A Good Teacher Paragraph বাংলা অর্থসহ

A Good Teacher Paragraph : A good teacher is a qualified person. He has to possess some specialities. Teacher teaches his students well. He is like an actor. Teacher uses his hands, mouth and eye to make his lesson enjoyable and charming to the students. he is very patient. He is never rude to his students. When any student fails to understand any thing, he makes it easy. He does not rebuke his students. He is honest, decent and gentle. he leads a simple life. Teacher is not motivated by any ill-feelings. He is studious.

He takes preparations to teach his students. Teacher makes lesson plan. He not biased. He does not discriminate between any students. A good teacher has to attend some trainings and workshop. He has to perform the responsibility of flourishing the hidden talents of the students. Teacher must make a good assessment of his students. He must have a good control over his voice. His voice will be clear and distinct. He will encourage the students to be good citizens. He must direct them to the path of humanity, brotherhood and religiosity. Thus a good teacher has to possess some speciality.

Topic sentences:

  • A good teacher is an asset
  • একজন ভালো শিক্ষক একটা সম্পদ
  • He is brilliant, amiable and decent students
  • তিনি মেধাবী, নম্র এবং শিষ্টাচারসম্মত তিনি ছাত্রছাত্রীদের জন্য চিন্তা করেন
  • He teaches the students
  • He teaches the students well.
  • তিনি ছাত্রছাত্রীদের ভালোভাবে শিক্ষা দেন

A Good Teacher Paragraph বাংলা অর্থসহ :

একজন ভালো শিক্ষক একজন যোগ্যসম্পন্ন ব্যক্তি। তাঁর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তিনি ভালো করে তাঁর ছাত্রছাত্রীদের শিক্ষা দেন। তিনি একজন অভিনেতার মতো। তিনি ছাত্রছাত্রীদের কাছে তার শিক্ষা উপভোগ্য এবং মনোমুগ্ধ করতে তার হাত, মুখ এবং চোখ ব্যবহার করেন। তিনি খুবই ধৈর্যশীল। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের প্রতি রুঢ় আচরণ করেন না। যখন কোন ছাত্রছাত্রী কোন কিছু বুঝতে ব্যর্থ হয় তিনি এটাকে সহজ করে দেন। তিনি কখনো তার ছাত্রছাত্রীদেকে তিরস্কার করেন না। তিনি সৎ, শিষ্টাচার এবং ভদ্র। তিনি সাধারণ জীবনযাপন করেন। তিনি কোন খারাপ অনুভূতি দ্বারা উদ্বুদ্ধ হন না। তিনি অনেক পড়ুয়া।

তিনি তার ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নেন। তিনি পাঠ পরিকল্পনা তৈরি করেন। তিনি পক্ষপাতিত্ব করেন না। তিনি কোন ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য নিরূপণ করেন না। একজন ভালো শিক্ষককে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জন করতে হয়। তাকে ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা অর্জন করার দায়িত্ব পালন করেন। তিনি অবশ্যই তার ছাত্রছাত্রীদের ভালো মূল্যায়ন করবেন। তাকে অবশ্যই তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে হবে। তার কণ্ঠস্বরটা সুস্পষ্ট এবং সহজ দৃষ্ট হয়। তিনি ছাত্রছাত্রীদের সুনাগরিক হতে উৎসাহিত করবেন। তিনি তাদেরকে অবশ্যই মানবতা, ভ্রাতৃত্ববোধ এবং ধার্মিকতার পথ অবলম্বন করতে নির্দেশনা দিবেন। এভাবে একজন ভালো শিক্ষককে কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে।

আরো প্রাগ্রাফ পড়ুন…

অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।  আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment