সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে। ফেসবুক ভেরিফায়ড করবেন যেভাবে আসুন বিস্তারিত জেনে নেই।
ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ।
সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।
নির্ধারিত নিয়ম অনুসরণ করে আপনিও পেতে পারেন ফেসবুকের এই সেবাটি। এই সেবাটি পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু ট্রিকস অবলম্বন করতে হবে যেগুলো আমরা এই আর্টিকেলের মধ্যে শেয়ার করেছি।
প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।
ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে
বর্তমানে ফেসবুকে অসংখ্য ভেরিফায়েড পেইজ এবং অ্যাকাউন্ট দেখা যায়।
মূলত এরা বিভিন্ন ট্রিক্স অবলম্বন করে করে নিয়েছে কিন্তু আবার বর্তমানে আমাদের দেখা অনেক ফেসবুক পেইজে বা অ্যাকাউন্ট রয়েছে যা কয়েকদিন পরে ব্লু-ব্যাজ রিমুভ হয়ে যায়। অবশ্য এগুলো রিমুভ হওয়ার পিছনে পর্যাপ্ত কারণ থাকে।
কেউ কেউ বলে থাকে ফেসবুক পেজ ভেরিফায়েড করতে হলে পেইজে অসংখ্য লাইক ফলোয়ার থাকতে হবে অথবা পেইজ অনেক বেশি একটিভ থাকতে হবে কিন্তু বিষয়টি মোটেও এমন নয়।
এখানে আপনি যদি সঠিক এবং সত্য ইনফরমেশন দিয়ে থাকেন, এবং আপনার সোর্স গুলো যদি সঠিক হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি খুব সহজেই ফেসবুকের ব্লু-ব্যাজ সেবাটি উপভোগ করতে পারেন।
ফেইসবুক পেইজ এবং ফেসবুক একাউন্ট দুটোই এপ্লাই করার প্রসেস। তাহলে চলুন কিভাবে এপ্লাই করতে হয় এবং এপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে সে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করি।
►► আরো দেখো: টুইটার একাউন্ট ভেরিফায়েড প্রসেস
►► আরো দেখো: গুগল এডসেন্স কি?
ফেসবুক ভেরিফায়েড করতে কি কি লাগে?
আপনি যদি একজন পপুলার কোন পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামে ইতিমধ্যে গুগলে অসংখ্য নিউজ রয়েছে, এমনকি ইন্টারন্যাশনাল নিউজও রয়েছে।
আপনি সেগুলোর মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক একাউন্ট অথবা আপনার ফেসবুক পেইজ কে ভেরিফায়েড করতে পারেন।
আপনার নিজের নামে অথবা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেটির নাম গুগলে যদি নলেজ পেয়ে থাকে সেক্ষেত্রে ভেরিফায়েড করা আরও সহজ হয়ে যায়।
তবে নলেজ প্যানেলের থেকেও বেশি গ্রহণযোগ্য আপনার নামে গুগলে নিউজ থাকা, এবং সেগুলো জাতীয় পোর্টাল থেকে প্রকাশিত হওয়া।
গুগলে থাকার নিউজগুলো মিনিমাম ছয় মাসের পুরনো হতে হবে।
অর্থ যে সোর্স গুলো দিয়ে আপনি এপ্লাই প্রসেস সম্পূর্ণ করবেন সেই সোর্স গুলো মিনিমাম ছয় মাসের পুরনো হতে হবে।
আপনার ব্যক্তিগত অথবা আপনার প্রতিষ্ঠানের গভারমেন্ট কর্তিক ডকুমেন্টস প্রয়োজন হবে।
আপনার ব্যক্তিগত হলে- ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আপনার যে গভারমেন্ট কর্তৃক ডকুমেন্টস আছে তা দিয়ে আপনি পড়েছেন সম্পন্ন করতে পারবেন।
আপনি কোন ক্যাটাগরি নিয়ে পপুলারিটি পেয়েছেন সে বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে।
মোটামুটি এই ডকুমেন্টগুলো আপনার সম্পূর্ণ থাকলে আপনি এপ্লাই প্রসেস সম্পূর্ণ করতে পারেন।
ফেসবুক ভেরিফায়েড যেভাবে করবেন সে বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা সম্পূর্ণ করতে নিচের দিকে এগিয়ে যাচ্ছি।
►► আরো দেখো: ৫ টি ইউটিউবে সফল হওয়ার টিপস
►► আরো দেখো: টাকা উপার্জন করার অ্যাপ ২০২২ (১০০% নিশ্চিত)
ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে
১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন। (ফেসবুক ভেরিফায়েড ফরম লিংক)
২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন। (পেইজ অথবা একাউন্ট সিলেক্ট করুন যেটি ভেরিফায়েড করতে চাচ্ছেন)
৩. ডকুমেন্ট (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সংযুক্ত করুন। ( যেকোনো গভারমেন্ট ডকুমেন্টস)
৪. ক্যাটাগরি নির্বাচন করুন। (কি বিষয়ক পপুলারিটি পেয়েছেন সেটি সিলেক্ট করুন)
৫. দেশ নির্বাচন করুন। (যে দেশ থেকে আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন)
৬. কেন ভেরিফায়েড করতে চান, কারা আপনাকে ফলো করে, কেন ফলো করে এ বিষয়গুলো ব্যাখ্যা করবেন।
(কেন ভেরিফায়েড করতে চান এটি এখানে সম্পূর্ণভাবে তুলে ধরুন। আপনার সম্পর্কে অনেকটা লিখে সম্পূর্ণ করুন এটি)
৭. আপনার নিজের/প্রতিষ্ঠানের যদি ভিন্ন কোনো নাম থাকে (এক/একাধিক) লিখুন।
অথবা ভিন্ন ভাষায় একই নাম যেভাবে লিখেন তা লিখুন। প্রয়োজনে নামের বিষয়েও ব্যাখ্যা দিতে পারেন।
৮. ৫টি লিংক দিতে হবে। তার মধ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩-৪টি সংবাদের লিংক দিন। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব নামে প্রকাশিত সংবাদের লিংকও দেওয়া যাবে।
এছাড়া ভিন্ন সোশ্যাল মিডিয়ার ১-২টি লিংক দিতে হবে।
৯. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।
►► আরো দেখো: ঘরে বসেই ভোটার হন অনলাইনে
►► আরো দেখো: গুগল এডসেন্স কি?
সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে। কিছু সময় ধৈর্য ধরুন ফেসবুকের অফিসিয়াল সিস্টেম থেকে আপনাকে মেইল করবে এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে তারা কনফার্ম করবে।
তবে করোনাকালীন কিছু কিছু সময়ের জন্য একটু লেট হতে পারে তাই সেই সময়ের জন্য অপেক্ষা করুন। অতঃপর উপরের মাধ্যমগুলো অবলম্বন করে আপনি একলাই প্রসেস সম্পূর্ণ করতে পারেন।