SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ : জীবন পাঠ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।

আগের অধ্যায়গুলো পড়ুন এখানে

১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ
২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু
৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি

১.অত্যন্ত অল্প পরিমাণে লাগে কিন্তু উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
● Zn
খ. H
গ. S
ঘ. Mg

২.কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট?
ক. ম্যাগনেসিয়াম
● কপার
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন

৩.উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনটি?
ক. Cu
খ. CI
● Ca
ঘ. Mo

৪.উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি?
● 16
খ. 10
গ. 6
ঘ. 4

৫.উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন?
ক. 6
খ. 10
● 16
ঘ. 20

৬.উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোন উপাদানটি বেশি প্রয়োজনীয়?
ক. বোরন
● ম্যাংগানিজ
গ. ক্লোরিন
ঘ. পটাশিয়াম

৭.সুমিষ্ট আখ পেতে জমিতে প্রয়োগ করতে হবে—
ক. ইউরিয়া
● বোরন
গ. পটাশিয়াম
ঘ. ম্যাংগানিজ

৮.অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোনটি আবশ্যক?
ক. Ca
খ. Cu
● Mo
ঘ. Mn

৯.পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ায় কোন মৌলটি সাহায্য করে?
ক. Mg
খ. B
● K
ঘ. Ca

১০.উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. ক্যালসিয়াম
● ফসফরাস
গ. পটাশিয়াম
ঘ. আয়রন

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১১.ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে-
ক. Ca ও Fe
খ. Na ও Mg
গ. Fe ও N
● Mg ও N

১২.সুগারবিট এর মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য কোন পুষ্টি উপাদান প্রয়োজন?
ক. বোরন
● ক্লোরিন
গ. আয়রন
ঘ. পটাশিয়াম

১৩.কোন উপাদানটির অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যহত হয়?
● নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন

১৪.কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে?
● ফসফরাস
খ. নাইট্রোজেন
গ. পটাশিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম

১৫.কোন উপাদানটির অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়?
ক. লৌহ
● ফসফরাস
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ক্যালসিয়াম

১৬.কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়?
● বোরন
খ. সালফার
গ. ফসফরাস
ঘ. নাইড্রাজেন

১৭.নিম্নের কোনটির অভাবে ডাইব্যাক রোগ হয়?
ক. ক্যালসিয়াম
● সালফার
গ. পটাশিয়াম
ঘ. ফসফরাস

১৮.যদি লৌহের অভাব হয়, কচি পাতা প্রথমে হয়ে যায়-
ক. গোলাপী
● বিবর্ণ
গ. হলুদ
ঘ. বেগুনি

১৯.শর্করার মৌলিক উপাদান হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যটি কী?
ক. নাইট্রোজেন
● কার্বন
গ. আয়রন
ঘ. সোডিয়াম

২০.নিচের কোন খাবার থেকে আমরা নাইট্রোজেন পাই?
ক. আলু
খ. গাজর
গ. সরিষা
● মসুর ডাল

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

২১.আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?
ক. ১৭
খ. ১৪
গ. ১৫
● ১৬

২২.কোন শর্করাটি দেহে সর্বাপেক্ষা দ্রুত শোষিত হবে?
ক. ভাত
● মধু
গ. চিনি
ঘ. আলু

২৩.কোন খাদ্য থেকে দ্রুত শক্তি পাওয়া যায়?
ক. দই
খ. আখের গুড়
● আমের রস
ঘ. ভাত

২৪.এক শর্করার উৎস কোনটি?
ক. সবজি
খ. দুধ
● ফলের রস
ঘ. চিনি

২৫.ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে?
ক. এ
খ. বি
গ. সি
● ডি

২৬.চর্বিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটিতে পাওয়া যায়?
● মলা মাছ
খ. কলিজা
গ. কাঁচামরিচ
ঘ. বাঁধাকপি

২৭.কোনটি ছাড়া দেহাভ্যন্তরে কোনো রাসায়নিক বিক্রিয়া চলতে পারে না?
ক. হরমোন
খ. ভিটামিন
গ. এনজাইম
● পানি

২৮. খাদ্য পিরামিডের নিচের স্তরের খাদ্য উপাদান কোনটি?
ক. ভিটামিন
খ. স্নেহ
● শর্করা
ঘ. আমিষ

২৯.খাদ্য পিরামিডের উপর থেকে ২য় স্তরে কোন খাদ্য রয়েছে?
ক. কুমড়া ও আম
● ডিম ও মাছ
গ. মাংস ও তেল
ঘ. ভাত ও রুটি

৩০. 200gm চিংড়ি থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যাবে?
● 178
খ. 96
গ. 173
ঘ. 111

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৩১.কোন গ্রন্থিতে গলগণ্ড হয়?
ক. প্যারাথাইরয়েড
● থাইরয়েড
গ. থাইমাস
ঘ. অ্যাডরেনাল

৩২.ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে?
ক. আমাশয়
● গয়টার
গ. ডায়াবেটিস
ঘ. এপিলেপসি

৩৩. ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে
অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়?
ক. পেরিকন্ড্রিয়াম
খ. কন্ড্রিন
গ. ক্যাপসুল
● কোলেস্টেরল

৩৪.ভিটামিন ‘ডি’ এর অভাবে কোন রোগটি হয়?
ক. রক্তশূন্যতা
খ. আথ্রাইটিস
গ. গয়টার
● রিকেটস

৩৫. অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে
কোন ভিটামিনের ঘাটতি হতে পারে?
ক. B
● D
গ. E
ঘ. K

৩৬. ত্বকের কোনটি ভিটামিন ‘D’ তৈরিতে অংশগ্রহণ করে?
ক. আমিষ
খ. লিপিড
● কোলেস্টেরল
ঘ. শর্করা

৩৭. ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি কোথায় সংঘটিত হয়?
ক. প্লিহা
● বৃক্ক
গ. ত্বক
ঘ. যকৃত

৩৮. কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?
ক. ভাত
খ. আলু
গ. রুটি
● খিচুড়ি

৩৯. নিবিড় পরিশ্রমী, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে। তার বিএমআর মান ১৭৮৭.৫ কিলোক্যালরি হলে, তার দৈনিক ক্যালরি চাহিদা কত?
● 3083.4 কিলো ক্যালরি
খ. 2457.8 কিলো ক্যালরি
গ. 32770.6 কিলো ক্যালরি
ঘ. 2145.0 কিলো ক্যালরি

৪০.মিসেস সালমার ওজন ৭০ কেজি, উচ্চতা ১৩৫ সেমি এবং বয়স ৪০ বছর। তিনি মোটেও পরিশ্রম করেন না। তাহলে তার দৈনিক ক্যালরি চাহিদা কত হবে?
ক. ১৩৮২.২
খ. ১৬৮২
গ. ১৬৮২.৪
● ১৬৫৮.৪

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৪১.রহিমের উচ্চতা ১.২৫ মিটার এবং ওজন ৪০ কেজি। রহিমের বিএমআই কত?
ক. ২৬.৬
● ২৫.৬
গ. ২৪.৬
ঘ. ২৩.৬

৪২. কোনো ব্যক্তির BMI যদি ২৭.৭৮ হয় তিনি বি.এম.আই মানদণ্ডের কোন অবস্থানে থাকবেন?
ক. সুস্বাস্থ্যের আদর্শ মান
● শরীরের অতিরিক্ত ওজন
গ. মোটা হওয়ার ১ম স্তর
ঘ. মোটা হওয়ার ২য় স্তর

৪৩.BMI এর মানদণ্ডে সুস্বাস্থ্যের আদর্শ মান কোনটি?
● ১৬.৫-১৮.৪
খ. ১৮.৫-৯
গ. ২৫-২৯.৯
ঘ. ৩০-৩৪.৯

৪৪.কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়?
ক. ডিওডেনাম
খ. ইলিয়াম
গ. লিভার
● বৃক্ক

৪৫.নিচের কোনটি এনামেল ও ডেন্টিনের উপাদান নয়-
ক. ক্যালসিয়াম কার্বনেট
● ক্লোরাইড
গ. ক্যালসিয়াম ফসফেট
ঘ. টায়ালিন

৪৬.বৃহদন্ত্রের অংশ কোনটি?
ক. ডিওডেনাম
খ. জেজুনাম
● সিকাম
ঘ. ইলিয়াম

৪৭.পিত্তথলি কোন নালির মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে?
ক. পিত্তনালী
খ. আন্ত্রিক নালী
● যকৃত অগ্ন্যাশয় নালী
ঘ. অগ্ন্যাশয় নালী

৪৮. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক. অগ্ন্যাশয়
খ. পিটুইটারি
গ. থাইরয়েড
● যকৃত

৪৯.কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী?
● অগ্ন্যাশয়
খ. পৌষ্টিকগ্রন্থি
গ. যকৃত
ঘ. পিত্তথলি

৫০. ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
ক. দেহকোষে
খ. বৃক্কে
গ. রেনাল ধমনিতে
● যকৃতে

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৫১.মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে কোনটি?
ক. TSH
খ. থাইমক্সিন
● অ্যামাইলেজ
ঘ. টায়ালিন

৫২.চর্বি বিশ্লেষক পদার্থ কোনটি?
● পিত্তরস
খ. লৰণ
গ. পাকমণ্ড
ঘ. পানি

৫৩. পাকস্থলিতে প্রোটিন পরিপাকে কোন এনজাইম সাহায্য
করে?
ক. টায়ালিন
খ. ট্রিপসিন
● পেপসিন
ঘ. লাইপেজ

৫৪.কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে?
ক. লালা রসে
● আন্ত্রিক রসে
গ. অগ্ন্যাশয় রসে
ঘ. পাচক রসে

৫৫. আমাশয় রোগের জীবাণু কোনটি?
ক. Streptococcus
খ. Mycobacterium
● Shigella
ঘ. Pneumococcus

৫৬. কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য দায়ী নিচের কোনটি?
ক. ফলের খোসা
খ. শস্য দানা
● খাসির মাংস
ঘ. উদ্ভিদের ডাটা

৫৭. কোনটির সংক্রমণে পেপটিক আলসার হতে পারে?
ক. Entamoeba
● Helicobacter
গ. Mycobacterium
ঘ. Shigella

৫৮. বেরিয়াম এক্সরের মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়?
ক. কোষ্ঠকাঠিন্য
খ. অ্যাপেনডিসাইটিস
● আলসার
ঘ. কৃমি

৫৯. শস্য স্যালাইন তৈরি করতে কোনটির গুঁড়া ব্যবহার করা
হয়?
ক. যব
● চাল
গ. গম
ঘ. ভুট্টা

৬০.রোটা ভাইরাসের আক্রমণে নিচের কোন রোগ হয়?
● ডায়রিয়া
খ. হেপাটাইটিস
গ. কলেরা
ঘ. আমাশয়

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৬১.অজীর্ণতার অপর নাম কী?
ক. কোষ্ঠকাঠিন্য
● বদহজম
গ. আমাশয়
ঘ. আলসার

৬২.কোন পরজীবীর সংক্রমণে আমাশয় হয়?
ক. Entamoeba gingivalis
খ. E moshkovskii
● Entamoeba histolytica
ঘ. Entamoeba hartmanni

৬৩. Entamoeba histolytica কোন ধরনের অণুজীব?
● এক প্রকার প্রোটোজোয়া
খ. এক প্রকার ভাইরাস
গ. এক প্রকার ব্যাকটেরিয়া
ঘ. এক প্রকার ছত্রাক

৬৪.আমাশয় হলে কোন খাদ্য হজম হয় না?
ক. মাংস
● দুগ্ধজাত খাদ্য
গ. শর্করা
ঘ. তেলজাতীয় খাদ্য

৬৫. আঁশযুক্ত খাবার না খেলে কোন রোগ হতে পারে?
ক. অজীর্ণতা
খ. আমাশয়
গ. আলসার
● কোষ্ঠকাঠিন্য

৬৬. কোন রোগের কারণে পাকস্থলি বা অন্ত্রে প্রদাহ বা ক্ষত সৃষ্টি হয়?
ক. অজীর্ণতা
খ. কোষ্ঠকাঠিন্য
গ. আমাশয়
● পেপটিক আলসার

৬৭. কোনটির মাধ্যমে পেপটিক আলসার নির্ণয় করা হয়?
● এন্ডোসকপি
খ. ইসিজি
গ. কালার ডপলার
ঘ. সিজিয়াম এক্স-রে

৬৮. রবিন ওয়ারেন ও ব্যারি মার্শাল যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান কত সালে?
ক. ২০০৪
● ২০০৫
গ. ২০০৬
ঘ. ২০০৭

৬৯. অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে দেহের কোন অংশের সাথে?
● বৃহদন্ত্রের সিকাম
খ. বৃহদন্ত্রের কোলন
গ. ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম
ঘ. ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম

৭০.পেপটিক আলসারের জন্য দায়ী কোনটি?
● Helicabacter pylori
খ. E. histolytica
গ. Shigella
ঘ. E. gingivalis

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৭১.কোন রোগের কারণে দেহে পানি ও লবণের স্বল্পতা দেখা দেয়?
ক. আমাশয়
● ডায়রিয়া
গ. অজীর্ণতা
ঘ. কোষ্ঠকাঠিন্য

৭২.মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
● ৩
খ. ২
গ. ৪
ঘ. ৫

৭৩. চিবুকের নিচে প্রাপ্ত লালাগ্রন্থি কোনটি?
ক. লিঙ্গুয়াল
● সাবলিঙ্গুয়াল
গ. প্যারোটিড গ্রন্থি
ঘ. সাব-ম্যাক্সিলারি

৭৪.মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
● যকৃত
খ. লালাগ্রন্থি
গ. অগ্ন্যাশয়
ঘ. আন্ত্রিক গ্রন্থি

৭৫. নিচের কোনটি দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে?
ক. বৃদ্ধ
● অগ্ন্যাশয় রস
গ. হৃৎপিণ্ড
ঘ. ফুসফুস

৭৬. পিত্তরস কোথায় তৈরি হয়?
● যকৃত
খ. বৃহদন্ত
গ. পাকস্থলি
ঘ. অগ্ন্যাশয়ে

৭৭. গ্লুকোজ গ্লাইকোজেনরূপে সঞ্চিত থাকে কোনটিতে?
ক. অগ্ন্যাশয়
● যকৃতে
গ. পাকস্থলিতে
ঘ. পিত্তথলিতে

৭৮. নিচের কোন রসে এনজাইম অনুপস্থিত?
● পিত্তরস
খ. অগ্ন্যাশয় রস
গ. লালারস
ঘ. পাকস্থলী রস

৭৯. কোনটির মাধ্যমে কোলেস্টেরল দেহ থেকে অপসারিত হয়?
ক. অগ্ন্যাশয়
খ. ক্ষুদ্রান্ত
● যকৃত
ঘ. বৃহদন্ত

৮০. যকৃতের পিত্তরস ও অগ্ন্যাশয়ের অগ্ন্যাশয় রস কোথায় নিঃসৃত হয়?
● ডিওডেনামে
খ. জেজুনামে
গ. ইলিয়ামে
ঘ. সিকামে

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৮১.কোন গ্রন্থি ইনসুলিন হরমোন নিঃসৃত করে?
ক. যকৃত
খ. গ্যাস্ট্রিক গ্রন্থি
● অগ্ন্যাশয়
ঘ. আন্ত্রিক গ্রন্থি

৮২. পিত্তনালি ও অগ্ন্যাশয়নালির মিলিত স্থানের ক্ষেত্রে
প্রযোজ্য অংশ কোনটি?
ক. ক্ষুদ্রান্ত্রের জুজেনাম
খ. বৃহদান্ত্রের সিকাম
● ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম
ঘ. বৃহদান্ত্রের কোলন

৮৩. সুস্থ জীবনের জন্য নিয়মিত কোনটি প্রয়োজন?
ক. বেশি পরিশ্রম করা
খ. কম পরিশ্রম করা
● পরিমিত পরিশ্রম করা
ঘ. শুধু বিশ্রাম

৮৪. স্থূলতা বৃদ্ধির কারণ নিম্নের কোনটি?
ক. বেশি হাঁটাচলা করা
খ. বেশি দৌড়া দৌড়ি করা
গ. কম খাবার গ্রহণ করা
● স্বল্প পরিশ্রম

৮৫. কোনটি শরীরের কর্মক্ষমতা অটুট রাখতে সাহায্য করে?
ক. খাদ্য গ্রহণ
● পরিমিত শরীরচর্চা
গ. দাঁড়িয়ে কাজ করা
ঘ. নিয়মিত বিনোদন

৮৬. অতিরিক্ত ওজন কমানোর ক্ষেত্রে কোনটি করণীয়?
● শরীরচর্চা
খ. ঔষধ গ্রহণ
গ. কম ঘুমানো
ঘ. অল্প পরিমান খাবার গ্রহণ

৮৭. শরীরচর্চার মাধ্যমে কোনটি থেকে রক্ষা পাওয়া যায়?
ক. রিকেটস
খ. রাতকানা
গ. অজীর্ণতা
● ডায়াবেটিস

৮৮. দীর্ঘজীবন লাভের জন্য কোনটি করা উচিত?
● নিয়মিত শরীরচর্চা
খ. অধিক বিশ্রাম
গ. অধিক পরিশ্রম
ঘ. অল্প বিশ্রাম

৮৯. শরীর চর্চার অংশ কোনটি?
ক. কম খাবার
খ. ধীরে হাঁটা
● সাইকেল চালানো
ঘ. খাওয়া

৯০.প্রত্যেক প্রাণীর জন্য অত্যাবশ্যকীয়?
● বিশ্রাম
খ. চিকিৎসা
গ. বাসস্থান
ঘ. শরীরচর্চা

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

৯১.শরীর পুনঃশক্তি পায় কোনটির মাধ্যমে?
ক. শরীরচর্চা
খ. ঔষধ
● বিশ্রাম
ঘ. জগিং

৯২.বিশ্রাম কোন চক্রের সাথে সম্পৃক্ত?
ক. খাদ্যচক্র
খ. চাঁদ-সূৰ্য চক্র
● দিন-রাত্রি চক্র
ঘ. অন্ত্রিক চক্র

৯৩. নিশাচর প্রাণীরা বিশ্রাম নেয় কখন?
● দিনে
খ. রাতে
গ. উভয় সময়ই
ঘ. কখনোই না

৯৪.পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরের BMR নির্দেশ করে কোনটি?
ক. গড়ন
● ব্যবহৃত শক্তির পরিমাণ
গ. চর্বির সূচক
ঘ. উচ্চতার সূচক

৯৫. মানবদেহের গড়ন ও চর্বির সূচক কোনটি?
ক. BMR
খ. BSTI
গ. DMP
● BM I

৯৬. কোনটির মান নির্ণয়ে হ্যারিস-বেনেডিক্ট সূত্রটি ব্যবহৃত হয়?
ক. BMI
● BMR
গ. BSTI
ঘ. OMP

৯৭. BMR মান বের করার সময় কীসের ভেদে পার্থক্য
দেখা যায়?
● লিঙ্গ ও বয়স
খ. বয়স ও ভর
গ. লিঙ্গ ও ওজন
ঘ. লিঙ্গ ও উচ্চতা

৯৮. একজন ছেলের বয়স ৩৩ বছর, উচ্চতা ১৬৫ সে.মি এবং ওজন ৯৪ কেজি হলে তার বিএমআর কত?
ক. ১৭২০.৫ ক্যালরি
খ. ১৯২৪.৩ ক্যালরি
গ. ২৪.৭ ক্যালরি
● ২৪০৩.২ ক্যালরি

৯৯. মিনুর বয়স ১৪ বছর, উচ্চতা ১৬৮ সে. মি. এবং ওজন ৬৫ কেজি। তার BMR কত?
ক. ১৬৪৭.২
খ. ১৫৫০.৮
গ. ১৬৯৯.৩
● ১৫১৫.৬

১০০. আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বি এম
আর নিয়ন্ত্রণ করে?
ক. ৩০-৪৫ ভাগ
খ. ৫০-৬৫ ভাগ
গ. ৪০-৫৫ ভাগ
● ৬০-৭৫ ভাগ

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১০১. নিচের কোন উপাদানটি খাদ্য হতে পাওয়া যায়?
ক. তাপ
● শক্তি
গ. চাপ
ঘ. হরমোন

১০২. দেহে শক্তির যোগান দেয় কোন পুষ্টি উপাদানটি?
● প্রোটিন
খ. খনিজ
গ. ভিটামিন
ঘ. পানি

১০৩. কোন পুষ্টি উপাদানটি শক্তির যোগান দিতে অক্ষম?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
● ভিটামিন

১০৪. খাদ্যের কয়টি পুষ্টি উপাদান শক্তি উৎপাদন করে?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪

১০৫. বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
ক. যান্ত্রিক শক্তি
খ. যৌগিক শক্তি
গ. পেশি শক্তি
● মৌল বিপাক শক্তি

১০৬. পুষ্টি উপাদান থেকে কোন শক্তি নির্গত হয়?
ক. চাপ শক্তি
● তাপশক্তি
গ. মৌল বিপাক শক্তি
ঘ. স্থিতিশক্তি

১০৭. 1 কিলোগ্রাম পানির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি
করতে কত কিলোক্যালরি তাপের প্রয়োজন?
● 1
খ. 10
গ. 100
ঘ. 1000

১০৮. ক্যালরি কোনটির একক?
ক. চাপ শক্তি
খ. আলোক শক্তি
● তাপ শক্তি
ঘ. স্থিতি শক্তি

১০৯. কিলোজুল কোনটির একক?
● খাদ্যশক্তি
খ. চাপশক্তি
গ. স্থিতিশক্তি
ঘ. আলোক শক্তি

১১০. 1 কিলোক্যালরি সমান কত কিলোজুল?
ক. 4.1
● 4.2
গ. 4.3
ঘ. 4.4

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১১১. অধিক সংখক পুষ্টি উপাদান পাওয়া যায় কোন খাদ্যে?
ক. বিশুদ্ধ খাদ্যে
● মিশ্র খাদ্যে
গ. আমিষ সমৃদ্ধ খাদ্যে
ঘ. শর্করা সমৃদ্ধ খাদ্যে

১১২. ক্যালরি নির্ণয়ের ক্ষেত্রে কোনটির মূল্য শূন্য ধরা হয়?
ক. শর্করা
খ. প্রোটিন
● ভিটামিন
ঘ. চর্বি

১১৩. একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে কত ক্যালরির খাদ্য
প্রয়োজন হয়?
ক. 1000-1500
খ. 1500-2000
● 2000-2500
ঘ. 2500-3000

১১৪. বাস্তবমুখী খাদ্যতালিকার ক্ষেত্রে কোনটি বিবেচনা করা
অপ্রয়োজনীয়?
ক. দেহের চাহিদা
খ. পারিবারিক আয়
গ. খাদ্যের সহজলভ্যতা
● আবহাওয়ার অবস্থা

১১৫. একজন পূর্ণবয়স্ক পরিশ্রমহীন পুরুষের দৈনিক কত গ্রাম
মাছ বা মাংস খাওয়া উচিত?
ক. ২৫
● ৩০
গ. ৩৫
ঘ. ৪০

১১৬. একজন পূর্ণবয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম
খাদ্য তালিকায় কত গ্রাম দুধ থাকা দরকার?
ক. ১০০
খ. ১৫০
● ২০০
ঘ. ২৫০

১১৭. বাংলাদেশের সুষম খাদ্য ছক কোন প্রতিষ্ঠান কর্তৃক
স্বীকৃতি?
ক. FAO
● INFS
গ. BSTI
ঘ. lNCS

১১৮. প্রতি ১০০ গ্রাম চাল থেকে শক্তি পাওয়া যায় কত
কিলোক্যালরি?
ক. ৩৫৫
● ৩৪৬
গ. ৩৩৬
ঘ. ৩৬৭

১১৯. ১০০ গ্রাম ইলিশ মাছ থেকে কত কিলোক্যালরি শক্তি
পাওয়া যায়?
ক. ১৩৩
● ২৭৩
গ. ২২৬
ঘ. ২৫৯

১২০. একটি ডিম থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
ক. ৩৪৬
খ. ১৯৪
গ. ২৭৩
● ১৭৩

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১২১. উদ্ভিদের কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করে
কোনটি?
● নাইট্রোজেন
খ. ম্যাগনেসিয়াম
গ. ফসফরাস
ঘ. আয়রন

১২২. কোনটি কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ
করে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. ফসফরাস
● পটাশিয়াম

১২৩. কোনটি উদ্ভিদে পানি পরিশোষণে সাহায্য করে?
● পটাশিয়াম
খ. সালফার
গ. নাইট্রোজেন
ঘ. ফসফরাস

১২৪. উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. ম্যাগনেসিয়াম
খ. ম্যাঙ্গানিজ
● ফসফরাস
ঘ. মোলিবডেনাম

১২৫. বায়বীয় শ্বসনের অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
ক. বোরন
● আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. পটাশিয়াম

১২৬. ইউরিয়া সারে কোন পুষ্টি উপাদান বিদ্যমান?
● নাইট্রোজেন
খ. পটাশিয়াম
গ. ফসফরাস
ঘ. ম্যাগনেসিয়াম

১২৭. নিচের কোনটি ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণে
প্রয়োজন?
ক. ম্যাগনেসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. ক্যাডমিয়াম
● ম্যাঙ্গানিজ

১২৮. টমেটো ও সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে নিচের
কোনটি প্রয়োজন?
ক. দস্তা
● তামা
গ. ক্লোরিন
ঘ. বোরন

১২৯. নিচের কোনটির উদ্ভিদে চিনি পরিবহণে পরোক্ষ প্রভাব
রয়েছে?
● বোরন
খ. আয়রন
গ. পটাশিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম

১৩০. বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে আবশ্যকীয় উপাদান
কোনটি?
ক. দস্তা
খ. তামা
● মলিবডেনাম
ঘ. ম্যাঙ্গানিজ

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১৩১. নাইট্রোজেন হলো-
ⅰ.প্রোটিনের অত্যাবশ্যকীয় উপাদান
ⅱ. নিউক্লিক এসিডের অত্যাবশ্যকীয়
ⅲ. ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৩২. নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের-
ⅰ.শক্তি নিগমন হ্রাস পায়
ⅱ. শ্বসন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে
ⅲ. সালোকসংশ্লেষণ ব্যাহত হয়
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৩৩. ক্লোরোফিল অণু সৃষ্টিতে ভূমিকা রাখে –
ⅰ.বোরন
ⅱ. নাইট্রোজেন
ⅲ. ম্যাগনেসিয়াম
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৪. উদ্ভিদের শ্বসনে সহায়তা করে-
ⅰ.তামা
ⅱ. নাইট্রোজেন
ⅲ. ফসফরাস
● ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৫. উদ্ভিদে ফসফরাসের ভূমিকা রয়েছে-
ⅰ.মূলের বর্ধনে
ⅱ. DNA, RNA গঠনে
ⅲ. শক্তি খরচে
● ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৬. উদ্ভিদের পুষ্টির যোগান দিতে ব্যবহার করা হয়-
ⅰ.ইউরিয়া
ⅱ. মিউরেট অব পটাশ
ⅲ. ট্রিপল সুপার নাইট্রেট
● ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৭.বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য আবশ্যক –
ⅰ.বোরন
ⅱ. অণুজীব
ⅲ. মলিবডেনাম
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৮. উদ্ভিদে নাইট্রোজেনের অভাবে –
ⅰ.কোষের বিভাজন হ্রাস পায়
ⅱ. উদ্ভিদের শীর্ষ মরে যায়
ⅲ. ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে
ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৩৯. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি করে –
ⅰ. পটাশিয়ামের অভাব
ⅱ. ফসফরাসের অভাব
ⅲ. লৌহের অভাব
● ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪০.ফসফরাসের অভাব দেখা দিলে-
ⅰ.শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়
ⅱ. পাতা, ফুল ও ফল ঝড়ে যায়
ⅲ. পাতা বেগুনি রং ধারণ করে
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ

১৪১. উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়-
ⅰ.বোরনের অভাবে
ⅱ. সালফারের অভাবে
ⅲ. ক্যালসিয়ামের অভাবে
ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪২. কচি পাতায় ক্লোরোসিস ঘটে-
ⅰ.পটাশিয়ামের অভাবে
ⅱ. লৌহের অভাবে
ⅲ. সালফারের অভাবে
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৩. কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা
সম্পর্কিত—
ⅰ. মাইটোকন্ড্রিয়ার সাথে
ⅱ. নিউক্লিয়াসের সাথে
ⅲ. এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে
ক. ⅰ ও ⅱ● ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৪.খাদ্যের কাজ –
ⅰ. তাপ উৎপাদন
ⅱ. শক্তি উৎপাদন
ⅲ. রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲগ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৫. খাদ্যপ্রাণের কাজ—
ⅰ.দেহের বৃদ্ধি সাধন করা
ⅱ. রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করা
ⅲ. রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগানো
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১৪৬. পানির কাজ –
ⅰ.দেহে তাপের সমতা রক্ষা করা
ⅱ. কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করা
ⅲ. কোষ অঙ্গাণুসমূহকে ধারণ করা
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৭. লালারস থেকে নিঃসৃত হয়—
ⅰ.মিউসিন
ⅱ. মলটেজ
ⅲ. টায়ালিন
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৮. দাঁতের এনামেল ও ডেন্টিন গঠন করে-
ⅰ.ফ্লোরাইড
ⅱ. ক্যালসিয়াম কার্বনেট
ⅲ. ক্যালসিয়াম ফসফেট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৪৯. দাঁতের অংশ-
ⅰ.গ্রিবা
ⅱ. মুকুট
ⅲ. মূল
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ● ⅰ, ⅱ ও ⅲ

১৫০. খাদ্য চর্বন ও পেষণ উভয় কাজ করে—
ⅰ. ছেদন
ⅱ. পেষণ
ⅲ. অগ্রপেষণ
ক. ⅰ ও ⅱখ. ⅰ ও ⅲ● ⅱ ও ⅲঘ. ⅰ, ⅱ ও ⅲ

পরের অধ্যায়গুলো

৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন
৭ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : গ্যাসীয় বিনিময়
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন
১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ৫ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল PDF গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।

PDF Download

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment