An Ideal Teacher Paragraph : Idealism is often a theorical matter. It is rare in reality. Nevertheless every thing has an ideal character. An ideal teacher is an extremely valuable asset for any nation. An ideal teacher is wise, dutiful, sincere, self-taught and far-sighter. He is also very favourite and respectable to his students. He must know how to discover the hidden talent of the students. The character and personality of boys or girls are molded not only depend of his or her parents at home but also set by the teachers with whom he or she comes daily into close contact at school.
In respect of teaching he must be an actor and innovator. He has to be able to make the lesson interesting to the students. He has to be patient, good-speaker, kind, honest and friendly. In a word, he has to be a person of attractive and bright personality. In fine, it can be said that an ideal teacher is he, who teaches in such a way that the students don’t need him anymore. He is really very useful for his nation. He is love and respected by everyone.
An Ideal Teacher বাংলা অনুবাদ
আদর্শবাদ প্রায়ই একটি তাত্ত্বিক ব্যাপার। ইহা দুর্লভ বাস্তবক্ষেত্রে। তবুও প্রত্যেক জিনিসেরই আছে একটি আদর্শ বৈশিষ্ট। একজন আদর্শ শিক্ষক একটি মহামূল্যবান সম্পদ যেকোনো জাতির জন্য। একজন আদর্শ শিক্ষক জ্ঞানী, কর্তব্যপরায়ণ, নিষ্ঠাবান, স্বশিক্ষিত এবং দূরদশী। তিনি আরও অত্যন্ত প্রিয় এবং সম্মানীয় তার ছাত্রছাত্রীদের কাছে। তাকে অবশ্যই জানতে হবে কীভাবে আবিস্কার করতে হয় ছাত্রছাত্রীদের লুক্কায়িত প্রতিভা। শিক্ষাদানের ক্ষেত্রে, তাকে অবশ্যই হতে হবে একজন অভিনেতা এবং নতুনত্বের প্রবর্তক। ছেলে বা মেয়েদের চরিত্র এবং ব্যক্তিত্ব শুধুমাত্র বাড়িতে তার বাবা-মায়ের উপর নির্ভর করে না বরং শিক্ষকদের দ্বারাও নির্ধারিত হয় যাদের সাথে সে প্রতিদিন স্কুলে ঘনিষ্ঠ যোগাযোগ করে।
তাকে সক্ষম হতে হবে পাঠকে মজাদার করে তুলতে ছাত্রছাত্রীদের কাছে। তাকে হতে হবে ধৈর্যশীল, সুবক্তা, দয়ালু, সৎ এবং বন্ধুত্বপূর্ণ। এক কথায়, তাকে হতে হবে আকর্ষণীয় এবং উজ্জ্বল ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি। পরিশেষে এটা বলা যেতে পারে যে একজন আদর্শ শিক্ষক তিনি যিনি এমনভাবে শিক্ষা দেন যে ছাত্রছাত্রীদের আর তাঁকে দরকার পড়ে না। তিনি সত্যিকারভাবে অত্যন্ত উপকারী তার জাতির জন্য।তিনি ভালোবাসা ও সম্মানিত হন প্রত্যেকের দ্বারা।
আরো প্রাগ্রাফ পড়ুন…
- International Mother Language Day Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Food Adulteration Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Air Pollution Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Global Warming Paragraph বাংলা অর্থসহ (PDF)
- A Winter Morning Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Deforestation Paragraph বাংলা অর্থসহ (PDF)
- Mujib Borsho Paragraph বাংলা অর্থসহ (PDF)
- A Book Fair Paragraph বাংলা অর্থসহ (PDF)
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।