My Family Paragraph বাংলা অর্থসহ

My Family Paragraph : Family means a group consisting of parents and others. There are five members in my family. All the members are closely related with each other. We live in peace and harmony. There is no disparity among the members of my family. If there arises any problem, we solve this in a body. My father is the head of our family. He is a school teacher. My mother is a housewife. She runs the family. she takes care of us. She cooks food and nurses us. my elder brother is a university student. My younger sister reads in class eight. my family is a great specimen of ideal family. It seems there exists heavenly pleasure in our family. There is no want here. The happy environment of our family lays beneficial effects upon us. I am highly proud of my family.

My Family Paragraph Topic sentences:

  • My family is an ideal family
  • There exists amity and peace of my family
  • in my family I am proud

My Family Paragraph বাংলা অর্থসহ

পরিবার বলতে পিতামাতা ও অন্যদের নিয়ে গঠিত একটি দলকে বুঝায়। আমার পরিবারে পাঁচজন সদস্য আছে। সকল সদস্য একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমরা শান্তি ও ঐক্যে বসবাস করি। আমার পরিবারের সদস্যদের মধ্যে বৈষম্য নেই। যদি কোন সমস্যা উদ্ভব হয়, আমরা একযোগে তা সমাধান করি। আমার বাবা আমার পরিবারের কর্তা। তিনি একজন স্কুল শিক্ষক । আমার মা একজন গৃহিণী। তিনি পরিবারটি পরিচালনা করেন। তিনি আমাদের দেখাশুনা করেন । তিনি খাবার রান্না করেন ও আমাদের শুশ্রূষা করেন। আমার বড় ভাই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার ছোট বোন অষ্টম শ্রেণিতে পড়ে। আমার পরিবার একটি আদর্শ পরিবারের বড় নমুনা। এতে প্রতীয়মান হয় আমার পরিবারে স্বর্গীয় সুখ বিরাজমান। এখানে কোন অভাব নেই ৷ আমার পরিবারের সুখী পরিবেশ আমাদের উপর হিতকর প্রভাব স্থাপন করে। আমি আমার পরিবারের উপর অত্যন্ত গর্বিত।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

2 thoughts on “My Family Paragraph বাংলা অর্থসহ”

Leave a Comment