয়ে রাখা হয় আল্লারাখা রহমান।
১৯৯২ সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন।
[ads1]
এরপরই তিনি মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান। পারিশ্রমিক পান ২৫ হাজার রূপি।
দিলীপ কুমার হতে এ আর রহমান
২৩ বছর বয়সে তিনি ইসলামের সান্নিধ্য পান এবং পুরো পরিবারকে নিয়ে ইসলামের ছায়াতলে স্থান গ্রহন করেন।
এক সাক্ষাৎকারে ইসলাম গ্রহণ করা নিয়ে রহমান বলেছিলেন, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এর গুরুত্ব, সিস্টেম, ভ্যালু।
[ads1]
এগুলো আমার আগের বিশ্বাসকে নাড়িয়ে দিল, তখন আমি নিজে থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম এবং ইসলাম গ্রহণ করে এ. আর. রহমান নাম গ্রহণ করি।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসলাম গ্রহন করতে তার ১০ বছর সময় লেগেছে।
তার মা একজন নিষ্ঠাবান হিন্দু ছিলেন। তাই হঠাৎ করে ইসলাম গ্রহণ করাটা এতটা সহজ ছিল না।
[ads1]
►► আরো দেখো: হাসন রাজা এর জীবনী
►► আরো দেখো: হুমায়ুন আজাদ এর জীবনী
এ আর রহমান এর শিক্ষাজীবন
রহমান মাস্টার ধনরাজের কাছ থেকে সঙ্গীতে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ১১ বছর বয়সে, রহমান তার শৈশব বন্ধু শিবমণির সাথে রুটস ব্যান্ডের জন্য কীবোর্ড (সিন্থেসাইজার) বাজাতে থাকেন।
এ. আর. রহমান (A.R. Rahman) ইলিয়ারাজার ব্যান্ডে কাজ করতেন। রহমান ১৯৯১ সালে প্রথমবারের মতো গান রেকর্ড করা শুরু করেন।
[ads1]
এ আর রহমান এর ক্যারিয়ার
এ. আর. রহমান (A.R. Rahman) তার কর্মজীবনের প্রথম দিকে কিছু টিভি বিজ্ঞাপন এবং সিরিয়ালে জিঙ্গেল আকারে সঙ্গীত দিয়েছিলেন।
এ. আর. রহমান (A.R. Rahman) এর সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৯১ সালে যখন সুপরিচিত পরিচালক মণি রত্নম তাকে তার রোজা চলচ্চিত্রের জন্য সঙ্গীতের প্রস্তাব দেন।
[ads1]
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এই ছবির জন্য তিনি ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। রহমানের গানের ২০০ কোটির বেশি রেকর্ডিং বিক্রি হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন।