এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য Lessonery আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ : গ্যাসীয় বিনিময় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ করলে দেখতে পারবে আমাদের প্রত্যেকটা MCQ প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একদম নিচের দিকে সকল অধ্যায়গুলো সুন্দরভাবে উল্লেখিত করে রেখেছি। এছাড়াও জীববিজ্ঞান বইয়ের আগের অধ্যায়গুলো নিচের দিকে উল্লেখ করা হলো।
১ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবন পাঠ
২য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবকোষ ও টিস্যু
৩য় অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : কোষবিভাজন
৪র্থ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবনীশক্তি
৫ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
৬ষ্ঠ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবহন
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
১.কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?
ক. ব্যাপন ও অভিস্রবণ
খ. প্রস্বেদন ও ইমবাইবিশন
● সালোকসংশ্লেষণ ও শ্বসন
ঘ. ব্যাপন ও শ্বসন
২.উদ্ভিদ সালোকসংশ্লেষণে কোন গ্যাস গ্রহণ করে?
ক. O2
● CO2
গ. N2
ঘ. H₂
৩.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্যাস গ্রহণ করে?
ক. সালোকসংশ্লেষণ
● শ্বসন
গ. প্রস্বেদন
ঘ. ব্যাপন
৪.কীসের দ্বারা উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে?
ক. হাইডাথোড
● স্টোমাটা
গ. কিউটিকল
ঘ. জাইলেম
৫.লেন্টিসেল কোথায় পাওয়া যায়?
● পরিণত কাণ্ডের বাকলে
খ. পরিণত পাতায়
গ. পরিণত মূলে
ঘ. অপরিণত মূকুলে
৬.কখন সালোকসংশ্লেষণের হার অধিক হয়?
● দিনের বেলায়
খ. রাতের বেলায়
গ. দিবা-রাত্রি সবসময়
ঘ. বিকেল বেলায়
৭.সালোকসংশ্লেষণে উৎপাদিত গ্যাসের কিছু অংশ কোথায় ব্যবহৃত হয়?
ক. ব্যাপনে
● শ্বসনে
গ. অভিস্রবণে
ঘ. ইমবাইবিশনে
৮.সালোকসংশ্লেষণের আলোক পর্যায় কখন বন্ধ থাকে?
ক. সকাল বেলায়
খ. বিকেল বেলায়
গ. দুপুর বেলায়
● রাতের বেলায়
৯.দিবা-রাত্রি সবসময় কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?
ক. সালোকসংশ্লেষণ
খ. সালোক বিভাজন
● শ্বসন
ঘ. প্রস্বেদন
১০.রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে কেন?
ক. সালোকসংশ্লেষণের জন্য
খ. প্রস্বেদনের জন্য
গ. ইমবাইবিশনের জন্য
● শ্বসনের জন্য
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
১১.উদ্ভিদ প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে কোথা থেকে?
ক. পাতা থেকে
খ. মূল থেকে
● পরিবেশ থেকে
ঘ. পানি থেকে
১২.সবুজ উদ্ভিদ দিবাভাগে শ্বসন দ্বারা কোন গ্যাস নির্গত করে?
● O2
খ. N2
গ. CO2
ঘ. H2
১৩.উদ্ভিদ শোষিত পানি ও CO2 এর বিক্রিয়া ঘটিয়ে কোনটি তৈরি করে?
ক. ON2
খ. CO2
● O2
ঘ. H2
১৪.জীবনধারণের জন্য অপরিহার্য উপাদান কোনটি?
ক. নাইট্রোজেন
● অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হাইড্রোজেন
১৫.মানবদেহে বাতাসের সাহায্যে ফুসফুসে কোনটি প্রবেশ করে?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. পানি
● অক্সিজেন
ঘ. গ্লুকোজ
১৬.দেহের অঙ্গসমূহতে অক্সিজেন কীসের সাহায্যে পৌঁছায়?
ক. লসিকার সাহায্যে
খ. খাবারের সাহায্যে
গ. পিত্তরসের সাহায্যে
● রক্তের সাহায্যে
১৭.নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?
ক. হৃৎপিণ্ড
খ. ইউরেটার
গ. মাইক্রোভিলাই
● অ্যালভিওলাই
১৮.গলবিলের পশ্চাতে অবস্থিত উপরিতলের ছোট অংশটির নাম কী?
● আলাজিহ্বা
খ. উপজিহ্বা
গ. ট্রাকিয়া
ঘ. মধ্যচ্ছদা
১৯.স্বরযন্ত্রে কোনটি দেখা যায়?
ক. গ্লটিস
● এপিগ্লটিস
গ. ল্যারিংক্স
ঘ. ট্রাকিয়া
২০.স্বরযন্ত্রের দুই ধারের দুটি পেশিকে কী বলে?
ক. অ্যালভিওলাস
● ভোকাল কর্ড
গ. উপজিহ্বা
ঘ. আলাজিহ্বা
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
২১.উন্নতর স্বরযন্ত্রের বিবর্তনের সাথে জড়িত নিচের কোনটি?
ক. ট্রাকিয়া
খ. ব্রঙ্কাস
● আলাজিহ্বা
ঘ. নাসারাস্ত্র
২২.নাসিকার পশ্চাৎ অংশ কোন পর্যন্ত বিস্তৃত?
● গলবিল
খ. স্বরযন্ত্র
গ. শ্বাসনালি
ঘ. নাসিকা ছিদ্র
২৩.মুখগহ্বরের পশ্চাতে কোন অংশটি দৃষ্টিগোচর হয়?
ক. নাসাপথ
খ. ফুসফুস
● গলবিল
ঘ. মধ্যচ্ছদা
২৪.কোনটি পরিপাকতন্ত্র ও শ্বসনতন্ত্র উভয়েরই অঙ্গ?
ক. বায়ুনালি
খ. ইলিয়াম
গ. স্বরযন্ত্র
● গলবিল
২৫.CO2 কোষ আবরণ থেকে সবশেষে কোথায় প্রবেশ করে?
ক. লসিকা
● রক্তরস
গ. কৈশিকনালী
ঘ. রক্তকণিকা
২৬.শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কী?
ক. ট্রাকিয়া
● ফুসফুস
গ. স্বরযন্ত্র
ঘ. গলবিল
২৭.কোন অঙ্গে O2 ও CO2 এর বিনিময় ঘটে?
ক. ব্রঙ্কাস
● অ্যালভিওলাস
গ. ট্রাকিয়া
ঘ. ব্রঙ্কিউল
২৮. ট্রাকিয়ার প্রাচীরের পেশির আকৃতি কেমন?
ক. দণ্ডাকৃতির
খ. আংটি আকৃতির
● বলয় আকৃতির
ঘ. শিম আকৃতির
২৯.নিচের কোনটি প্লুরা দ্বারা আবৃত?
ক. যকৃত
খ. হৃৎপিণ্ড
গ. শ্বাসনালি
● ফুসফুস
৩০.ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলা হয়?
ক. মধ্যচ্ছদা
খ. শ্বাসনালি
● অ্যালভিওলাস
ঘ. গলবিল
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৩১.ফুসফুসের কৈশিক নালিকার গাত্র কীরূপ?
ক. পুরু
● পাতলা
গ. মোটা
ঘ. খাটো
৩২.একটি ফুসফুসে অণুক্রোম শাখা থাকে কতটি?
ক. ১টি
খ. ২টি
গ. ১০টি
● অসংখ্য
৩৩. ফুসফুসের গ্যাসীয় উপাদান বিনিময় হয় কোথায়?
ক. ব্রঙ্কাইয়ে
● অ্যালভিওলাইয়ে
গ. ট্রাকিয়াতে
ঘ. ব্রঙ্কিওলে
৩৪.মানুষের ডান ফুসফুস কতটি খণ্ডে বিভক্ত?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩৫. অ্যালভিওলাস কোথায় দেখা যায়?
ক. শ্বাসনালিতে
খ. ব্রঙ্কাসে
● ফুসফুসে
ঘ. মধ্যচ্ছদায়
৩৬. অ্যালভিওলাসের বাইরের পর্দাকে কী বলে?
● একস্তরী এপিথেলিয়াম
খ. দ্বিস্তরী এপিথেলিয়াম
গ. কৈশিক
ঘ. পাতলা যোজক কলা
৩৭. বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পর্দাকে কী বলে?
● মধ্যচ্ছদা
খ. পেরিটোনিয়াম
গ. পেরিকার্ডিয়াম
ঘ. প্লুরা
৩৮. কোন অঙ্গটি দ্বারা ফুসফুসে গ্রহণ উপযোগী বায়ু প্রবেশ করে?
● নাসিকা
খ. গলবিল
গ. শ্বাসনালি
ঘ. বায়ুনালি
৩৯. সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে নিচের কোন প্রক্রিয়া বিদ্যমান?
● ব্যাপন
খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন
ঘ. ইমবাইবিশন
৪০.রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত ক্রিয়ার ফলাফল কোনটি?
● হাঁপানি
খ. ব্রংকাইটিস
গ. নিউমোনিয়া
ঘ. যক্ষ্মা
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৪১.নিচের কোনটি হাঁপানি রোগের লক্ষণ?
● ঠোঁট নীল হয়ে যায়
খ. জ্বর হয়
গ. বুকে ব্যথা হয়
ঘ. কাশি হয়
৪২.শ্বাস নেওয়ার সময় নিচের কোন রোগে আক্রান্ত রোগীর পাজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়?
ক. যক্ষ্মা
খ. নিউমোনিয়া
গ. ব্রঙ্কাইটিস
● হাঁপানি
৪৩.শ্বাসনালির প্রদাহ কোনটি?
ক. অ্যাজমা
● ব্রঙ্কাইটিস
গ. নিউমোনিয়া
ঘ. যক্ষ্মা
৪৪.ব্রংকাইটিসের লক্ষণ কোনটি?
ক. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
খ. সাধারণত জ্বর না থাকা
● শক্ত খাবার খেতে না পারা
ঘ. বুকে ঘড় ঘড় আওয়াজ হওয়া
৪৫.নিউমোনিয়া রোগের জীবাণু কোনটি?
● Pneumococcus
খ. Mycobacterium
গ. Plasmodium
ঘ. Streptococcus
৪৬.হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিচের কোন রোগটি হতে পারে?
ক. হাঁপানি
● নিউমোনিয়া
গ. যক্ষ্মা
ঘ. ফুসফুসের ক্যান্সার
৪৭.নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
ক. ব্রংকাইটিস
● যক্ষ্মা
গ. টিউমার
ঘ. ফুসফুসের ক্যান্সার
৪৮. কোন পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা নিশ্চিতভাবে নির্ণয় করার
জন্য গবেষণা চলছে?
ক. চামড়া পরীক্ষা
খ. কফ পরীক্ষা
গ. হিস্টোপ্যাথলজি পরীক্ষা
● রক্ত পরীক্ষা
৪৯.মানবদেহের কোন অঙ্গে নিউমোনিয়া রোগ হয়?
ক. যকৃত
● পাকস্থলি
গ. ফুসফুস
ঘ. হৃৎপিণ্ড
৫০. যক্ষ্মা রোগের জীবাণু কোনটি?
ক. Pneumococcus
খ. Plasmodium
গ. Streptococcus
● Mycobacterium tuberculosis
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৫১.নিচের কোন রোগটি নির্ণয়ে MT test করা হয়?
ক. মেরাসমাস
খ. আলসার
গ. ফুসফুসের ক্যান্সার
● যক্ষ্মা
৫২.Pneumococcus কী?
ক. একটি প্রোটোজোয়া
খ. একটি ছত্রাক
গ. একটি ভাইরাস
● একটি ব্যাকটেরিয়া
৫৩. বুকে ও পিঠে ব্যথা হয় দেহে কোন রোগ সৃষ্টি হলে?
ক. হাঁপানি
খ. নিউমোনিয়া
গ. ব্রঙ্কাইটিস
● যক্ষ্মা
৫৪.কাশির সাথে রক্ত পড়া কোন রোগের লক্ষণ?
ক. ব্রংকাইটিস
খ. হাঁপানি
গ. নিউমোনিয়া
● যক্ষ্মা
৫৫. ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কোনটি?
ক. বায়ু দূষণ
খ. পানি দূষণ
● ধূমপান
ঘ. যক্ষ্মা
৫৬. আমাদের দেশে ফুসফুসে ক্যান্সার কাদের মৃত্যুর প্রধান কারণ?
● পুরুষদের
খ. মহিলাদের
গ. শিশুদের
ঘ. বয়স্কদের
৫৭. ক্যান্সার কোষ ধ্বংস করার প্রক্রিয়া কোনটি?
ক. MT test
● তেজস্ক্রিয় বিকিরণ
গ. বৈদ্যুতিক তরঙ্গ
ঘ. চৌম্বক তরঙ্গ
৫৮. কোন বস্তুটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী?
ক. আয়রন
খ. ম্যাগনেসিয়াম
● এ্যাসবেস্টাস
ঘ. জিংক
৫৯. উদ্ভিদ ও প্রাণী উভয়ই—
ক. সর্বক্ষণ অক্সিজেন গ্রহণ করে
খ. কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
● শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটায়
ঘ. হেটারোট্রপিক
৬০. গলবিলের অংশ কোনটি?
ক. ভোকাল কর্ড
খ. পাতলা পর্দা
গ. উপজিহ্বা
● আলাজিহ্বা
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৬১.Epiglottis কোথায় অবস্থিত?
● Larynx
খ. Bronchus
গ. Trachea
ঘ. Pharynx
৬২.নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?
ক. ইউরেটার
খ. ইউরেথ্রা
গ. ইলিয়াম
● ট্রাকিয়া
৬৩. ডান ও বাম ফুসফুস বিভক্ত যথাক্রমে—
ক. দুই ও তিন খণ্ডে
খ. তিন ও চার খণ্ডে
● তিন ও দুই খণ্ডে
ঘ. চার ও তিন খণ্ডে
৬৪.মাংসের দোকানে বিক্রেতারা স্পঞ্জের মতো নরম, হালকা লালচে রঙের একটি অঙ্গ ঝুলিয়ে রাখে। এই অঙ্গটির সাথে কোনটি জড়িত?
ক. রেচন প্রক্রিয়া
খ. পরিপাক
● শ্বাসক্রিয়া
ঘ. প্রতিবর্তী ক্রিয়া
৬৫. ফুসফুসের আবরণটিকে বলা হয়-
ক. ডায়াফ্রাম
● প্লুরা
গ. পেরিকার্ডিয়াম
ঘ. পেরিকন্ড্রিয়াম
৬৬. বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৬৭. ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
ক. অভিস্রবণ
● ব্যাপন
গ. ইমবাইবিশন
ঘ. প্রস্বেদন
৬৮. কোন প্রক্রিয়ায় রক্ত হতে ফুসফুসে অক্সিজেন পরিবাহিত
হয়?
● ব্যাপন
খ. অভিস্রবণ
গ. শোষণ
ঘ. ইমবাইবিশন
৬৯. রক্তে CO2 প্রধানত কীরূপে সঞ্চালিত হয়?
ক. কামিনো যৌগ রূপে
● বাই কার্বনেট রূপে
গ. কার্বন ও অক্সিজেন রূপে
ঘ. কার্বনিক এসিড রূপে
৭০.রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে কোন রোগটি হয়?
ক. নিউমোনিয়া
খ. ব্রংকাইটিস
● হাঁপানি
ঘ. যক্ষা
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৭১.ব্যক্তিবিশেষে চিংড়ি খেলে কোন রোগটি হতে পারে?
● অ্যাজমা
খ. ব্রংকাইটিস
গ. নিউমোনিয়া
ঘ. যক্ষ্মা
৭২.ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে?
ক. নিউমোনিয়া
● অ্যাজমা
গ. ব্রংকাইটিস
ঘ. যক্ষ্মা
৭৩. কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়?
ক. যক্ষ্মা
খ. ব্রংকাইটিস
গ. নিউমোনিয়া
● অ্যাজমা
৭৪.শ্বাসনালির ভিতরে আবৃত প্রদাহকে কী বলে?
ক. অ্যাজমা
খ. নিউমোনিয়া
● ব্রংকাইটিস
ঘ. যক্ষ্মা
৭৫. শ্বাসকষ্ট, কাশি ও বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হওয়া
লক্ষণবিশিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি?
ক. Plasmodium
খ. Helicobacter
গ. Mycobacterium
● Pneumococcus
৭৬. নিউমোকক্কাস এক ধরনের-
ক. ভাইরাস
● ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. প্রোটোজোয়া
৭৭. তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকা এবং কাশির সাথে
রক্ত যাওয়া কোন রোগের লক্ষণ?
ক. ব্রংকাইটিস
খ. নিউমোনিয়া
● যক্ষ্মা
ঘ. অ্যাজমা
৭৮. উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া—
ⅰ. সালোকসংশ্লেষণ
ⅱ. শ্বসন
ⅲ. রেচন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৭৯.উদ্ভিদে গ্যাসীয় বিনিময় ঘটে –
ⅰ. পত্ররন্ধ্রের মাধ্যমে
ⅱ. কিউটিকলের মাধ্যমে
ⅲ. স্টোমাটার মাধ্যমে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮০. নাসিকা বা নাক-
ⅰ. শ্বসনতন্ত্রের দ্বিতীয় অংশ
ⅱ. মুখগহ্বরের উপরে অবস্থিত
ⅲ. এটি একটি ত্রিকোণাকার গহ্বর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৮১. নাসিকার সম্মুখ ও পশ্চাৎভাগ একটি পাতলা পর্দা দ্বারা
আবৃত থাকে। এই পাতলা পর্দাটির কাজ —
ⅰ. বায়ুতে ভাসমান ধূলিকণা আটকানো
ⅱ. রোগজীবাণু দেহে প্রবেশে বাধা দান করা
ⅲ. খাদ্য গ্রহণে সহায়তা করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮২. শ্বাসনালির প্রাচীর সাধারণত গঠিত হয় –
ⅰ. সম্পূর্ণ বলয়াকার অস্থি দ্বারা
ⅱ. অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি দ্বারা
ⅲ. অসম্পূর্ণ বলয়াকার পেশি দ্বারা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৩. মানুষের স্বরযন্ত্র-
ⅰ. উন্নতর
ⅱ. বিবর্তিত
ⅲ. ঢাকনা আকৃতির
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৪. স্বরযন্ত্রের অবস্থান-
ⅰ. গলবিলের নিচে
ⅱ. গলবিলের উপরে
ⅲ. শ্বাসনালির উপরে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৫. অ্যালভিওলাস হলো-
ⅰ. ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি
ⅱ. ফুসফুসে বিদ্যমান থাকে
ⅲ. পাতলা আরবণী ও কৈশিক নালিকা পরিবেষ্ঠিত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৮৬.স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় –
ⅰ. পিঞ্জরাস্থির মাংসপেশি
ⅱ. বক্ষগহ্বর
ⅲ. মধ্যচ্ছদা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৭. মধ্যচ্ছদা সংকুচিত হলে –
ⅰ. এটি উপরের দিকে ওঠে
ⅱ. এটি নিচের দিকে নামে
ⅲ. বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৮. মধ্যচ্ছদা প্রসারিত হলে যা ঘটে তা হলো-
ⅰ. এটি উপরের দিকে ওঠে
ⅱ. এটি নিচের দিকে নামে
ⅲ. বক্ষগহ্বর স্বাভাবিক হয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৯. অ্যাজমা বা হাঁপানি হতে পারে-
ⅰ. ভাইরাসজনিত কারণে
ⅱ. ধূমপানের ফলে
ⅲ. বায়ুদূষণের ফলে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯০. অ্যাজমা-
ⅰ. ফুসফুসের রোগ
ⅱ. জীবাণুবাহিত
ⅲ. ছোঁয়াচে নয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ
৯১. হাঁপানি রোগ দেখা দেয়-
ⅰ. বছরের বিশেষ ঋতুতে
ⅱ. সমগ্র বছরব্যাপী
ⅲ. ঋতু পরিবর্তনের সময়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯২. হাঁপানি প্রতিকার করা যায় –
ⅰ. গুল, সাদা পাতা ব্যবহার করে
ⅱ. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করে
ⅲ. পশুর লোম, কৃত্রিম আঁশ থেকে দূরে থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৩. ব্রংকাইটিস রোগের কারণ হিসেবে গণ্য করা হয়-
ⅰ. দূষণ
ⅱ. শুষ্ক পরিবেশ
ⅲ. ধূমপান করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৪. ব্রংকাইটিস রোগ যেভাবে প্রতিরোধ করা যায় তা হলো-
ⅰ. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
ⅱ. ধুলাবালি ও ধোয়াপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা
ⅲ. নিয়মিত ব্যায়াম করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৫. ক্রনিক ব্রংকাইটিসের লক্ষণ হলো—
ⅰ. টানা তিনমাস কাশির সাথে কফ থাকলে
ⅱ. শ্বাসনালির ভিতরে প্রদাহ হলে
ⅲ. বুকে ও পিঠে ব্যথা থাকলে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৬.নিউমোনিয়ার জন্য দায়ী জীবাণু—
ⅰ. ছত্রাক
ⅱ. ব্যাকটেরিয়া
ⅲ. ভাইরাস
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৭. নিউমোনিয়ার লক্ষণের মধ্যে রয়েছে-
ⅰ. গলার শিরা ফুলে যাওয়া
ⅱ. কাশি ও শ্বাসকষ্ট হওয়া
ⅲ. দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পরের অধ্যায়গুলো
৮ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : রেচন প্রক্রিয়া
৯ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : দৃঢ়তা প্রদান ও চলন
১০ম অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : সমম্বয়
১১ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের প্রজনন
১২ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবের বংশগতি ও বিবর্তন
১৩ অধ্যায় SC জীববিজ্ঞান MCQ : জীবের পরিবেশ
১৪ অধ্যায় SSC জীববিজ্ঞান MCQ : জীবপ্রযুক্তি
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য SSC জীববিজ্ঞান ৭ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি MCQ প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে এছাড়াও তোমরা এই অধ্যায়ের সকল PDF গুলো এক ক্লিকে ডাউনলোড করতে নিচের PDF বাটনে ক্লিক করো।