চলুন আজকে আপনাদের জানাই যে, কিভাবে ssc রেজাল্ট দেখব সে সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো। এসএসসি রেজাল্ট দেখার জন্য বেশ কয়েকটি মাধ্যম অবলম্বন করতে পারেন। এর মধ্যে একটা সঠিক মাধ্যম হচ্ছে এডুকেশন ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করা। Check ssc Results
কিভাবে ssc রেজাল্ট দেখব তা জানার জন্য প্রথমে শিক্ষা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেখানে আপনাকে এক্সেস করতে হবে। নিচের দুইটি লিংকে ক্লিক করে আপনি পিএসসি রেজাল্ট ব্যতীত সবগুলো পরীক্ষার রেজাল্ট এখানে আপনি দেখতে পারবেন। আমরা আর্টিকেলের কোন একটা জায়গাতে বুঝিয়ে দিব এই ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেখবেন সে সম্পর্কে।
কিভাবে ssc রেজাল্ট দেখব?
এসএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে। কিভাবে ssc রেজাল্ট দেখব সেই ভিত্তিতে নিজের স্টেপ গুলো আপনাকে সুন্দরভাবে ফলো করতে হবে। প্রথমত লিংকে ক্লিক করার পরে উপরের দেওয়া স্ক্রিনশট এর মত একটা ফর্ম আপনার সামনে দেখানো হবে।
অতঃপর এখানে কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আপনাকে সুন্দর এবং সঠিক ইনফরমেশন দিয়ে ফিলাপ করতে হবে। “Examination, Year, Board, Roll, Registration & Captcha সঠিকভাবে পূরণ করতে হবে। এই প্রত্যেকটা অপশন নিয়ে আলাদা আলাদা ভাবে নিচে উল্লেখ করা হলো। Check ssc Results তাহলে এসএসসির ইনফর্মেশন দিতে হবে।
Examination: এখানে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করুন। যেমন: SSC, HSC Etc.
Year: এখানে আপনার পরীক্ষার সাল উল্লেখ করুন এবং সিলেক্ট করুন।
Board: এই ঘরে আপনার বোর্ড সিলেক্ট করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ।
Roll: এই ঘরে শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রোল নম্বর লিখতে হবে, এটি পরীক্ষার প্রবেশপত্রে পেয়ে যাবেন।
Registration: এই ঘরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এটিও প্রবেশপত্রে রয়েছে।
Captcha: এ ঘরে আপনাকে সঠিকভাবে ক্যাপচা পূরণ করতে হবে। সামনে দেওয়া নাম্বার দুটো মিল করে তার ফলাফল ঘরের মধ্যে লিখতে হবে।
Submit: সর্বোপরি আপনার সকল তথ্য দেয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি রেজাল্ট দেখতে পারবেন।
উপরের দেওয়া সবগুলো স্টেপ সুন্দরভাবে লেখার পরে যদি মনে হয় কোন তথ্য ভুল হয়েছে সে ক্ষেত্রে Reset বাটনে ক্লিক করে সবকিছু নতুনভাবে লিখতে হবে।
►► এসএসসি পরীক্ষার রুটিন ২০২২
►► কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করব?
প্রত্যেকটা বিভাগীয় ওয়েবসাইটের লিংক উপরে দেয়া হলো আপনি চাইলে এখান থেকেও বিভাগীয় পর্যায়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। পরীক্ষা সম্পর্কিত অথবা এডুকেশন সম্পর্কিত সকল সত্য ঘটনা গুলো সবার আগে পেতে এই লিংকগুলো আপনাকে অনুসরণ করতে হতে পারে।
মার্কশিট সহ রেজাল্ট দেখতে এই ওয়েবসাইট ভিজিট করুন https://eboardresults.com/v2/home
শিক্ষা বোর্ডের শর্ট কোড গুলো
- ঢাকা বোর্ড: DHA
- কুমিল্লা বোর্ড: COM
- বরিশাল বোর্ড: BAR
- সিলেট বোর্ড: SYL
- চট্টগ্রাম বোর্ড: CHI
- যশোর বোর্ড: JES
- রাজশাহী বোর্ড: RAJ
- দিনাজপুর বোর্ড: DIN
- মাদ্রাসা বোর্ড: MAD
- টেকনিক্যাল বোর্ড: TEC
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
আপনারা জানেন যে, যখন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় তখন গভারমেন্ট ওয়েবসাইট গুলো একদম ডাউন হয়ে পড়ে কেননা এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের রেজাল্ট চেক করা নিয়ে ওয়েবসাইট লোড নিতে না পেরে একপর্যায়ে ক্লান্ত হয়ে যায়। সর্বোপরি এজন্য এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম কি আপনাদের সাথে শেয়ার করছি।
কিভাবে ssc রেজাল্ট দেখব sms এর মাধ্যমে তা জেনে নেই। মনে রাখবেন এজন্য আপনার কোন ধরনের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না। তবে এ ক্ষেত্রে আপনি টেলিটক সিম থেকে রেজাল্ট দেখলে কিছু বাড়তি সুবিধা পাবেন। টেলিটক সিম দিয়ে রেজাল্ট দেখতে চাইলে মোটামুটি খুবই দ্রুত এখান থেকে রেসপন্স পাওয়া সম্ভব। তবে অন্যান্য অপারেটর থেকেও মেসেজ করলে মোটামুটি দ্রুত পাওয়া যায়।
পিএসসি (psc) রেজাল্ট দেখার নিয়ম (Check PSC Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- DPE <space> THANA/UPAZILA < space> Code Number <space> PSC Roll Number লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
ইবতেদায়ী (ebt) রেজাল্ট দেখার নিয়ম (Check EBT Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- EBT <space> THANA/UPAZILA < space> Code Number <space> EBT Roll Number লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।
জেএসসি (jsc) রেজাল্ট দেখার নিয়ম (Check JSC Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- JSC <space> 1st three letter of explanation board name <space> Roll Number <space> year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (JSC DHA 123455 2022)
জেডিসি (jdc) রেজাল্ট দেখার নিয়ম (Check JDC Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- JDC <space> MAD < space> Roll Number <space> Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (JDC MAD 123456 2022)
এসএসসি (ssc) রেজাল্ট দেখার নিয়ম Check ssc Results
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- SSC <space> 1st three letter of explanation board name < space> Roll Number <space> Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (SSC DHA 123456 2022)
দাখিল (Dakhil) রেজাল্ট দেখার নিয়ম (Check Hakhil Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- DAKHIL <space> MAD < space> Roll Number <space> Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (DHAKIL MAD 123456 2022)
এইচএসসি (HSC) রেজাল্ট দেখার নিয়ম (Check HSC Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- HSC <space> 1st three letter of explanation board name < space> Roll Number <space> Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (HSC DHA 123456 2022)
আলিম (alim) রেজাল্ট দেখার নিয়ম (Check Alim Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- AlIM <space> MAD < space> Roll Number <space> Year লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। উদাহরণ: (ALIM MAD 123456 2022)
অনার্স রেজাল্ট দেখার নিয়ম (Check UN Results)
আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে যেতে হবে। এরপরে টাইপ করতে হবে- NU <space> H1/H2/H3/H4 < space> Registration/ Roll Number লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। নোট: অনার্স প্রথম বর্ষের জন্য H1, দ্বিতীয় বর্ষের জন্য H2, তৃতীয় বর্ষের জন্য H3 ও চতুর্থ বর্ষের জন্য H4 লিখতে হবে।
প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট!
- ঢাকা শিক্ষা বোর্ড: https://dhakaeducationboard.gov.bd
- কুমিল্লা শিক্ষা বোর্ড: https://web.comillaboard.gov.bd/bisecb
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড: http://web.bise-ctg.gov.bd/bisectg
- রাজশাহী শিক্ষা বোর্ড: https://rajshahieducationboard.gov.bd
- যশোর শিক্ষা বোর্ড: https://www.jessoreboard.gov.bd
- বরিশাল শিক্ষা বোর্ড: https://www.barisalboard.gov.bd
- সিলেট শিক্ষা বোর্ড: https://sylhetboard.gov.bd
- দিনাজপুর শিক্ষা বোর্ড: https://dinajpureducationboard.gov.bd
- মাদ্রাসা শিক্ষা বোর্ড: https://www.bmeb.gov.bd
- কারিগারি শিক্ষা বোর্ড: https://www.bmeb.gov.bd
এই ধরনের শর্ট কোড গুলো অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে যেমন এসএমএস এর মাধ্যমে পরীক্ষার রেজাল্ট দেখতে চাইলে এ ধরনের শর্ট কোড গুলো প্রয়োজন হয় এছাড়াও বিভিন্ন ফর্ম ফিলাপ করতে এ ধরনের শর্ট কোড গুলো আপনার প্রয়োজন হয়।
►► SSC Routine 2022 pdf
►► ৯ম-১০ম শ্রেণি: কৃষিশিক্ষা ১ম অধ্যায়
Web Based Result
- Visit eboardresults.com website.
- Click on the results page option.
- Select “SSC /Dakhil/Equivalent” from the examination option.
- Select “2022” from the year option.
- Select your “Education Board” Name from the board option.
- Select “Individual Result” from the Result Type option.
- Type Your Roll number.
- Enter the security key in the box next to it.
- Click the Get Result button to view the results.
- Now enjoy your beautiful desired result.
পরিশেষে আমাদের কথা
কিভাবে ssc রেজাল্ট দেখব তা নিয়ে আমরা ইতিমধ্যে অনেক ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই মাধ্যমগুলো অবলম্বন করে আপনি আপনার কাঙ্খিত পরীক্ষার রেজাল্ট পেতে পারেন। তবে ফর্মগুলো ফিলাপ করার সময় অবশ্যই সঠিক ইনফরমেশন গুলো দিতে হবে।
আমরা শেয়ার করেছি সকল ধরনের পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য। তথ্যগুলো কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত পরীক্ষার রেজাল্ট এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারেন। তবে যেটা বলেছিলাম তা হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে বের করলে আপনার কোন ধরনের টাকা খরচ হবে নাকি এসএমএসের মাধ্যমে বের করলে আপনার ২/- টাকা পরিমাণ এসএমএস চার্জ দিতে হতে পারে।
সর্বোপরি আপনার রেজাল্ট দেখতে যদি কোন রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ইনফরমেশন গুলো আমাদের নিকট পাঠিয়ে দিলে অথবা কমেন্ট সেকশনে লিখে দিলে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার রেজাল্ট বের করে আপনার নিকট পাঠিয়ে দিব। উপরে যে কয়টি মাধ্যম শেয়ার করা হয়েছে তার মধ্যে রেজাল্ট দেখার মাধ্যমটি খুবই জনপ্রিয় এবং ভালো কেননা সার্ভার সমস্যায় ভুগতে হয় না যদিও ফোনের দুই টাকা যেতে পারে। তবে আপনি এই পন্থা অবলম্বন করে আপনার রেজাল্ট কাঙ্খিত সময়ের মধ্যে দেখে নিতে পারেন।
আর্টিকেল রিলেটেড ট্যাগ
- কিভাবে ssc রেজাল্ট দেখবো 2021
- এসএসসি পরীক্ষার রেজাল্ট 2021
- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- কিভাবে রেজাল্ট দেখবো
- এসএসসি রেজাল্ট চেক
- রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
- মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
- রেজাল্ট দেখার ওয়েবসাইট
- বোর্ড পরীক্ষার রেজাল্ট 2021
- সকল পরীক্ষার রেজাল্ট
- মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
- রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
- এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবো
- রেজাল্ট দেখার ওয়েবসাইট
- এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- নাম্বার সহ রেজাল্ট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট 2021
- কিভাবে রেজাল্ট দেখবো
- কিভাবে hsc রেজাল্ট দেখবো 2021
- Hsc রেজাল্ট দেখবো কিভাবে
- বোর্ড পরীক্ষার রেজাল্ট 2021
- রেজাল্ট দেখার নিয়ম 2021
- কিভাবে এসএসসি রেজাল্ট দেখবো ২০২০
- কিভাবে psc রেজাল্ট দেখবো
- এসএসসি রেজাল্ট চেক 2021
- রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- SSC Result
- এসএসসি রেজাল্ট চেক 2022
- SSC Result 2021
- SSC Marksheet
- কিভাবে ssc রেজাল্ট দেখবো 2021
- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট চেক
- এসএসসি রেজাল্ট 2022
- এসএসসি পরীক্ষার রেজাল্ট 2020
- এসএসসি রেজাল্ট 2021 কবে দিবে
- রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
- পরীক্ষার ফলাফল 2021রোল নাম্বার দিয়ে
- এসএসসি রেজাল্ট বের করার নিয়ম
- রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম
- রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট 2022
- রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার
- রোল নাম্বার ছাড়া রেজাল্ট
- রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট
- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট চেক