A Street Hawker Paragraph বাংলা অর্থসহ

A Street Hawker Paragraph : A Street Hawker is he, who sells various kinds of things roaming about the streets. He is a self-reliant person.  In the cities and towns, he is a very familiar person. He is found in villages too. Generally, his dresses are very peculiar and of many colours. To attract the buyers the speaks humorously and attractively. Sometimes, he shows various kinds of magic and games. His deed is very tiresome and hard. Normally, he carries his goods on hand or in hands. Sometimes, he uses small handcart.

He sells toys, garments, perfumes, utensils, sweet, fruits etc. Now and then, he is found to sell various kinds of herbal and medicines. Women, children and poor people are his main customers. The condition of A Street Hawker is not well at all. He works very hard but earns very little. Usually, he lives in the slum and lives from hand to mouth. Even sometimes he is to starve.

A Street Hawker Paragraph (বাংলা অর্থসহ)

একজন রাস্তার ফেরিওয়ালা হলো সে, যে বিভিন্ন ধরনের দ্রব্য/জিনিস বিক্রি করে রাস্তয় রাস্তায় ঘুরে ঘুরে। সে একজন আত্মনির্ভরশীল ব্যক্তি। শহরগুলোতে সে খুব পরিচিত ব্যক্তিত্ব। তাকে দেকা যায় গ্রামেও। সাধারণত, তার পোষাকপলো খুব অদ্ভুত এবং নানা রঙের। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সে কথা বলে রসিকভাবে এবং আকর্ষণীয়ভাবে। মাঝে মাঝে সে দেখায় বিভিন্ন ধরনের জাদু ও খেলা। তার কাজ খুব ক্লান্তিকর এবং কষ্টকর। সাধারণত সে তার মালপত্র বহন করে মাথায় করে অথবা হাতে করে। কখনও কখনও সে ব্যবহার করে ছোট ঠেলাগাড়ি।

সে বিক্রি করে খেলনা, তৈরি পোষাক, প্রসাধন সামগ্রী, বাসনপত্র, মিষ্টি, ফল ইত্যাদি। মাঝে মাঝে তাকে দেখা যায় বিক্রি করতে নানারকম ভেষজ ঔষধ। মহিলা, শিশুরা এবং গরিব লোকেরা তার প্রধান ক্রেতা। একজন রাস্তার ফেরিওয়ালার অবস্থা মোটেও ভালো নয়। সে কঠোর পরিশ্রম করে কিন্তু উপার্জন করে খুব অল্প। সচরাচর সে বস্তিতে বাস করে এবং দিন আনে দিন খায়। এমনকি কখনও কখনও তাকে না খেয়েও থাকতে হয়।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

2 thoughts on “A Street Hawker Paragraph বাংলা অর্থসহ”

Leave a Comment