এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ : জীবন পাঠ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।
১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ
২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু
১. মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?
ক. ইন্টারফেজ
● প্রোফেজ
গ. প্রোমেটাফেজ
ঘ. অ্যানাফেজ
২. ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?
● প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. মেটাফেজ
৩. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় মাইটোসিসের কোন পর্যায়ে?
ক. প্রোফেজ
● প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. মেটাফেজ
৪. স্পিন্ডল যন্ত্রের তন্তু যখন সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকে তখন তাকে কী বলে?
ক. ক্রোমোসোমাল তন্তু
খ. স্পিন্ডল তন্তু
গ. অ্যাস্টার তন্তু
● আকর্ষণ তন্তু
৫. স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
ক. গ্লোবিউলার প্রোটিন
● তন্তুময় প্রোটিন
গ. ফাইব্রাস প্রোটিন
ঘ. অ্যালবুমিন প্রোটিন
৬. কোন পর্যায়ে ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
ক. প্রোফেজ
● মেটাফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৭. কোন ধাপে ক্রোমোসোম সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. প্রো-মেটাফেজ
● অ্যানাফেজ
৮. কোষের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
● প্রো-মেটাফেজ
ঘ. টেলোফেজ
৯. কোন পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
ক. প্রোফেজ
● মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
১০. সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
ক. স্পিন্ডল
● অ্যাস্টার
গ. ট্রাকশন
ঘ. আকর্ষণ
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
১১. প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. প্রো-মেটাফেজ
● অ্যানাফেজ
১২. ক্রোমোসোমগুলো V, L, J বা I এর মতো আকার ধারণ করে কোন পর্যায়ে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
● অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
১৩. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?
ক. আকর্ষণ বেড়ে যাওয়ায়
খ. সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়
● বিকর্ষণ বেড়ে যাওয়ায়
ঘ. ক্রোমাটিড তৈরি হওয়ায়
১৪. মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
ক. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
খ. অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
● দুটি অপত্য কোষ সৃষ্টি হয়
ঘ. ক্রোমোসোম মোটা হয়
১৫. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু বিলুপ্ত হতে থাকে?
ক. প্রোফেজ
● টেলোফেজ
গ. ইন্টারফেজ
ঘ. অ্যানাফেজ
১৬. মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে কোন পর্যায়ে?
ক. প্রো-মেটাফেজ
খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ
● টেলোফেজ
১৭. নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে কোন ধাপে?
● টেলোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. প্রোফেজ
১৮. মানবদেহে কোষের সংখ্যা কত ট্রিলিওন?
ক. ১০
খ. ২০
● ৩০
ঘ. ৪০
১৯. মানবদেহে প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হতে কত দিন লাগে?
ক. ১০-২০
খ. ২০-৩০
গ. ৩০-৪০
● ৪০-৫০
২০. টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. মিয়োসিস
● অনিয়ন্ত্রিত মাইটোসিস
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
২১. হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন দুটি কোন রোগের জন্য দায়ী?
ক. থ্যালাসেমিয়া
খ. বাতজ্বর
● ক্যান্সার
ঘ. হেপাটাইটিস
২২. কোষপ্লেট কী দ্বারা গঠিত হয়?
ক. রাইবোসোম
খ. গলজি বডি
● এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ঘ. লাইসোজোম
২৩. প্যাপিলোমা ভাইরাসের কাজ কোনটি?
ক. রাসায়নিকভাবে এনজাইম তৈরি করা
খ. প্রোটিন অণু তৈরি করে
● প্রোটিন অণু স্থানচ্যুত করে
ঘ. কোষকে পূণর্গঠিত করে
২৪. ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শণাক্তকৃত জিনের সংখ্যা কত?
ক. শতাধিক
খ. লক্ষাধিক
● সহস্রাধিক
ঘ. প্রায় এক কোটি
২৫. নিচের কোন বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
● মিয়োসিস
ঘ. প্লাজমোলাইসিস
২৬. মিয়োসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
● চারটি
২৭. মিয়োসিস বিভাজনের অপর নাম কী?
ক. প্রত্যক্ষ বিভাজন
খ. সমীকরণিক বিভাজন
গ. দ্বিবিভাজন
● হ্রাসমূলক বিভাজন
২৮. কোন বিভাজনের কারণে প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
● মিয়োসিস
ঘ. দ্বিবিভাজন
২৯. জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. প্লাজমোডিয়াম
● মিয়োসিস
৩০. হ্যাপ্লয়েড জীবের মিয়োসিস কোথায় ঘটে?
● জাইগোটে
খ. দেহকোষে
গ. জনন কোষে
ঘ. জনন মাতৃকোষে
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৩১. জাইগোট বলতে কী বোঝায়?
● ডিপ্লয়েড কোষ
খ. হ্যাপ্লয়েড কোষ
গ. জনন কোষ
ঘ. কোষ বিভাজন
৩২. মসের জাইগোটে মিয়োসিস হলে কতটি রেণু উৎপন্ন হবে?
ক. দুইটি
● চারটি
গ. ষোলটি
ঘ. আটটি
৩৩.ফার্ন উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
ক. ডিম্বকে
খ. ডিম্বাশয়ে
● জাইগোটে
ঘ. বীজে
৩৪. ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয় কোনটিতে?
● মিয়োসিস-১
খ. মিয়োসিস-২
গ. মিয়োসিস-৩
ঘ. মিয়োসিস-৪
৩৫. ক্রোমোসোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না কোন কোষ বিভাজনে?
ক. মিয়োসিস-১
● মিয়োসিস-২
গ. মিয়োসিস-৩
ঘ. মিয়োসিস-৪
৩৬. Xenopus tropicalis থেকে ক্রোমোসোম সেট দ্বিগুণ
হয়ে উৎপত্তি ঘটেছে নিচের কোনটির?
ক. Xenopus tropcal
● Xenopus largeni
গ. Xenopus laevs
ঘ. Xenopus longipes
৩৭. জিনগত বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কোন বিভাজন?
ক. মাইটোসিস
খ. সাইটোকাইনেসিস
গ. অ্যামাইটোসিস
● মিয়োসিস
৩৮. মিয়োসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে?
ক. জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা
● জিনের আদান-প্রদান
গ. অঙ্গজ প্রজনন
ঘ. এককোষী জীবের বংশবৃদ্ধি
৩৯. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোম
কতবার বিভক্ত হয়?
● একবার
খ. তিন বার
গ. দুই বার
ঘ. চার বার
৪০. জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের
কারণে?
ক. মিয়োসিস
● মাইটোসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. ক্যারিওকাইনেসিস
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৪১. সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. টেলোফেজ
● ইন্টারফেজ
৪২. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়?
ক. প্রোফেজ
● প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. মেটাফেজ
৪৩. অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয় কোন ধাপে?
ক. প্রোফেজ
● প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৪৪. নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?
ক. প্রোফেজ
● মেটাফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. এনাফেজ
৪৫. সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
● মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৪৬. ‘J’ আকৃতির ক্রোমোসোমকে কী বলা হয়?
● অ্যাক্রোসেন্ট্রিক
খ. মেটাসেন্ট্রিক
গ. সাবমেটাসেন্ট্রিক
ঘ. টেলোসেন্ট্রিক
৪৭. মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে ‘I’ আকৃতির ক্রোমোসোমের নাম কী?
ক. অ্যাক্রোসেন্ট্রিক
খ. মেটাসেন্ট্রিক
গ. সাবমেটাসেন্ট্রিক
● টেলোসেন্ট্রিক
৪৮. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে
ক্রোমোসোমগুলো I, L, V এবং J -এর মতো আকার
ধারণ করে?
● অ্যানাফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. প্রোফেজ
ঘ. মেটাফেজ
৪৯. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য
ক্রোমোসোম উৎপন্ন হয়?
ক. প্রো-মেটাফেজ
খ. অ্যানাফেজ
গ. প্রোফেজ
● টেলোফেজ
৫০. জাইগোটে কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার মেমব্রেন
পুনরায় দৃশ্যমান হয় কোন ধাপে?
ক. মেটাফেজ
খ. অ্যানাফেজ
● টেলোফেজ
ঘ. সাইটোকাইনেসিস
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৫১. V আকার ধারণকারী ক্রোমোসোমগুলোকে কী বলে?
ক. অ্যাক্রোসেন্ট্রিক
● মেটাসেন্ট্রিক
গ. সাব মেটাসেন্ট্রিক
ঘ. টেলোসেন্ট্রিক
৫২. সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কেমন?
ক. V
● L
গ. J
ঘ. I
৫৩. নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি?
ক. আলসার
খ. যক্ষ্মা
গ. নিউমোনিয়া
● অর্বুদ
৫৪. কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির
ভাইরাস দায়ী?
ক. রোটা
● প্যাপিলোমা
গ. হেপাটাইটিস বি
ঘ. এইচআইভি
৫৫. নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা
করে?
● প্যাপিলোমা
খ. রুবিওলা
গ. HIV
ঘ. র্যাবিস
৫৬. মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় ?
ক. তিন
● দুই
গ. চার
ঘ. পাঁচ
৫৭. মিয়োসিস ঘটে সপুষ্পক উদ্ভিদের কোন অংশে?
● পরাগধানীতে
খ. মুকুলে
গ. ভূণমূলে
ঘ. কাণ্ডে
৫৮. মিয়োসিস কোথায় ঘটে?
ক. জেনারেটিভ কোষে
খ. ডিম্বাণুযন্ত্রে
● পরাগধানীতে
ঘ. সস্য কোষে
৫৯. মিয়োসিস কোথায় ঘটে?
ক. নিম্ন শ্রেণির জীবের জাইগোট
খ. বর্ধনশীল মুকুলে
গ. পরাগথলি
● ডিম্বকে
৬০. কোনটি জননকোষে ঘটে?
ক. অনিয়মিত কোষ বিভাজন
খ. মাইটোসিস
গ. অ্যামাইটোসিস
● মিয়োসিস
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৬১. মাইটোসিস বিভাজন-
ⅰ. জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়
ⅱ. কোষের স্বাভাবিক আকার বজায় থাকে
ⅲ. ক্ষতস্থান পূরণ হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬২. প্রোফেজ পর্যায়ে-
ⅰ. ক্রোমোসোম সরু ও লম্বা হয়
ⅱ. নিউক্লিয়াস আকারে বড় হয়
ⅲ. দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৩. মাইটোসিস বিভাজনের ফলে কোষের —
ⅰ. স্বাভাবিক আকার বজায় থাকে
ⅱ. স্বাভাবিক আকৃতি বজায় থাকে
ⅲ. স্বাভাবিক আয়তন বজায় থাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬৪. মাইটোসিসের প্রথম পর্যায়ে-
ⅰ. ক্রোমোসোম যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়
ⅱ. ক্রোমোসোম কুণ্ডলিত অবস্থায় থাকে
ⅲ. ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৫. প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো—
ⅰ. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ⅱ. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
ⅲ. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৬৬. মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোসোমের—
ⅰ. সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে
ⅱ. ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায়
ⅲ. ক্রোমাটিড দুটি বিচ্ছিন্ন হতে থাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৬৭. মেটাফেজ ধাপের শেষে বিলুপ্ত হয়-
ⅰ. সেন্ট্রোমিয়ার
ⅱ. নিউক্লিওলাস
ⅲ. নিউক্লিয়ার মেমব্রেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৮. মেটাফেজ ধাপে-
ⅰ. ক্রোমোসোম সবাধিক মোটা ও খাটো হয়
ⅱ. ক্রোমোসোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে
ⅲ. ক্রোমাটিড দুইটি স্পষ্ট হয় না
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৬৯. মেটাফেল পর্যায়ের শেষ দিকে-
ⅰ. সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়
ⅱ. নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়
ⅲ. নিউক্লিওলাস অপরিবর্তিত থাকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭০. অ্যানাফেজ ধাপে-
ⅰ. ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে
ⅱ. ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়
ⅲ. ক্রোমোসোমগুলো V. L. I, I এর মতো দেখায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৭১. মাইটোসিসের শেষ পর্যায়টিতে-
ⅰ. নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়
ⅱ. নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব হয়
ⅲ. দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৭২. টেলোফেজ পর্যায়ের শেষে-
ⅰ. কোষপ্লেট তৈরি হয়
ⅱ. স্পিন্ডল তত্ত্ব তৈরি হয়
ⅲ. দুটি অপত্য কোষ তৈরি হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৩. মাইটোসিস বিভাজন অপরিহার্য জীবের —
ⅰ. বৃদ্ধির জন্য
ⅱ. অঙ্গজ জননের জন্য
ⅲ. যৌন জননের জন্য
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৪. অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল-
ⅰ. টিউমার
ⅱ. ক্যান্সার
ⅲ. স্ট্রোক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৫. মিয়োসিস কোষ বিভাজন ঘটে-
ⅰ. মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের জাইগোটে
ⅱ. উন্নত প্রাণিদেহে শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
ⅲ. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
৭৬. মিয়োসিস বিভাজনে —
ⅰ. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়
ⅱ. একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ পাওয়া যায়
ⅲ. অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের
অর্ধেক হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৭. ব্যাঙের প্রজাতি হলো-
ⅰ. Xenopus tropicalis
ⅱ. Xenopus laevis
ⅲ. Xenopus picavis
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৮. রহিম তার বাবার মতো হয়েছে বললেও হুবহু বাবার
মতো হয়নি কারণ জিনের আদান প্রদান হয়-
ⅰ. মিয়োসিস বিভাজনে
ⅱ. মাইটোসিস বিভাজনে
ⅲ. জিনের পুনর্বিন্যাসে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৯. মিয়োসিসে জিনের আদান-প্রদান হয় –
ⅰ. ক্রোমোসোমের অংশ বিনিময়
ⅱ. DNA ভাঙা গড়ার মাধ্যমে
ⅲ. ক্রোমোসোমের স্থানান্তরের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ
পরের অধ্যায়গুলো
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি
৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন
৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময়
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন
১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ৩য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল পিডিএফ গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের পিডিএফ বাটনে ক্লিক করো।