৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ ১. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে-
(ক) লেনদেন লিপিবদ্ধকরণ (খ) হিসাবরক্ষণ
(গ) হিসাববিজ্ঞান ✔ (ঘ) বুককিপিং ও হিসাবরক্ষণ
২. হিসাববিজ্ঞানকে বলা হয়-
(ক) ব্যবসায়ের চালিকাশক্তি (খ) ব্যবসায়ের পরিভাষা
(গ) ব্যবসায়ের দর্পণ (ঘ) ব্যবসায়ের ভাষা ✔
৩. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হল-
(ক) প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় ✔
(খ) ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
(গ) হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
(ঘ) হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
৪. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
(ক) হিসাববিজ্ঞান ✔ (খ) হিসাবরক্ষণ
(গ) লেনদেন (ঘ) উদ্বর্তপত্র
৫. ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়?
(ক) সম্পত্তি সংক্রান্ত (খ) ব্যক্তি সম্পর্কিত
(গ) অর্থ সম্পর্কিত ✔ (ঘ) আয়-ব্যয় সম্পর্কিত
৬. কোথায় আর্থিক ঘটনার যোগফলের প্রভাব নিরূপণ পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়?
(ক) হিসাববিজ্ঞান ✔ (খ) হিসাব সংরক্ষণ
(গ) হিসাব সচেতনতা (ঘ) হিসাব বিশ্লেষণ
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৭. প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন: আয় ব্যয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্যে হিসাবকারীকে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে?
(ক) আর্থিক বিবরণী প্রস্তুত বিষয়ে
(খ) দেনাদার ও পাওনাদার বিষয়ে
(গ) ব্যবসায়ে সংঘটিত ঘটনা বিষয়ে
(ঘ) হিসাববিজ্ঞান সংক্রান্ত বিষয়ে ✔
৮. ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী হিসেবে চিহ্নিত হবে কোনটি?
(ক) লেনদেন বিশ্লেষণ (খ) দায়-দেনা পরিশোধ✔
(গ) আয়-বিবরণী প্রস্তুত (ঘ) আর্থিক বিবরণী প্রস্তুত
৯. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কিভাবে সহায়তা করে?
(ক) পণ্য নির্বাচনে (খ) জালিয়াতি রোধে
(গ) লেনদেন লিপিবদ্ধকরণে (ঘ) সিদ্ধান্ত গ্রহণে ✔
১০. হিসাববিজ্ঞান আলোচনা করে আর্থিক লেনদেন-
র. লিপিবদ্ধকরণ সম্পর্কে
রর. শ্রেণিবদ্ধকরণ সম্পর্কে ররর. ব্যাখ্যাকরণ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১১. আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার প্রয়োজন হয়-
র. নির্দিষ্ট পদ্ধতি রর. নির্দিষ্ট কৌশল
ররর. হিসাববিজ্ঞানের জ্ঞান
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১২. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-
র. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব
রর. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি
ররর. আর্থিক কৌশল বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
১৩. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
(ক) আর্থিক অবস্থা নিরূপণ
(খ) আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা ✔
(গ) আর্থিক ফলাফল নির্ণয় (ঘ) অর্থনৈতিক তথ্য পরিবেশন
১৪. অর্থনৈতিক কার্যাবলির ফলাফল নির্ণয় করা হিসাববিজ্ঞানের-
(ক) অন্যতম প্রধান উদ্দেশ্য ✔ (খ) সর্বপ্রথম উদ্দেশ্য
(গ) প্রধান উদ্দেশ্য (ঘ) বিশেষ উদ্দেশ্য
১৫. ব্যবসায়ের গতি-প্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?
(ক) ক্রয়-বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
(খ) লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে ✔
(গ) কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
(ঘ) আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে
১৬. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
(ক) খরচের মাধ্যমে (খ) ক্রয়ের মাধ্যমে
(গ) বিক্রয়ের মাধ্যমে (ঘ) হিসাব রাখার মাধ্যমে ✔
১৭. হিসাব মানুষের জীবনকে-
(ক) অসৎপথে উপার্জন করতে শেখায়
(খ) সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গড়তে শেখায় ✔
(গ) বেহিসাবী হতে শেখায়
(ঘ) উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শেখায়
১৮. যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের-
(ক) লাভÑক্ষতি নির্ণয় সম্ভব ✔
(খ) সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব
(গ) সম্পদ বৃদ্ধি করা সম্ভব (ঘ) ব্যয় কমানো সম্ভব
১৯. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের-
(ক) ব্যয় নিয়ন্ত্রণ করা যায় (খ) অপচয় রোধ করা যায়
(গ) আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়
(ঘ) উপরের সবগুলো ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
২০. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?
(ক) আর্থিক বিবরণী (খ) চূড়ান্ত হিসাব
(গ) আর্থিক অবস্থা ✔ (ঘ) হিসাব ব্যবস্থাপনা
২১. কে বিভিন্ন উৎস হতে কর, ভ্যাট, শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?
(ক) ব্যবসায়ী (খ) সরকার ✔
(গ) বিচারক (ঘ) সচিব
২২. পেশাজীবীদের আয় নিরূপণ ও তদনুযায়ী আয়কর নির্ধারণে কোনটি প্রয়োজন?
(ক) হিসাব রাখা ✔ (খ) আইনজীবী নিয়োগ করা
(গ) নিরীক্ষক নিয়োগ করা (ঘ) ব্যাংকের হিসাব খোলা
২৩. কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
(ক) স্কুল/কলেজ (খ) মাদ্রাসা/মসজিদ
(গ) ক্লাব/সমিতি (ঘ) উপরের সবকটি ✔
২৪. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কয়টি?
(ক) ছয়টি (খ) সাতটি
(গ) আটটি (ঘ) নয়টি ✔
২৫. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্যে ব্যবহার করা হয় কোনটি?
(ক) হিসাববিজ্ঞানের জ্ঞান ✔ (খ) আমদানি-রপ্তানির নীতি
(গ) ব্যবসা-বাণিজ্য নীতিমালা (ঘ) সাধারণ শিক্ষার জ্ঞান
২৬. অর্থের আদানÑপ্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় কিসের উদ্দেশ্যে?
(ক) ব্যবসায়ের (খ) দেনা-পাওনার
(গ) হিসাব লিপিবদ্ধকরণের (ঘ) হিসাববিজ্ঞানের ✔
২৭. সরকারের রাজস্ব আদায় এবং বিভিন্ন খাতে ব্যবহার করার জন্যে কোনটি সহায়ক ভূমিকা পালন করে?
(ক) হিসাবরক্ষক (খ) কর আদায়কারী
(গ) হিসাববিজ্ঞান ✔ (ঘ) ব্যাংক
২৮. ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ সম্ভব হয়-
র. যাবতীয় আয় লিপিবদ্ধকরণের মাধ্যমে
রর. যাবতীয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে
ররর. যাবতীয় দায় লিপিবদ্ধকরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
২৯. আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ সম্ভব হয়-
র. সম্পদের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে
রর. দায়ের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে
ররর. মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৩০. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়-
র. ব্যয় নিয়ন্ত্রণ
রর. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
ররর. সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৩১. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য-
র. ব্যয় নিয়ন্ত্রণ রর. আর্থিক অবস্থা নিরূপণ
ররর. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔
হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৩২. অমুনাফাভোগী সেবামূলক প্রতিষ্ঠানের উদাহরণ-
র. শিক্ষা প্রতিষ্ঠান রর. বিজ্ঞাপনী সংস্থা
ররর. হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়-
র. কারবারের লাভ-ক্ষতি
রর. কারবারেরর সর্বাঙ্গীন আর্থিক অবস্থা
ররর. মোট দায় ও মোট সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৩৪. সরকার রাজস্ব ব্যয় করে-
র. উন্নয়নমূলক খাতে রর. জনসেবামূলক খাতে
ররর. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩৫. ব্যয় নিয়ন্ত্রণ করে কী অর্জন করা যায়?
(ক) আর্থিক স্বচ্ছলতা ✔ (খ) মোট লাভ
(গ) নিট লাভ (ঘ) জ্ঞানার্জন করা যায়
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৩৬. মানুষ সঞ্চয়ী ও মিতব্যয়ী হলে কী হয়?
(ক) আয় বৃদ্ধি পায় (খ) ঋণ পরিশোধ হয়
(গ) আর্থিক স্বচ্ছলতা আসে ✔ (ঘ) নৈতিক চরিত্র গঠন হয়
৩৭. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
(ক) লেনদেন লিপিবদ্ধকরণ (খ) মুনাফা নির্ণয়
(গ) মালিকের স্বত্বাধিকার নিরূপণ
(ঘ) আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ ✔
৩৮. কোনটির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব?
(ক) সম্পদ ক্রয়ের ফলে (খ) সঠিক সিদ্ধান্ত নিলে
(গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ✔ (ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
৩৯. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কী?
(ক) লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ ✔
(খ) আর্থিক ফলাফল নিরূপণ
(গ) অর্থনৈতিক তথ্য পরিবেশন
(ঘ) অর্থ আত্মসাৎ প্রতিরোধ
৪০. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি কোথায়?
(ক) ইংল্যান্ডে (খ) ভারতবর্ষে
(গ) ইতালিতে ✔ (ঘ) আমেরিকায়
৪১. প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত-
(ক) খাতায় লিখে (খ) ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
(গ) গাছের গায়ে, বা পাথরে চিহ্ন দিয়ে ✔
(ঘ) সাধারণ শিক্ষার জ্ঞান
৪২. উৎপাদিত ফসলের হিসাব রাখা হত কীভাবে?
(ক) ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ✔
(খ) দরজার পেছনে দাগ কেটে
(গ) মাটির দেয়ালে রং দিয়ে
(ঘ) কাঠের কাঠিতে সংকেত কেটে
৪৩. লুকা প্যাসিওলি কোন বিষয়ের উপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?
(ক) হিসাববিজ্ঞানের ওপর (খ) দু’তরফা দাখিলার ওপর
(গ) গণিত শাস্ত্রের ওপর ✔ (ঘ) দর্শন শাস্ত্রের ওপর
৪৪. দু’তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
(ক) ১৪৪১ খ্রিস্টাব্দে (খ) ১৩৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৪৯৪ খ্রিস্টাব্দে ✔ (ঘ) ১৪৪৯ খ্রিস্টাব্দে
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৪৫. লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?
(ক) একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
(খ) দি মডার্ন কনসেপ্ট অন একাউন্টিং
(গ) সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা ✔
(ঘ) একাউন্টিং ইন দি পাস্ট
৪৬. ইতালির কোন শহরে সর্বপ্রথম দু’তরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?
(ক) রোম (খ) ভেনিস ✔
(গ) ভ্যাটিক্যান সিটি (ঘ) ফ্লোরেন্স
৪৭. লুকা প্যাসিওলি তাঁর “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা” গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
(ক) একতরফা দাখিলা পদ্ধতি
(খ) একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা
(গ) দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা
(ঘ) দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ✔
৪৮. লুকা প্যাসিওলি ব্যাখ্যা করেন-
(ক) একতরফা দাখিলা পদ্ধতি (খ) গণিত সম্পর্কে
(গ) হিসাবরক্ষণের দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ✔
(ঘ) কিছুই না
৪৯. মানুষ রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে?
(ক) সভ্যতার সূচনাতে (খ) কৃষিকাজ আরম্ভ করার পর ✔
(গ) ব্যবসায়-বাণিজ্য শুরুর পর (ঘ) বিনিময় প্রথা চালুর পর
৫০. বিনিময় প্রথা চালু হয় কখন?
(ক) মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে ✔
(খ) মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
(গ) কৃষিকাজ শুরুর সময়ে (ঘ) সভ্যতার সূচনা লগ্নে
৫১. সমাজ বিস্তার লাভের কারণে কোন প্রথা চালু হয়?
(ক) হিসাবরক্ষণ প্রথা (খ) বিনিময় প্রথা ✔
(গ) মুদ্রা প্রথা (ঘ) উৎপাদন প্রথা
৫২. বিনিময় প্রথা চালুর পরবর্তীতে কোনটির প্রচলন শুরু হয়?
(ক) শিল্পের (খ) কৃষির
(গ) মুদ্রার ✔ (ঘ) ছাপার
৫৩. ব্যবসা-বাণিজ্যের বিস্তার লাভ করার কারণ কোনটি?
(ক) মুদ্রার প্রচলন ✔ (খ) বিশ্বায়নের যুগ
(গ) বিনিময় প্রথার বিলোপ সাধন
(ঘ) হিসাববিজ্ঞানের ব্যবহার
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৫৪. ব্যবসাÑবাণিজ্যের যুগে ক্রয়-বিক্রয় ও জমা-খরচ সংক্রান্ত লেনদেন কীরূপে সংরক্ষণ করা শুরু হয়?
(ক) মৌখিকভাবে (খ) অংক দ্বারা লিখে ✔
(গ) কথায় (ঘ) প্রতীক চিহ্নের সাহায্যে
৫৫. ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে হিসাববিজ্ঞানের কোনটি বৃদ্ধি পায়?
(ক) ব্যবহার (খ) দক্ষতা
(গ) পরিধি ✔ (ঘ) গ্রহণযোগ্যতা
৫৬. আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
(ক) পঞ্চদশ শতাব্দীতে ✔ (খ) ষোড়শ শতাব্দীতে
(গ) অষ্টাদশ শতাব্দীতে (ঘ) চতুর্দশ শতাব্দীতে
৫৭. হিসাব সংরক্ষণের সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা অনুভব করে কে?
(ক) ফ্রান্সিস ডব্লিউ প্রিস্লি (খ)এ ডব্লিউ টেলর
(গ) লুকা প্যাসিওলি ✔ (ঘ) ম্যাগরা টেলর
৫৮. লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন কোথায়?
(ক) গ্রিস (খ) ফ্রান্স
(গ) জার্মানি (ঘ) ইতালি ✔
৫৯. সভ্যতার সূচনাতে মানুষের হিসাব রাখার প্রক্রিয়া ছিল-
র. গাছের গায়ে দাগ কাটা রর. গুহায় চিহ্ন অংকন করা
ররর. পাথরে চিহ্ন অংকন করা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৬০. হিসাবিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়-
র. অব্যবসায়ী প্রতিষ্ঠানে রর. মুনাফাভোগী প্রতিষ্ঠানে
ররর. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৬১. হিসাববিজ্ঞানের উন্নতিতে ভূমিকা রাখে-
র. বিজ্ঞানের অগ্রগতি রর. প্রযুক্তি অগ্রগতি
ররর. ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৬২. আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক লুকা প্যাসিওলি ছিলেন-
র. ইতালির গণিতবিদ রর. ইতালির ধর্মযাজক ও দার্শনিক
ররর. ভেনিস শহরের নাগরিক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৬৩. হিসাবরক্ষণের মূলনীতি হলো-
র. লেনদেন চিহ্নিতকরণ রর. দু’তরফা দাখিলা
ররর. . Double Entry system
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
৬৪. কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখার ফলে-
র. সময় ও শ্রম লাঘব হয়
রর. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
ররর. দ্রুত হিসাবের ফলাফল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৬৫. হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তি/উক্তিগুলো প্রযোজ্য?
র. মানবসভ্যতার ইতিহাসের চেয়েও হিসাববিজ্ঞানের ইতিহাস পুরানো
রর. আদিম যুগে মানুষ পাথরের গায়ে দাগ কেটে হিসাব রাখত
ররর. হিসাববিজ্ঞানে প্রস্তুতকৃত বিবরণীর মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৬৬. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়-
র. ১৪৯৪ খ্রিস্টাব্দে রর. ১৪৪৯ খ্রিস্টাব্দে
ররর. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও ররর ✔ (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৬৭. হিসাববিজ্ঞানের কলাকৌশল যথেষ্ট উন্নতি করেছে-
র. বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে
রর. মানুষ ব্যবসায়কে পেশা হিসেবে নিয়েছে
ররর. ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) র ও রর ✔ (ঘ) র ও ররর
৬৮. ঋণদাতা প্রতিষ্ঠান কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে-
র. জাবেদা হতে
রর. লাভ-ক্ষতি হিসাব বিশ্লেষণ করে
ররর. আর্থিক বিবরণী বিশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
৬৯. সরকার হিসাববিজ্ঞানের-
(ক) অভ্যন্তরীণ ব্যবহারকারী (খ) বাহ্যিক ব্যবহারকারী ✔
(গ) উভয়ই (ঘ) কোনোটিই না
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৭০. হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন বিবরণীটি সঠিক ?
(ক) ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী
(খ) কর্মকর্তা ও কর্মচারী বহিঃস্থ ব্যবহারকারী
(গ) বর্তমান পাওনাদারগণ বহিঃস্থ ব্যবহারকারী
(ঘ) সবগুলো ✔
৭১. কোনো প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র কে তৈরি করেন?
(ক) ব্যবস্থাপক (খ) ক্যাশিয়ার
(গ) হিসাবরক্ষক ✔ (ঘ) মালিক
৭২. ব্যবসায়ের মালিক এবং ব্যবস্থাপক হিসাব বিবরণীর মাধ্যমে কোন কাজটি সহজে করতে পারেন?
(ক) শ্রমিক ব্যবস্থাপনা (খ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ✔
(গ) বিশ্লেষণ ও মূল্যায়ণ (ঘ) সাংগঠনিক কাজ নির্ধারণ
৭৩. ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ীকে কখন ঋণ সরবরাহ করে?
(ক) ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে ✔
(খ) আমদানি বাণিজ্য লাভজনক হলে
(গ) রপ্তানি বাণিজ্যের হার বেশি হলে
(ঘ) ব্যবসায়িক সম্পর্ক অনুকূল হলে
৭৪. ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা কোন হিসাবের মাধ্যমে যাচাই করা যায়?
(ক) দেনাদার হিসাব (খ) পাওনাদার হিসাব
(গ) সংরক্ষিত হিসাব ✔ (ঘ) নগদ তহবিল হিসাব
৭৫. শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর কার নিকট পরিশোধ করতে হয়?
(ক) ব্যাংকের নিকট (খ) সরকারের নিকট ✔
(গ) প্রতিষ্ঠানের নিকট (ঘ) পরিচালকের নিকট
৭৬. ব্যবসায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে কোন ধরনের ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে?
(ক) বাহ্যিক ব্যবহারকারী (খ) সরকার
(গ) মালিক ও ব্যবস্থাপক ✔ (ঘ) কর্মকর্তা
৭৭. প্রতিষ্ঠানের শ্রমিকÑকর্মচারীগণ তাদের ন্যায্য প্রাপ্য আদায়ে কোনটির সহায়তা গ্রহণ করবে?
(ক) সংঘটিত লেনদেনের (খ) জাবেদার
(গ) আর্থিক বিবরণীর ✔ (ঘ) গণমাধ্যমের
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৭৮. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) হিসাব ব্যবস্থা (খ) তথ্য ব্যবস্থা ✔
(গ) নিরীক্ষা ব্যবস্থা (ঘ) বিবরণী ব্যবস্থা
৭৯. হিসাব তথ্যের ব্যবহারকারীকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
(ক) ২ ভাগে ✔ (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
৮০. হিসাববিজ্ঞানের অভ্যšতরীণ ব্যবহারকারী কারা?
(ক) মালিক (খ) ক্যাশিয়ার
(গ) ব্যবস্থাপক (ঘ) সবগুলো ✔
৮১. অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর চাহিদা অনুসারে লেনদেনসমূহ-
র. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়
রর. আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হয়
ররর. বাজেট আকারে পেশ করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৮২. হিসাব সংশ্লিষ্ট কাগজপত্র থেকে মালিক ও ব্যবস্থাপক জানতে সক্ষম হয়-
র. ব্যবসায়ের লাভ-ক্ষতি রর. আর্থিক অবস্থার পরিমাণ
ররর. আর্থিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৮৩. হিসাববিজ্ঞানকে অবহিত করা হয়-
র. তথ্য ব্যবস্থা নামে রর. তথ্য ভান্ডার নামে
ররর. . Information System নামে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔ (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৮৪. হিসাব-নিরীক্ষক হিসাব তথ্য ব্যবহার করে থাকেন-
র. বাহ্যিক ব্যবহারকারী হিসাবে
রর. অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে
ররর. হিসাবের সঠিকতা ও যথার্থতা যাচাইয়ের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
৮৫. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে-
র. বিনিয়োগকারী
রর. পাওনাদার ররর. ক্রেতা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৮৬. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল-
র. ঋণ প্রদানকারী রর. বিনিয়োগকারী
ররর. ভোক্তা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৮৭. সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাবের মাধ্যমে কোনটি সম্পর্কে নিশ্চিত হতে পারে?
র. শুল্ক ও ভ্যাট রর. জমা ও উত্তোলন
ররর. কাস্টমস ডিউটি ও আয়কর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
আরো পড়ুন: ১৯০ টি গুরুত্বপূর্ন MCQ উত্তরসহ
আরো পড়ুন: তবুও ভালোবাসি – নুর আতিকুন নেছা
৮৮. বাহ্যিক ব্যবহারকারী হিসেবে পরিচিত-
র. হিসাব নিরীক্ষক রর. সরকার
ররর. ব্যবসায়ের শ্রমিক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৮৯. বড় বড় তেল কোম্পানিগুলো পরিবেশ বান্ধব কোন কাজটি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে?
(ক) বায়ু দূষণ রোধ ✔ (খ) পানি দূষণ রোধ
(গ) শব্দ দূষণ রোধ (ঘ) উপরের সবগুলো
৯০. পণ্য তৈরিতে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?
(ক) মানসম্মত (খ) বিধিসম্মত
(গ) স্বাস্থ্যসম্মত ✔ (ঘ) মানসম্মত ও স্বাস্থ্যসম্মত
৯১. ব্যবসায়ের শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাগণ তাদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গহণ করেন?
(ক) সংরক্ষিত হিসাব (খ) তহবিল বিবরণী
(গ) বিশেষ হিসাব (ঘ) আর্থিক বিবরণী ✔
৯২. সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কীরূপ হওয়া উচিত?
(ক) প্রতিকূল (খ) দায়িত্বশীল ✔
(গ) মুনাফাকেন্দ্রিক (ঘ) সমতাভিত্তিক
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৯৩. শিল্প-কারখানা থেকে নির্গত ধোয়া প্রতিরোধে সরকারের নিয়মÑনীতি অনুসরণ করে কে কাজ করবে?
(ক) ব্যবসায়ের মালিক (খ) ব্যবসায়ের হিসাবরক্ষক
(গ) সরকারের বিশেষ বাহিনী (ঘ) ক ও খ ✔
৯৪. গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা?
(ক) সামাজিক ✔ (খ) নৈতিক
(গ) মানসিক (ঘ) আদর্শিক
৯৫. কোনটির কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতির শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে?
(ক) মুনাফা বৃদ্ধি (খ) সমাজ ও পরিবেশ রক্ষা ✔
(গ) উৎপাদন বৃদ্ধি (ঘ) ব্যয় হ্রাস
৯৬. সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল একজন হিসাবরক্ষক পণ্য উৎপাদনের কোন খাতে অর্থ বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করবেন?
র. স্বাস্থ্যসম্মত কাঁচামাল ক্রয়
রর. আধুনিক যন্ত্রপাতি ক্রয়
ররর. প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) র ও ররর ✔ (ঘ) রর ও ররর
৯৭. হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়?
(ক) ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস করে
(খ) দেশপ্রেম বৃদ্ধি করে
(গ) কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে ✔
(ঘ) উপরের সবগুলো
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
৯৮. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি?
(ক) হিসাবরক্ষণের (খ) হিসাববিজ্ঞানের ✔
(গ) বুককিপিং এর (ঘ) হিসাবশাস্ত্রের
৯৯. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?
(ক) তিনটি (খ) চারটি
(গ) পাঁচটি ✔ (ঘ) ছয়টি
১০০. কী অনুপস্থিত থাকলে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়?
(ক) জবাবদিহিতা ✔ (খ) ধৈর্য
(গ) ভালো আচরণ (ঘ) সহানুভূতি
আরো পড়ুন: ৮ম শ্রেণি: বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
আরো পড়ুন:
১০১. মানুষ ভালো-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
(ক) ধারণার (খ) ব্যবহারের
(গ) মূল্যবোধের ✔ (ঘ) পর্যবেক্ষণের
১০২. প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগতি রক্ষার জন্যে কার নিকট জবাবদিহি করতে হবে?
(ক) সরকারের নিকট
(খ) মালিক ও বিনিয়োগকারী নিকট ✔
(গ) ঋণগ্রহিতার নিকট (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট
১০৩. আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি সম্ভব?
(ক) হিসাবের গ্রহণযোগ্যতা
(খ) হিসাবের উপযোগিতা
(গ) হিসাবের স্বচ্ছতা ✔ (ঘ) হিসাবের সামঞ্জস্যতা
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
১০৪. মানবজীবনের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
(ক) ধর্মীয় অনুশাসন (খ) হিসাববিজ্ঞান ✔
(গ) সামাজিক সচেতনতা (ঘ) নৈতিক চরিত্র
১০৫. কোনটি ঋণ খেলাপী হওয়ার সম্ভাবনা কমায়?
(ক) হিসাব সচেতনতা (খ) সমাজের প্রতি ধ্যান-ধারনা
(গ) অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা
(ঘ) ক ও গ উভয়ই✔
১০৬. মূল্যবোধ হলো একটি মানদন্ড যা গড়ে ব্যক্তি ও সমাজের-
র. চিন্তা-চেতনার ভিত্তিতে রর. বিশ্বাসের ভিত্তিতে
ররর. ধ্যান-ধারণার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১০৭. সততা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যম হলো-
র. হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথার্থরূপে অনুসরণ
রর. আর্থিক দুর্নীতি, জালিয়াতি সম্পদ ইত্যাদি নিয়ন্ত্রণ
ররর. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
১০৮. হিসাববিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির-
র. জবাবদিহিতা নিশ্চিত করে
রর. মূল্যবোধ সৃষ্টি করে
ররর. ঋণখেলাপের মানসিকতার অবসান করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
আরো পড়ুন: ৯ম-১০ম কৃষি শিক্ষা ১ম অধ্যায় MCQ উত্তরসহ
আরো পড়ুন: ৯ম-১০ম শ্রেণি: কৃষিশিক্ষা ১ম অধ্যায়ের MCQ উত্তরসহ
১০৯. ঋণ খেলাপী হবার সম্ভাবনা হ্রাস পেয়ে থাকে-
র. ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে
রর. ঋণ পরিশোধ ক্ষমতা সৃষ্টির মাধ্যমে
ররর. ঋণ গ্রহীতার মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১১০. আর্থিক দুর্নীতি ও জালিয়াতি রোধ সম্ভব হয়-
র. হিসাববিজ্ঞানের রীতি নীতি অনুসরণ দ্বারা
রর. মিতব্যয়িতা অর্জনের দ্বারা
ররর. হিসাববিজ্ঞানের কলাকৌশল দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১১১. হিসাবরক্ষণ দ্বারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিশ্চিত হয়-
র. আয়ের বিপরীতে ব্যয়ের মানসিকতা সৃষ্টি
রর. সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা
ররর. দায়-দেনার পরিমাণ বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
১১২. আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা অনুসারে নির্দিষ্ট ব্যক্তিবর্গকে পূর্ণক্ষমতা দেয়া হয়-
র. প্রাতিষ্ঠানিক আয়ের জন্যে
রর. প্রাতিষ্ঠানের ব্যয়ের জন্য
ররর. প্রাতিষ্ঠানিক বিনিয়োগের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
১১৩. সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে-
র. ভ্যাট রর. কাস্টমস্ ডিউটি
ররর. আয়কর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১১৪. কোনো ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে-
র. তাকে হিসাব সচেতন হতে হবে
রর. ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ররর. ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর ✔ (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
১১৫. হিসাববিজ্ঞান দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয়-
র. ধর্মীয় অনুশাসন রর. নৈতিক চরিত্র গঠন
ররর. ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১১৬. জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে-
র. দায়িত্ববোধ রর. সঞ্চয়পত্র ররর. সততা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর ✔ (ঘ) র, রর ও ররর
১১৭. হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয়-
র. মালিকপক্ষের নিকট রর. ঋণদাতার নিকট
ররর. বিনিয়োগকারীর নিকট
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
৯ম-১০ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় MCQ উত্তরসহ
১১৮. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের সহায়তা-
র. সততা ও দায়িত্ববোধের সৃষ্টি হয়
রর. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয়
ররর. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১১৯. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে-
র. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে রর. নৈতিক চরিত্র গঠনে
ররর. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
১২০. সরকারের আর্থিক তথ্যের প্রয়োজন হয়-
র. কর নির্ধারণের জন্য
রর. বাজেট প্রস্তুত করার জন্য
ররর. আর্থিক পরিকল্পনা প্রণয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:
হিসাববিজ্ঞানের যাত্রা পাথরে বা গুহায় দাগ দিয়ে শুরু হলেও কালের বিবর্তনের ফলে প্রতিনিয়ত তা আধুনিকতার রূপ লাভ করছে। যে কোনো হিসাব মুহুর্তের মাঝেই নিরূপণ করা সম্ভব হয় এবং যে কোনো প্রয়োজনে সেই সব তথ্য ব্যবহার করা সম্ভব হয়।
১২১. আধুনিক যুগে হিসাব সংক্রান্ত কাজ করা হয় কীভাবে?
(ক) ব্যাখ্যা লিখে (খ) মৌখিকভাবে
(গ) কম্পিউটারের সাহায্যে (ঘ) খাতায় লিখে ✔
১২২. আধুনিক পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা হলো-
র. সময় হ্রাস রর. শ্রম লাঘব
ররর. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর
(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ✔
নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:
হিসাববিজ্ঞানকে একটি ‘তথ্য ব্যবস্থা’ নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী ছাড়াও ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তাÑকর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকে।
১২৩. প্রতিষ্ঠান হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাবে তথ্য ব্যবহার করে কোনটি করে থাকেন?
(ক) লাভÑক্ষতি নির্ণয় (খ) ঋণ প্রদান
(গ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ ✔
(ঘ) বিনিয়োগ বৃদ্ধি
১২৪. প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা হিসাব তথ্য ব্যবহার করার উদ্দেশ্য কোনটি?
(ক) বেতন আদায়
(খ) প্রাপ্ত সুযোগ সুবিধার যথার্থতা যাচাই ✔
(গ) কাজের গতিশীলতা বৃদ্ধি
(ঘ) লভ্যাংশ আদায়
নিচের অনুচ্ছেদের আলোকে ২টি প্রশ্নের উত্তর দাও:
রহমান গ্র“প হিসাব বিভাগের প্রধান হিসাবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দান করে। নিয়োগ প্রাপ্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তার দায়িত্ব ও পেশার প্রতি সৎ এবং দায়িত্বশীল। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন উৎসের ভ্যাট, আয়কর, রাজস্ব বিভাগে সঠিক সময়ে জমা দেন এবং তার এই প্রচেষ্টার দ্বারা দায়িত্ববোধের চিত্র ফুটে উঠে।
১২৫. রহমান গ্র“পের হিসাবরক্ষকের প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠানের কোন প্রবণতাটি লোপ পাবে?
(ক) আয় বৃদ্ধির প্রবণতা (খ) কর ফাঁকির প্রবণতা ✔
(গ) ব্যয় বৃদ্ধির প্রবণতা (ঘ) বাট্টা প্রদানের প্রবণতা
১২৬. রহমান গ্র“পের রাজস্ব বিভাগে শুল্ক, কর, ভ্যাট দায়িত্ববোধ সৃষ্টি হয়-
র. সমাজের প্রতি
রর. ধর্মীয় অনুশাসনের প্রতি
ররর. রাষ্ট্রের প্রতি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর ✔
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর