বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করেছ। এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত পাঠ্যসূচি (শর্ট সিলেবাস) অনুসরণে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সংযোজন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট সূত্র/ নির্দেশনা সংবলিত প্রশ্ন-উত্তর গুলোর উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এতে এসএসসি পরীক্ষায় সহজেই বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)।

আমরা ইতমধ্যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইটির ১ম ও ২য় অধ্যায়ে বহুনির্বাচনি প্রকাশ করেছি। ১ম অধ্যায় (ইতিহাস পরিচিতি) পড়তে এখানে ক্লিক করুন এবং ২য় অধ্যায় – বিশ্বসভ্যতা (মিশর, সিন্ধু, গ্রিক ও রোম) পড়তে এখানে ক্লিক করুন।

অধ্যায় – ৩ (প্রাচীন বাংলার জনপদ)

১. প্রাচীন বাংলার জনপদপুলোর সীমানা পরিবর্তনশীল হওয়ার কারণ কী?
ক. শাসকদের অনৈক্য ✔
খ. ক্ষমতার দাপট
গ. বিভিন্ন অঞ্চলের দ্বন্ধ
ঘ. বিদেশি শক্তির আক্রমণ

২. প্রাচীন জনপদগুলোর সীমা বার বার পরিবর্তনের কারণ কী?
ক. প্রাকৃতিক বিপরর্যোয়
খ. ধর্মীয় পটপরিবর্তন
গ. রাজনৈতিক পটপরিবর্তন ✔
ঘ. অর্থনৈতিক পটপরিবর্তন

৩. প্রাচীন যুগের ছোট অঞ্চলগুলোর শাসনব্যবস্থা ছিল-
ক. স্বাধীন ✔
খ. কেন্দ্রীয়
গ. প্রাদেশিক
ঘ. স্বায়ত্তশাসিত

৪. প্রাচীন যুগে বাংলার বিভিন্ন অংশ কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. অনেকগুলো ✔

৫. বাংলাদেশের আবহাওয়া কেমন?
ক. উষ্ণ
খ. শীতল
গ. গরম
ঘ. নাতিশীতোষ্ণ ✔

৬. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান কত ছিল?
ক. ১১০০ মাইল ✔
খ. ১২০০ মাইল
গ. ১৩০০ মাইল
ঘ. ১৪০০ মাইল

৭. বাংলায় জনপদের সীমা-
ক. সব সময় একরকম থাকেনি
খ. কখনো বেড়েছে
গ. কখনো কমেছে
ঘ. উপরের সবগুলোই ✔

৮. প্রাচীন বাংলার জনপদগুলো পরবর্তীতে রাজনৈতিক ঐক্য গঠনে সহায়তা করেছিল-
ক. সমষ্টগত ইউনিট হিসেবে
খ. ভূখন্ডগত ইউনিট হিসেবে
গ. প্রশাসনিক ইউনিট হিসেবে
ঘ. খ ও গ উভয়ই ✔

৯. পূজার ছুটিতে তালহা রাজশাহীর সোনা মসজিদ দেকতে যায়। তালহার দেখা মসজিদটি কোন জনপদের অন্তর্ভুক্ত?
ক. হরিকেল
খ. সমতট
গ. বরেন্দ্র ✔
ঘ. তাম্রলিপ্ত

১০. শালবন বিহারের অবস্থান কোন জনপদের অন্তর্ভুক্ত?
ক. বঙ্গ
খ. সমতট ✔
গ. চন্দ্রদ্বীপ
ঘ. তাম্রলিপ্ত

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)

১১. বর্তমান বগুড়া, রাজশাহী ও রংপুর নিয়ে কোন জনপদ গড়ে উঠেছিল?
ক. বঙ্গ
খ. পূন্ড্র ✔
গ. সমতট
ঘ. হরিকেল

১২. নিচের কোন স্থানটি পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত?
ক. মুর্শিদাবাদ
খ. ফরিদপুর
গ. বগুড়া ✔
ঘ. কুমিল্লা

১৩. চন্দ্রদ্বপের প্রাণকেন্দ্র ছিল?
ক. খুলনা
খ. বরিশাল ✔
গ. দিনাজপুর
ঘ. চট্রগ্রাম

১৪. মহাস্থানগড়ের পূর্বনাম কী ছিল?
ক. বঙ্গ
খ. গৌড়
গ. সমতট
ঘ. পুন্ড্র

১৫. কুমিল্লার প্রাচীন নাম কী?
ক. হরিকেল
খ. বরেন্দ্র
গ. ত্রিপুরা
ঘ. সমতট ✔

১৬. সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?
ক. সমতট
খ. হরিকেল ✔
গ. বরেন্দ্র
ঘ. ত্রিপুরা

১৭. তাম্রলিপ্ত বন্দরটি কোথায় অবস্থিত ছিল?
ক. ভাগীরথীর তীরে
খ. রূপনারায়ণের তীরে ✔
গ. গঙ্গার তীরে
ঘ. পদ্মার তীরে

১৮. বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ছিল?
ক. দিনাজপুর
খ. বরিশাল ✔
গ. বগুড়া
ঘ. চট্রগ্রাম

১৯. শশাংক কোন অঞ্চলের রাজা ছিলেন?
ক. বঙ্গ
খ. গৌড় ✔
গ. সমতট
ঘ. বরেন্দ্র

২০. গৌড়বাজ শশাংকের রাজধানী ছিল কোনটি?
ক. বর্ণসুবর্ণ ✔
খ. বিক্রমপুর
গ. পুন্ড্রনগর
ঘ. চন্দ্রদ্বীপ

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)

২১. পুন্ড্রনগর পরবর্তীকালে কী নাম হয়?
ক. মহাস্থানগড় ✔
খ. সোমপুর বিহার
গ. শালবন বিহার
ঘ. ময়নামতি

২২. গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যিন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকে কোন জনপদ বলা হতো?
ক. গৌড়
খ. বঙ্গ
গ. পুন্ড্র
ঘ. সমতট ✔

২৩. তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধি নষ্ট হয় কত শতকের পর থেকে?
ক. ষষ্ঠ
খ. সপ্তম
গ. অষ্টম ✔
ঘ. নবম

২৪. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক. খুব উঁচু
খ. খুব নিচু
গ. নিচু ও আর্দ্র ✔
ঘ. উঁচু ও আর্দ্র

২৫. চন্দ্রদ্বীপ কে আবিস্কার করেন?
ক. ধর্মপাল
খ. ত্রৈলোক্যচন্দ্র ✔
গ. দেবপাল
ঘ. দেবেন্দ্র

২৬. বর্তমানে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে কোন জাতি বাস করত?
ক. হিব্রু
খ. বঙ্গ ✔
গ. আর্যর
ঘ. দ্রাবিড়

২৭. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
ক. বঙ্গ ✔
খ. গৌড়
গ. সমতট
ঘ. পুন্ড্র

২৮. উত্তর ভারতের কোন অঞ্চলে গৌড়ের অন্তর্ভূক্ত ছিল?
ক. দক্ষিণ অঞ্চল
খ. পূর্ব অঞ্চল
গ. পশ্চিম অঞ্চল
ঘ. বিস্তীর্ণ অঞ্চল ✔

২৯. মালদহ জেলার লক্ষ্ণণাবতী গৌড় নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে?
ক. প্রাচীন যুগের
খ. আদিম যুগের
গ. মধ্য যুগের
ঘ. মুসলমান যুগের ✔

৩০. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
ক. দুটি ✔
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)

৩১. বাঙালি জাতির উৎপত্তির সাথে সাদৃশ্য রয়েছে?
ক. বঙ্গ ✔
খ. গৌড়
গ. পুন্ড্র
ঘ. বরেন্দ্র

৩২. পুন্ড্র জনপদটি গড়ে তুলেছিল কোন জাতি?
ক. পুন্ড্র ✔
খ. আর্যড
গ. গৌড়
ঘ. বরেন্দ্র

৩৩. প্রাচীন সভ্যতার নিদর্শনের সমৃদ্ধ জনপদ কোনটি?
ক. বঙ্গ
খ. গৌড়
গ. পুন্ড্র
ঘ. হরিকেল

৩৪. পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী?
ক. মুর্শিদাবাদ
খ. কর্ণসুবর্ণ
গ. বিক্রমপুর
ঘ. পুন্ড্রনগর ✔

৩৫. কার শাসনামলে প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
ক. কেশব সেনের
খ. বিশ্বরূপ সেনের
গ. ধর্মপালের
ঘ. সম্রাট অশোকের ✔

৩৬. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
ক. ধর্মপাল
খ. দেবপাল
গ. ত্রৈলোক্যচন্দ্র ✔
ঘ. ভবদেব

৩৭. সমতট বর্তমান কার প্রাচীন নাম?
ক. কুমিল্লার ✔
খ. নোয়াখালীর
গ. ফেনীর
ঘ. বরিশালের

৩৮. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অদিক যুক্তিযুক্ত?
ক. চব্বিশ পরগনা
খ. ত্রিপুরা
গ. মেদিনীপুর জেলার তমলুক ✔
ঘ. আসাম-মিজোরাম

৩৯. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক. খুব উঁচু
খ. খুব নিচু
গ. নিচু ও আর্দ্র ✔
ঘ. উঁচু ও আর্দ্র

৪০. তাম্রলিপ্ত কত শতক হতে দন্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে?
ক. চার
খ. ছয়
গ. সাত ✔
ঘ. আট

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরসহ (৩য় অধ্যায়)

৪১. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্বনাম?
ক. বরিশাল ✔
খ. নোয়াখালী
গ. কুমিল্লা
ঘ. চাঁদপুর

৪২. পুন্ড্র জাতির নিদর্শনগুলো হলো-
ক. মহাস্থানগড় নগরীয় ধ্বংসাবশেষ
খ. প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ
গ. পাথরের চাকতিতে খোদাই করা লিপি
ঘ. উপরের সবগুলোই ✔

৪৩. প্রাচীনকালে তাম্রলিপ্ত নৌ-বাণিজ্যের কেন্দ্র ছিল; কারণ তাম্রলিপ্ত ছিল-
ক. নৌ-চলাচলের জন্য আদর্শ বন্দর
খ. নদীর তীরে অবস্থিত
গ. রপ্তানিমুখী পণ্যের উৎপাদন কেন্দ্র
ঘ. ক ও খ উভয়ই ✔

৪৪. বাংলার প্রথম জনপদ হলো-
ক. পুন্ড্রবর্ধন
খ. গৌড়
গ. বঙ্গ
ঘ. ক ও গ উভয়ই ✔

৪৫. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গ জনপদটিকে যে জনপদের প্রতিবেশী বলা হয়েছে-
ক. মগধ
খ. কলিঙ্গ
গ. সমতট
ঘ. ক ও খ উভয়ই ✔

৪৬. বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল-
ক. বগুড়া
খ. পাবনা
গ. দিনাজপুর
ঘ. ক ও গ উভয়ই ✔

৪৭. সমতটের ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত-
ক. পশ্চিম বাংলায় ছিল সমতটের অবস্থান
খ. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম
গ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল
ঘ. খ ও গ উভয়ই ✔

৪৮. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান-
ক. গঙ্গা
খ. পদ্মা
গ. করতোয়া
ঘ. ক ও গ উভয়ই ✔

৪৯. প্রাচীন বাংলার জনপদগেুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ-
ক. পুন্ড্র ✔
খ. গৌড়
গ. বঙ্গ
ঘ. সমতট

উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:-

মাইশার মামা বাড়ি বগুড়াতে যায়। বিকেলে মামা তাকে একটি ঐতিহাসিক স্থান দেখাতে নিয়ে যায় এবং বলেন এটি নগরীয় ধ্বংসাবশেষ। পন্ডিতরা মনে করেন, এখানে চাকতিতে খোদাই করা যে, লিপি পাওয়া গেছে এটি বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি।

৫০. মাইশা মামার সাথে কোন জনপদে বেড়াতে গিয়েছিল?
ক. পুন্ড্র ✔
খ. হরিকেল
গ. সমতট
ঘ. চন্দ্রদ্বীপ

৫১. উক্ত নগরীর বৈশিষ্ট্য হচ্ছে-
ক. নাম পরিবর্তন
খ. দুটি অঞ্চলে বিভক্ত
গ. সমৃদ্ধ ঐতিহাসিক জনপদ
ঘ. ক ও গ উভয়ই ✔

উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:-

প্রাচীন এক জাতির নামানুসারে বাংলায় এক জনপদের নামকরণ করা হয়। সাবিক তার নানার সাথে ঐ জনপদে বেড়াতে গিয়েছিল।

৫২। সাবিক প্রাচীন কোন জনপদ বেড়াতে গিয়েছিল?
ক. পুন্ড ✔
খ. হরিকেল
গ. সমতট
ঘ. চন্দ্রদ্বীপ

৫৩. পুন্ড নামে জনপদটি কারা গড়ে তুলেছিল?
ক. বঙ্গ জাতি
খ. গৌড় জাতি
গ. পুন্ড্রজাতি ✔
ঘ. হিব্রু জাতি

আপনার প্রয়োজনীয় সাবজেক্ট থেকে আরো পড়ুন..

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment