SSC বাংলা ২য় পত্র MCQ – পরিচ্ছেদ ৭ (PDF)

আপনাদের জন্য ৮০ টি MCQ উত্তর সহ তুলে ধরা হলো। মূলত এগুলো থেকে অনেকটাই কমন পড়বে বলে আশা করা যায়। SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭ নিজের মতো করে নিজ দায়িত্বে সংগ্রহ করে নাও। পরিচ্ছেদ ১১ : প্রত্যয় দিয়ে শব্দ গঠন থেকে Bangla 2nd Paper MCQ Suggestion পড়তে এখানে ক্লিক করুন। 

পরিচ্ছেদ ০৭ : ব্যঞ্জনধ্বনি।

৮১. বাকপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
ক. উচ্চারণ স্থান √
খ. উচ্চারণ প্রকৃতি
গ. ধ্বনি সৃষ্টি
ঘ. ধ্বনি প্রকৃতি

৮২. দ্যন্ত্য ব্যঞ্জনধ্বনির মৃখ্য বাকপ্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট
খ. জিভের ডগা √
গ. আলজিভ
ঘ. দাঁত

৮৩. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দন্তমূলীয় ব্যঞ্জন √
গ. মূর্ধন্য ব্যঞ্জন

৮৪. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক. শসা √
খ. ঘাস
গ. কল
ঘ. দল

৮৫. পাশ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
(ক) ল √
(খ) ম
(গ) ন
(ঘ) থ

৮৬. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
(ক) র
(খ) শ
(গ) ড় √
(ঘ) ণ

৮৭. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
(ক) ব, ভ √
(খ) ট, ঠ
(গ) চ, ছ
(ঘ) ত, দ

৮৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি √
গ. মহাপ্রাণ ধ্বনি

৮৯. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
ক. বড়ো
খ. গাঢ়
গ. চানাচুর √
ঘ. হঠাৎ

৯০. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক. দন্ত্য
খ. মূর্ধন্য
গ. তালব্য √
ঘ. কন্ঠ্য

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

৯১. ওষ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাক্প্রতঙ্গ কোনটি?
ক. জিভের ডগা
খ. নিচের ঠোঁট √
গ. উপরের ঠোঁট
ঘ. জিভের পেছনের অংশ

৯২. উচ্চারণস্থান অনুযায়ী “ভ” কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
ক. ওষ্ঠ্য
খ. তালব্য ব্যঞ্জন √
গ. উপরের ঠোঁট
ঘ. জিভের পেছনের অংশ

৯৩. জিভের ডগা উপরের পাটিতে দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. মূর্ধন্য ব্যঞ্জন
খ. তালব্য ব্যঞ্জন
গ. কন্ঠ্য ব্যঞ্জন
ঘ. দন্ত্য ব্যঞ্জন √

৯৪. নিচের কোনগুলো দন্ত্য ব্যঞ্জন ধ্বনির উদাহরন?
(ক) ক, খ, গ, ঘ
(খ) ত, থ, দ, ধ
(গ) প, ফ, ব, ভ
(ঘ) ন, র, ল, স √

৯৫. জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সাথে লেহে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দন্তমূলীয় ব্যঞ্জন √
ঘ. তালব্য ব্যঞ্জন

৯৬. নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
(ক) ক, খ, গ, ঘ
(খ) ত, থ, দ, ধ
(গ) প, ফ, ব, ভ
(ঘ) ন, র, ল, স √

৯৭. উচ্চারন স্থান অনুযায়ী ড, ঢ, ড়, ঢ় কী ধ্বনি?
ক. মূর্ধন্য ধ্বনি √
খ. তালব্য ব্যঞ্জন
গ. কন্ঠ্য ধ্বনি
ঘ. কন্ঠনালীয় ধ্বনি

৯৮. জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. কন্ঠ্য ব্যঞ্জন
খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দন্তমূলীয় ব্যঞ্জন
ঘ. তালব্য ব্যঞ্জন √

৯৯. নিচের কোন শব্দগুচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে?
ক. রাত, দিন, লাল, সালাম
খ. চাল, জাল, ঝাল, শসা √
গ. কাকা, বাঘ, কচি, ব্যাঙ
ঘ. তাল, থালা, বালা, কলা

১০০. জিভের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপথের বাধা সৃষ্টি করে কী ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠ্য ধ্বনি
খ. দন্ত্য ধ্বনি
গ. কন্ঠ্য ধ্বনি √
ঘ. কন্ঠনালীয় ধ্বনি

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১০১. ক, খ, গ, ঘ, ঙ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. কন্ঠনালীয়
খ. কন্ঠ্য √
গ. দন্ত্য
ঘ. দন্তমূলীয়

১০২. কন্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট
খ. জিভের ডগা
গ. দন্তমূল
ঘ. ধ্বনিদ্বারের দুটি পাল্লা √

১০৩. নিচের কোনটি কন্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ?
(ক) স
(খ) প
(গ) হ √
(ঘ) ড়

১০৪. দুটি বাপ্রতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি-
ক.স্পষ্ট ব্যঞ্জন √
খ.নাসিক্য ব্যঞ্জন
গ. উষ্ম ব্যঞ্জন
ঘ. কম্পিত ব্যঞ্জন

১০৫. স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে √

১০৬. ৫, ঞ, ণ, ন, ম উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন?
ক উষ্ম
খ. তালব্য
গ. নাসিক্য √
ঘ. তাড়িত

১০৭. কোন ব্যঞ্জনধ্বনিগুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ?
(ক) য, য়, ঠ
(খ) শ, স, হ √
(গ) জ, ঝ, চ
(ঘ) প, ফ, ব

১০৮. কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি ?
(ক) ল √
(খ) ঞ
(গ) শ
(ঘ) ঢ়

১০৯. জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি সৃষ্টি হয়?
ক. তাড়িত ধ্বনি
খ. উষ্ম ধ্বনি
গ. কম্পিত ধ্বনি √
ঘ. পার্শ্বিক ধ্বনি

১০০. কোনগুলো তাড়নজাত ব্যঞ্জনধ্বনি?
(ক) গ, ঘ
(খ) য, য়
(গ) র, ল
(ঘ) ড়, ঢ় √

১১১. কম্পনমাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
(ক) ২ √
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১১২. স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয় ?
ক. অঘোষ ব্যঞ্জন
খ. ঘোষ ব্যঞ্জন √
গ. অল্পপ্রাণ ব্যঞ্জন
ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন

১১৩. কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি?
(ক) ক, চ, ট, ত, প
(খ) খ, ছ, ঠ, থ, ফ
(গ) গ, ঘ, দ, ধ, ম √
(ঘ) খ, গ, ছ, জ, থ

১১৪. কোনগুলো অঘোষ ব্যঞ্জনধ্বনি?
(ক) গ, জ, থ, প
(খ) চ, থ, ধ, ভ
(গ) ঘ, ড়, ন, প
(ঘ) খ, গ, ছ, জ, থ √

১১৫. ধ্বনি উচ্চারণে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় প্রকার?
(ক) ২ √
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

১১৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলো –
ক . অঘোষ ব্যঞ্জন
খ. অল্পপ্রাণ ব্যঞ্জন √
গ. ঘোষ ব্যঞ্জন
ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন

১১৭. নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
(ক) প, ফ
(খ) চ, ছ
(গ) ক, গ √
(ঘ) ত, থ

১১৮. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলো—
ক. অঘোষ ব্যঞ্জন
খ. অল্পপ্রাণ ব্যঞ্জন
গ. ঘোষ ব্যঞ্জন
ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন √

১১৯. নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
(ক) খ, ধ √
(খ) ত, ছ
(গ) ক, গ
(ঘ) প, থ

১২০. ‘হ’ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির ?
ক. অল্পপ্রাণ ঘোষ
খ. মহাপ্রাণ ঘোষ
গ. অল্পপ্রাণ অঘোষ
ঘ. মহাপ্রাণ অঘোষ √

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১২১. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি √
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. শ্বাস ধ্বনি

১২২. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক. মহাপ্রাণ বর্ণ
খ. স্পর্শ বর্ণ √
গ. ওষ্ঠ্য বর্ণ
ঘ. ঘোষ বর্ণ

১২৩. কোনগুলো স্পর্শধ্বনি?
(ক) ‘অ’ হতে ‘ঢ’ পর্যন্ত
(খ) ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
(গ) ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত √
(ঘ) ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত

১২৪. ক, খ, গ, ঘ, ঙ এর উচ্চারণ স্থান হলো—
ক. অগ্রতালু
খ. জিহ্বামূল √
গ. পশ্চাৎ দন্তমূল
ঘ. অগ্র দন্তমূল

১২৫. ক-বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক. পশ্চাৎ দন্তমূল
খ. অগ্রতালু
গ. জিহ্বামূল √
ঘ. অগ্র দন্তমূল

১২৭. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
(ক) ত বৰ্গ √
(খ) ট বর্গ
(গ) চ বৰ্গ
(ঘ) ক বর্গ

১২৮. উচ্চারণ অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. দন্ত্যধ্বনি
ঘ. ওষ্ঠ্য ধ্বনি √

১২৯. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
(ক) ট বর্গ
(খ) ত বর্গ √
(গ) চ বৰ্গ
(ঘ) ক বর্গ

১৩০. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কন্ঠ ধ্বনি
খ. তালব্য ধ্বনি
গ. মুর্ধন্য ধ্বনি
ঘ. ওষ্ঠ্য ধ্বনি √

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১৩১. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি √
(ঘ) ৭টি

১৩২. কোনগুলো আনুনাসিক বর্ণ?
(ক) ক, খ, চ, ছ
(খ) গ, ঘ, জ, ঝ
(গ) ঙ, ঞ, ণ, ন √
(ঘ) ট, ঠ, থ, ফ

১৩৩. কোন দুটি নাসিক্য বর্ণ ?
(ক) ক, খ
(খ) ত, থ
(গ) ন, ম √
(ঘ) দ, ধ

১৩৪. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
(ক) ক, চ, ট, ত
(খ) খ, ছ, ঠ, থ
(গ) শ, ষ, স, হ √
ঘ) গ, ঘ, ঙ, চ

১৩৫. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল?
(ক) ন, ল, স √
(খ) শ, ষ, ঝ
(গ) য, র, ঢ়
(ঘ) ম, ব, প

১৩৬. কম্পনজাত ধ্বনি কোনটি?
(ক) র √
(খ) চ
(গ) ছ
(ঘ) ল

১৩৭. কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু’পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়?
(ক) ন
(খ) ম
(গ) স
(ঘ) ল √

১৩৮. শ, ষ, স, হ— এ চারটি বর্ণকে কী বলে?
ক. স্পর্শ বর্ণ
খ. উষ্ম বর্ণ √
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ

১৩৯. কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ?
(ক) শ
(খ) ষ √
(গ) স
(ঘ) হ

১৪০. তাড়নজাত ধ্বনি কোনটি?
(ক) চ, ছ
(খ) ড়, ঢ় √
(গ) ড, ঢ
(ঘ) ৎ, ং

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১৪১. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষধ্বনি
খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত ধ্বনি

১৪২. নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
(ক) ক, ঙ
(খ) ক, খ
(গ) চ, জ
(ঘ) ঘ, ঝ √

১৪৩. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি √
গ. উষ্ম ধ্বনি
ঘ. পার্শ্ব ধ্বনি

১৪৪. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
(ক) ঙ, ঞ, ম
(খ) ঃ, ং √
(গ) জ, য, ৎ
(ঘ) শ, ষ, স

১৪৫. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
(ক) ক. গ
(খ) খ, ঘ √
(গ) ক, খ
(ঘ) গ, ঘ

১৪৬. অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি?
(ক) খ
(খ) ঝ
(গ) ছ √
(ঘ) ফ

১৪৭. সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয় কোনটি?
ক. কন্ঠ
খ. জিহ্বা
গ. ওষ্ঠ্য
ঘ. দন্ত √

১৪৮. ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি আর কী নামে পরিচিত?
ক. স্পর্শধ্বনি
খ. দ্বি-ওষ্ঠ্য √
গ. স্পর্শ ব্যঞ্জন
ঘ. কণ্ঠ ব্যঞ্জন

১৪৯. ‘দ’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. মূর্ধন্য ব্যঞ্জন
খ. কণ্ঠ ব্যঞ্জন
গ. দন্ত্য ব্যঞ্জন √
ঘ. তালব্য ব্যঞ্জন

১৫০. হাতি শব্দের ‘হ’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. কণ্ঠনালীয় ব্যঞ্জন √
খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন
ঘ. দন্ত্য ব্যঞ্জন

SSC বাংলা ২য় পত্র MCQ পরিচ্ছেদ ৭

১৫১. স্পর্শ বর্ণ কোনটি?
(ক) ষ
(খ) শ
(গ) স
(ঘ) ম √

১৫২. নিচের কোনটি ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি?
(ক) ত
(খ) প √
(গ) স
(ঘ) দ

১৫৩. ‘ত’ কী ধ্বনি নামে পরিচিত?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. মূর্ধা ব্যঞ্জন
গ. দন্ত্য ব্যঞ্জন √
ঘ. কণ্ঠ্য ব্যঞ্জন

১৫৪. ‘ভার’ শব্দের ‘র’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. কম্পিত ব্যঞ্জন √
খ. পার্শ্বিক ব্যঞ্জন
গ. উষ্ম ব্যঞ্জন
ঘ. স্পষ্ট ব্যঞ্জন

১৫৫. ‘বাড়ি’ শব্দের ‘ড়’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. ঘোষ ব্যঞ্জন
খ. অঘোষ ব্যঞ্জন
গ. তাড়িত ব্যঞ্জন √
ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন

১৫৫. ‘বাড়ি’ শব্দের ‘ড়’ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. ঘোষ ব্যঞ্জন
খ. অঘোষ ব্যঞ্জন
গ. তাড়িত ব্যঞ্জন √
ঘ. মহাপ্রাণ ব্যঞ্জন

১৫৬. ঢ, ড়, ঢ়— এ তিনটির উচ্চারণস্থান কোনটি?
ক. ওষ্ঠ
খ. অগ্রতালু
গ. পশ্চাৎ দন্তমূল √
ঘ. অগ্র দন্তমূল

১৫৭. ব, ভ কোন ধ্বনি?
ক. ঘোষ √
খ. অঘোষ
গ. অল্পপ্রাণ
ঘ. মহাপ্রাণ

১৫৮. ‘ফ, ভ, ঢ, ঘ’ কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. মহাপ্রাণ √
খ. ঘোষ
গ. অল্পপ্রাণ
ঘ. অঘোষ

১৫৯. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো-
ক. অঘোষ ধ্বনি
খ. ঘোষধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি √

১৬০. কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
(ক) ক, চ
(খ) খ, ছ
(গ) গ, জ
(ঘ) ঘ, ঝ √PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment

//whoursie.com/4/6176583